29/08/2025
'মুহস্বানাত' — সেই সকল নারী যারা নিজেদের আব্রু রক্ষা করে চলে। একজন নারীর জন্য 'মুহস্বানাত' শব্দটির ব্যাপকতা অনেক বেশি।
বইটিতে নারীদের পবিত্রতা, পর্দা, সাজ-গোজ, বিবাহের পূর্ববর্তী-পরবর্তী, সন্তান-লালন ইত্যাদি বিষয়গুলোর মাসআ'লাগত আলোচনা ও জীবনধর্মী বিষয়সমূহের বাস্তবিক প্রয়োগ পদ্ধতির পাশাপাশি হা/য়ে/জ-নি/ফা/স, বিবাহ, গর্ভ/কাল-সহ চিকিৎসা বিষয়ক দিকগুলো উল্লেখ আছে।
এছাড়া মাহরাম-নন মাহরাম এর কথা, সোশ্যাল মিডিয়াতে একজন মুমিন নারীর কিভাবে চলাফেরা করা উচিত তার বিস্তারিত আছে।
'মুহস্বানাত' বইটি একটি নারীর জন্য খুবই উপকারী। বইটি সকল মুমিন নারীর কাছে থাকা অবশ্যক বলে মনে করি।
~ (পাঠিকার রিভিউ)
বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন।