25/06/2025
/////প্রাইড মাসের আহ্বান/////
অদ্রিরাজ তালুকদার
১৯৬৯ সালের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্টোনওয়াল গে বারে সমকামী মানুষদের পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে প্রথম হিংসাত্মক প্রতিবাদ-বিক্ষোভ এবং সমকামী মানুষদের পরিচয় গোপন না করে চলার অধিকারের দাবীতে শুরু হওয়া আন্দোলনই আজ সারা পৃথিবী জুড়ে প্রাইডের রূপ পেয়েছে। ১৯৭০ সালে স্টোনওয়ালের স্মৃতিতে লস অ্যাঞ্জেলসে প্রথম প্রাইড মার্চ শুরু হয়। দুনিয়ার বহু দেশের মতো ভারতেও আজ অনেক শহরে প্রাইড মান্থ উদযাপিত হয়। আয়োজিত হয় প্রাইড মিছিল। কিছু বছর আগেও ভারেত সমকামী, উভকামী বা ভিন্ন যৗন পরিচয়ের হওয়া অপরাধ ছিল। ২০১৮ সালে ভারেতর সুপ্রিম কোর্ট এলজিবিটি সম্প্রদায়কে বৈধ স্বীকৃতি দেয়। ফি বছর জুন মাস এলেই কর্পোরেট সংস্থারা নিজেদের লোগোকে রামধনু রাঙিয়ে দেয় - অবশ্য সব দেশে নয় - যেখানে এই পিআর কৌশল মুনাফা এনে দেবে সেখানেই। কিন্তু আমাদের দেশেই এখনও সমলিঙ্গ বা ট্রান্স দম্পতিদের বিবাহ আইনস্বীকৃত নয় -- তারা সেই সব অধিকার থেকেও বঞ্চিত যেগুলো বিপরীতলিঙ্গ দম্পতিরা স্বাভাবিকভাবেই পেয়ে থাকেন, যেমন, সন্তান দত্তক নেওয়া, সম্পত্তি ক্রয় বিক্রয়, বীমা ইত্যাদি।
এছাড়াও প্রাইড উদযাপনের হিড়িকে অনেক সময়ই দেখি কমিউনিটির মধ্যে ইতিমধ্যে প্রতিষ্ঠিত, খ্যাতিসম্পন্ন মুখদের প্রচার। আর যেসব সংগঠনগুলি মূলত প্রান্তিক যৌন ও লিঙ্গ পরিচয়ের মানুষদের মধ্যে কাজ করে - আমরা তাদের চেষ্টার প্রতি সংহতি প্রকাশ করে এটা বলছি - তারা মূলত এনজিও প্রকৃতির সাময়িক সাহায্য দেওয়ার মতো কাজগুলোর সাথে বেশিই সম্পৃক্ত।
কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী এবং নিম্নবর্গের মধ্যে কমিউনিটির যে অসংখ্য মানুষ আছেন, যারা পরিচয় গোপন রেখে, সামাজিক ধিক্কার থেকে মুখ বাঁচিয়ে, একাধারে পুঁজিবাদী সমাজের শোষণ আর তাদের যৌন-লিঙ্গ পরিচয়ের জন্য সামাজিক নিপীড়ন একসাথে সহ্য করে টিকে রয়েছেন, এই বৃহত্তর বর্গ কিন্তু প্রাইডবিষয়ক মূলস্রোতের আলোচনায় এখনও অনেকটাই ব্রাত্য। আমাদের উদ্দেশ্য, তৃণমূলস্তরে, নীচের থেকে ওপরে এলজিবিটিকিউ মানুষদের আওয়াজ তুলে ধরা, তাদের কথাকে মূলস্রোতে নিয়ে আসা এবং যৌন-লিঙ্গভিত্তিক নিপীড়নের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে কমিউনিটির সকল মানুষের সদর্থক অংশগ্রহণকে উৎসাহিত করা।
প্রাইডের মাসে, এই পাথেয় নিয়েই লাল-রঙিন এগিয়ে যাবে বলে শপথ করে। আপনারা, আমাদের সঙ্গ দিন, পাশে থাকুন, আমাদের সাথে অংশগ্রহণ করুন।