Rashmita-র কবিতার ঘরবাড়ি

Rashmita-র কবিতার ঘরবাড়ি || VOICE ARTIST || ELOCUTIONIST || ANCHOR || YOUTUBER || MODEL ||

❤️ভুল মানুষকে ভালোবাসা ❤️(Loving the Wrong Person)​​আজকাল বহু মানুষ তাদের বর্তমান সম্পর্কের মানুষটিকে ছেড়ে দিতে না পেরে...
30/10/2025

❤️ভুল মানুষকে ভালোবাসা ❤️
(Loving the Wrong Person)


​আজকাল বহু মানুষ তাদের বর্তমান সম্পর্কের মানুষটিকে ছেড়ে দিতে না পেরে কষ্ট পাচ্ছে।

​তারা জানে যে সম্পর্কটা একদম সুস্থ না , তবুও তারা ছেড়ে যেতে চাইছে না কারণ তারা মনে করছে তারা হয়তো মানুষটাকে বদলে দিতে পারবে।
​তারা বিশ্বাস করে যে মানুষটাকে ভালবাসার জন্য সে সবকিছু সয়েনিতে প্রস্তুত।

​সবচেয়ে কঠিন দিকটা হল, তারা সবকিছু করছে এই আশায় যে মানুষটা বদলে যাবে, অথচ মানুষটার বদলে যাওয়ার কোনো ইচ্ছাই নেই।

​আপনি যদি বর্তমানে এমন কোনো সম্পর্কে থাকেন যেখানে মানুষটি আপনাকে সুখের চেয়ে বেশি দুঃখ দিচ্ছে, তাহলে এখনই সময় তাকে ছেড়ে দেওয়ার।
​এই ধরনের সম্পর্কে আরও আঘাত পাওয়া এড়াতে সবচেয়ে ভালো উপায় হল স্বীকার করে নেওয়া যে ব্যাপারটা আর কাজ করছে না।

​নিজের কাছে এটা স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সম্পর্কটা খারাপ অবস্থায় আছে।
​আমি দেখি যে বহু মানুষ তাদের বর্তমান সম্পর্কে কষ্ট পাচ্ছে কারণ তারা এর আসল প্রকৃতিটা মেনে নিতে অস্বীকার করে।

​যদি আপনার বর্তমান সম্পর্ক কাজ না করে, তবে আমার জন্য একটা কাজ করুন, এটাকে জোর করে টিকিয়ে রাখবেন না, আপনি যত বেশি জোর করবেন, তত বেশি আপনি দীর্ঘমেয়াদী ভাবে নিজেকে আঘাত দিয়ে যাবেন।

​আপনি যদি না চান, তবে কেউ আপনার সুখ কেড়ে নিতে পারে না। আপনার সুখ আপনার হাতে; আপনার সুখ আপনার উপর নির্ভর করে।
​যদি আপনি না চান যে, অন্যরা আপনার সাথে খারাপ ব্যবহার চালিয়ে যাক... তবে তাদের থামানোর ক্ষমতা আপনার আছে।

​সাহস করে সেই টেবিল ছেড়ে উঠুন, যখন বুঝতে পারছেন সেখানে আর সম্মান নেই বা বারবার আপনি বিপরীত মানুষটার থেকে অসম্মানিত।

শুভ দীপাবলি
20/10/2025

শুভ দীপাবলি

মায়ের কথা ৭ আমার রোশনাই -এর বয়স হল এগারো মাস। আর ভূমিষ্ট হওয়ার পর মাত্র এক মাস।এই ক'দিনে আমার ছেলে আমার সাথে এতোটাই কোওপ...
03/10/2025

