Banglakal

Banglakal বাংলা আজ যা ভাবে, দুনিয়া ভাবে কাল। Fastest growing online news channel in Bengal.

মহারাষ্ট্রে ভোটার তালিকায় বড় ফাঁস — এক নারী ৬ বার, আলাদা EPIC নম্বরে!মহারাষ্ট্রের পালঘরে ভোটার তালিকায় ভয়াবহ গরমিল ধরা প...
12/08/2025

মহারাষ্ট্রে ভোটার তালিকায় বড় ফাঁস — এক নারী ৬ বার, আলাদা EPIC নম্বরে!

মহারাষ্ট্রের পালঘরে ভোটার তালিকায় ভয়াবহ গরমিল ধরা পড়েছে। একই ব্যক্তির নাম— সুষমা গুপ্তা— তালিকায় ৬ বার উঠে এসেছে, প্রতিবারই ভিন্ন ভিন্ন EPIC নম্বর ব্যবহার করে।

এ ঘটনায় ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের বহুগুণিত ভোটারের নাম নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে।

বিরোধী শিবির ইতিমধ্যেই এই অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে।

12/08/2025

ভোট চোর গদি ছাড়ো!’— BJP ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে INDIA জোটের তোপ

BJP এবং নির্বাচন কমিশন মিলিতভাবে ভোট চুরি করে দেশের মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে— এমন অভিযোগ তুলল INDIA জোট।

আজ রাজধানী দিল্লিতে INDIA জোটের সাংসদরা SIR প্রক্রিয়া ও ভোট চুরির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে স্পষ্ট বার্তা দেন— “ভোট চুরি দেশের বিরুদ্ধে গুরুতর অপরাধ, আমরা তা মেনে নেব না।”

বিক্ষোভস্থলে জোটের নেতারা স্লোগান তোলেন— “ভোট চোর, গদি ছাড়ো!” এবং দাবি জানান, অবিলম্বে ভোটার তালিকার জালিয়াতি বন্ধ করতে হবে।

12/08/2025

ফতেহপুরে নবাব আব্দুল সামাদের সমাধি নিয়ে বিতর্ক: মন্দির না সমাধি? ইতিহাসের সংকটে উত্তপ্ত এলাকা

সোমবার সুপ্রিম কোর্ট দিল্লি সরকার, মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (MCD) ও নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (NDMC)-কে ন...
12/08/2025

