ইচ্ছেবাতি মৌসুমী

ইচ্ছেবাতি মৌসুমী I am a recitation artist and writer. I want to highlight some of the good and bad aspects of the soc
(3)

"একটি গাছ একটি প্রাণ "-স্কুলের প্রজেক্ট। কেমন হয়েছে সকলে জানিও বন্ধুরা 🌳🌲
25/06/2025

"একটি গাছ একটি প্রাণ "-স্কুলের প্রজেক্ট। কেমন হয়েছে সকলে জানিও বন্ধুরা 🌳🌲

কোথায় থামতে হবে সেটা যদি তুমি একবার বুঝে যাও তাহলে জীবনে অনেক দুঃ'খ তোমাকে ছুঁতে পারবে না।✍️মৌসুমী সাহা মহালানাবীশ
24/06/2025

কোথায় থামতে হবে সেটা যদি তুমি একবার বুঝে যাও তাহলে জীবনে অনেক দুঃ'খ তোমাকে ছুঁতে পারবে না।

✍️মৌসুমী সাহা মহালানাবীশ

জীবনে চলার পথে অনেক বাধা আসবে কিন্তু থেমে গেলে চলবে না। তোমার যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে তাহলে তোমাকে পরিশ্রম করে যে...
24/06/2025

জীবনে চলার পথে অনেক বাধা আসবে কিন্তু থেমে গেলে চলবে না। তোমার যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে তাহলে তোমাকে পরিশ্রম করে যেতে হবে। অনেক মানুষ আসবে তোমাকে তোমার লক্ষ্যভ্রষ্ট করার জন্য কিন্তু তুমি তাদের কোনো কথায় কান না দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাও, দেখবে সেই মানুষগুলো একদিন তোমার পাশ থেকে সরে যাবে যখন দেখবে তুমি তাদেরকে কোনো রকম গুরুত্ব দিচ্ছ না আর একদিন তুমিও নিজে প্রতিষ্ঠিত হয়ে যাবে নিজের লক্ষ্যে পৌঁছে যাবে।

✍️ মৌসুমী সাহা মহালানাবীশ

সন্তান তখনই সর্ব সুখী হয় যখন একটি পরিবারে বাবা-মায়ের মধ্যে সম্পর্ক খুব ভালো হয় 💜
24/06/2025

সন্তান তখনই সর্ব সুখী হয় যখন একটি পরিবারে বাবা-মায়ের মধ্যে সম্পর্ক খুব ভালো হয় 💜

কবিতা আবৃত্তি 🧿❤️
24/06/2025

কবিতা আবৃত্তি 🧿❤️

চাঁদ ❤️
24/06/2025

চাঁদ ❤️

সন্তানকে না বলা মায়ের কিছু কথা... একদিন সবকিছু ফিরে আসবে — হারিয়ে ফেলা ঘুম, শান্তি, নিজের জন্য সময়।ফিরে আসবে অবাধ স্ব...
24/06/2025

সন্তানকে না বলা মায়ের কিছু কথা...

একদিন সবকিছু ফিরে আসবে — হারিয়ে ফেলা ঘুম, শান্তি, নিজের জন্য সময়।
ফিরে আসবে অবাধ স্বাধীনতা, ফিরে আসবে নিশ্চিন্ত নিশি।
কিন্তু যা কোনোদিনও ফিরে আসবে না, তা হলো তোমার এই ছোট্ট শৈশব।

আর সকাল সকাল উঠে তোমার ময়লা কাঁথা-চাদর ধোয়ার তাড়া থাকবে না।
তোমার জন্য আর শখ করে নতুন খেলনা কেনা হবে না।
তুমি আর দাঁতহীন হাসিতে আমার আঙুল কামড়ে ধরবে না,
না-না বলার ভঙ্গিতে দুই মুঠো হাত দিয়ে আমার চুল ছিঁড়ে দেবে না।
তুমি বাবার চুল ধরে টেনে দুষ্টুমি করে হাসবে না।

তোমার জন্য আলাদা রান্নার সেই ছোট ছোট পেরেশানিগুলোও আর থাকবে না।
বাড়ির কোণে ছড়িয়ে থাকা খেলনাগুলো তুলে নিতে হবে না।
নতুন খেলনা দেখলেই বাবার উচ্ছ্বসিত চোখের সেই ভালোবাসা আর দেখা যাবে না।
এই হাতদুটো দিয়ে তোমাকে স্নান করিয়ে আদর করে মুছে দেবার মুহূর্তগুলো হারিয়ে যাবে।
ভরা বুকের উষ্ণতায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ার মুহূর্তগুলো ফুরিয়ে যাবে।

