08/10/2023
We, as Bengalis, hold Sourav in high esteem. While we proudly celebrate Sourav Ganguly, we inadvertently overlook Sourav Ghoshal. Let's rectify this oversight and distance ourselves from apathy. Today, I, along with fellow my Bengalis, feel a profound sense of embarrassment and regret.
Garg Chatterjee and his Bengali fanatics, named "Bangla Pokhho" for this matter, have been discreet and have employed complete silence, as they see no opportunity to serve their political self-interest and ambition openly.
Note: Regarding Saurabh Ghoshal, who he is and what he has contributed, I won't elaborate further. Please kindly perform a Google search for more information.
আমরা বাঙ্গালী, আমাদের কাছে সৌরভ খুব প্রিয়, সৌরভ গাঙ্গুলি কে আমরা মাথায় তুলে রাখলেও সৌরভ ঘোষাল কে আমরা ভুলে যাই, অবহেলায় ভুলে গিয়ে দুরে সরিয়ে দি। আমি এবং আমার মতো সকল বাঙালিদের জন্য তাই আজ রইলো একরাশ লজ্জা এবং ধিক্কার ।
গর্গ চট্টোপাধ্যায় এবং তার বাংলা পক্ষ, সময় বিশেষে, নিজেদের রাজনৈতিক স্বার্থ এবং ধান্দা চরিতার্থ হওয়ার সুযোগ নেই দেখে নিশ্চুপ এবং গা ঢাকা দিয়েছে ।
পুনশ্চ : সৌরভ ঘোষাল, তিনি কে এবং কিই বা তার কৃতিত্ব, সেটা আর বললাম না, দয়া করে একটু Google search করে দেখে নিন প্লীজ ।
Arnab Khan