12/10/2025
Biye Barshiki o Cricket Championship” 🏏🤣
Part 1 :
[দৃশ্য: রাত। ঘরটা হালকা আলোয় ভাসছে। টেবিল ল্যাম্পের নরম আলোয় স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেঁধে নিচ্ছে। মুখে গভীর রাগ, চোখে ঝিলিক। আয়নার প্রতিফলনে দেখা যাচ্ছে — স্বামী বিছানায় হেলান দিয়ে ক্রিকেট ম্যাচে ডুবে আছে, এক হাতে রিমোট, মুখে অদ্ভুত শান্তি।]
স্ত্রী (চুল টেনে, দাঁত চেপে):
শুভ্র, আজ কি দিন জানো?
স্বামী (চোখ টিভিতে, নির্বিকার):
হ্যাঁ হ্যাঁ, জানি! আজ ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল! 😃
স্ত্রী (আয়নায় নিজের মুখ দেখে ঠোঁট বাঁকায়):
ওহ্ তাই! ভেবেছিলাম হয়তো বিয়ের বার্ষিকী টাও মনে আছে তোমার!
স্বামী (গলা পরিষ্কার করে, হালকা ঘাম):
আরে, মনে তো ছিল… মানে… সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম…
স্ত্রী (ব্যঙ্গ করে):
সারপ্রাইজ? নিশ্চয়ই ওই ব্যাটসম্যানের সিক্সটা ছিল আমার জন্য!
আমি ভেবেছিলাম কোথাও নিয়ে যাবে—দার্জিলিং,সিকিম না হয় দিঘা ই , … অন্তত একটা শাড়িই কিনে দেবে !আমার বান্ধবীর বর ওকে আন্দামান নিয়ে গেছে, আর আমার বর রিমোট নিয়ে বিছানায়! বাহ্, কী রোমান্স ! 🤷♂️ টিভির সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ!🙄🤧
স্বামী (আতঙ্কিত হাসি দিয়ে):
না না, আমি ভাবছিলাম কাল যাই… আজ ভিড় হবে তো…
স্ত্রী (চোখ বড় করে, হাত কোমরে):
ওহ্, কাল? কাল তো তোমার “সেমি ফাইনাল”! 😏
তুমি নিশ্চিন্তে ক্রিকেট দেখো, আধসেদ্ধ ভাত খাও কাঁচা ডিম দিয়ে ।😡
আমি মা’য়ের বাড়ি যাচ্ছি কয়েক সপ্তাহের জন্য! 😑
স্বামী (আতঙ্কিত ভান করে, মুখে চাপা হাসি):
না না, তুমি গেলে আমি… আমি একা…....😝 কিন্তু ঠিক আছে তুমি বলছো যখন আমি তোমাকে সকাল এ অফিস যাওয়ার পথ এ মা’য়ের বাড়ি পৌঁছে দেব! 😅
(চেষ্টা করছে হাসিটা চেপে রাখতে, কিন্তু চোখের কোণায় আনন্দ ঝলমল করছে।)
স্ত্রী (তীক্ষ্ণ চোখে তাকিয়ে):
হাসিটা থামানোর দরকার নেই শুভ্র… খোলাখুলি হাসো!
লজ্জা পাবার কিছু নেই — কারণ ওটা তোমার এমনি ও নেই! 🙂💁♂️
[স্বামী মুখ চেপে কাশে, স্ত্রী ব্যাগের চেইন টানে “চটাস” শব্দে। শুভ্র ম্যাচের দিকে আবার চোখ ফেরায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে।]
* Chhobi ta amar onek aager banano chhilo .... Tar sathe ei mojar scene add kore dilam....😄... Bhalo lagle like , share and comment please....☺️....