একদিন তুমি বড় হয়ে যাবে।
আমার শরীরের ব্য*থা, য*ন্ত্রণার ইতিহাস হয়ে যাবে।
যে দিন প্রথমবার ছেঁড়া-ফাটা, সেলাই করা শরীর নিয়ে তোমাকে বুকের মধ্যে চেপে ধরেছিলাম, সেই দিনটিও স্মৃতির পাতায় ঝাপসা হয়ে যাবে।

তারপর…
দিন যাবে, মাস যাবে, বছর পেরিয়ে যাবে।
তুমি আমার কোল ছেড়ে নিজের ছোট্ট দুনিয়ায় পা রাখবে।
যে জড়তা মাখা ভাষায় তুমি আমাকে "মা" বলেছিলে, সেই ডাকের সরলতা হারিয়ে যাবে।
তুমি বড় ব্যস্ত হয়ে পড়বে তোমার নিজস্ব জীবন নিয়ে।

তখন আমাদের — মা-বাবার — সমস্ত ব্যস্ততা ছুটি পাবে।
তুমি থাকবে ব্যস্ত, আর আমরা থাকবো অতীতের স্মৃতিতে হারিয়ে।

যে শৈশব তোমার মনে আবছা হয়ে যাবে,
সেই শৈশব আমাদের হৃদয়ে চিরকাল ঝকঝকে জ্বলবে।
কখনো একটিবার মনে পড়বে হয়তো—
তোমাকে ঘুম পাড়াতে, খেলনা গুছাতে, ভালোবাসায় ভিজিয়ে রাখার সেই সব দিনগুলো।

আর আমাদের মনে পড়বে—
তোমার ছোট্ট হাতের টান, দুধের গন্ধ মাখা শরীরের উষ্ণতা,
তোমার নির্ভরতা, তোমার অবুঝ ভালোবাসা।
সেই সব অনুভূতির কোনো বিকল্প আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।
কারণ, শৈশব একবারই আসে।
আর তা হারিয়ে গেলে, আর কখনও ফিরে আসে না।

— মায়ের ডায়েরি
সংগৃহীত

দুঃ'খজনক বাস্তবতা 💔💔🤦 ♂️ ইনি ক্লিভ কুন্দার, সম্প্রতি বি'ধ্বস্ত হওয়া ম'র্মান্তিক এয়ার ইন্ডিয়া ফ্লাইটের তরুণ এবং প্রতিশ...
24/06/2025

