Nilofa Emili Azmi

Nilofa Emili Azmi Hey everyone, I'm here to create my own contents like Story Telling, Singing, Vlog and Food Vlog. Animal lover & nature lover
Follow for more videos.
(1)

GOOD EVENINGদিনশেষে যেমন ঘরে ফেরে পাখিরা। তেমন মানুষও এই সময়টা ফিরতে চায় প্রিয় মানুষের কাছে। ব্যস্ততায় দিন কাটলেও সন্ধের...
16/09/2025

GOOD EVENING
দিনশেষে যেমন ঘরে ফেরে পাখিরা। তেমন মানুষও এই সময়টা ফিরতে চায় প্রিয় মানুষের কাছে। ব্যস্ততায় দিন কাটলেও সন্ধের এই সময়টা দূরে থাকা কাছের মানুষকে মনে পড়ে বৈকি। কিন্তু এই কর্পোরেট জাঁতাকলে তো ইচ্ছে থাকলেই উপায় হয় না। অগত্যা ভার্চুয়াল জগৎই ভরসা। আপনিও কি সেই দলেই?
☺☺

GOOD AFTERNOONসকাল আর বিকেল তো এমনিই কেটে যায়, কিন্তু দুপুর টা যেনো কাটতেই চায় না। তাই সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠাতে ব...
16/09/2025

GOOD AFTERNOON
সকাল আর বিকেল তো এমনিই কেটে যায়, কিন্তু দুপুর টা যেনো কাটতেই চায় না। তাই সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠাতে বসেছি, এভাবেই সময়টা কাটিয়ে নেবো। শুভ দুপুর।
🌤☔🍀🌺🌻🍀

16/09/2025

GOOD MORNING
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা, সকাল মানে ভরের আলোয় নতুন গোলাপ ফোঁটা, সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত । আজ সকালে তোমায় জানাই নতুন সুপ্রভাত.
😊😇

GOOD NIGHTপ্রতিটি রাতের পরে আসে নতুন সকাল। স্বপ্ন দেখো, আশা রাখো। – শুভ রাত্রি।😴😴
15/09/2025

GOOD NIGHT
প্রতিটি রাতের পরে আসে নতুন সকাল। স্বপ্ন দেখো, আশা রাখো। – শুভ রাত্রি।
😴😴

GOOD EVENING শুভ সন্ধ্যার শুভেচ্ছা​এই সুন্দর সন্ধ্যায়, আপনার সমস্ত দিনের ক্লান্তি দূর হোক। আকাশের পশ্চিম দিগন্তে যেমন স...
15/09/2025

GOOD EVENING
শুভ সন্ধ্যার শুভেচ্ছা
​এই সুন্দর সন্ধ্যায়, আপনার সমস্ত দিনের ক্লান্তি দূর হোক। আকাশের পশ্চিম দিগন্তে যেমন সূর্যের শেষ আলোর আভা ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই আপনার জীবনে শান্তি, আনন্দ এবং নতুন আশার আলো আসুক।
🌄💗🌼🍀🌷🌿🪻

15/09/2025

GOOD AFTERNOON
শুভ দুপুর!
​আকাশের কোলে রোদের হাসি, পাখির গানের মিষ্টি সুর, আর চারপাশের স্নিগ্ধতা ছুঁয়ে যাক আপনার মন। আজকের দুপুরটা আপনার জন্য বয়ে আনুক অনাবিল শান্তি আর একরাশ আনন্দ।
​এই সুন্দর দুপুরে আপনার প্রতিটি মুহূর্ত ভরে উঠুক হাসিতে আর ভালোবাসায়।
🌞☘️💗🌿🌻🌿

GOOD MORNING শুভ সকাল!​নতুন দিনের আলো আপনার জীবনকে আলোকিত করুক, প্রতিটি মুহূর্ত ভরে উঠুক আনন্দ আর সম্ভাবনায়। আজকের দিনট...
15/09/2025

