
28/06/2025
দুটি কিডনি বিকল – বাঁচার লড়াইয়ে গঙ্গাসাগরের চন্দ্রকান্ত মিদ্যা 🙏
রানাঘাটের অস্মিকা ১৬ কোটির ইনজেকশন পেয়ে নতুন জীবনের দিকে এগোচ্ছে।
এদিকে গঙ্গাসাগরের এক সাধারণ ছেলে, চন্দ্রকান্ত মিদ্যা, আজ মৃত্যুর মুখোমুখি।
তার দুটি কিডনিই বিকল, বাঁচতে হলে চাই কিডনি প্রতিস্থাপন।
চিকিৎসার খরচ প্রায় ১০ লক্ষ টাকা।
ইতিমধ্যে আপনাদের সহানুভূতিতে ৩ লক্ষ টাকার বেশি জোগাড় হয়েছে।
এখন শুধু আপনার একটুখানি সাহায্য বাকি টাকাটা জোগাড় করতে পারে।
🤝 আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, তাহলে এই ১০ লক্ষ টাকা কোনো বড় বিষয় নয়।
একজন যুবকের প্রাণ ফিরে পাবে – এটাই সবচেয়ে বড় জয়।
🙏 আপনার ১০০/২০০ টাকাই হতে পারে চন্দ্রকান্তর জীবনের আলো।
💬 দয়া করে পোস্টটি শেয়ার করুন, যাতে এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছায়।