দুঃ'খজনক বাস্তবতা 💔💔🤦 ♂️ ইনি ক্লিভ কুন্দার, সম্প্রতি বি'ধ্বস্ত হওয়া ম'র্মান্তিক এয়ার ইন্ডিয়া ফ্লাইটের তরুণ এবং প্রতিশ্রুতিশীল সহ-পাইলট। ক্লাইভ শুধু কোন পাইলট ছিলেন না, তিনি ফ্রান্সে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিমান চালনা প্রশিক্ষণ মাঠগুলির একটি। তিনি 1000 ঘন্টারও বেশি ফ্লাইটের অভিজ্ঞতার সাথে যুক্ত ছিলেন, যা বিমান চালনার প্রতি তার নিষ্ঠা, শৃঙ্খলা এবং আবেগের প্রমাণ। কিন্তু পরিসংখ্যান এবং প্রমাণপত্রের বাইরে একজন ছেলে ছিল যে কারো কাছে পৃথিবী ছিল। ক্লিভ ছিল একমাত্র সন্তান, তার মায়ের জীবনের একমাত্র আলো এবং আনন্দ। একজন একা মা, তিনি তাকে একাই বড় করেছেন, তার ভালোবাসা, তার সময়, তার শক্তি এবং এমনকি তার নিজের স্বপ্ন সবকিছু তাকে সফল হতে দেখার জন্য ঢেলে দিয়েছেন। বছরের পর বছর ধরে, সে পরিশ্রম করেছে, প্রার্থনা করেছে, এবং ত্যাগ স্বীকার করেছে, শুধু এটা নিশ্চিত করার জন্য যে ক্লাইভের একটি উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে। এবং অবশেষে যখন তিনি তার কর্মজীবনে উপরে উঠলেন, এটা শুধু তার বিজয় ছিল না, এটা ছিল একজন মায়ের আজীবনের ভক্তির পূর্ণতা। তবুও চোখের পলকে সব বদলে গেল। নিয়তির এক করুণ মোড় তাকে অনেক তাড়াতাড়ি দূরে সরিয়ে দিল। মাত্র কয়েকমাসের কর্মজীবন যার জন্য সে কঠোর পরিশ্রম করেছে, ক্লিভ চলে গেছে। অঙ্গীকারে ভরা জীবন, নিভে গেল এক নিমেষে। এবং একজন মা, এক সময় গর্ব এবং আনন্দে পূর্ণ ছিলেন, এখন অসহনীয় শোক এবং একটি অপূরণীয় শূন্যতা রেখে গেছেন। 💔 এই গভীরভাবে হৃদয়বিদারক গল্পটি জীবন কতটা ভঙ্গুর তার একটি শক্তিশালী এবং বেদনাদায়ক অনুস্মারক। এটা আমাদের শেখায় যে আমরা যতই উঁচুতে উঠি না কেন, আমরা যতই অর্জন করি না কেন, অথবা আমাদের ভবিষ্যৎ যতই উজ্জ্বল মনে হোক না কেন, এই পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। পেশা, সাফল্য, সম্পত্তি এমনকি আমাদের জীবন এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে। এই ক্ষণস্থায়ী জীবনের বাইরে যা স্থায়ী হয় তা আমাদের অর্জন নয়, কিন্তু অনন্ত উত্তরাধিকার যা আমরা বিশ্বাস, ভালবাসা, এবং ন্যায়পরায়ণতার মধ্যে গড়ে তুলি। ক্ষতির ব্যথা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সমস্ত আশা এই পৃথিবীর সম্পদগুলিতে স্থাপন না করে, বরং যা সত্যিই গুরুত্বপূর্ণ তার উপর মনোযোগ দিতে: ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক, আমরা অন্যদের জন্য যা ভাল করি, এবং অনন্ত সম্পদ যা আমরা স্বর্গে জমা করি। আমরা প্রায়ই সফল হওয়ার জন্য, আমাদের পরিবারকে গর্বিত করার জন্য, উচ্চতর আরোহণের জন্য চালিত হই কিন্তু আমাদের আধ্যাত্মিক উদ্দেশ্যের উপর ভিত্তি করে একটি জীবন গড়তে কখনো ভুলে যাওয়া উচিত নয়। পার্থিব গৌরব ম্লান হয়ে যায়, কিন্তু ঈশ্বরের ভালবাসা চিরকাল স্থায়ী হয়। আমাদের বিজয়ের মুহূর্তে এবং আমাদের হারের মৌসুমে, ঈশ্বর আমাদের একমাত্র প্রকৃত নোঙ্গর হয়ে থাকেন। পৃথিবীতে নিজেদের জন্য সম্পদ সঞ্চয় করো না, যেখানে পোকায় এবং পোকায় ধ্বং'স করে, এবং যেখানে চোর ঢুকে চুরি করে। কিন্তু স্ব'র্গে নিজেদের জন্য ধন সঞ্চয় কর, যেখানে কীট ও পোকায় ধ্বং'স করে না এবং যেখানে চোরও সিন্দুক ভে'ঙ্গে চু*'রি করে না। কেননা যেখানে তোমার ধন, সেখানে তোমার মনও থাকবে। ” ম্যাথিউ ৬:১৯-২১ (এনআইভি) যখন আমরা ক্লাইভের ক্ষ'তি এবং অগণিত অন্যদের খুব শীঘ্রই নিয়ে যাওয়ার জন্য শোক প্রকাশ করি, তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা অনন্তকাল মনে রেখে তাদের গল্পগুলো আমাদের শুধু নিজেদের জন্য নয়, বরং ঈশ্বরের গৌরব এবং অন্যদের ভালোর জন্য আরও অর্থপূর্ণভাবে বাঁচার জন্য উদ্দীপিত করুক। শান্তিতে বিশ্রাম নাও, ক্লিভ। 💔🕊️ স্ব'র্গের আকাশে তোমার উড়ান অব্যাহত থাকুক। -গালাওয়াংফ্রান্সিস্কো

নাতনির হাতে দাদু কেমন সেজে উঠেছে তোমরাই দেখো 🫢🤣 দুটো চুল বেঁধে, মাথায় ক্লিপ দিয়ে আর পিঠে বইয়ের ব্যাগ দিয়ে নাতনি দাদু...
24/06/2025

নাতনির হাতে দাদু কেমন সেজে উঠেছে তোমরাই দেখো 🫢🤣 দুটো চুল বেঁধে, মাথায় ক্লিপ দিয়ে আর পিঠে বইয়ের ব্যাগ দিয়ে নাতনি দাদুকে বলছে-এবার পড়তে যাও 😜😂

আমি এই প্রথম এঁকেছি,স্কুলের প্রজেক্টের জন্য। চেনা যাচ্ছে কি ⁉️🧿🙏🙏
23/06/2025

আমি এই প্রথম এঁকেছি,স্কুলের প্রজেক্টের জন্য। চেনা যাচ্ছে কি ⁉️🧿🙏🙏

ঘুরু ঘুরু❤️💙
23/06/2025

ঘুরু ঘুরু❤️💙

বাঘ মামা 😱😱
23/06/2025

বাঘ মামা 😱😱

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছেবাতি মৌসুমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইচ্ছেবাতি মৌসুমী:

Share