07/05/2024
গতকাল রাতে কলকাতায় প্রবল ঝড়ে মেট্রো রেলের কবি নজরুল মেট্রো স্টেশনের ছাদ উড়ে গেছে! তাই আপাতত রোদ-ঝড়-বৃষ্টির মধ্যেই যাত্রীদের প্ল্যাটফর্ম থেকে মেট্রোয় উঠতে হবে! মেট্রো কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কিছু না জানালেও আমরা আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে!
MRB - MetroRail Blog