
04/09/2025
মায়ের কথা ২
তখন নার্স অনিন্দিতা আমায় মারাত্মক লেবার পেইন এর মধ্যে হাঁটাচ্ছে, ব্যায়াম করাচ্ছে আর আমি তাদের জন্য হাসছি যারা আমার অবস্থা দেখে কেউ কাঁদছে,কেউ বলছে সিজার করে দিন ডক্টর, কেউ বলছে নরমাল ডেলিভারি তোর একটা ভুল সিদ্ধান্ত, বাবা এসে হাত পায়ে হাত বোলাচ্ছে আর বলছে "মামন, কি দরকার এত কষ্ট নেওয়ার!!"
আমি শুধু ভাবছি ঈশ্বর তো আমার জন্য এটাই ভেবেছেন, আমি কোথাকার হরিদাসী, যে আমি চাইবো আর আমার নরমাল ডেলিভারি হবে!!
আমার অবাধ্য জীবন চেতনা, আমার প্রেগনেন্সিতে সাঁটিয়ে আউধ এর হান্ডি বিরিয়ানি খাওয়া, বরের সাথে ক্যাফে ডেট,৩৭সপ্তাহ অবধি ঘোর বর্ষায় সকলের বারণ উপেক্ষা ক'রে চুটিয়ে অফিস করা, এসে ডাক্তার এর চাহিদা মতো ৮০টা ক'রে উঠবস করা, বাজার করা,বাথরুম পরিস্কার করা, কাজের আন্টি কামাই করলে ঘর মোছা,বাসন মাজা, রান্না করা..হা হা হা সত্যিই এসব আমি আর আমার বর জানি।কারণ এই সময় আমি কাজের আন্টি ছাড়া কারো সাহচর্য নিইনি।আমার মনে হয়েছে এই সিধান্ত যখন আমাদের, বাস্তবায়নের দায় ভার ও আমাদের। আমার বর সাথে থাকলে বা না থাকলেও আমি পেরে যাবো।( কৌশিক আমায় তোল্লাই না দিলে এসব অসম্ভব ছিল)।আর মানসিক ভাবে সাথে ছিল সুস্মি,মাম্পিদিদি , মাম্মাম,দুই বাড়ির বাবা, মা,বোন (বড় ননদ),বুনু (ছোট ননদ)।গানের মাসিমনি,নিম্মা, বড় পিসি,পৌলমী দি,অনিন্দ্যদা,আমার পদ্যঘর পরিবার,মিনা,রাজশ্রী আমার অফিসের প্রতিটি স্টাফ, আরও কিছু মানুষ।
সব ব্যথার মাঝেও অদ্ভুত শান্তি ছিল। নতুন কেউ আসার আনন্দ ছিল। আমাদের ছোট্ট রোশনাই (আমার গুরুমায়ের দেওয়া নাম Sanchita Dipta) তখন ভাবছে," আমি আর কিছুক্ষণেই আসছি মা।তুমি আর একটু আমার আসার ব্যথা সহ্য করো"🥰