সোমবার সুপ্রিম কোর্ট দিল্লি সরকার, মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (MCD) ও নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (NDMC)-কে নির্দেশ দিয়েছে শহরের সকল এলাকায় ঘোরালো কুকুরগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নিতে। রেবিস সংক্রমণ এবং কুকুর কামড়ে মৃত্যুর ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে আদালত নিজস্ব উদ্যোগে মামলাটি শুনানি করছিল।
ন্যায়মূর্তি জেবি পারদিউয়ালা ও র মহাদেবনের বেঞ্চ স্পষ্টভাবে বলেছেন, “ঘোরালো কুকুর অপসারণে কোনো আপস করা যাবে না।” বেঞ্চ নির্দেশ দিয়েছে, “এনসিটি দিল্লি, MCD এবং NDMC অবশ্যই যত দ্রুত সম্ভব ঘোরালো কুকুরগুলো অপসারণ শুরু করবে, বিশেষত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে।”
আদালত আরো বলেছে, “কীভাবে করবে, সেটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। যদি বিশেষ টিম তৈরি করতে হয়, তা দেরি না করে তৈরি করতে হবে। এটি শহরের সকল এলাকাকে ঘোরালো কুকুরমুক্ত করার প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত।”
আদালত পশু অধিকারকর্মীদেরও কঠোর ভাষায় সমালোচনা করেছে, বলেছে, “এই পশুপ্রেমীরা কি রেবিসে মারা যাওয়া মানুষগুলো ফিরিয়ে আনতে পারবে?” বেঞ্চ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, “যদি কেউ ঘোরালো কুকুর অপসারণের পথে বাধা দেয়, তাহলে আদালত কঠোর ব্যবস্থা নেবে, এমন প্রতিবন্ধকতা আইনানুগ নয়।”
সাথে সাথে আদালত রাজ্য ও পৌর কর্তৃপক্ষকে কুকুর আশ্রয়কেন্দ্র তৈরি করার নির্দেশ দিয়েছে, যেখানে যথাযথ কর্মী থাকবে এবং যেখানে কুকুরদের স্ত্রিলাইজেশন ও টিকাদান করা হবে। আশ্রয়কেন্দ্রগুলোতে সিসিটিভি মনিটরিংও বাধ্যতামূলক থাকবে।
আদালত নির্দেশ দিয়েছে, “ঘোরালো কুকুর কামড়ের খবর জানাতে এক সপ্তাহের মধ্যে হেল্পলাইন চালু করতে হবে। অভিযোগ পেলে চার ঘণ্টার মধ্যে কুকুর ধরার ব্যবস্থা নিতে হবে।”
রেবিসের ভ্যাকসিনের সহজলভ্যতা নিয়েও আদালত উদ্বেগ প্রকাশ করেছে এবং জানিয়েছে, “কোথায় কত ভ্যাকসিন আছে, কতজন চিকিৎসা নিচ্ছেন তা নিয়মিত প্রকাশ করতে হবে।”
তবে এই আদেশকে ঘিরে ব্যাপক সমালোচনা হয়েছে। পশু অধিকারকর্মীরা ও সংগঠনগুলো যেমন PETA, এটিকে নিষ্ঠুর ও অকার্যকর বলে অভিহিত করেছে। তারা বলছে, “এই কুকুররা ‘ঘোরালো’ নয়, তারা ‘কমিউনিটি ডগস’ - দিল্লির এই কুকুররা বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছে। তারা আমাদের মতো দিল্লিবাসী, যারা শুধু বাঁচার চেষ্টা করছে।”
PETA আরও দাবি করেছে, “কুকুরদের উৎখাত নয়, বরং স্ত্রিলাইজেশনই মানব-প্রাণী সংঘাত কমানোর কার্যকর সমাধান। আইন অনুযায়ী, স্ত্রিলাইজ করার পর কুকুরকে তার আসল জায়গায় ছাড়া বাধ্যতামূলক।”
এক জরিপ অনুযায়ী, দিল্লিতে প্রায় ১০ লক্ষ কমিউনিটি ডগ আছে, যার অর্ধেকও স্ত্রিলাইজড নয়। এত বিশালসংখ্যক কুকুরকে জোরপূর্বক সরানো গেলে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া এবং কুকুরদের ভয়াবহ যন্ত্রণার সৃষ্টি হবে।
তারা সুপারিশ করেছে, “এখনো দেরি হয়নি, কার্যকর স্ত্রিলাইজেশন প্রোগ্রাম শুরু করাই জরুরি। অবৈধ পোষা দোকান ও প্রজনকদের বন্ধ করা, এবং আশ্রয়কেন্দ্র থেকে কুকুর গ্রহণে জনসাধারণকে উৎসাহিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
*পশুপ্রেমীরা বলছেন, “যদি দিল্লি সরকার একটি শক্তিশালী স্ত্রিলাইজেশন কর্মসূচি চালাত, আজ সড়কে এত কুকুর থাকত না।”

সোমবার, ১১ আগস্ট ২০২৫, দিল্লি হাইকোর্টে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধান যাসিন মালিকের বিরুদ্ধে সন্ত্রাসব...
12/08/2025

সোমবার, ১১ আগস্ট ২০২৫, দিল্লি হাইকোর্টে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধান যাসিন মালিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অর্থায়ন মামলায় মৃত্যুদণ্ড প্রদানের জন্য জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) যে আবেদন করেছে, তার বিরুদ্ধে জবাব দিতে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে। বিচারপতি বিবেক চৌধুরী ও শলিন্দর কৌর সমন্বিত বেঞ্চ মালিককে আগামী চার সপ্তাহের মধ্যে তাঁর যুক্তি উপস্থাপন করার নির্দেশ দেয়। পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
যাসিন মালিক বর্তমানে তিহার কারাগারে বন্দি রয়েছেন। ২০২২ সালের মে মাসে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্ত হয়ে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। নিম্ন আদালত মালিকের দোষ স্বীকার করার পর এই সাজা প্রদান করেছিল।
তবে এনআইএ-এর পক্ষ থেকে করা আপিলের বক্তব্য, সন্ত্রাসবাদীদের জন্য দোষ স্বীকার করলেও মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পাওয়া উচিত নয়। অভিযোগের বিরুদ্ধে মালিক নিজের পক্ষে নিজেই যুক্তি উপস্থাপন করার ইচ্ছা প্রকাশ করলেও, সোমবার ভার্চুয়ালি হাজির হওয়ার কথা থাকলেও তাকে আদালতে উপস্থিত করা হয়নি। হাইকোর্ট এখন আগামী ১০ নভেম্বর মালিককে ভার্চুয়ালি হাজির করার নির্দেশ দিয়েছে।
এ মামলাটি দেশের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বিচার প্রক্রিয়াটি যে কোনওভাবে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের আইনি ব্যবস্থা কতটা কার্যকর, তার পরীক্ষণ হবে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় সম্প্রদায় শীঘ্রই ভারত থেকে আমদানিকৃত চালের দাম ব্যাপকভাবে বাড়ার মুখে পড়তে পারে, যেখানে ...
12/08/2025

