14/04/2025
জীবনের কিছু স্মৃতি আজও যায় না, কভু মোছা মন তাকেই বেশি ভালোবাসে যে দিয়ে ছিলো তোমার মনে ব্যথা। দিনটা নাহয় কাটালে তুমি চোখের পানি লুকিয়ে রাত হলে পরবে মনে পুরবে, মন ঝরবে চোখের পানি। নিরব হয়ে বসে থাকবে, বলবে চাঁদের কাছে কি ছিলো ভুল, কি ছিলো দোষ? হতে পারলে না তুমি আমারি?