GOOD MORNING
শুভ সকাল!
​নতুন দিনের আলো আপনার জীবনকে আলোকিত করুক, প্রতিটি মুহূর্ত ভরে উঠুক আনন্দ আর সম্ভাবনায়। আজকের দিনটা আপনার জন্য সফল এবং সুন্দর হোক।
🌅🌼💗☘️

GOOD NIGHT শুভরাত্রি!​দিনের শেষে ক্লান্ত মন আর শরীরকে বিশ্রাম দিতে এসেছি আমি। আজকের মতো সব কাজ শেষ, এবার ঘুমের দেশে পাড়ি...
14/09/2025

GOOD NIGHT
শুভরাত্রি!
​দিনের শেষে ক্লান্ত মন আর শরীরকে বিশ্রাম দিতে এসেছি আমি। আজকের মতো সব কাজ শেষ, এবার ঘুমের দেশে পাড়ি দেওয়ার পালা। রাতের গভীর নীরবতা আপনার মনে এনে দিক অপার শান্তি।
​আপনার সব দুশ্চিন্তা দূর হোক, আর স্বপ্নগুলো সত্যি হোক। শুভরাত্রি!
🌆🌙🌿🌺🍀🌹

GOOD EVENING শুভ সন্ধ্যা!​সারাদিনের কর্মব্যস্ততা শেষে এই সন্ধ্যা আপনার জীবনে নিয়ে আসুক একরাশ শান্তি, স্নিগ্ধতা আর অফুরন্...
14/09/2025

GOOD EVENING
শুভ সন্ধ্যা!
​সারাদিনের কর্মব্যস্ততা শেষে এই সন্ধ্যা আপনার জীবনে নিয়ে আসুক একরাশ শান্তি, স্নিগ্ধতা আর অফুরন্ত আনন্দ। আজকের সূর্যাস্তের মতো আপনার সব দুশ্চিন্তা মুছে যাক, আর আগামীকালের সূর্যোদয় নিয়ে আসুক নতুন আশা ও সম্ভাবনা।
​আপনার সন্ধ্যা সুন্দর হোক।
🌄🕊️🌿🌺☘️🌹

GOOD AFTERNOONশুভ দুপুর!পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়!​এই ছবিটা দেখলেই...
14/09/2025

GOOD AFTERNOON
শুভ দুপুর!
পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়
ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়!
​এই ছবিটা দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আব্বার হাত ধরে প্রথম হাঁটা, আর আব্বার কাঁধে চড়ে পৃথিবী দেখা—সেই স্মৃতিগুলো আজও মনের মধ্যে টাটকা। তুমি শুধু আমার আব্বা নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড়ো অনুপ্রেরণা।
​আজ এই ছবিটা পোস্ট করে শুধু একটাই কথা বলতে চাই, তোমার স্নেহ আর ভালোবাসা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ।
​তোমাকে অনেক ভালোবাসি, আব্বা।
🌞🌿🌻🍲🌹

GOOD MORNING ২০২১-এর আমার সেই সুন্দর মুহূর্তের মতোই, আজকের সকালটা হোক স্নিগ্ধ আর মিষ্টি। পুরোনো স্মৃতি আর নতুন দিনের স্ব...
14/09/2025

GOOD MORNING
২০২১-এর আমার সেই সুন্দর মুহূর্তের মতোই, আজকের সকালটা হোক স্নিগ্ধ আর মিষ্টি। পুরোনো স্মৃতি আর নতুন দিনের স্বপ্ন নিয়ে, শুরু হোক আপনার শুভ দিন। শুভ সকাল! ☀️"
🌅🌼🌿🌹☘️🪻💗

GOOD NIGHT দিনের সব কোলাহল এবার থেমেছে। তোমার মনের ক্যানভাসে একটি শান্তির ছবি আঁকো, আর এমন একটি স্বপ্ন দেখো যা শুধু তোমা...
13/09/2025

GOOD NIGHT
দিনের সব কোলাহল এবার থেমেছে। তোমার মনের ক্যানভাসে একটি শান্তির ছবি আঁকো, আর এমন একটি স্বপ্ন দেখো যা শুধু তোমার জন্য। শুভরাত্রি!

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilofa Emili Azmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share