মায়ের কথা ৭

আমার রোশনাই -এর বয়স হল এগারো মাস। আর ভূমিষ্ট হওয়ার পর মাত্র এক মাস।

এই ক'দিনে আমার ছেলে আমার সাথে এতোটাই কোওপারেট করেছে যে আমি খুব বুঝতে পারি ও মানসিক ও শারীরিক ভাবে সুস্থ। কিন্তু ওকে সঠিক ভাবে ওর মন বুঝে মানুষ করাটাই আমাদের চ্যালেঞ্জ। আমার বড় হ'য়ে ওঠায় বাবা মা যে ওভার প্যামপার করেছিল তা আমি ছেলের বেলায় করতে চাইনা। ও এখন আমার সাথে দারুণ ভাবে খেলা করে পা ছুড়ে।মুখে নানা শব্দ সাজায় নিজের খেয়ালে। পুজোটা কোথা দিয়ে চলে গেল ভাবতে পারিনা। জোর ক'রে প্রতিটা দিন বেরিয়েছি, কৌশিক জোর দিয়েছে প্রতিদিন। আমি একদম ঘরোয়া মেয়ে নই৷ বরাবরই উড়নচণ্ডী, বাউন্ডুলে। আমার রোশনাই তা জানে। তাই তো বলে, মা আমি ঘুমু করছি তুমি আর বাবা ১৫-২০এর জন্য ঘুরে এসো।

পায়ে,কোমরে অসম্ভব ব্যথার মধ্যেও যখন সাজুগুজু করেছি আয়নায় বসে, প্রতিবার মনে হয়েছে আমি সুস্থ। আমি আগের মতোই। আর এই এক মাসের জার্নিটা আমি দারুণ কাটিয়ে ফেলেছি।পরিবারের সাথে।বন্ধু ও ছাত্রীদের নিয়মিত খোঁজ নেওয়ায়।

তোমরা এভাবেই আমার পাশে থেকো।সহজ হোক আগামী। রোশনাই এমনভাবেই প্রতিটা মাস পেরিয়ে যাক ঈশ্বরের আশীর্বাদে।
-রশ্মিতা

01/10/2025
Old Is Gold Superb Masti With Friends
01/10/2025

Old Is Gold

Superb Masti With Friends

Panchami Sorted With my Little champ.
28/09/2025

Panchami Sorted With my Little champ.

আমি প্রতিদিন একটা মানুষকে দেখি যে প্রতিনিয়ত নিজেকে নিংড়ে দিচ্ছে।নিংড়ে দিচ্ছে তার সরকারি দপ্তরের জন্য নিংড়ে দিচ্ছে তার বস...
25/09/2025

আমি প্রতিদিন একটা মানুষকে দেখি যে প্রতিনিয়ত নিজেকে নিংড়ে দিচ্ছে।
নিংড়ে দিচ্ছে তার সরকারি দপ্তরের জন্য
নিংড়ে দিচ্ছে তার বসের জন্য
নিংড়ে দিচ্ছে তার বাবা মায়ের জন্য
নিংড়ে দিচ্ছে তার স্ত্রীর জন্য
নিংড়ে দিচ্ছে তার সদ্যোজাতর জন্য
নিংড়ে দিচ্ছে তার বোনেরদের জন্য
এমনকি,
নিংড়ে দিচ্ছে তার বাড়ির কাজের লোকদের জন্য

কেবল সে নিজেকে নিংড়েই যাচ্ছে।

নিজের জন্য কিচ্ছুটি না রেখে নিংড়েই চলেছে।
সে একটা পাখি জীবন চেয়েছিল।
সে চেয়েছিল পাহাড়ের কোলে গুটিগুটি পায়ে ট্রেক করে পেরিয়ে যেতে অজানা রাস্তা, প্রকৃতির মায়া।

তার বেড়ে ওঠায় কোনো ল্যাবিশনেস নেই,ছিলো না কখনো। সে শুধু কাছের মানুষের মুখের হাসি দেখে খিদে মেটায়।

নিজের খিদে পেলে, কাউকে বলেনা। ঢোক চেপে সহ্য ক'রে নেয়।

আমি সেই নিংড়ে দেওয়া মানুষের দোসর হতে পেরেছি। সাপোর্ট সিস্টেম হতে পেরেছি। লড়াইয়ের শেষে কাঁদতে কাঁদতে হেসেছি,আমরাই।

আজ তার জন্মদিন। সেই সদ্য বাবার জন্মদিন। যে অফিস থেকে অনেক লেটে বেড়িয়েও ছেলে বৌকে দেখবে বলে ভিড়ে ঠাসা বনগাঁ লোকাল ধরে।
আজ সেই ছেলের জন্মদিন যে বাবা মায়ের জন্য সবকিছু করতে পারে। আজ সেই বরের জন্মদিন যে বৌয়ের হাসিমুখ দেখার জন্য মাঝরাতে লংড্রাইভ প্ল্যান ক'রে বসে।

