MRB - MetroRail Blog

MRB - MetroRail Blog Welcome to MetroRail Blog . Here , we post Updates and Informations of Metro Rails and Rapid Transit

07/05/2024

গতকাল রাতে কলকাতায় প্রবল ঝড়ে মেট্রো রেলের কবি নজরুল মেট্রো স্টেশনের ছাদ উড়ে গেছে! তাই আপাতত রোদ-ঝড়-বৃষ্টির মধ্যেই যাত্রীদের প্ল্যাটফর্ম থেকে মেট্রোয় উঠতে হবে! মেট্রো কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কিছু না জানালেও আমরা আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে!

MRB - MetroRail Blog

আজ রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত 77 kmph এ মেট্রো চালানো হয়। মেট্রোর ভেতর থেকে নতুন কলকাতার দৃশ্য দেখে নিন! ভিডিও আসছে খুব...
29/03/2024

আজ রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত 77 kmph এ মেট্রো চালানো হয়। মেট্রোর ভেতর থেকে নতুন কলকাতার দৃশ্য দেখে নিন! ভিডিও আসছে খুব তাড়াতাড়ি! 😍❤️

MRB - MetroRail Blog

কলকাতা মেট্রো Yellow Line-এর প্রথম পর্যায়ের কাজ আজ সম্পূর্ণ হলো। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত 3 km অংশে আ...
28/03/2024

কলকাতা মেট্রো Yellow Line-এর প্রথম পর্যায়ের কাজ আজ সম্পূর্ণ হলো। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত 3 km অংশে আজ Chief Commissioner of Railway Safety পরিদর্শন করেন। এসপ্লানেড এবং কবি সুভাষ স্টেশনের মতন এবার নোয়াপাড়াও INTERCHANGE STATION হয়ে উঠছে। যাত্রীরা এখানে Yellow Line (নোয়াপাড়া - বিমানবন্দর - বারাসত) এবং Blue Line (দক্ষিণেশ্বর - কবি সুভাষ)-এর মধ্যে ট্রেন পাল্টাতে পারবেন। প্রকল্প আর কিছুদিনের মধ্যেই খুলে দেওয়া হতে পারে।

MRB - MetroRail Blog

28/03/2024

গতকাল রাত 10:30 নাগাদ রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে ট্রায়াল রান করা হয়। 4.3 km এই অংশে মোট 4টি স্টেশন থাকছে:

1. ভিআইপি বাজার
2. ঋত্বিক ঘটক (পঞ্চান্নগ্রাম)
3. বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি)
4. বেলেঘাটা

আজ এবং আগামীকাল কমিশনার অব রেলওয়ে সেফটি এই অংশ পরিদর্শন করবেন। তার কয়েক ঘণ্টা আগেই গতকাল রাতে সিগনাল ব্যবহার করেই ইলেকট্রনিক ইন্টার্লকিং দিয়ে ট্রেন চালানো হয়।

CRS এর থেকে ছাড়পত্র এলেও এই প্রকল্পে যাত্রী পরিষেবা এখনই শুরু হবার সম্ভাবনা কম। নয়তো এখনই কর্মী এবং রেকের অভাব নিয়ে প্রকল্প চালু করা কঠিন।

MRB - MetroRail Blog

23/03/2024

দেশের প্রথম underwater মেট্রোতে যাত্রীদের অনুভূতি কেমন? সুড়ঙ্গের মধ্যে নীল আলো ছাড়াও ট্রেনের মধ্যে ডিসপ্লে বোর্ডে চলছে motion graphics-যুক্ত video! সেই ভিডিওতে graphics এর মাধ্যমে দেখানো হচ্ছে underwater মেট্রোর কাল্পনিক দৃশ্য! এছাড়াও ট্রেনের ভেতরে speaker-এ বাজছে vocal description, যার মাধ্যমে আপনারা কিছু তথ্য ছাড়াও বুঝতে পারবেন কখন ট্রেন গঙ্গার নিচে প্রবেশ করলো এবং কখন নদীর তলদেশ ছেড়ে কলকাতায় প্রবেশ করলো।

এখনও এই রোমাঞ্চ অনুভব করেননি? তাড়াতাড়ি গিয়ে এই রোমাঞ্চকর ride উপভোগ করুন কলকাতার অন্যতম গুরুত্বপূর্ন মেট্রো লাইনটি!

