27/06/2025
দিঘায় আজ পালন হবে প্রথম রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার মধ্যরাতেই 'নন্দীঘোষ' (জগন্নাথদেবের রথ), 'তালধ্বজ' (বলরামদেবের রথ) এবং 'দর্পদলন' (দেবী সুভদ্রার রথ) রাস্তায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চালু হবে 'পাহান্ডি বিজয়'। অর্থাৎ, কীর্তন ও নৃত্যের মধ্যে দিয়ে দেব দেবীর বিগ্রহ কোলে করে নিয়ে আসা হবে রথে। পাথরের বিগ্রহ থাকবে মন্দিরে। দুপুর ২টোয় রথের সামনে বিশেষ আরতির করা হবে।
রথের আরতিতে যোগ দেবেন CM মমতা বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিবেশন করবেন জাপান, ইউক্রেন, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসা ৫০জন বিদেশি। সোনার ঝাড়ু দিয়েই এদিন জগন্নাথদেবের যাত্রাপথ সাফ করবেন CM মমতা। এরপর ঠিক বেলা ২.৩০-এর সময় রথের চাকা গড়াতে শুরু করবে মাসির বাড়ির উদ্দেশ্যে। যাত্রাপথে দু'দিকে বাঁশের ব্যারিকেড আছে। ব্যারিকেডের ভেতর থেকেই রথের রশি (বাসুকী নাগ) স্পর্শ করা যাবে।
জগন্নাথ যাত্রা শুরু আগে মহাপ্রভুর রথে স্থাপন করা হবে সুদর্শন চক্র। জগন্নাথদেবের সুরক্ষার দায়িত্ব এই চক্রের। তারপর শুরু হবে রথযাত্রা। মাসির বাড়িতেও প্রস্তুতি চলছে জোড় কদমে। সেখানে নতুন মন্দিরে আজ থেকে ৯দিন থাকবেন মহাপ্রভু। আজ মাসির বাড়িতে তাঁকে প্রথমেই পরিবেশন করা হবে বিশেষ পিঠে। প্রসঙ্গত, স্নান পূর্ণিমা থেকে টানা ১৫ দিন মন্দির বন্ধ ছিল। দরজা খুলতেই, মন্দিরে উপচে পড়েছে মানুষের ঢল।
Mamata Banerjee All India Trinamool Congress