27/06/2025
প্রতি বছরের মতো এই বছরও লক্ষ ভক্তের ঢল নেমেছে পুরীতে। ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিকেলে দুই ভাই জগন্নাথ ও বলরাম বোন সুভদ্রার সঙ্গে বেরোবেন নগর পরিদর্শনে।
জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথে চড়ে তিন ভাই বোন যাবেন মাসির বাড়ি গুণ্ডিচা দেবীর মন্দিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আটটি কোম্পানি সহ প্রায় ১০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ২৭৫টিরও বেশি এআই-সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুরী এবং আশেপাশের জেলাগুলিতে আজ বজ্রপাত, বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।