Barta Prakashan

Barta Prakashan বই হোক প্রিয়তম বন্ধু

🌿✨ শুভ রথযাত্রা! যিনি সৃষ্টির পালনকর্তা,তিনিই আমাদের জীবনের রথের সারথি...আজকের এই মহান দিনে প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে...
27/06/2025

🌿✨ শুভ রথযাত্রা!

যিনি সৃষ্টির পালনকর্তা,
তিনিই আমাদের জীবনের রথের সারথি...

আজকের এই মহান দিনে প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে–
🌸 আপনার জীবনে আসুক আনন্দের নব দিগন্ত,
🌸 মুছে যাক সব কষ্ট ও বাধা,
🌸 ভরে উঠুক হৃদয় শান্তি আর ভক্তিতে।

জয় জগন্নাথ! 🙏

#রথযাত্রা২০২৫ #শুভরথযাত্রা

📚✨ স্বপ্নের প্রথম আলো ✨📚বার্তা প্রকাশনের উদ্যোগে বিগত তিনবছর নানা কলেজের নানা বিভাগের শিক্ষার্থীদের নানা বিষয়ক ইন্টার্নশ...
24/06/2025

📚✨ স্বপ্নের প্রথম আলো ✨📚
বার্তা প্রকাশনের উদ্যোগে বিগত তিনবছর নানা কলেজের নানা বিভাগের শিক্ষার্থীদের নানা বিষয়ক ইন্টার্নশিপ কোর্স আমরা নিখরচায় প্রদান করে আসছি। এবছর থেকে আরও বেশি করে কলেজগুলোর শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হতে চাইছি আমরা তাই নবকলেবরে এই ভাবনা "স্বপ্নের প্রথম আলো"।

এবার অংশগ্রহণ করছিল যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী। একমাসের কোর্স করেছে ওরা। আজ তাদের সম্মাননা জ্ঞাপন ও সম্মাননা পত্র প্রদান। ওদের নিয়ে আড্ডা আলোচনা।

📅 তারিখ: ২৪ জুন ২০২৫, মঙ্গলবার
🕓 সময়: বিকেল ৪টা
📍স্থান: ক্যাফে মি ইয়াম্মি, কলেজ স্ট্রিট

যারা সত্যিকারের লেখার স্বপ্ন দেখেন, এই আয়োজন তাঁদের জন্যই। কিভাবে কনটেন্ট লেখা হয়, লেআউট কিভাবে তৈরি হয়। পত্রিকা প্রকাশ মার্কেটিং সেলস সবটাই সেখানো হয়।

আমাদের সঙ্গে থাকুন, নবপ্রজন্মের সৃজনশীল স্বপ্নকে এগিয়ে নিয়ে যাই একসঙ্গে।

#স্বপ্নেরপ্রথমআলো

মনখারাপ করা বিদায়। চলে গেলেন সাহিত্যিক প্রফুল্ল রায়— যাঁর কলমে ফুটে উঠেছিল মাটি ও মানুষের গন্ধ। ‘ক্রান্তিকাল’, ‘নোনা জল ...
19/06/2025

মনখারাপ করা বিদায়। চলে গেলেন সাহিত্যিক প্রফুল্ল রায়— যাঁর কলমে ফুটে উঠেছিল মাটি ও মানুষের গন্ধ। ‘ক্রান্তিকাল’, ‘নোনা জল মিঠে মাটি’, ‘কেয়াপাতার নৌকা’, ‘উত্তাল সময়ের ইতিকথা’, ‘আকাশের নেই মানুষ’, ‘শতধারায় বয়ে যায়’, ‘পাহাড়ের নাম শঙ্খচূড়’, ‘অগ্নিপথ’, ‘সাত নম্বর কোয়ার্টার’, ‘সংশয়’-এর মতো লেখায় ধরা ছিল সময়ের ধুকপুকানি। ৯০ বছরের জীবনে বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন অজস্র অমূল্য রচনা। সাহিত্য একাডেমি ও বঙ্কিম পুরস্কারে সম্মানিত এই মানুষটির শূন্যতা অপূরণীয়। তিনি নেই, কিন্তু তাঁর সৃষ্টি অমর।

প্রণাম জানায় বার্তা প্রকাশন।

সংবাদ প্রতিদিনে আমাদের উদ্যোগের খবর!পিতৃদিবসে বার্তা ও মননের আয়োজনে "যখন হব বাবার মতো বড়ো" শীর্ষক বিশেষ অনুষ্ঠান সফলভাবে...
16/06/2025

সংবাদ প্রতিদিনে আমাদের উদ্যোগের খবর!