MRB - MetroRail Blog

14/03/2024

কাল জনসাধারণের জন্য খুলবে হাওড়া ময়দান - এস্প্লানেড মেট্রো। তার আগে চটপট দেখে নিন দেশের গভীরতম মেট্রো স্টেশন - হাওড়া মেট্রোর ভেতরের দৃশ্য! ❤️🚇🔥

MRB - MetroRail Blog

Purple Line Metro Timetable: আগামী 15 মার্চ থেকে কলকাতা মেট্রোর পার্পল লাইনে নবনির্মিত মাঝেরহাট এবং জোকা স্টেশনের মধ্যে ...
09/03/2024

Purple Line Metro Timetable:

আগামী 15 মার্চ থেকে কলকাতা মেট্রোর পার্পল লাইনে নবনির্মিত মাঝেরহাট এবং জোকা স্টেশনের মধ্যে যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে।
যেটুকু জানা যাচ্ছে তাতে এই লাইনের পরিষেবা বেহালা তথা দক্ষিণ পশ্চিম শহরতলিবাসীদের মোটেই খুশি করবে না। এই লাইনে মেট্রো পরিষেবার প্রস্তাবিত timetable এইরকম --

মাঝেরহাট এবং জোকা উভয় প্রান্ত থেকে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল 8:30 টায় এবং
বিকেল 3-35 মিনিটে।

সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলবে 25 মিনিট অন্তর। অর্থাৎ অফিসটাইমে যখন যাত্রীদের মেট্রোর পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেইসময়েই পর্যাপ্ত পরিষেবা মিলবে না।
মাঝেরহাটে পূর্ব রেলের বজবজ লাইনের সঙ্গে অত্যন্ত ভালো connectivity থাকা সত্বেও সন্ধ্যার গুরুত্বপূর্ণ সময়ে অফিস থেকে বাড়ি ফেরার পথে যাত্রীরা এই পরিষেবা পাবেন না। অর্থাৎ মাঝেরহাট স্টেশন পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত করা হলেও যাত্রীরা এর সুবিধা পুরোপুরি ভোগ করতে পারবেন না এবং আগের মত joyride হিসেবেই অনির্দিষ্টকাল পর্যন্ত এটি চালানো হবে।
মাঝেরহাট মেট্রো নিয়ে বেহালাবাসীকে বড়বড় স্বপ্ন দেখিয়েও শেষে কর্তৃপক্ষের এই আচরণ হতাশাজনক। এর একটা কারণ হতে পারে পরিষেবা পুরোপুরি চালু করার জন্য যত সংখ্যক কর্মী বা রেক প্রয়োজন তা হয়ত এই মুহূর্তে মেট্রোর হাতে নেই।
অথচ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পরিষেবা পুরোদমে চালানো গেলে এটি যথেষ্ট লাভজনক হবে বলেই আমাদের বিশ্বাস।
তাই আপাতত যাত্রীরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকবেন। ভবিষ্যতে পর্যাপ্ত পরিষেবা পাওয়ার জন্য মেট্রো কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর করে থাকা ছাড়া আর কোন উপায় নেই।

Orange Line Metro Timetable: আগামী 15 মার্চ থেকে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে নবনির্মিত কবি সুভাষ ( নিউ গড়িয়া ) এবং রুব...
09/03/2024

Orange Line Metro Timetable:

আগামী 15 মার্চ থেকে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে নবনির্মিত কবি সুভাষ ( নিউ গড়িয়া ) এবং রুবি ( হেমন্ত মুখোপাধ্যায় ) স্টেশনের মধ্যে যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে।
যেটুকু জানা যাচ্ছে তাতে এই লাইনের পরিষেবা নিউ গড়িয়া তথা দক্ষিণ শহরতলিবাসীদের মোটেই খুশি করবে না। এই লাইনে মেট্রো পরিষেবার প্রস্তাবিত timetable এইরকম --