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় সম্প্রদায় শীঘ্রই ভারত থেকে আমদানিকৃত চালের দাম ব্যাপকভাবে বাড়ার মুখে পড়তে পারে, যেখানে দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এর পেছনে কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। ভারতীয় পরিবারের প্রতিদিনের প্রধান খাদ্য চাল এখন অনেক বেশি দামে বিক্রি হতে পারে, অথবা অনেকেই সস্তা বিকল্প হিসেবে পাকিস্তানি চাল কিনতে বাধ্য হতে পারেন।
ভারত প্রতি বছর প্রায় ২৫০,০০০ টন চাল যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। এর প্রায় ৪০ শতাংশ সোনা মাসুরি চাল, যা প্রধানত অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় উৎপাদিত হয়। বাকি চাল হচ্ছে বাসমতী, যা প্রধানত পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে জন্মায়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ভারতীয়রা দৈনন্দিন খাবারে সোনা মাসুরি চাল খায়, আর বিশেষ অনুষ্ঠানে বাসমতী চাল দিয়ে বিরিয়ানি বা অন্যান্য খাবার তৈরি করে। বর্তমানে সোনা মাসুরি চালের দাম প্রতি টন $৯০০ থেকে $১০০০ এবং বাসমতী চালের দাম $১২০০ থেকে $১৩০০ পর্যন্ত। নতুন শুল্ক কার্যকর হলে ভারতীয় চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা পাকিস্তানি চালের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হবে।
রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বি.ভি. কৃষ্ণ রাও বলেন, “এই শুল্ক ভারতীয় কমিউনিটির উপর মারাত্মক প্রভাব ফেলবে,” তবে তিনি জানান পুরো প্রভাব পরবর্তী কয়েক সপ্তাহে পরিষ্কার হয়ে উঠবে। রিপোর্ট অনুসারে, ভারতের সবচেয়ে বড় বাসমতী চাল উৎপাদক পাঞ্জাব এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। প্রতি বছর ভারত যুক্তরাষ্ট্রে প্রায় ৩০০,০০০ মেট্রিক টন বাসমতী চাল $৩৫০ মিলিয়ন মূল্যে রপ্তানি করে, যেখানে পাকিস্তান প্রায় ১৮০,০০০ মেট্রিক টন রপ্তানি করে। নতুন শুল্ক ভারতের বাসমতী চালের দাম প্রতি মেট্রিক টনে $১২০০ থেকে $১৮০০ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, যেখানে পাকিস্তানি চালের দাম তুলনামূলকভাবে কম থাকবে কারণ তাদের শুল্ক মাত্র ১৯ শতাংশ।
হোয়াইট হাউস প্রথমে প্রায় ৭০টি দেশের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশের “পারস্পরিক শুল্ক সমন্বয়” ঘোষণা করেছিল, যা দেশের ওপর ভিন্ন মাত্রায় প্রযোজ্য। এরপর ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, ভারতের রাশিয়ান তেল ক্রয়ের কারণ দেখিয়ে। ফলে ভারতীয় চাল রপ্তানিতে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ, যা বিশ্বের যেকোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে বেশি শুল্কের মধ্যে অন্যতম।
ভারত এই শুল্ককে “অযৌক্তিক এবং অন্যায়” হিসেবে অভিহিত করেছে এবং দেশীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংগঠন ইন্ডিয়াস্পোরা শুল্ককে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের জন্য “প্রতিকূল” হিসেবে দেখেছে, তবে আশা প্রকাশ করেছে পরিস্থিতি শীঘ্রই উন্নত হবে।

আল ইখতিয়ার মোহতাসিবি মোতাহারি (AIMIM) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে গাজার মানব...
12/08/2025

