27/08/2025
শাস্ত্রে পাঁঠা বলির উল্লেখ নেই। উল্লেখ আছে "ছাগ" বলির কথা। ছাগ মানে ছাগল বা পাঁঠা নয়। ছাগ অর্থাৎ ষড়রিপু।বিশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষায় "ষড়" শব্দের অর্থ হলো ছয় এবং "রিপু" শব্দের অর্থ হলো শত্রু।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মতসয্য এই ষড়রিপুকে একত্রে ছাগ বলে। ছাগ বলি দেওয়ার অর্থ নিজেকে ভগবানের নিকট সমর্পণ করে এই ষড়রিপু গুলিকে ভগবানের সামনে ত্যাগ করা। অর্থাৎ এই ষড়রিপুকে বলি দিতে হয়। যাকে এককথায় "ছাগ" বলি বলা হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় শাস্ত্র না জেনে, এইসবের প্রকৃত উদ্দেশ্যে না বুঝেই আমরা নিরীহ প্রাণীগুলোর হত্যা করি। অথচ আমরা নিজেরাই পাপের ভাগীদার হচ্ছি মায়ের কাছে নিরীহ প্রাণী গুলোর বলি দিয়ে। আমরা ভেবে নিই মা বলিতেই খুশী। কিন্তু তা আসলেই নয়। মা কখনো তার সন্তানের বলি চান না বা তাতে খুশী হন না। বরং সেই পূজো তিনি গ্রহণই করেন না। মা হলেন পরম দয়াময়ী...
এই জন্যই সংস্কৃত অধ্যায়ন করা অবশ্যই জরুরি, শাস্ত্র অধ্যায়ন করা অবশ্যই জরুরী,
শাস্ত্র অধ্যায়ন না করে সংস্কৃত শব্দের মানে না বুঝে যুগ যুগ ধরে সকলেই করে চলেছে অশাস্ত্রীয় কর্ম ।।
এগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত ।।