Tulip Creation And Lifestyle

Tulip Creation And Lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tulip Creation And Lifestyle, KOLKATA.

Hii Friends Ami Tulip ☺️ From Kolkata , Tomader Kache , Notun Kichu Dekhabo R Sekhabo Bole Ee Ei Sundor Vabe Sajalam 🥰 Samne Asche Pujo Aro Festivals Toh Dekhte Thako R Enjoy Koro Thank You ❤️❤️❤️

Subho Dupur
15/07/2025

Subho Dupur

Subho Sandhya
14/07/2025

Subho Sandhya

Shonar Fasal Folbe
14/07/2025

Shonar Fasal Folbe

Asche Shrabon Maas , Mane Baba Mahadev Er Maas , R Ei Maas Ee Besi Puja Archana Amra Kore Thaki , R Ei Shrabon Maas Ke A...
13/07/2025

Asche Shrabon Maas , Mane Baba Mahadev Er Maas , R Ei Maas Ee Besi Puja Archana Amra Kore Thaki , R Ei Shrabon Maas Ke Amra Kintu "Purusottam " Maas Oo Bole Thaki , Karon Sara Bochor Ee Ei Maas Ee Amra Niyom Mene Sokol Pujo , Brata Palan Kori ,
R Tai Hindi Mote Kal Theke Porche Shrabon Maas Er Pratham Shombar , R Jodio Bangla Mote Shrabon Maas Porche 18th July Theke , Tobe Keu Keu
Kal Theke Suru Korte Paro R Jara Bangla Mote Korbe Tara 18th July ,
Ebar Boli Ei Shrabon Maas Kivabe Palan Korbe ???????
Eisomoy Chesta Koro Sara Maas Amish Vokkhon Na Korte , Ebar Amra Roshe Bose Bangali Tai Karor Karor Mon Chaibe Amish Khabe Pls Tara Ei Maha Shombar Gulo Te Amish Vojon Koro Na , Niramish Or Sattik Vojon Koro ,
R Puro Shrabon Maas Chicken Khabe Na , Karon Ota Asuddho Mangsho ,
R Jara Amra Kumari , Sadhana , Bibahito Purush , Kumar , Brata Korbo Chesta Korbo Folahar Korte ,
R Ami Jehetu Asustho Tai Eta Niye Maa Er Sathe Kotha Bolte Hobe ,
Protein Jukto Sattik Vojon Khete ,
Se Jai Hok Ei Maas Ee Kintu Jara Drink Koro , Pls Koro Na ,
Mahadev Er Puja Er Jonno Sangjom Koro , Cha , Coffee Khao But Mod Na 😡
R Eisomoy Shak Pata Kom Khao , Bigun Ta Avoid Koro , Dalia , Kolai Daal , Thanda Rakhbe Pet Emon Vojon Koro ,
Sob Ee Niramish ,
Ebar Boli Keno Shrabon Maas Ee Amea Amader Prabhu Mahakal Mane Babar Mathai Besi Besi Kore Jal Nibedan Keno Kori ?????? Er Ki Mahatto Tomra Jano Ki ??????
Eisomoy Swargalok Ee Amrita Manthan Suru Hoyechilo , R Sei Lodai Ta Chilo Debata Oo Asur Der Moddhe ,
Debata Ra Chilen Jagat Er Kalyan Ee Heet Ee R Asur Ra Chilen Nijeder Sarthe ,Tai Tader Moddhe Amrita Paan Kore Amar Hoyar Akta Bapar Chilo ,
Tokhon Sumodra Manthan Ee Pratham Ee Amrita Kintu Uthey Aseyni ,
Karon Kono Kichu Ee Sohojlovvo Na ,
Sokol Valo Kichu Pete Gele Khub Kosto Korte Hoye , Tai Tara Oo Kosto Kore Ee
Samudra Manthan Korchilen ,
Tokhon Sei Manthan Kal Ee Akbar , Amrita Beranor Agey , Holahol Beriye Asey Mane , Gorol Beriye Asey , R Ja
Amader Trilok , Samasta Jogot Er Jonno Valo Chilo Na ,
Tai Tokhon Sei Bish Theke Jagat Ke Rakkhya Korte Amader Prabhu , Super Hero Nije , Sei Garal Paan Koren Mane , Dev Adi Dev Mahadev ,
Tini Tokhon Nije Er Kothao Vabenni ,
Tar Sudhu Aktai Lokkho Chilo Jagat Ke Rakkhya Korte Hobe , Tarpor Tini Sei Bish Paan Kore , Sayang Prabhu Neel Kantha Rup Dharon Koren , R Take Sei Somoy Kintu Mata Parbati , Mata Bipodtarini Rup Dharon Kore Onake Dugdho Paan Koriye Sei Bish Er Jala Mukto Koren Thik Ee Tobe Sei Bish Er Dohon Jala Theke Mukto Korte Gele , Sei Somoy Tar Mathai Ganga Jal Dhala Hoye Tokhon Giye Tini Santi Pan ,
Sei Dohon Jala Theke Mukto Hon ,
Er Jonno Ee Amra Sara Shrabon Maas Babar Mathai Jal Nibedan Kori ,
Emni Teo Erjonno Mahadev Ke Amra Jal Nibedan Kore Thanda Rakhi , R Tini Oo Tate Valo Thaken , Khusi Hon ,
Tai Sara Maas Tar Matha Sikta Rakhbe ,
Ete Uni Oo Khusi Hoye Ashirbad Prodan Korben , Tar Sathe Kintu Bel Pata Oo Akanda Phool Er Mala Oo Nibedan Korbe Amader Baba Bholanath Er Mathai R Bolbe Har Har Mahadev 🥰🙏🏼

