02/12/2025
আন্ধ্রপ্রদেশে দলিত ছাত্রদের প্রতি বর্ণবিদ্বেষী গালাগালি—ইংরেজির শিক্ষককে ঘিরে ক্ষোভে ফেটে পড়ল অভিভাবকরা !
আন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাকিনাডায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে দলিত ছাত্রদের উদ্দেশে বর্ণবিদ্বেষী অপমানসূচক মন্তব্য করার গুরুতর অভিযোগ উঠেছে। ইয়ান্ডাপল্লি হাই স্কুলের ইংরেজি শিক্ষক শ্রীনুবাবু নিয়মিতভাবে দলিত ছাত্রদের হেয় ও অপমান করতেন বলে অভিযোগ পরিবারের।
“নোংরা জাতের লোক”—অভিযোগ ছাত্রছাত্রীদের
অভিভাবকদের অভিযোগ, শিক্ষক শ্রীনুবাবু ছাত্রদের উদ্দেশে বলতেন—
“তোমরা নোংরা জাতের… SC হলে কী হয়েছে, নিজেদের খুব বিশেষ কিছু ভাবো?”
পরিবারের দাবি, তিনি বারবার একই কয়েকজন দলিত ছাত্রকে লক্ষ্য করে অপমান করতেন এবং তাতে স্কুল প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।
অভিযোগ জানিয়েও লাভ হয়নি
প্রথমে অভিভাবকরা বিষয়টি জানান স্কুলের প্রধান শিক্ষক সুরেশ ভূষণকে। কিন্তু অভিযোগ—হেডমাস্টার কোনও ব্যবস্থা নেননি।
ছাত্রছাত্রীরাও জানায়—স্কুল প্রশাসন উদাসীন আচরণ করেছে।
এই প্রতিষ্ঠানগত উদাসীনতা এবং শিক্ষককে রক্ষা করার অভিযোগে অভিভাবক ও ছাত্রছাত্রীরা স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে বাধ্য হন।
রাজনৈতিক প্রতিক্রিয়া
ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যে রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ওয়াইএসআর কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে—
“সরকার কি এখন স্কুলেও জাতপাত ঢোকাচ্ছে? এই ধরনের আচরণের দায় কে নেবে?”
পার্টি শিক্ষক শ্রীনুবাবুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
ঘটনা ঘিরে ক্ষোভ ক্রমশ বাড়ছে এবং অভিভাবকদের দাবি—দলিত শিশুদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্যকারী শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।