আল ইখতিয়ার মোহতাসিবি মোতাহারি (AIMIM) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে গাজার মানবিক সংকটের তীব্র সমালোচনা করেছেন এবং সেখানে অবিলম্বে সহায়তা পাঠানোর পাশাপাশি অঞ্চলটিতে শান্তি স্থাপনের জন্য তৎপরতা দেখানোর আহ্বান জানিয়েছেন।
চিঠিতে তিনি ইসরায়েলকে “প্যালেস্টাইনি জনগণের গণহত্যা ও জাতিগত পরিচ্ছেদের” অভিযোগ করেন এবং ভারতের কাছে আল আকসা মসজিদের মুসলিম ধর্মীয় অধিকারের রক্ষায় গুরুত্ব দেওয়ার দাবি জানান।
ওয়াইসি উল্লেখ করেন, গাজায় এখন পর্যন্ত ৬০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। তিনি জাতিসংঘের প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, ১৩০০-এর বেশি প্যালেস্টাইনি খাদ্য খোঁজার সময় মারা গেছে, যার মধ্যে শিশুদের অবস্থাও সবচেয়ে শোচনীয়। “ভারতের মানবিক নেতৃত্বের ঐতিহ্যকে সামনে রেখে, আমি সরকারের প্রতি অনুরোধ জানাই যেন আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে গাজায় খাদ্য, চিকিৎসা এবং ত্রাণ সাহায্য অবিলম্বে পাঠানো হয় এবং যেসব বেসামরিক মানুষ সংঘর্ষে আটকে পড়েছে তাদের নিরাপদ মানবিক সাহায্যের সুযোগ নিশ্চিত করা হয়,” তিনি লিখেছেন।
চিঠিতে ওয়াইসি ভারতের “দীর্ঘদিনের প্যালেস্টাইন প্রতি প্রতিশ্রুতি” স্মরণ করিয়ে দেন এবং ২৪ জুলাই ২০২৫ তারিখের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবস্থানকে উল্লেখ করেন। ১৯৪৮ সালের জাতীয় সংহতি সনদের কথাও তুলে ধরে তিনি বলেন, এই সনদ অনুযায়ী ভারতকে গণহত্যা প্রতিরোধ ও তাতে জড়িত না থাকার দায়িত্ব নিতে হবে। “ভারত সরকারের পক্ষ থেকে প্যালেস্টাইনিদের প্রতি এবং গণহত্যা ও যুদ্ধ অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া অত্যন্ত জরুরি,” তিনি জোর দেন।
ওয়াইসি আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে বিঘ্ন সৃষ্টির প্রতিবাদ জানিয়ে “বারবারের আক্রমণ” এবং পবিত্র স্থানটির রক্ষার দাবিও তুলেছেন। তিনি ভারতের প্রতি আহ্বান জানান, গাজার ওপর ত্রাণ ড্রপ এবং স্থায়ী সংঘর্ষবিরতির জন্য চাপ দিতে হবে এবং আল হারাম আল শারিফের ধর্মীয় স্বাধীনতার বিষয়টি তুলে ধরতে হবে।
হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসি জানান, গাজার গণহত্যার বিষয়টি তিনি পার্লামেন্টে জিরো আওরে তুলতে চেয়েছিলেন, তবে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক নির্বাসন, বেসামরিক হত্যাকাণ্ড ও জরুরি ত্রাণ আটকে দেওয়ার কারণে তা কার্যকর হয়নি। ২০২৪ সাল থেকে গাজার প্রায় ৭০% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে, যার বেশির ভাগ শিকার নারী ও শিশু।
তিনি একটি ইসরায়েলি-আমেরিকান স্টার্টআপের ত্রাণ বিতরণ ব্যবস্থাকে “মারাত্মক” ও “অপর্যাপ্ত” বলে সমালোচনা করেছেন, যেখানে খাদ্য পাওয়ার চেষ্টা করায় অন্তত ১৪০০ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক ন্যায়িক আদালতের গণহত্যা রোধের আদেশ উপেক্ষা করার অভিযোগও তিনি তুলেছেন, পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টের মুখোমুখি আছেন বলে উল্লেখ করেছেন।
ওয়াইসি পশ্চিম তীরের সহিংসতাকেও তুলে ধরেছেন, যেখানে ২০২৩ সাল থেকে প্রায় ১,০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ২০২৫ সালের জুন মাসে প্যালেস্টাইনে সবচেয়ে বেশি আহত রেকর্ড হয়েছে গত ২০ বছরে, যেখানে বসতি স্থাপনকারীরা প্রথমার্ধেই ৭৫৭টি হামলা চালিয়েছে। অক্টোবর ২০২৩ থেকে এই বছরের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৫,০০০ প্যালেস্টাইনি — তার অর্ধেক শিশু — গৃহহীন হয়েছেন বসতি ধ্বংস ও সহিংসতার কারণে।

