Rashmita-র কবিতার ঘরবাড়ি

Rashmita-র কবিতার ঘরবাড়ি || VOICE ARTIST || ELOCUTIONIST || ANCHOR || YOUTUBER || MODEL ||

মায়ের কথা ২তখন নার্স অনিন্দিতা আমায় মারাত্মক লেবার পেইন এর মধ্যে হাঁটাচ্ছে, ব্যায়াম করাচ্ছে আর আমি তাদের জন্য হাসছি যারা...
04/09/2025

মায়ের কথা ২

তখন নার্স অনিন্দিতা আমায় মারাত্মক লেবার পেইন এর মধ্যে হাঁটাচ্ছে, ব্যায়াম করাচ্ছে আর আমি তাদের জন্য হাসছি যারা আমার অবস্থা দেখে কেউ কাঁদছে,কেউ বলছে সিজার করে দিন ডক্টর, কেউ বলছে নরমাল ডেলিভারি তোর একটা ভুল সিদ্ধান্ত, বাবা এসে হাত পায়ে হাত বোলাচ্ছে আর বলছে "মামন, কি দরকার এত কষ্ট নেওয়ার!!"

আমি শুধু ভাবছি ঈশ্বর তো আমার জন্য এটাই ভেবেছেন, আমি কোথাকার হরিদাসী, যে আমি চাইবো আর আমার নরমাল ডেলিভারি হবে!!

আমার অবাধ্য জীবন চেতনা, আমার প্রেগনেন্সিতে সাঁটিয়ে আউধ এর হান্ডি বিরিয়ানি খাওয়া, বরের সাথে ক্যাফে ডেট,৩৭সপ্তাহ অবধি ঘোর বর্ষায় সকলের বারণ উপেক্ষা ক'রে চুটিয়ে অফিস করা, এসে ডাক্তার এর চাহিদা মতো ৮০টা ক'রে উঠবস করা, বাজার করা,বাথরুম পরিস্কার করা, কাজের আন্টি কামাই করলে ঘর মোছা,বাসন মাজা, রান্না করা..হা হা হা সত্যিই এসব আমি আর আমার বর জানি।কারণ এই সময় আমি কাজের আন্টি ছাড়া কারো সাহচর্য নিইনি।আমার মনে হয়েছে এই সিধান্ত যখন আমাদের, বাস্তবায়নের দায় ভার ও আমাদের। আমার বর সাথে থাকলে বা না থাকলেও আমি পেরে যাবো।( কৌশিক আমায় তোল্লাই না দিলে এসব অসম্ভব ছিল)।আর মানসিক ভাবে সাথে ছিল সুস্মি,মাম্পিদিদি , মাম্মাম,দুই বাড়ির বাবা, মা,বোন (বড় ননদ),বুনু (ছোট ননদ)।গানের মাসিমনি,নিম্মা, বড় পিসি,পৌলমী দি,অনিন্দ্যদা,আমার পদ্যঘর পরিবার,মিনা,রাজশ্রী আমার অফিসের প্রতিটি স্টাফ, আরও কিছু মানুষ।

সব ব্যথার মাঝেও অদ্ভুত শান্তি ছিল। নতুন কেউ আসার আনন্দ ছিল। আমাদের ছোট্ট রোশনাই (আমার গুরুমায়ের দেওয়া নাম Sanchita Dipta) তখন ভাবছে," আমি আর কিছুক্ষণেই আসছি মা।তুমি আর একটু আমার আসার ব্যথা সহ্য করো"🥰

মায়ের কথা ১মিনি কুটুর পৃথিবীতে দিন চারেক হল। এখন ও আমার গলা চিনতে পারে, স্পর্শ করলে বোঝে মা আছে। নিজেকে সিকিওর ফিল করে। ...
02/09/2025

মায়ের কথা ১

মিনি কুটুর পৃথিবীতে দিন চারেক হল। এখন ও আমার গলা চিনতে পারে, স্পর্শ করলে বোঝে মা আছে। নিজেকে সিকিওর ফিল করে। হসপিটাল থেকে আজ ছাড়া পাবো। আমাদের ঘরে আরও একটা নতুন মানুষ আসছে এটা মনে হচ্ছে না। আমার কেমন রূপকথার মতো মনে হয়। মনে হয় সেই ছেলে বেলার খেলনা বাটির মতো একটা নতুন পুতুল এলো সংসারে।

