Joye Chatterjee

Joye Chatterjee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Joye Chatterjee, Digital creator, KOLKATA.

নমস্কার আমি জয়িতা । নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো আমার নেশা, সুযোগ পেলেই তাই বেরিয়ে পড়ি অজানার পথে.. আমার চোখ দিয়ে যা কিছু ভালো লাগা, মুগ্ধতা, আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা নিশ্চই পাশে থাকবেন, পেজটিকে ফলো করে আমার সাথে পথ চলবেন আশা করি।❤️🌷

19/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
17/06/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

📍 Kaza   🩵✨️
15/06/2025

📍 Kaza 🩵✨️

Can you Guess the Waterfall name?? 🤔🤔Hint - I'ts in North Bengal 😍
12/06/2025

Can you Guess the Waterfall name?? 🤔🤔
Hint - I'ts in North Bengal 😍

হিমালয়ের কোলে জড়িয়ে থাকা এক স্বপ্নগ্রাম—রাকচাম।সাংলা আর চিতকুলের মাঝখানে নিঃশব্দে লুকিয়ে থাকা এই গ্রামটি যেন প্রকৃতি...
06/06/2025

হিমালয়ের কোলে জড়িয়ে থাকা এক স্বপ্নগ্রাম—রাকচাম।
সাংলা আর চিতকুলের মাঝখানে নিঃশব্দে লুকিয়ে থাকা এই গ্রামটি যেন প্রকৃতির হাতে আঁকা এক জলরঙ ছবি।

বাসপা নদীর কুলুকুলু স্রোত যেখানে পাহাড়ের নীরবতাকে ছুঁয়ে যায়, সেখানেই রাকচাম আপন ছন্দে বাঁচে।

প্রতিটি সকাল এখানে এক নতুন কবিতা—সূর্যের কোমল আলো যখন বরফের গায়ে লেগে ঝিকিমিকি করে ওঠে, তখন তা চোখে নয়, মনে গিয়ে বসে।

ঘাসে ঢাকা চারণভূমি, চারপাশে বরফে মোড়া পাহাড়, আর মাথার উপর নীল আকাশ—সবকিছু মিলে এখানে সময় যেন একটু ধীরে চলে।
এখানে নেই শহরের কোলাহল, নেই কৃত্রিম আলোঝলমল। সন্ধ্যা নামলেই মাটির গন্ধ আর কাঠের চুলার ধোঁয়া মিশে যায় বাতাসে, আর হোমস্টেগুলোর জানালা দিয়ে দেখা যায় তারা ভরা আকাশ।

স্থানীয় মানুষদের সরল হাসি আর আন্তরিক আতিথেয়তা মন ছুঁয়ে যায়।
রাকচামে শুধু ভ্রমণ নয়, এক নির্মল শান্তির খোঁজ মেলে, এখানকার নিস্তব্ধতা কানে নয়, হৃদয়ে কথা বলে।
জীবনের কোলাহল আর ক্লান্তি ভুলে, রাকচাম আপনাকে শেখাবে ধীরে হাঁটা, গভীরে দেখা, আর নিঃশব্দে ভালোবাসা—যেখানে প্রতিটি মুহূর্ত মনে হয়, “এই তো জীবনের আসল মানে।” একবার গেলে, মন বলবেই—এই পাহাড়েই থেকে যাই...

বলুন তো, এরকম স্বপ্নঘেরা জায়গা ছেড়ে ফিরে আসা কি আদৌ সম্ভব?

জীবনে এতটা নিঃস্বার্থ ভালোবাসা আগে কখনও পাইনি… যেন এক অজানা আনন্দে ভরে উঠেছে মন। পাঁচজন খুদের দল—সম্পর্কে আমি ওদের ‘বৌদি...
05/06/2025

জীবনে এতটা নিঃস্বার্থ ভালোবাসা আগে কখনও পাইনি… যেন এক অজানা আনন্দে ভরে উঠেছে মন। পাঁচজন খুদের দল—সম্পর্কে আমি ওদের ‘বৌদি’ হলেও, ওরা আমায় নাম দিয়েছে ‘Jay, আর বানিয়ে ফেলেছে ওদের 'বাচ্চা পার্টির লিডার'!
প্রথমদিকে একটু হেসেছিলাম বটে, ভাবছিলাম নিছক মজা… কিন্তু দিনের শেষে বুঝলাম, এই মজার আড়ালে লুকিয়ে আছে এক গভীর, নির্মল বন্ধন।

Joyeta থেকে ‘Jay’ হয়ে ওঠার এই যাত্রাটা রীতিমতো এক রোমাঞ্চকর গল্প। একসময় যে আমি ‘শিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়েছিলাম’, আজ আমি সেই দলে শুধুই একজন সদস্য নই—আমি তাদের মজার, ভাবনার, আবেগের ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছি । চার-পাঁচজন খুদের সঙ্গে এই অসমবয়সী বন্ধুত্বটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—বন্ধুত্বের না কোনো নিয়ম আছে, না কোনো বয়স

একজন মনোবিজ্ঞানী হিসেবে যেখানে আমি শিশু মন নিয়ে পড়েছি, আজ যেন নিজের চোখে তার অনবদ্য রূপটা দেখতে পেলাম। ওদের ভাবনার গভীরতা, বুদ্ধি, অনুভব—সব মিলিয়ে আমি শুধু বিস্মিত নই, ভেতর থেকে আলোড়িত।

ওদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তে, ওদের ভাবনার গভীরতায় আমি মুগ্ধ।
ওদের চোখে প্রশ্ন, কথায় যুক্তি, খেলায় কল্পনা—এই প্রজন্মের শিশুরা যে কতটা বুদ্ধিদীপ্ত আর সংবেদনশীল, তা একান্তভাবে অনুভব করলাম।
ভাবিনি এই খুদের দল আমায় এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে আমি শেখাব না, বরং শিখে যাব..
আজ আমি শুধু ‘Joyeta ’ নয়, আমি ‘ Jay" —ওদের দুনিয়ার এক আপন মুখ। আর ওরা? ওরা আমার সেই ছোট্ট পৃথিবী, যেখানে ভালোবাসা বিনিময় হয় নির্ভরতার হাসিতে আর বন্ধুত্বের স্পর্শে। এই ভালোবাসা সারাজীবনের রসদ হয়ে রইলো।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joye Chatterjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share