মহারাষ্ট্রের পালঘর জেলায় এক মানবপাচারের জালে আটকা পড়ে থাকা ১৪ বছর বয়সী বাংলাদেশি এক কিশোরী ৩ মাসের মধ্যে প্রায় ২০০ জন পু...
12/08/2025

মহারাষ্ট্রের পালঘর জেলায় এক মানবপাচারের জালে আটকা পড়ে থাকা ১৪ বছর বয়সী বাংলাদেশি এক কিশোরী ৩ মাসের মধ্যে প্রায় ২০০ জন পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ এনেছেন। বর্তমানে পুলিশ তার অভিযোগ যাচাই-বাছাই করে তদন্ত চালাচ্ছে।
মীরা-ভায়ন্দর, বাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের মানবপাচার বিরোধী ইউনিট (এএইচটিইউ) এবং এনজিও এক্সডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন ও হারমনি ফাউন্ডেশনের যৌথ অভিযানে ২৬ জুলাই মেয়েটিকে নায়গাঁও, বাসাইয়ের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।
মেয়েটির বিবৃতি অনুযায়ী, প্রথমে তাকে গুজরাতের নাদিয়াদে পাচার করা হয়েছিল, যেখানে যৌনশোষণের শিকার হতে হয়। পরে তাকে মহারাষ্ট্রে নিয়ে আসা হয়। হারমনি ফাউন্ডেশনের সভাপতি আব্রাহাম মাথে জানান, মেয়েটি স্কুলের পরীক্ষায় ফেল করার পর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং এক মহিলার জালিয়াতিতে অবৈধভাবে ভারতে নিয়ে এসে বেচাকেনা করা হয়।
পুলিশ সন্দেহ করছে, তাকে বয়স বড় দেখানোর জন্য হরমোন ইনজেকশন দেওয়া হতে পারে। মানবাধিকার কর্মী মধু শঙ্কর জানান, "অনেক ক্ষেত্রে শিশুকে কিডন্যাপ করে পাচারকারীরা বড় করেন এবং হরমোন ইনজেকশন দিয়ে তাদের যোনপথে ঠেলে দেন।"
এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে দুই নারীও রয়েছেন। প্রধান অভিযুক্ত মোহাম্মদ খালিদ আব্দুল বাপারি (৩৩) এই পাচার র‍্যাকার অন্যতম মস্ত অভিজ্ঞ নেতৃত্বকারী বলে পুলিশের দাবি। জুবের হারুন শেখ (৩৮) ও শামিম গফর সরদার (৩৯) নামের দুই এজেন্টও ধরা পড়েছে।
মেয়েটিকে হিংস্রতার শিকার হতে হয়, যেমন গরম চামচ দিয়ে দাগ দেওয়া এবং তাকে নিয়ন্ত্রণে রাখতে সিডেটিভ দেওয়া হয়েছিল। পুলিশ এখন বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে অপর সদস্যদের খুঁজছে।
এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি, পোকসো আইন, অবৈধ ট্রাফিকিং প্রতিরোধ আইনসহ অন্যান্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এমবিভিভি পুলিশ কমিশনার নিকেত কৌশিক আশ্বাস দিয়েছেন, পুরো মানবপাচার সন্ত্রাসী জাল ধ্বংস করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ।
মানবাধিকার কর্মীরা দাবী করছেন, এই ভয়ানক অপরাধে জড়িত ২০০ জনের সমস্ত অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক। আব্রাহাম মাথে বলেন, “এটি একটি ভয়াবহ অপরাধ, এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

(আইনি প্রোটোকল অনুযায়ী উদ্ধারকৃত কিশোরীর পরিচয় গোপন রাখা হয়েছে।)

আন্ধ্রপ্রদেশের পলনাডু জেলায় একটি সরকারি বসি কল্যাণ হোস্টেলে ঘটল নৃশংসতা। ৫ জন পূর্ণবয়স্ক ও ১ জন অপ্রাপ্ত বয়স্ক মোট ৬ জ...
12/08/2025

