লাল রঙিন Laal Rongin

লাল রঙিন Laal Rongin খেটে খাওয়া রামধনু সম্প্রদায়ের অধিকার ও সামাজিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে এই পত্রিকা

18/04/2025

/////বিভিন্ন খেটে খাওয়া মানুষের পত্রপত্রিকা ও বিজ্ঞান সংগঠনের মুখপত্রের তরফে রাম নবমীতে শান্তি ও সাম্প্রদায়িক মৈত্রী বজা...
04/04/2025

/////বিভিন্ন খেটে খাওয়া মানুষের পত্রপত্রিকা ও বিজ্ঞান সংগঠনের মুখপত্রের তরফে রাম নবমীতে শান্তি ও সাম্প্রদায়িক মৈত্রী বজায় রাখার আহ্বান/////

যে কোনো উৎসবে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের অধিকার রয়েছে। কিন্তু এবারের দোল উৎসবের সময়ে উত্তর প্রদেশে মসজিদের সামনে রঙ খেলা কিংবা উৎসবে অংশগ্রহণ করার জন্য দলিতদের উপর দুষ্কৃতিদের গুলি চালানোর ঘটনা আমাদের চিন্তিত এবং সতর্ক করছে। একই সাথে উল্লেখ্য, নিজ ঈশ্বরের নামে জয়ধ্বনি দেওয়ার অধিকার সব ধর্মের মানুষেরই আছে। কিন্তু সেই জয়ধ্বনি যাতে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনৈতিক স্লোগান না হয়ে ওঠে সেই বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। পশ্চিমবঙ্গের ১২ মাসে ১৩ পার্বণে রাম নবমী পালন একটি সাম্প্রতিক অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা খুব সুখকর নয়। ভক্তিভাবের বদলে রাস্তায় উন্মত্ত উল্লাসই বেশি লক্ষ্য করা যায়। আমাদের বিশাল দেশের বিভিন্ন প্রান্তে মহাকাব্যের ঘটনার ভিন্নতা, অঞ্চল বিশেষে পার্থক্যের দরুণ বহুশৈলিক চরিত্র এবং সেই অনুযায়ী দেব বিগ্রহের বৈশিষ্ট্যেরও বহুমাত্রিকতা আজ উপলব্ধি করা একান্ত প্রয়োজন। বাংলায় মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য কিংবা মল্লিকা সেনগুপ্তের সীতায়ন মহাকাব্যের ঘটনাবলীর তাত্ত্বিক ও সামাজিক চর্চার ঐতিহ্যেরই ধারাবাহিকতা। উৎসব পালন হোক। মৈত্রী ও শান্তি বজায় রাখুন। সমস্ত রকম সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সতর্ক থাকুন। উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির অপচেষ্টা রুখতে পুলিশ প্রশাসন আগাম সতর্ক থাকুন এবং হাই কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা তা খেয়াল রাখুন। সমস্ত খেটে খাওয়া মানুষ নিজ নিজ ক্ষেত্রে সম্প্রতি বজায় রাখতে উদ্যোগ নিন। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখুন।

অপ্রচলিত, দা ডিলিজেন্ট, মুক্ত বিজ্ঞান চেতনা, কথা, সাংস্কৃতিক সমসময়, সরজমিন পত্রিকা, ন হন্যতে, লাল রঙিন, দ্য রেনিগেড, আজকের জনস্বাস্থ্য, চার নম্বর প্ল্যাটফর্ম, আকিঞ্চন পত্রিকা

06/03/2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশান দিতে গিয়ে পাশবিক অত্যাচারের সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে রাস্তায় নামায় ছাত্রছাত্রীদের ওপর শাসক দলের গুন্ডাবাহিনী এবং প্রশাসনের সমান্তরাল আক্রমণ বুঝিয়ে দিচ্ছে যে শাসকগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক ও রাজনৈতিক চেতনা এবং প্রগতিশীল শিক্ষার্থীদের ঐক্যকে কতটা ভয় পায়। প্রতিবাদী ছাত্রীদের শারীরিক নির্যাতন এবং হেনস্থা করার মতো জঘন্য লিঙ্গ-হিংসার পথ অবলম্বন করে তারা নিজেদের পিতৃতান্ত্রিক এবং ধর্ষকামী মানসিকতার প্রমাণ দিয়েছে। ক্যাম্পাসের বিরাজনীতিকরণের উদ্দেশ্যে প্রগতিশীল রাজনীতি থেকে মেয়েদের ভয়ভীত ও বিচ্ছিন্ন করা তাদের বিশেষ কৌশল। এর থেকে প্রমাণিত যে পুঁজিবাদ-কর্পোরেটবাদের বিরুদ্ধে সংগ্রামের সাথে নারীমুক্তি ও লিঙ্গসাম্যের লড়াইও ওতোপ্রোতোভাবে জড়িত। তাই মেহনতি নারী দিবসের প্রাক্কালে 'লাল রঙিন' পত্রিকা সমস্ত ধরণের লিঙ্গকেন্দ্রিক অন্যায়ের ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মেহনতি নারী, কিন্নর, ট্রান্স ও কুইয়ার মানুষের সর্ববৃহৎ আন্দোলনগত ঐক্য স্থাপনের আহ্বান জানাচ্ছে।

