
08/06/2025
আমার আদরের ছোট ভাই (শ্যালক) হাসিন আরমান রাজী (বুদ্ধি ও বাক প্রতিবন্ধী ) গত ৫ জুন ২০২৫ সকাল ১০ টা থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার, কোতোয়ালি থানার অন্তর্গত ৪ নং আমড়াতলি ইউনিয়নের বাসমঙ্গল চৌমুহানি থেকে নিখোঁজ রয়েছে। কুমিল্লার সব জায়গায় অনেক খুঁজাখুঁজি করেও আজ পর্যন্ত পাওয়া যায় নি। এর জন্য কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ৩৭৯, ৬ জুন ২০২৫।
আমার ফেজবুক ফ্রেন্ডস, ফলোয়ারস ও শুভকাঙখীদের বিনীত অনুরোধ করছি হারানো নিউজ টা শেয়ার করে চারদিকে ছড়িয়ে দেয়ার জন্য।
যদি কেউ বা কোন গোষ্ঠী তার সন্ধান বা কোন তথ্য জানেন তাহলে প্রদত্ত নাম্বার গুলোতে জানালে অনেক উপকৃত হবো।
-+8801730636525 (বাবা)
-+8801763861144 (ভাই)
-+8801716118706 (চাচা)
-+8801710803816 (ফুফাতো ভাই)
-+8801974600200 (বোনের জামাই)
Missing
Missing People
Uno Cumilla Sadar
Cumilla
Cumilla Plus
কুমিল্লার চোখ
প্রতিদিন কুমিল্লা
Channel i News
Channel 24
Press Channel