আন্ধ্রপ্রদেশের পলনাডু জেলায় একটি সরকারি বসি কল্যাণ হোস্টেলে ঘটল নৃশংসতা। ৫ জন পূর্ণবয়স্ক ও ১ জন অপ্রাপ্ত বয়স্ক মোট ৬ জন ছেলেকে অভিযুক্ত করে পুলিশ, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা দুই অপ্রাপ্তবয়স্ক দলিত ছেলেকে বৈদ্যুতিক শক দেওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনা ঘটেছে ৭ আগস্ট। ঘটনার পেছনে থাকার কারণ হিসেবে মনে করা হচ্ছে, অভিযুক্তরা এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে তার এক মেয়ের সঙ্গে সম্মতিপূর্ণ সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল।
পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পি. জগদীশ জানিয়েছেন, “একটি দল—৫ জন বড় ছেলে ও ১ জন নাবালক—সরকারি হোস্টেলে এক দলিত নাবালককে বৈদ্যুতিক শক দেওয়ার চেষ্টা করেছিল।”
এই নৃশংসতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ৯ আগস্ট এই ঘটনা সামনে আসে। পুলিশের তথ্য অনুযায়ী, বালকটিকে বারবার সম্পর্ক শেষ করার হুমকি দেওয়া হয়েছিল। অভিযুক্তরা বৈদ্যুতিক শক দেওয়ার চেষ্টা স্বীকার করেছে, যদিও ভিডিওতে সেটি ধরা পড়েনি। অভিযুক্তদের মধ্যে ২ জন হোস্টেলের বাইরে থেকে, ৩ জন হোস্টেলের ভেতরে থাকেন।
একজন নাবালক অভিযুক্ত ২২ আগস্ট পর্যন্ত হেফাজতে রাখা হয়েছে, বাকিদের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত আসবে। হোস্টেলের ইনচার্জ মি. দীপিকা জানিয়েছেন, ছাত্রদের দ্বারা এক নাবালককে মারধরের ভিডিও প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।
ঘটনায় সাপ্তাহিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ভারতীয় আইন এবং সংরক্ষিত জাতি-জাতীয় আইন (অত্যাচার প্রতিরোধ) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।আন্ধ্রপ্রদেশের পলনাডু জেলায় একটি সরকারি বসি কল্যাণ হোস্টেলে ঘটল নৃশংসতা। ৫ জন পূর্ণবয়স্ক ও ১ জন অপ্রাপ্ত বয়স্ক মোট ৬ জন ছেলেকে অভিযুক্ত করে পুলিশ, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা দুই অপ্রাপ্তবয়স্ক দলিত ছেলেকে বৈদ্যুতিক শক দেওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনা ঘটেছে ৭ আগস্ট। ঘটনার পেছনে থাকার কারণ হিসেবে মনে করা হচ্ছে, অভিযুক্তরা এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে তার এক মেয়ের সঙ্গে সম্মতিপূর্ণ সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল।
পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পি. জগদীশ জানিয়েছেন, “একটি দল—৫ জন বড় ছেলে ও ১ জন নাবালক—সরকারি হোস্টেলে এক দলিত নাবালককে বৈদ্যুতিক শক দেওয়ার চেষ্টা করেছিল।”
এই নৃশংসতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ৯ আগস্ট এই ঘটনা সামনে আসে। পুলিশের তথ্য অনুযায়ী, বালকটিকে বারবার সম্পর্ক শেষ করার হুমকি দেওয়া হয়েছিল। অভিযুক্তরা বৈদ্যুতিক শক দেওয়ার চেষ্টা স্বীকার করেছে, যদিও ভিডিওতে সেটি ধরা পড়েনি। অভিযুক্তদের মধ্যে ২ জন হোস্টেলের বাইরে থেকে, ৩ জন হোস্টেলের ভেতরে থাকেন।
একজন নাবালক অভিযুক্ত ২২ আগস্ট পর্যন্ত হেফাজতে রাখা হয়েছে, বাকিদের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত আসবে। হোস্টেলের ইনচার্জ মি. দীপিকা জানিয়েছেন, ছাত্রদের দ্বারা এক নাবালককে মারধরের ভিডিও প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।

*ঘটনায় সাপ্তাহিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ভারতীয় আইন এবং সংরক্ষিত জাতি-জাতীয় আইন (অত্যাচার প্রতিরোধ) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

হরিয়ানা সরকার প্রাক্তন আইপিএস অফিসার আর.সি. মিশ্রাকে পুলিশ কমপ্লেইন্টস অথরিটির চেয়ারপর্সন এবং প্রাক্তন আইএএস অফিসার লল...
12/08/2025