R Ei Shraboni Purnima Mela Oo Utsav
Sokol Babar Thane Palan Kora Hobe ,
Kashi Biswanath Tample , Baidyanath Dham , Kedarnath Dham , Deoghar ,Tar Sathe Amader Bangla Ee
Baba Taraknath Ee Tarakeswar Mandir ,
Kachuyai Baba Loknath Mandir , Mahadev Er 12 Shiv Tala Ee , R Sokol Ee Jabe , Kandhe Baak Niye , Babar Thaan Ee Jal Dite


Good Afternoon
13/07/2025

Good Afternoon

ওঁ ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। সর্ব্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে।। 🙏🏼🌺🙏🏼Sokol Bondhuder Ke ...
10/07/2025

ওঁ ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি
পদ্মে পদ্মালয়ে শুভে। সর্ব্বত
পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে।। 🙏🏼🌺🙏🏼
Sokol Bondhuder Ke Janai Subho Guru Purnima Oo Maa Lokkhibar
Er Suveccha , Amar Guru Purnima Palan Oo Amader Gurudev Ke Aaj Upohar Hisabe Golap Phool Nibedan
Korlam 🥰🙏🏼


Jibone Akjon Guru Thaka Proyojon , Jini Tomake Samastarokom Kosto Theke Mukto Rakhben , Support Korben , Tini Tomar Baba Or Maa Oo Hote Paren , Kimba Bor Or Bou , Kono Valo Bondhu , Kacher Kono Param Relative , Nahole Jar Theke Tumi Sikkha Or Dikkha Grahan Korecho , Jini Satt Uddeshe Tomar Songo Deben Tini Guru

যা রক্তাম্বুজবাসিনী বিলাসিনী চণ্ডাংশু তেজস্বিনী।
যা রক্তা রূধিরাম্বরা হরিসখী যা শ্রী মনোল্হাদিনী।।
যা রত্নাকরমন্থনাত্প্রগটিতা বিষ্ণোস্বয়া গেহিনী।
সা মাং পাতু মনোরমা ভগবতী লক্ষ্মীশ্চ পদ্মাবতী

হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমাও বলা হয়। এ ছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা ও বেদ ব্যাস জয়ন্তী হিসেবেও চিহ্নিত। এই তিথিতে ব্রহ্মসূত্র, মহাভারত, শ্রীমদ্ভাগত ও ১৮ পুরাণের রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেন। এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গুরু পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান ও দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এ বছর গুরু পূর্ণিমা কবে, কী এই তিথির ধর্মীয় মাহাত্ম্য? সে সবই এখানে আলোচনা করা হল।

