04/08/2025
ধন্যবাদ আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য।দীর্ঘায়ু হবেন। কিন্তু আপনার এই কমেন্ট এ একটায় বোঝা যায় যে, জ্যোতিষ শুধুমাত্র টাকা উপার্জন করতে ,,,মনে রাখুন এটা একটি সনাতনী শাস্ত্র বেদ। যদি জাতকের গ্রহ খারাপ আছে,নিজের চাল চরিত্র যদি সে বদলায় কি গ্রহ ভালো রেজাল্ট করবে না?? তারপর মাদুলি,কবজ দিবেন,, তাই তো,, তাহলে আপনি কি প্রতিকার দেন,,,,রত্ন পাথর দিয়ে দেন,,,,?? এক লক্ষ মানুষের মধ্যে যদি আপনার একটি মাত্র মানুষ মূল স্রোতে আসে সেটাই আপনার প্রাপ্তি। আমার পোস্ট এ কি ভুল পেলেন যে আপনি এই কমেন্ট করলেন?? 161 টি পোস্ট করেছি এই গ্রুপে, কোথাও দেখিনি,,,কিন্তু মানুষের চাল চরিত্র বদলানোর বলা মাত্র জন্ম ছক বাদলনের বলতে আসলেন, আসলে কি জানেন ! আমি একটি কথা তুলে ধরবো - ডাকু রত্নাকর সে তার জীবনে জানিনা কতো লুটপাট, খুন মার্ডার করে,কতো বর্বরতা করেছে! কিন্তু নিজেকে বদলায় তপস্যা করে তিনি একজন বাল্মীকি নামে পরিচিত হলেন এই দুনিয়ায়,, জানেন হয়তো কারো কথা শুনে তিনি এই পথ চলেন। আপনি ও একজন জ্যোতিষী হয়ে কি দিয়েছেন সামাজে??এই কটু কথা?? আপনি অনেক বয়স হয়েছে খুব সন্মান সহ বলছি এই রকমের জ্ঞান ছড়াবেন না। বলুন তো যে সব পূজা পাঠ,মাদুলি তাবিজ করে কত জন মুলস্রোতে বা সুন্দর জীবন যাপন করছে।নিজেকে বদলানোর কথা বলেছি,,ভুল কোথায় পেলেন আদরণীয় বলুন! সারাদিনে 108 বার মন্ত্র জপলেন, তারপর আবার সেই অসামাজিক কর্মকান্ড জড়িত হলেন কি ফায়দা হলো? আপনি প্রতিকার ও দিলেন, শিব মন্দিরে গিয়ে শনিবার, সোমবার জল/দুধ দিয়ে অভিষেক করার বললেন, সেই শুনে সে করলো,,,,সে নিজের কুকর্ম ছাড়লো না,,,কোনো লাভ হবে?? তাহাকে কি বদলানোর পরামর্শ দিবেন না জ্যোতিষী বাবু?? নিজে না বদলালে আপনার রেমেডি কি ফল দিবে?? আপনাকে ও বদলাতে হবে? কারণ মানসিক ভারসাম্য হারিয়ে গেছে বলে মনে করছি। এই পবিত্র শ্রাবন মাসে ভগবান বা দেবাদী দেব মহাদেব এর কৃপা হবে। মনে কিছু করবেন না। ধন্যবাদ🙏🚩