12/02/2025
শৈশবের সোনালি দিন
টিয়া আজ বহুদিন পর পুরনো অ্যালবামের পাতা উল্টাতে গিয়ে দেখতে পেল সাত বছর বয়সে তোলা তার জন্মদিনের এই ছবিটি।
কত চেনা মুখ, কত প্রিয় মানুষ! বাবা বরুণ, মা জয়া, দিদি জিয়া, দাদু-ঠাকুমা, পিসি ছায়া আর তার মেয়ে বুবুন, পাশের বাড়ির কাকিমা আর তার ছেলেমেয়েরা—সবাই মিলে যেন এক বড়ো পরিবার। আর ছিল তাদের আদরের তোজো , যে মাথায় লাল টুপি পরে টিয়ার জন্মদিনে হাজির হতো প্রতি বছর। 😄
কিন্তু সবচেয়ে বেশি মনে পড়ছে ঠাকুমা মাধবীলতার হাতে বানানো নলেন গুড়ের পায়েশের স্বাদ, যা ছিল স্বর্গের মতো! দাদু প্রতি বছর তার শখের সংগ্রহ থেকে একটা করে নতুন কলম উপহার দিতেন, বাবা-মা এনে দিতেন রান্নার সেট, আর দিদি একদিনের জন্য তার আঁকার বাক্সটা টিয়ার জন্য খুলে দিত। কত আনন্দ! সেদিন পাশের বাড়ির সবাই শুভেচ্ছা জানাতে আসত, ছোটো বড়ো সবাই মিলে মেতে উঠত একসঙ্গে।
এখন সব বদলে গেছে। পরিবার ছেড়ে কর্মসূত্রে সে এখন দূরে, শিলং-এর সেই চেনা বাড়ি থেকে বহু দূরে। পুরনো বন্ধুদের খোঁজই মেলে না, প্রতিবেশীরা এখন কেবল দেয়ালের ওপারের অচেনা মানুষ। ব্যস্ততা, দূরত্ব, নিঃসঙ্গতা—সব মিলিয়ে কোথায় যেন হারিয়ে গেছে সেই একসাথে থাকার অনুভূতিটা। আজ এই ছবি দেখে হঠাৎই মনে হলো, কবে থেকে এত দূরে সরে গেল? কেন এখন আর সেভাবে কেউ খোঁজ নেয় না? বুকের গভীরে এক অদ্ভুত শূন্যতা জেগে উঠল। ইচ্ছে করল এখনই ছুটে চলে যায় বাবা-মায়ের কাছে, সেই পুরনো বাড়ির গন্ধটুকু অনুভব করতে। কারণ, শেষ পর্যন্ত "বাড়ি" তো একটাই—সেই শৈশবের আশ্রয়, যা কখনো বদলায় না। 😌
*** Ei chhobiti Amar prai dosh bochhor aager aka chhilo . Egulo theke akhon amon shundor golpo matha te asche tai apnader sathe share korchhi ekhane. Bhalo lagle like, comments and share korben 😊
#ছোটোলেখা #বেঙ্গলি
Send a message to learn more