গুরু পূর্ণিমা কবে?
পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১০ জুলাই রাত ১টা ৩৭ মিনিট থেকে এবং শেষ হবে পরের দিন ১১ জুলাই রাত ২টো ৭ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী ১০ জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে।

গুরু পূর্ণিমার শুভক্ষণ
মুহূর্ত সময়
ব্রহ্ম মুহূর্ত সকাল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত
অভিজীত মুহূর্ত সকাল ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা ৫৪ মিনিট পর্যন্ত
বিজয় মুহূর্ত দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ৩টে ৪০ মিনিট পর্যন্ত
গোধূলি মুহূর্ত সন্ধ্যা ৭টা ২১ মিনিট থেকে ৭টা ৪১ মিনিট পর্যন্ত

এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পুজো শুরু করুন। এর পর অভিজীত ও বিজয় মুহূর্ত পুজোর জন্য় অত্যন্ত শুভ। এ সময় বিষ্ণু ও লক্ষ্মী পুজো করতে পারবেন। সন্ধ্যাবেলা গোধূলি মুহূর্তও অত্যন্ত শুভ।

গুরু পূর্ণিমায় কী করবেন, কী করবেন না
গুরু পূর্নিমায় দুধ, রুপো দান
করা উচিত নয়। মনে করা হয় এর ফলে চন্দ্র দোষের প্রকোপ বাড়ে।
এই তিথিতে কালো ও ছেঁড়া পোশাক পরবেন না।
গুরু পূর্ণিমার দিনে বাড়ি অন্ধকার রাখবেন না। একে অশুভ মনে করা হয়।
এদিন আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন। মদ্যপান করবেন না।

গুরু পূর্ণিমার মাহাত্ম্য
এই শুভ দিনে গুরুদের আরাধনা করা উচিত। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এর পরের দিন থেকেই শুরু হয় শ্রাবণ মাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। বেদ, পুরাণের রচয়িতা ছিলেন তিনি। তাই এই তিথিটি গুরু পূর্ণিমা নামে প্রচলিত। এ দিন লক্ষ্মী ও নারায়ণের পূজার্চনা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জীবনে গুরুর মাহাত্ম্য ব্যাখ্যা করার জন্যই গুরু পূর্ণিমা পালিত হয়। এই তিথিতে নিজের গুরুকে উপহার দেওয়ার প্রথাও প্রচলিত রয়েছে।