এখানে বেবিকে মায়ের কেবিনে দেয়না,এমনকি মায়েদেরও নিজেকে যথা সম্ভব পরিস্কার ক'রে তবেই বেবির নার্সারিতে ঢুকতে দেয়।ফোন, ইলেকট্রনিকস গ্যাজেটস কিছুই নিতে দেওয়া হয়না। এমনকি কুটুও কখনো মিনিকুটুকে ধরেনি। বেচারা বাবা হয়েও সাফার করছে বাচ্চার স্বার্থে।

এখন আমায় দেখতে কেমন মা মা হয়ে গেছে। তবু আমি কাজল পরি, স্নান করে ক্রিম মাখি, টিপ পরি লিপ বাম লাগাই চুল পরিপাটি ক'রে তবেই যাই মিনি কুটুর নার্সারিতে। দিনে বহুবার ওখান থেকে ফোন আসে। বাচ্চা খাবে,বাচ্চা কাঁদছে,বাচ্চা আপনার কম্পানি চাইছে আরও কত কি!

আমি মনে মনে ভাবি, আমি আমার মা কে যেমন চাই জীবনের প্রতিটি পদক্ষেপে তেমনিই বুঝি আমারও জীবনে কেউ এলো। আমার গলা শুনলে সিস্টারদের কোল থেকে আমায় খোঁজে। আমার খুব অবাক লাগে। আজ সকালে ওর ব্লাড নিচ্ছে, ও বামালুম একটুও কাঁদছে না। আমার খুব মনে হয় ও আমার মতো শক্তিশালী হোক।এই কঠিন সমাজের বুকে নিজেকে টিকিয়ে রাখতে গেলে যেমন অকপট হতে হয় তেমন।

মিনি কুটু আমার নরমাল ডেলিভারির বাচ্চা।ড: সঞ্চিলা তালুকদারের তত্ত্বাবধানে আমি ওকে পেয়েছি।আমি জীবনে সবকিছু সাধারণ ও সতস্ফুর্ত চেয়েছি। তাই হয়তো ঈশ্বর আমায় সাহায্য করে চলেছেন। ডেলিভারিতে আমার সাথে কুটুও ছিল আমার হাত ধরে আমি আর ও বাবা মা একসাথে হয়েছি। এই তীব্র যন্ত্রণায় যে মুক্তি আছে যে আনন্দ আছে তা আর কিছুতে নেই। আমি ওকে জন্মদিয়েই সেই টেবিলে বসে ব্রেস্টফিড করাতে পেরেছি। ন্যাচেরাল বার্থ এর স্ট্রাগল থেকে ও আশাকরি শিখবে কিভাবে জীবনের লড়াই। হারতে হারতে জিতে যাওয়ার আনন্দ।

আমার তখন লেবার পেইন হচ্ছে, আর মনিপালের ৬তলার ওপর থেকে আমি দেখছি অঝোরে বৃষ্টি পড়ছে। আমি আনন্দে বলছি, "ছেলে আমার খুব রোম্যান্টিক হবে"।

আসলে আমাদের এই রূপকথা আর বাস্তবতার মাঝে যেটুকু ফারাক তাইই আমাদের একরত্তি ছেলে ঋষাঙ্ক।

কাজের জায়গায় অবিচল থাকলে সরকারি হোক বা বেসরকারি প্রতিষ্ঠান তোমাকে জীবনে পিছনে ঘুরে তাকাতে হবেনা। ❤️
07/07/2025

কাজের জায়গায় অবিচল থাকলে সরকারি হোক বা বেসরকারি প্রতিষ্ঠান তোমাকে জীবনে পিছনে ঘুরে তাকাতে হবেনা। ❤️

07/07/2025
05/07/2025
  all hopes end his plans begins..🙏Jay Jagannath ⭕❗⭕
27/06/2025

all hopes end his plans begins..🙏

Jay Jagannath ⭕❗⭕

Hangout
18/05/2025

Hangout

পবিত্র ঈদের শুভেচ্ছা
31/03/2025

পবিত্র ঈদের শুভেচ্ছা

Address

Kolkata

Telephone

+916294439543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashmita-র কবিতার ঘরবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashmita-র কবিতার ঘরবাড়ি:

Share