16/08/2025
ট্রেলার মুক্তির পর থেকেই ‘রঘুডাকাত’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এই সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা দেবকে, যিনি ইতিমধ্যেই নিজের লুক এবং চরিত্রের জন্য ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। এবার এই সিনেমার জন্য সোশ্যাল মিডিয়ায় দেবকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে লেখেন, " When Bhanu becomes Raghu !!! Amazing All my best wishes " । দেবও সেই বার্তার জবাবে শুভশ্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “Thanku বন্ধু।”
বাংলা সিনেমা জগতের এই দুই জনপ্রিয় তারকার হৃদয়স্পর্শী কথোপকথনে উচ্ছ্বসিত ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই আন্তরিক মুহূর্ত বেশ প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, ‘রঘুডাকাত’ একটি ঐতিহাসিক ডাকাত চরিত্রের উপর ভিত্তি করে নির্মিত, যা বাংলা সিনেমার পর্দায় এক ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলেই মনে করছেন সকলে। ছবিটি এই পুজোয় মুক্তি পেতে চলেছে।