জীবনে সাফল্য পেতে গৌর গোপাল
দাসের এই ১০ বাণী মেনে চলুন
আজ থেকে
গৌর গোপাল দাস বলেন, সাফল্য
ও অসাফল্য কোনওটাই স্থায়ী নয়।
ব্যস্ততা, কাজের চাপের কারণে অনেকেই এখন হতাশায় ভোগেন। তার ওপর শত চেষ্টা করেও যদি সাফল্য হাতছাড়া হয়, তা হলে ঘিরে ধরে অবসাদ। এমন পরিস্থিতিতে প্রয়োজন এমন একজন পথ প্রদর্শকের যাঁর দেখানো পথে হেঁটে সাফল্যের শীর্ষে পৌঁছনো যায়।
জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন। এমনই একজন হলেন গৌর গোপাল দাস। এখানে তাঁর ১০টি বাণী তুলে ধরা হল, যা আপনাকে সাফল্য লাভের পথে আরও এক পা এগিয়ে দেবে।
কী বলছেন গৌর গোপাল দাস?
আনন্দ কোনও বাহ্যিক বস্তুতে নয়, বরং নিজের দৃষ্টিকোণে থাকে। সুখী থাকার জন্য পরিস্থিতিকে দোষারোপ করার পরিবর্তে তাকে স্বীকার করুন। সঠিক দৃষ্টিভঙ্গী দিয়ে সেগুলি বিচার করা জরুরি।
গৌর গোপাল দাস বলেন যে, আপনার ভবিষ্যৎ আপনার অভ্যাসের ওপর নির্ভর করে। সেই অনুযায়ী প্রতিদিন ভালো ও ছোট ছোট পরিবর্তন করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
তিনি বলেন, সাফল্য ও অসাফল্য কোনওটাই স্থায়ী নয়। কিন্তু আপনার দৃষ্টিভঙ্গীই তা ব্যাখ্যা করে। অসাফল্য থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন গৌর গোপাল দাস।
অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। বরং নিজেকে কী ভাবে উন্নত করা যায় সে দিকে জোর দেওয়ার কথা বলেন এই আধ্যাত্মিক গুরু। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির যাত্রা পৃথক। তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা ভুল।
গৌর গোপাল দাসের মতে সম্পর্কই আসল সম্পত্তি। টাকা ও ঐশ্বর্যের চেয়ে বেশি ভালো ও খাঁটি সম্পর্কের প্রয়োজন রয়েছে জীবনে।
যতক্ষণ আমরা নিজেকে পাল্টাই না, ততক্ষণ আমাদের জীবনও পাল্টায় না। গৌর গোপাল দাসের মতে আত্ম উন্নতিই সাফল্যের চাবিকাঠি।
তিনি বলেন, টাকা দিয়ে আনন্দ কেনা যায়। কিন্তু অর্থের সঠিক ব্যবহার ব্যক্তিকে খুশি রাখতে পারে। তাই টাকার সঠিক ব্যবহার ও লোক দেখানোর প্রবণতা ত্যাগ করার পরামর্শ দেন তিনি।
জীবনে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। কাজ, পরিবার ও নিজের জন্য সময় বের করুন। শুধু কাজ করলে জীবনে সফল হওয়া যায় না, বরং ভারসাম্য বজায় রাখা জরুরি।
যে কোনও পরিস্থিতিতে ধৈর্য ও ইতিবাচকতা বজায় রাখা উচিত। তিনি বলেন যে, খারাপ সময় ভয় পাওয়ার পরিবর্তে ধৈর্য ধরুন, সমাধান বের করার ওপর জোর দিন। এর ফলে পথ সহজ হয়ে যাবে।

Sokol Bondhuder Ke Janai "Guru Purnima" Er Antarik Oo Priti Suveccha , Ajker Din Ta Sobar Valo Katuk , Mangal Hok Prabhu...
09/07/2025

Sokol Bondhuder Ke Janai "Guru Purnima" Er Antarik Oo Priti Suveccha , Ajker Din Ta Sobar Valo Katuk , Mangal Hok Prabhur Ashirbad 🥰🙏🏼🌸
Guru Kothar Artha Holo , Jini Mentor ,
Jar Gyan Sobcheye Besi Tini Guru ☺️ Se Je Keu Hote Paren Tobe , Tar Uddesho Jano Satt Thake , Manush Proti Kalyankar Thake , Jini Guru Tini Holen
Path Padorshak , Tar Anugami Holen
Tar Sissho Ra R Yug Yug Dhore Chole
Asche , Ei Guru Sissher Bonding ,
Se Amader Maa Hok Kimba Baba ,
School , College Er Sikkhya Guru ,
Ja Akhonkar Yug Ee Paoya Muskil ,
R Akhonkar School College Er Ja Abostha Ta R Bolte Chaina ,
Sekhane Jemon Sikkhak Temon Ee
Tar Student Or Sissho Ghrina Kore ,
R Achen Amader Dikkha Guru ,
Jini Amader Charitra Gathan Koren ,
Tai Alpo Boyeshe Amra Jara Dikkha Niyechi Tara Jani , Kivabe Nijeke Gorte Hobe , Valo Kaj Ee Angsho Nite Hove ,
Somaj Er Kalyan Korte Hobe ,
Tarjonno Prachur Porte Hobe Dharma Sikkha , Shrasta Sikkha , Paribarik Oo
Samajik Sikkha Nite Hobe , Sudhu Matro Bangla Noye , Purba Bharat Oo
Dakkhin Bharat Ee Oo Ei Guru Sikkha Deoya Hoye Thake ,
Guru Er Ashrom Ke Tol Bola Hoto ,
Ei Din Amra Niramish Vojon Khai ,
Anno Vog Khai Na , Tai Tomra Oo
Ei Pujo Korte Paro , Abossoi Satya Narayan Swami Er Pujo Oo Korte Paro



আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় গুরু পূর্ণিমা । এই পূর্ণিমাটি হচ্ছে মহাভারতকার কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের জন্মতিথি।
তিনি অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন। বেদ অখণ্ড ছিল। সেটাকে ব্যাস ঋক, সাম, যজু ও অথর্ব...এই চারটি ভাগে বিভক্ত করেছিলেন। তাই তাঁর নাম বেদব্যাস।

এই বেদব্যাসের আবির্ভাব তিথি হল এই আষাঢ়ি পূর্ণিমা। তাই গুরু পূর্ণিমাকে আমরা ব্যাস পূর্ণিমাও বলি। এমনই বলেছেন বিশিষ্ট শাস্ত্রীয় পণ্ডিত তথা সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা
এই দিনটিকে চিহ্নিত করা হয়েছে গুরু পূর্ণিমা হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাসদেবকে আদিগুরু বলা হল কেন ?

এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জানা যাক, দীক্ষা শব্দের অর্থ কী ? যিনি আমাদের বিমল জ্ঞান দেন, যে জ্ঞানের মধ্যে কোনও পঙ্কিলতা নেই, সেই জ্ঞান দেন এবং আমাদের পাপ রাশিকে যিনি একেবারে ক্ষীণ করে দেন, পাপ রাশিকে ক্ষয় করে পুণ্যে ভরপুর করে দেন এবং বিমল জ্ঞান দেন, সেখানেই সম্পন্ন হয় দীক্ষা। বা, এটাই দীক্ষা শব্দের অর্থ। সেই কাজটা যিনি করবেন, তিনিই গুরু। সেই কাজটা করেছিলেন আদিগুরু ব্যাসদেব।

এই যে চার রকমের বেদ, অষ্টাদশ পুরাণ , মহাভারত রচনা হল তার সারমর্ম কী ? এই প্রশ্নে ব্যাসদেব মাত্র দু'টো কথা বলেছিলেন। সেটাই একটা গুরুর আসল লক্ষণ। তিনি অষ্টাদশ পুরাণে দু'টো কথা বলেছেন। অর্থাৎ, ১৮টি পুরাণের মূল বক্তব্য দু'টো কথা। এক, পর বা অন্যের উপকার করা হচ্ছে পুণ্য কাজ। দুই, অন্যকে পীড়ন বা শোষণ করা, অন্যকে ধর্ষণ করা বা দুর্ব্যবহার..এগুলো হচ্ছে পাপ। অতীতে ব্যাসদেব যেটা বলে গিয়েছেন সেটা আজও প্রাসঙ্গিক। আগামী প্রজন্মের জন্যও এর বাস্তবতা বা যুক্তি কেউ খণ্ডন করতে পারবে না।(
যুক্তির ওপর দাঁড়িয়ে আছে তাঁর দুই কথা। এক হচ্ছে, অন্যের উপকার করা পুণ্য। অন্যকে পীড়ন করা পাপ। এভাবে তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। দীক্ষা দিয়েছেন। তাঁর মতে, উপরের দুই পথ মেনে চললে গোটা পৃথিবীটা একটা শান্তির পারাবার হয়ে যাবে। এই কারণেই তাঁর জন্মতিথি অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটাকে সনাতম ধর্মের শাস্ত্রকাররা গুরু
পূর্ণিমা হিসাবে চিহ্নিত করেছেন। এই দিনটি একযোগে ব্যাস পূর্ণিমা, আষাঢ়ি পূর্ণিমা ও গুরু পূর্ণিমা হিসাবে চিহ্নিত করা হয়েছে।
যুক্তির ওপর দাঁড়িয়ে আছে তাঁর দুই কথা। এক হচ্ছে, অন্যের উপকার করা পুণ্য। অন্যকে পীড়ন করা পাপ। এভাবে তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। দীক্ষা দিয়েছেন। তাঁর মতে, উপরের দুই পথ মেনে চললে গোটা পৃথিবীটা একটা শান্তির পারাবার হয়ে যাবে। এই কারণেই তাঁর জন্মতিথি অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটাকে সনাতম ধর্মের শাস্ত্রকাররা গুরু পূর্ণিমা হিসাবে চিহ্নিত করেছেন। এই দিনটি একযোগে ব্যাস পূর্ণিমা, আষাঢ়ি পূর্ণিমা ও গুরু পূর্ণিমা হিসাবে চিহ্নিত করা হয়েছে।

