NEWZ on AIR

NEWZ on AIR Breaking News, Lifestyle, Entertainment

27/06/2025

জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী

27/06/2025

দিঘায় চলছে পুজো। রথে চেপে তৈরি জগন্নাথদেব

প্রতি বছরের মতো এই বছরও লক্ষ ভক্তের ঢল নেমেছে পুরীতে। ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিকেলে দুই ভাই জগন্নাথ ...
27/06/2025

প্রতি বছরের মতো এই বছরও লক্ষ ভক্তের ঢল নেমেছে পুরীতে। ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিকেলে দুই ভাই জগন্নাথ ও বলরাম বোন সুভদ্রার সঙ্গে বেরোবেন নগর পরিদর্শনে।
জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথে চড়ে তিন ভাই বোন যাবেন মাসির বাড়ি গুণ্ডিচা দেবীর মন্দিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আটটি কোম্পানি সহ প্রায় ১০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ২৭৫টিরও বেশি এআই-সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুরী এবং আশেপাশের জেলাগুলিতে আজ বজ্রপাত, বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

27/06/2025

মায়াপুরে সেজে উঠেছে রথ

Jay Jagannath
27/06/2025

Jay Jagannath

দিঘায় আজ পালন হবে প্রথম রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার মধ্যরাতেই 'নন্দীঘোষ' (জগন্নাথদেবের রথ), 'তালধ্বজ' (বলরামদেবের রথ) এবং...
27/06/2025

দিঘায় আজ পালন হবে প্রথম রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার মধ্যরাতেই 'নন্দীঘোষ' (জগন্নাথদেবের রথ), 'তালধ্বজ' (বলরামদেবের রথ) এবং 'দর্পদলন' (দেবী সুভদ্রার রথ) রাস্তায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চালু হবে 'পাহান্ডি বিজয়'। অর্থাৎ, কীর্তন ও নৃত্যের মধ্যে দিয়ে দেব দেবীর বিগ্রহ কোলে করে নিয়ে আসা হবে রথে। পাথরের বিগ্রহ থাকবে মন্দিরে। দুপুর ২টোয় রথের সামনে বিশেষ আরতির করা হবে।
রথের আরতিতে যোগ দেবেন CM মমতা বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিবেশন করবেন জাপান, ইউক্রেন, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসা ৫০জন বিদেশি। সোনার ঝাড়ু দিয়েই এদিন জগন্নাথদেবের যাত্রাপথ সাফ করবেন CM মমতা। এরপর ঠিক বেলা ২.৩০-এর সময় রথের চাকা গড়াতে শুরু করবে মাসির বাড়ির উদ্দেশ্যে। যাত্রাপথে দু'দিকে বাঁশের ব্যারিকেড আছে। ব্যারিকেডের ভেতর থেকেই রথের রশি (বাসুকী নাগ) স্পর্শ করা যাবে।
জগন্নাথ যাত্রা শুরু আগে মহাপ্রভুর রথে স্থাপন করা হবে সুদর্শন চক্র। জগন্নাথদেবের সুরক্ষার দায়িত্ব এই চক্রের। তারপর শুরু হবে রথযাত্রা। মাসির বাড়িতেও প্রস্তুতি চলছে জোড় কদমে। সেখানে নতুন মন্দিরে আজ থেকে ৯দিন থাকবেন মহাপ্রভু। আজ মাসির বাড়িতে তাঁকে প্রথমেই পরিবেশন করা হবে বিশেষ পিঠে। প্রসঙ্গত, স্নান পূর্ণিমা থেকে টানা ১৫ দিন মন্দির বন্ধ ছিল। দরজা খুলতেই, মন্দিরে উপচে পড়েছে মানুষের ঢল।
Mamata Banerjee All India Trinamool Congress

26/06/2025

শুক্রবার দিঘায় কখন রথ চলতে শুরু করবে? কী জানালেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee All India Trinamool Congress

৪১ বছর পর মহাকাশে আরও এক ভারতীয়। ফ্লরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা মহাকাশে।
25/06/2025

৪১ বছর পর মহাকাশে আরও এক ভারতীয়। ফ্লরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা মহাকাশে।

ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে সোনা জয় নীরজ চোপড়ার।Neeraj Chopra
24/06/2025

ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে সোনা জয় নীরজ চোপড়ার।
Neeraj Chopra

ইজরায়েল যু/দ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের সংবাদমাধ্যম নুর ন...
24/06/2025

ইজরায়েল যু/দ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের সংবাদমাধ্যম নুর নিউজে কথা জানিয়েছে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেন, যদি ইজরায়েল যু/দ্ধবিরতি ল/ঙ্ঘ/ন না করে, তাহলে ইরানও তা করবে না।

দীর্ঘ দিন ধরেই আলোচনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। আসবে, আসছে, কে অভিনয় করবেন সৌরভের ভূমিকায়, এই নিয়ে নানা প্রশ্ন-জল্পন...
24/06/2025

দীর্ঘ দিন ধরেই আলোচনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। আসবে, আসছে, কে অভিনয় করবেন সৌরভের ভূমিকায়, এই নিয়ে নানা প্রশ্ন-জল্পনা সামনে এসেছে। সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভগঙ্গোপাধ্যায় নিশ্চিত করেছেন, ২০২৬ ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে তাঁর বহুপ্রতিক্ষীত বায়োপিক। সৌরভের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। বললেন, 'সবকিছুই ঠিকঠাক চলছে। ২০২৬ ডিসেম্বরেই রিলিজ হতে চলেছে।'
Sourav Ganguly Rajkumar rao

শুভমনের শুরুটা অ'শুভ'অবসর নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে দুই মহাতারকার মহাপ্রস্থানের পর প্রথম সিরি...
24/06/2025

শুভমনের শুরুটা অ'শুভ'

অবসর নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে দুই মহাতারকার মহাপ্রস্থানের পর প্রথম সিরিজ। তাও আবার ইংল্যান্ডের আবহাওয়ায়। অধিনায়কত্বের হটসিটে ছিলেন বছর পঁচিশের শুভমন গিল। 'থ্রি লায়ন্সে'র দেশে শুরুটা সুখকর হল না পঞ্জাব তনয়ের। ব্যাট হাতে বিরাট অভাব খানিক পূরণ করলেও, রোহিতের ছেড়ে যাওয়া জুতো পায়ে গলিয়েই হোঁচট খেলেন গিল। দ্বিতীয় ম্যাচে দেশকে সিরিজে ফেরাতে পারেন কি না, সেটাই দেখার।
জসপ্রীত বুমরাহ সফল না হওয়ায় হার নিশ্চিত হয়েছে ভারতের। বোলিং করলেও উইকেট তুলতে পারেননি জসপ্রীত বুমরা। ক্রিকেটীয় পরিভাষায় যাকে 'ব্যর্থ' বলে। আর সেরা অস্ত্র আটকে যেতেই প্রকট হল টিম ইন্ডিয়ার দৈন্যদশা। বাকি বোলাররা তথৈবচ। মনে হচ্ছিল, মেঘলা আবহাওয়ার সুবিধা পেতে পারে ভারতীয় শিবির। 'সামান্য' কাজটাও করতে পারলেন না সিরাজ-শার্দুল-কৃষ্ণারা।

Address

Kolkata
700075

Website

Alerts

Be the first to know and let us send you an email when NEWZ on AIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share