ঈশ্বর আমায় বরের মতো "বর" দিয়েছেন।

শুভ জন্মদিন কুটু। তুই ঠিক যেমন তেমনই থাক। শুধু নিজের দিকে তাকাতে শেখ, ব্যাস।

প্রিয় সি-সেকশন মাদার,আমার অনেক ভালোবাসা আদর রইলো। তোমার জন্য।​যদি এই মুহূর্তে তুমি সেলাইয়ের যন্ত্রণায়, শরীর ব্যথায় এ...
18/09/2025

প্রিয় সি-সেকশন মাদার,
আমার অনেক ভালোবাসা আদর রইলো। তোমার জন্য।​যদি এই মুহূর্তে তুমি সেলাইয়ের যন্ত্রণায়, শরীর ব্যথায় এবং নানা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছ, আমি চাই তুমি এটা জানো যে এই কষ্ট পাওয়ার জন্য তুমি দুর্বল নও। তুমি এমন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছ যা তোমার সবকিছুকে নাড়িয়ে দিয়েছে।
​হয়তো তোমার মনে হচ্ছে, যখন লোকজন আসবে বাড়িতে, তখন হাসতে হবে। কৃতজ্ঞতা দেখাতে হবে।
বলতে হবে, “আমি ঠিক আছি।” কিন্তু আড়ালে, ব্যথাটা তোমার প্রত্যাশার চেয়েও বেশি ভারী মনে হচ্ছে, এবং যখন কেউ দেখে না তখন চোখের জল বারবার আসছে। কিচ্ছুটি ভালো লাগছেনা।নিজেকে যতই অসুস্থ লাগুক সামাজিকতা দেখাতে হবে।​এবং এটা স্বাভাবিক।

❤️​যদি তোমার নিজেকে আগের মতো মনে না হয়, তবে তা ঠিক আছে। সেটা নরমাল।
❤️যদি তোমার হাসতে, কাশতে, এমনকি পাশ ফিরতেও ভয় লাগে, তবে তা ঠিক আছে। সেটা নরমাল।
❤️ যদি তুমি তোমার শিশুকে সেইভাবে কোলে তুলতে না পারো যেভাবে তুমি কল্পনা করেছিলে, তবে তাও ঠিক আছে।সেটা নরমাল।

​এর কোনো কিছুই তোমাকে একজন কমজোর মা প্রতিপন্ন করে তোলে না।
​তুমি এমন এক সাহসের মধ্য দিয়ে এই পৃথিবীতে একটি নতুন জীবন এনেছ যা বেশিরভাগ মানুষ কোনোদিনও বুঝবে না।
​সুতরাং, শ্বাস নাও। যদি প্রয়োজন হয় তবে কাঁদো।স্পেস চেয়েনাও পরিবারের তথাকথিত মানুষের থেকে যারা তোমার বাচ্চা নিয়ে মেতে আছে।তোমার নতুন মা হওয়ার জার্নি তাদের বোধগম্য নয়।

যখন পারবে বিশ্রাম নাও।
অন্যদের সাহায্য নিতে দাও।
এই মুহূর্তে সবকিছু তোমাকে একা করতে হবে না।

​এই সময়েও তুমি একা নও।
আমি অবশ্য নরমাল ডেলিভারির কষ্ট পার করেছি।
তবে অনেক মায়েরা এই পথ দিয়ে এসেছে।
আর আমি তোমায় কথা দিচ্ছি; এমন একটা দিন আসবে যখন ব্যথা কমে যাবে, চোখের জল শুকিয়ে যাবে, আর তুমি তোমার সন্তানের দিকে তাকিয়ে উপলব্ধি করবে: তুমি এটা পেরেছ।তুমি এটা ক'রে দেখাচ্ছ।
​আমার মতো মায়েরা তোমার জন্য গর্বিত। খুব গর্বিত এবং আমি মন থেকে এটা বলছি।

