
28/07/2025
কথা ছিল একদিন,
চলে যাবো দূর নীল সীমানায়,
এক ছূটে পার হয়ে যাব সীমানা।
কথা ছিল একদিন, তুলে নিয়ে সব মরুভূমি,
ছুঁড়ে ফেলে দেবো সাগরের কিনারায়।
কথা ছিল সব সবুজ শুকিয়ে যাওয়ার আগে,
আগেই দেবো অমৃতের সন্ধান..
শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না,
শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না,
সময় খুঁজেছে যে তোমায়।
Photography & edit : .bhattacharya.5
Repost Strictly Prohibited 🚫
📷
[Bortir Bill, Sunset, sunset photography, travel photo, green field, bank of the river , barasat, barrackpore]