
27/12/2024
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
২৭শে ডিসেম্বর ২০২৪, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক : ৯২ বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লির এইমসে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই আচমকা অজ্ঞান হয়ে যান প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। তাঁর প্রয়াণের খবর পেয়ে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন কেন্দ্র। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। সেই সঙ্গেই শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে বলেই জানা গিয়েছে । পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহনের এমনটাই জানা গিয়েছে। আগামিকাল শেষকৃত্য হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মনমোহন সিংয়ের বাসভবনে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীও হাজির ছিলেন সেখানে এমনটাই খবর। জাতীয় পতাকায় মুড়ে সেখানেই শায়িত রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ। জানা গিয়েছে বিদেশ থেকে মোনমোহনকন্যা ফিরলে তারপরেই সম্পন্ন হবে ওঁনার শেষকৃত্য। আরও জানা গিয়েছে সম্ভবত রাজঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে। শুক্রবার ভোররাতে এইমস থেকে বের করে বাসভবনে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ। সূত্রের খবর, আজ দুপুরে সেখান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হতে পারে কংগ্রেস সদর দপ্তরে। এদিন সকালে কেবিনেটের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “মনমোহন সিংয়ের প্রয়াণ গোটা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। যেভাবে কঠিন সময়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন, অর্থমন্ত্রী থাকাকালীন যেভাবে দেশকে উদ্ধার করেছেন, সেটা আগামী প্রজন্মের কাছে শিক্ষণীয়।” প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মরণে এদিন কালো ব্যান্ড পরে মাঠে নামল ভারতীয় দল। মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনে খেলার শুরুতেই দেখা যায় ক্রিকেটার-সহ দলের প্রত্যেকের হাতেই বাঁধা রয়েছে কালো ব্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের মহিলা ব্রিগেডও কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমেছে। উল্লেখ্য, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীনই ভারত একাধিক সাফল্য পেয়েছে। টি-২০ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছিল ভারতে। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।