ইতি,
একজন নরমাল ডেলিভারির মা।
যে সি সেকশন এর কষ্ট নিতে ভয় পেয়েছিল।🥰

মায়ের কথা ৩আমরা সেই ​মাঝরাতের ঘুম ভাঙা মা, যে তার সন্তানকে কোলে দুলিয়ে চলেছে, আর নিজেকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে... ...
11/09/2025

মায়ের কথা ৩

আমরা সেই ​মাঝরাতের ঘুম ভাঙা মা, যে তার সন্তানকে কোলে দুলিয়ে চলেছে, আর নিজেকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে... আমি আমাদের কথাই বলছি।

​তোমার চলার শক্তি আজ ফুরিয়ে এসেছে,কোমর যন্ত্রনা,মাসিকের ক্র‍্যাম্প। দুধের দাগে মাখা তোমার জামা, কয়েকদিন ধরে অগোছালো চুল, আর এই শরীরটাকেও যেন তোমার নিজের বলে মনে হয় না আর। তুমি অবিরত ব্রেস্ট ফিড করাচ্ছো, অথবা মাঝরাত ২টোর সময় আধবোজা চোখে পাম্পের সরঞ্জাম ধুচ্ছো,বেবি সোপ দিয়ে। আর তবুও, শিশুটি ঘুমোতে চাইছে না।
একটু শান্ত ক'রে, যখন ​অন্ধকারে যখন তুমি তোমার ফোন ঘাটছো, হয়তো ভাবছো — এই অপার ক্লান্তি, এই টানাপোড়েন, এই ভেঙে পড়ার দোরগোড়ায় পৌঁছে যাওয়ার অনুভূতি কি কেবল তোমারই? না, তুমি একা নও। আমাদের অনেকেই তোমার ঠিক পাশেই আছি... শিশুকে শান্ত করার চেষ্টা করছি আর মনে মনে প্রার্থনা করছি একটানা একটি রাতের ঘুমের জন্য। শূন্য পাত্র থেকে জল ঢালার মতো অবস্থা। "মা" পরিচয়টির বাইরে আমরা কে ছিলাম, তা মনে করার চেষ্টা করছি।
​মাতৃত্ব সুন্দর, নিঃসন্দেহে। কিন্তু এর ভারও অনেক। বাথরুমে ঢুকে পাঁচ মিনিটের জন্য শুধু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য নীরবে কেঁদে নেওয়া। বারবার নিজেকে প্রশ্ন করা। সন্তানকে এতটাই গভীরে ভালোবাসা যে তা বুকে ব্যথা জাগায়, আবার একইসাথে ক্ষণিকের জন্য হলেও দায়িত্বটা অন্য কারো হাতে তুলে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা।
​যদি ইদানীং কেউ তোমার এসব প্রাত্যহিক জীবনের প্রশংসা না ক'রে থাকে তবে তা ভুল হচ্ছে। এই ক্লান্তি তোমাকে দুর্বল করে না। burnout অনুভব করা তোমায় খারাপ মা প্রমাণ করে না। বরং এটিই তোমাকে মানুষ করে তোলে।
​তাই আজ রাতে, যখন তুমি অন্ধকারে দুলিয়ে, খাইয়ে, শান্ত করে চলেছো, জেনো তুমি একা নও।এমন সকল মায়েরাই, সকলের ঘরে বা বিছানায় – একই লড়াই লড়ছি, একই গভীরতায় ভালোবাসছি, একই সময় পার করছি।

​একদিন রাতগুলো সহজ হয়ে আসবে। কিন্তু আজ রাতে তুমি জেনো, তুমিই যথেষ্ট। তুমিই সেই লড়াকু মা যে হার মানতে শেখেনি কখনও 💕

কাজের জায়গায় অবিচল থাকলে সরকারি হোক বা বেসরকারি প্রতিষ্ঠান তোমাকে জীবনে পিছনে ঘুরে তাকাতে হবেনা। ❤️
07/07/2025

কাজের জায়গায় অবিচল থাকলে সরকারি হোক বা বেসরকারি প্রতিষ্ঠান তোমাকে জীবনে পিছনে ঘুরে তাকাতে হবেনা। ❤️

07/07/2025

Address

Kolkata

Telephone

+916294439543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashmita-র কবিতার ঘরবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashmita-র কবিতার ঘরবাড়ি:

Share