14/02/2025

গত ১১ই ফেব্রুয়ারি কলকাতার যোধপুর পার্ক রিলায়েন্স স্মার্ট পয়েন্টে "মব"-এর হাতে ট্রান্স, ক্যুয়র, নন-বাইনারি ব্যক্তিদের শারিরীক নিগ্রহের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। উল্লেখ্য "স্যাফো ফর ইকুয়ালিটি" সংগঠনের উদ্যোগে পরিচালিত "পড়শী" ক্যান্টিনের রসদ কিনতে গেলে কমিউনিটির ব্যক্তিরা প্রথমে গালাগালি, হুমকির শিকার হন এবং শেষে বেশ কিছু সিস-জেন্ডার মহিলা ও পুরুষ মিলে তাদের ওপর চড়াও হয়ে মারধর করে। ওই সময়ে দোকানের কর্মীরা এবং অন্যান্য ক্রেতারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। অভিযোগ পেয়েও পুলিশ কোনো এফআইআর দায়ের করেনি। খাতায় কলমে আইন পাশ হলে এবং ব্র‍্যান্ডদের বিশেষ মাসে রামধনু পতাকা ওড়ানোতেই যে "ভদ্রলোকের" শহরে প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হয় না, এই ঘটনা তার প্রমাণ। বৃহৎ কর্পোরেটের ব্র‍্যান্ডেড দোকানের মধ্যেই এই জঘন্য ঘটনাটি ঘটেছে। পিতৃতন্ত্র, ট্রান্সবিদ্বেষ, সমকামী বিদ্বেষের বিরুদ্ধে সামাজিক লড়াইকে মেহনতি মানুষের শোষণ বিরোধী লড়াইয়ের সাথে একত্রিত হয়ে সর্বাত্মক আন্দোলনের পথে যেতে হবে। এই শহরের বুকেই অভয়ার খুন ও ধর্ষণ এবং তারপর থেকে খবরে উঠে আসা বহু লিঙ্গবিদ্বেষী ঘটনার কোনো বিচার আজও হয়নি। আমরা প্রশাসনের কাছে গতকালের ঘটনার তদন্ত, ন্যায়বিচার ও দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি এবং তার সাথে লিঙ্গ বিদ্বেষ, পিতৃতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজনীয়তা সবার সামনে তুলে ধরছি।

08/02/2025

পত্রিকা প্রসঙ্গে সমাজকর্মী অনুরাগ মৈত্রেয়ী...

04/02/2025

পত্রিকা প্রসঙ্গে জনস্বাস্থ্য আন্দোলনের সংগঠক পৌলমী

03/02/2025

দ্বিতীয় প্রস্তুতি সংখ্যা সম্পর্কে নাট্য ব্যক্তিত্ব শ্রী বিমলকান্তি দাশগুপ্ত

'লাল রঙিন' পত্রিকা প্রস্তুতি সংখ্যা ২ পাওয়া যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বই মেলা ২০২৫-এর লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নে টেবিল ...
29/01/2025

'লাল রঙিন' পত্রিকা প্রস্তুতি সংখ্যা ২ পাওয়া যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বই মেলা ২০২৫-এর লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নে টেবিল নং ১১৭ (স্বীকৃতি) এবং টেবিল নং ১২৭ (অকালবৈশাখী)-তে।

LGBTQIA+ রামধনু সম্প্রদায়ের পরিচিতি বিলোপের লক্ষ্যে সাম্রাজ্যবাদী কর্পোরেট প্রেমী ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন অসমকাম প...
24/01/2025

LGBTQIA+ রামধনু সম্প্রদায়ের পরিচিতি বিলোপের লক্ষ্যে সাম্রাজ্যবাদী কর্পোরেট প্রেমী ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন অসমকাম পিতৃতান্ত্রিক ফতোয়া অর্থাৎ কেবল নারী ও পুরুষকে লিঙ্গ হিসেবে প্রশাসনিক স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে সমাজকর্মী অনুরাগ মৈত্রেয়ীর ডাকে বাগবাজার বাটার সামনে প্রতিবাদী জমায়েত ও পথসভা হল; 23/01/2025।

24/01/2025

LGBTQIA+ রামধনু সম্প্রদায়ের পরিচিতি বিলোপের লক্ষ্যে সাম্রাজ্যবাদী কর্পোরেট প্রেমী ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন অসমকাম পিতৃতান্ত্রিক ফতোয়া অর্থাৎ কেবল নারী ও পুরুষকে লিঙ্গ হিসেবে প্রশাসনিক স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে সমাজকর্মী অনুরাগ মৈত্রেয়ীর ডাকে বাগবাজার বাটার সামনে প্রতিবাদী জমায়েত ও পথসভা হল; 23/01/2025।

17/12/2024

Kolkata Pride Walk 2024

Kolkata Pride Walk 2024
17/12/2024

Kolkata Pride Walk 2024

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when লাল রঙিন Laal Rongin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category