হরিয়ানা সরকার প্রাক্তন আইপিএস অফিসার আর.সি. মিশ্রাকে পুলিশ কমপ্লেইন্টস অথরিটির চেয়ারপর্সন এবং প্রাক্তন আইএএস অফিসার ললিত শিওয়াচকে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে। এই নিয়োগকে ঘিরে অধিকারকর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের মধ্যে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
২০০৬ সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, পুলিশ কমপ্লেইন্টস অথরিটির চেয়ারপর্সন অবশ্যই একজন প্রাক্তন বিচারক হতে হবে। ‘প্রকাশ সিং বনাম ভারত সরকার’ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, জেলা পর্যায়ের কমপ্লেইন্টস অথরিটির প্রধান হওয়া উচিত একজন প্রাক্তন জেলা বিচারক, এবং রাজ্য পর্যায়ের কর্তৃপক্ষের প্রধান হওয়া উচিত প্রাক্তন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বিচারক।
তবে হরিয়ানা সরকার দাবি করেছে, তাদের ২০০৭ সালের পুলিশ আইনে এমন কোনো বিধিনিষেধ নেই। তারা আইপিএস অফিসারকেও চেয়ারপর্সনের পদে নিয়োগের অনুমতি দেয়।
পুলিশ কমপ্লেইন্টস অথরিটি হলো একটি স্বাধীন প্রতিষ্ঠান যা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে, যাতে পুলিশি ক্ষমতার অপব্যবহার বন্ধ হয় এবং সাধারণ মানুষের ন্যায্যতা নিশ্চিত হয়।
গত রবিবার, পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের আইনজীবী হেমন্ত কুমার গভর্নর অশিম কুমার ঘোষকে চিঠি লিখে সুপ্রিম কোর্টের ২০০৬ সালের নির্দেশ অনুযায়ী প্রাক্তন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বিচারককে চেয়ারপর্সন করার দাবি জানান।
এমনকি ২০১৫ সালে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট চণ্ডীগড় পুলিশ কমপ্লেইন্টস অথরিটির প্রধান হিসেবে প্রাক্তন আইএএস কর্মকর্তা প্রণদীপ মেহরার নিয়োগ বাতিল করেছিল একই ভিত্তিতে।
এই নিয়োগ বিতর্ক হরিয়ানার পুলিশের জবাবদিহিতা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন উঠিয়েছে। নাগরিক সমাজের বড় অংশ দাবি করছে, যাতে পুলিশি ক্ষমতার বিরুদ্ধে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হয়, চেয়ারপর্সন অবশ্যই বিচারিক পটভূমির একজন প্রাক্তন বিচারক হওয়া জরুরি।

*তবে হরিয়ানা সরকারের অবস্থান কঠোর, তারা বলছে আইপিএস অফিসার নিয়োগ আইনগত। এই দ্বন্দ্ব আগামী দিনগুলোতে আরও উত্তেজনা এবং বিতর্কের জন্ম দিতে পারে।

উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে নবাব আব্দুল সামাদ খানের সমাধিকে কেন্দ্র করে। হিন্দুত্ববাদী গোষ...
11/08/2025

উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে নবাব আব্দুল সামাদ খানের সমাধিকে কেন্দ্র করে। হিন্দুত্ববাদী গোষ্ঠী ও বিজেপি নেতারা দাবি করেছেন, এটি আসলে হাজার বছরের পুরনো ঠাকুরজি ও শিব মন্দির, যা আজ সমাধি হিসেবে পরিচিত।
ঘটনাটি শুরু হয়, যখন বিজেপি জেলা সভাপতি মুখলল পাল জানান, সমাধির ভিতরে থাকা কমলফুল ও ত্রিশূল মন্দিরের অস্তিত্বের প্রমাণ। তিনি স্থানীয় লোকজনকে আজ সকালে পুজো আয়োজনের জন্য সমবেত হতে বলেন। এই ঘোষণা দেওয়ার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মন্দির রক্ষার্থীরা সাফরন পতাকা নিয়ে সমাধির আশেপাশে জড়ো হয় এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়, যা একটি ভিডিওতে ধরা পড়েছে। প্রশাসন সমাধি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং বিক্ষোভ ঠেকাতে এলাকাটি ঘেরাও করেছে।
অন্যদিকে, স্থানীয় মুসলিম সম্প্রদায় এবং জাতীয় উলামা কাউন্সিল এই হামলাকে ইতিহাস বিকৃতির চেষ্টা ও সাম্প্রদায়িক শান্তি নষ্ট করার অপচেষ্টা হিসেবে কঠোর নিন্দা জানিয়েছে।
জাতীয় উলামা কাউন্সিলের জাতীয় সচিব মো নাসিম বলেছেন,
“সরকারি নথিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, এটি নবাব আব্দুল সামাদ খানের সমাধি। প্রতিটি মসজিদ বা সমাধির নিচে মন্দির খুঁজে পাওয়া সম্ভব নয়।”
তিনি আরও সতর্ক করেছেন,