শাস্ত্রের এই কথা পরবর্তীকালে বাউল পদকর্তার অনুভবেও এসেছে। যে, গুরু ছাড়া জগতে কেউ নেই। আপনাকে যিনি ইষ্ট দর্শন করালেন, আপনি যে গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র পেলেন, একাজের জন্য মাঝে একজন আছেন। কেউ সরাসরি তাঁর ইষ্ট বা আরাধ্যাকে পান না। উপাস্যের সঙ্গে যিনি সাক্ষাৎ করান তিনিই গুরু। কেউ সরাসরি তাঁর কাছে পৌঁছাতে পারেন না। গুরু ছাড়া জগতে আর কেউ নেই। একজনকেই ধরে থাকলে পৃথিবীতে সবকিছু পাওয়া যায়। সবথেকে বড় কথা, শান্তি পাওয়া যায়। তিনি হলেন গুরু। তাই গুরু পূর্ণিমার এত মাহাত্ম্য।
এই দিনটায় গুরুর সাক্ষাৎ পেলে তাঁর পুজো করতে হবে। নাহলে তাঁর পটচিত্রে পুজো করতে হবে। এই দিনটাতে নিরামিষ খেতে হয়। পারলে, এই দিনটায় অন্নগ্রহণ না করা ভাল। লুচি, পরোটা, ডালিয়া বা সামা চাল ...অর্থাৎ চাল বর্জন করে যে খাদ্য নেওয়া যাবে সেগুলোই খেতে হবে।
গুরুকে সম্মান প্রদানের জন্য এই দিনটায় অন্ন গ্রহণ করা যাবে না। যেটা খেতে ইচ্ছা করবে, সেটা গুরুকে নিবেদন করে খেতে হবে। ফল, মিষ্টি, রাবড়ি, দই তো আছেই। কিন্তু, এর সঙ্গে যদি ভোগ লাগিয়ে দেওয়া যায়...যেমন সুজির পায়েস, ডালিয়ার খিচুড়ি বা সামা চালের ভাত, কিংবা লুচি-পরোটা নিবেদন করতে হবে। আরতি, গুরুবন্দনা করতে হবে। সম্ভব হলে, গুরু গীতা পড়তে হবে।

নাম তার মোতিবিল, বহুদূর জল,হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল।পাঁকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে,মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে।হেথ...
09/07/2025

নাম তার মোতিবিল, বহুদূর জল,
হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল।
পাঁকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে,
মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে।
হেথা হোথা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা,
মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা।
কোথাও বা ধানক্ষেত জলে আধো ডোবা,
তারি 'পরে রোদ পড়ে কিবা তার শোভা।
ডিঙি চ'ড়ে আসে চাষী, কেটে লয় ধান,
বেলা গেলে গাঁয়ে ফেরে গেয়ে সারিগান।
বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে,
ঘন শেওলার দল জলে ভেসে যায়।
মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়




Charidik Khal Bil Bristi Te Vore Giyeche ,
Ak Akta Gram Jeno Ak Akti Nodi ,
R Prakriti Er Sobha Aro Bere Giyeche ,
Kintu Jara Ghor Chhara Tader Jonno
Amader Vaba Uchit , Oder Jonno Kichu
Deoya Dorkar , Govt. Ee Kache Akta Amount Thake Esob Kaje Lagate

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tulip Creation And Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share