04/04/2025
/////বিভিন্ন খেটে খাওয়া মানুষের পত্রপত্রিকা ও বিজ্ঞান সংগঠনের মুখপত্রের তরফে রাম নবমীতে শান্তি ও সাম্প্রদায়িক মৈত্রী বজায় রাখার আহ্বান/////
যে কোনো উৎসবে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের অধিকার রয়েছে। কিন্তু এবারের দোল উৎসবের সময়ে উত্তর প্রদেশে মসজিদের সামনে রঙ খেলা কিংবা উৎসবে অংশগ্রহণ করার জন্য দলিতদের উপর দুষ্কৃতিদের গুলি চালানোর ঘটনা আমাদের চিন্তিত এবং সতর্ক করছে। একই সাথে উল্লেখ্য, নিজ ঈশ্বরের নামে জয়ধ্বনি দেওয়ার অধিকার সব ধর্মের মানুষেরই আছে। কিন্তু সেই জয়ধ্বনি যাতে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনৈতিক স্লোগান না হয়ে ওঠে সেই বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। পশ্চিমবঙ্গের ১২ মাসে ১৩ পার্বণে রাম নবমী পালন একটি সাম্প্রতিক অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা খুব সুখকর নয়। ভক্তিভাবের বদলে রাস্তায় উন্মত্ত উল্লাসই বেশি লক্ষ্য করা যায়। আমাদের বিশাল দেশের বিভিন্ন প্রান্তে মহাকাব্যের ঘটনার ভিন্নতা, অঞ্চল বিশেষে পার্থক্যের দরুণ বহুশৈলিক চরিত্র এবং সেই অনুযায়ী দেব বিগ্রহের বৈশিষ্ট্যেরও বহুমাত্রিকতা আজ উপলব্ধি করা একান্ত প্রয়োজন। বাংলায় মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য কিংবা মল্লিকা সেনগুপ্তের সীতায়ন মহাকাব্যের ঘটনাবলীর তাত্ত্বিক ও সামাজিক চর্চার ঐতিহ্যেরই ধারাবাহিকতা। উৎসব পালন হোক। মৈত্রী ও শান্তি বজায় রাখুন। সমস্ত রকম সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সতর্ক থাকুন। উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির অপচেষ্টা রুখতে পুলিশ প্রশাসন আগাম সতর্ক থাকুন এবং হাই কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা তা খেয়াল রাখুন। সমস্ত খেটে খাওয়া মানুষ নিজ নিজ ক্ষেত্রে সম্প্রতি বজায় রাখতে উদ্যোগ নিন। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখুন।
অপ্রচলিত, দা ডিলিজেন্ট, মুক্ত বিজ্ঞান চেতনা, কথা, সাংস্কৃতিক সমসময়, সরজমিন পত্রিকা, ন হন্যতে, লাল রঙিন, দ্য রেনিগেড, আজকের জনস্বাস্থ্য, চার নম্বর প্ল্যাটফর্ম, আকিঞ্চন পত্রিকা