“যদি প্রশাসন এই একতরফা আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হয়, আমরা বৃহত্তর প্রতিবাদে নামব।”

এদিকে, জেলা প্রশাসন বিষয়টিকে জাতীয় সম্পত্তি হিসেবে গৃহীত সমাধি বলে নিশ্চিত করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
ফতেহপুরের এই বিতর্ক ধর্মীয় পরিচয় ও ঐতিহাসিক ইতিহাসকে কেন্দ্র করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে, যা সাম্প্রদায়িক শান্তির জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।

মুম্বরা, কাসা ও কালওয়ার ইসলামিক আলেম ও রাজনৈতিক নেতাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার থানে পুলিশ কমিশনার ...
11/08/2025

মুম্বরা, কাসা ও কালওয়ার ইসলামিক আলেম ও রাজনৈতিক নেতাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার থানে পুলিশ কমিশনার অশুতোষ ডোম্বরের সঙ্গে বৈঠক করে মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর দাবির তীব্র প্রতিবাদ জানায়। তারা অভিযোগ করেন, এই দাবি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বৈষম্যমূলক।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক জিতেন্দ্র আভাড। উপস্থিত ছিলেন প্রাক্তন সংখ্যালঘু কমিশনের সদস্য সৈয়দ আলি আশরাফ (ভাই সাহেব), এনসিপি (শরদ পাওয়ার) মুম্বরা-কালওয়া সভাপতি শামীম খান, সংখ্যালঘু সেল সভাপতি মুফতি আশরাফ এবং একাধিক বিশিষ্ট আলেম। অ্যাডভোকেট জলিল নওরঙ্গা আইনি দৃষ্টান্ত পেশ করে জানান, গুজরাট হাইকোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছে যে আজানের শব্দকে শব্দ দূষণ হিসেবে গণ্য করা যায় না।
এই বৈঠকের পেছনে কারণ ছিল বিজেপি নেতা কিরিট সোমাইয়ার বিতর্কিত মন্তব্য, যেখানে তিনি মুম্বরা ও থানে জেলার সব মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর দাবি তোলেন। এতে এলাকাজুড়ে মসজিদ কমিটিগুলোর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রতিনিধিরা পুলিশকে অনুরোধ করেন যেন তাড়াহুড়ো করে কোনো ব্যবস্থা না নেয়া হয়, মসজিদ কর্তৃপক্ষকে ভয় দেখানো না হয়, এবং ইমামদের অযথা থানায় ডাকা না হয়। পাশাপাশি তারা লাউডস্পিকারের পারমিট ইস্যুতে সহায়তার আবেদন করেন এবং কালওয়ার এক সিনিয়র পুলিশের হুমকিমূলক আচরণের অভিযোগ তোলেন।
কমিশনার ডোম্বরে আশ্বস্ত করেন, যারা আইন মেনে চলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। তিনি বলেন, “রাজনীতির নিজস্ব জায়গা আছে, কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না বা জনশৃঙ্খলা নষ্ট করতে পারে না।”
বৈঠকের পর সংবাদমাধ্যমকে বিধায়ক আভাড বলেন, “যদি আজানের জন্য মাইক বন্ধ হয়, তবে ভজন বা গণপতি উৎসবের মাইকও বন্ধ হবে। তখন কী বলবেন তারা?” শামীম খান জানান, তাদের দাবি শুধু একটাই — সব ধর্মের জন্য সমান নিয়ম।

^প্রতিনিধিদল জানিয়েছে, মুসলমানদের ধর্মীয় অধিকারকে টার্গেট করে কোনো বৈষম্যমূলক পদক্ষেপ নেয়া হলে তারা কঠোরভাবে এর বিরোধিতা করবে।

Address

2L, Radha Gobinda Saha Lane
Kolkata
700017

Alerts

Be the first to know and let us send you an email when Banglakal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglakal:

Share