নিউ গড়িয়া এবং রুবি উভয় প্রান্ত থেকে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল 9 টায় এবং
বিকেল 4-40 মিনিটে।

সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলবে 20 মিনিট অন্তর। অর্থাৎ অফিসটাইমে যখন যাত্রীদের মেট্রোর পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সেইসময়েই পর্যাপ্ত পরিষেবা মিলবে না।
নিউ গড়িয়ায় পূর্ব রেল এবং কলকাতা মেট্রো নর্থ সাউথ লাইনের সঙ্গে অত্যন্ত ভালো connectivity থাকা সত্বেও সন্ধ্যার গুরুত্বপূর্ণ সময়ে অফিস থেকে বাড়ি ফেরার পথে যাত্রীরা এই পরিষেবা পাবেন না। অর্থাৎ নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত করা হলেও যাত্রীরা এর সুবিধা পুরোপুরি ভোগ করতে পারবেন না এবং joyride হিসেবেই অনির্দিষ্টকাল পর্যন্ত এটি চালানো হবে।
অরেঞ্জ লাইন মেট্রো নিয়ে শহরকে বড়বড় স্বপ্ন দেখিয়েও শেষে কর্তৃপক্ষের এই আচরণ হতাশাজনক। এর একটা কারণ হতে পারে পরিষেবা পুরোপুরি চালু করার জন্য যত সংখ্যক কর্মী প্রয়োজন তা হয়ত এই মুহূর্তে মেট্রোর হাতে নেই।
অথচ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা পুরোদমে চালানো গেলে এটি যথেষ্ট লাভজনক হবে বলেই আমাদের বিশ্বাস।
তাই আপাতত যাত্রীরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই থাকবেন। ভবিষ্যতে পর্যাপ্ত পরিষেবা পাওয়ার জন্য মেট্রো কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর করে থাকা ছাড়া আর কোন উপায় নেই।

Underwater Metro Timetable: আগামী 15 মার্চ থেকে হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে। ভারতে এই ...
09/03/2024

Underwater Metro Timetable:

আগামী 15 মার্চ থেকে হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে। ভারতে এই প্রথম নদীর তলা দিয়ে মেট্রো চলবে কলকাতায়। সেক্ষেত্রে পরিষেবা পাওয়া যাবে 12 থেকে 15 মিনিট অন্তর, যার কমে চালানো এই মুহূর্তে সম্ভব নয়। সোমবার থেকে শনিবার এই পরিষেবা পাওয়া যাবে। রবিবার বন্ধ।

প্রথম পরিষেবা: 7 AM from both ends
শেষ পরিষেবা: 21:45 (9:45 PM) from both ends

Frequency: 12 Mins (9 AM to 11 AM) and (5 PM to 8 PM), rest of the time 15 Mins.

MRB - MetroRail Blog

আজ দমদম ক্যান্টনমেন্ট মেট্রো ট্রায়াল রান।❤️📸আজ দুপুরে একটি মেধা রেক দিয়ে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্ট...
04/03/2024

আজ দমদম ক্যান্টনমেন্ট মেট্রো ট্রায়াল রান।❤️📸

আজ দুপুরে একটি মেধা রেক দিয়ে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন পর্যন্ত 3 km অংশে মেট্রো রেলের ট্রায়াল রান করা হয়। নবনির্মিত এই অংশে একটি মাত্র track দিয়েই ট্রায়াল করা হয়েছে।

আগে থেকে না জানিয়ে খুব গোপনীয়তার সঙ্গে এই ট্রায়াল রান করা হয়। আগেই একটি পুরনো নন এসি রেক দিয়ে ট্রায়াল করার কথা থাকলেও তা না করে একটি নতুন মেধা রেক চালানো হয়।

আমাদের কাছে এখনও পর্যাপ্ত পরিমাণে ছবি এসে পৌঁছয়নি। এলে আবার পোস্ট দেওয়া হবে।

MRB - MetroRail Blog

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when MRB - MetroRail Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MRB - MetroRail Blog:

Share