05/09/2025
প্রথম শিক্ষক দিবস
যতই দুস্টুমি করুক, সন্ধে হলেই নিজেই বই-খাতা খুলে বসে যায়। আঁকতেও ভালবাসে আমার পিকু। ওর বেড়ে ওঠা, লেখাপড়ার প্রতি টান দেখে আনন্দ হয়। কিন্তু আমার মেয়েটা এবার যা করল, সেটা আজীবন ভুলতে পারব না।
শুধু বললাম, 'টিচারকে একটা গিফ্ট দিতে হবে।' যেমন কথা। তেমন কাজ। আমার মেয়ে কাগজ-পেনসিল নিয়ে বসে গেল। কয়েক মিনিটের মধ্যে ওর ম্যাডামের জন্য গিফ্ট রেডি।
এটা পিকুর প্রথম শিক্ষক দিবস। ওর জীবনে আরও এমন ভাল মুহুর্ত আসুক। এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। আপনারাও ওকে আশীর্বাদ করুন।