পিতৃদিবসে বার্তা ও মননের আয়োজনে "যখন হব বাবার মতো বড়ো" শীর্ষক বিশেষ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হল কলকাতার ক্যাফে মি ইয়ামিতে। প্রকাশিত হল বিশেষ সংকলন “বাবা তোমায়”।

এই আনন্দের মুহূর্ত সংবাদ প্রতিদিনেও স্থান পেয়েছে — লেখক, পাঠক, শুভানুধ্যায়ী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

#বাবা_তোমায় #সংবাদপ্রতিদিন

---

আপনি চাইলে এর সঙ্গে আরও ব্যক্তিগত কিছু অনুভব বা লেখকদের ট্যাগও যোগ করতে পারেন।

This Father's Day, join us for a heartfelt tribute to the silent strength in our lives — our fathers."যখন হব বাবার মতো ব...
14/06/2025

This Father's Day, join us for a heartfelt tribute to the silent strength in our lives — our fathers.

"যখন হব বাবার মতো বড়ো"

An Open Mic celebration of poems, stories, songs, and reflections on fatherhood — and the official book launch of “Baba Tomay”.

🗓 15 June 2025, Sunday
🕒 3 PM – 6 PM
📍 Cafe me Yummy, 77/1 MG Road, Kolkata-07
(Near Adi Mohini Mohan Kanjilal, College Street Crossing)

An initiative by MANAN and BARTA,
Radio Partner: 91.9 Friends FM
Venue Partner: Cafe me Yummy

Come, share your voice. Celebrate the soul of fatherhood.

বড়ো হয়ে বাবার মতো হলে,
তখন হব বাবার মতো বড়ো।

#যখনহববাবারমতোবড়ো

🌙✨ ইদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা!এই উৎসব হোক আত্মার পবিত্রতা, ত্যাগ হোক অহংকার ও বিভেদের —বন্ধন হোক আরও মজবুত, সম্পর্ক হো...
07/06/2025

🌙✨ ইদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা!

এই উৎসব হোক আত্মার পবিত্রতা, ত্যাগ হোক অহংকার ও বিভেদের —
বন্ধন হোক আরও মজবুত, সম্পর্ক হোক আরও উদার।

🙏 শুভ কামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।

ইদ মোবারক!

#ইদউলআযহা োবারক

📜 ১২৬তম নজরুল জন্ম জয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা 🙏"যদি আর বাঁশি না বাজে, আমি যাব চুপে চুপে..."আজ  কবি কাজী নজরুল ইসলামের জন্মদ...
26/05/2025

📜 ১২৬তম নজরুল জন্ম জয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা 🙏
"যদি আর বাঁশি না বাজে, আমি যাব চুপে চুপে..."
আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন।
তাঁর বিদ্রোহী চেতনা, প্রেম, সাম্য এবং মানবতার বার্তা আমাদের পথ দেখাক চিরকাল।

💬 তাঁর রচনায় আমরা পাই অদম্য আত্মবিশ্বাস, বাঙালির অন্তর্নিহিত শক্তির স্বরূপ।

🕊️ আজকের দিনে তাঁকে মনে রাখি, শ্রদ্ধাভরে তাঁর প্রতি প্রণাম জানাই।

#নজরুল #নজরুল_জন্মজয়ন্ত #বিদ্রোহী #জয়বাংলা

🌸 শুভ মাতৃ দিবস 🌸মা — একটি শব্দ, যার মাঝে লুকিয়ে আছে পৃথিবীর সব ভালোবাসা, সব ত্যাগ, আর সব আশীর্বাদ।তিনি আমাদের জীবনের প...
11/05/2025

🌸 শুভ মাতৃ দিবস 🌸

মা — একটি শব্দ, যার মাঝে লুকিয়ে আছে পৃথিবীর সব ভালোবাসা, সব ত্যাগ, আর সব আশীর্বাদ।
তিনি আমাদের জীবনের প্রথম বন্ধু, প্রথম শিক্ষক এবং প্রথম ভালোবাসা।

আজ মাতৃ দিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁর কষ্টের মূল্য কখনো শোধ করা যায় না, কিন্তু ভালোবাসা আর যত্ন দিয়ে তাকে একটু শান্তি দেওয়া যায়।

মা, তুমি আমার জীবনের আশীর্বাদ।
তোমার মুখের হাসিই হোক আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️

#মাতৃ_দিবস #শুভ_মাতৃ_দিবস #মায়ের_ভালোবাসা ’sDay

আজ আমাদের ঠাকুরের জন্মদিন।এই দিনটি শুধুই একটি তারিখ নয়, বাংলা ভাষা ও সাহিত্যের এক গৌরবময় অধ্যায়।রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের...
09/05/2025

আজ আমাদের ঠাকুরের জন্মদিন।
এই দিনটি শুধুই একটি তারিখ নয়, বাংলা ভাষা ও সাহিত্যের এক গৌরবময় অধ্যায়।
রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভাবনা, কল্পনা ও সৃষ্টিশীলতার অনন্ত উৎস।

এই বিশেষ দিনে, আমরা তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাঁর সাহিত্য, গান, ও দর্শন আমাদের পথ দেখাক, শক্তি দিক, সাহস দিক।

২৫শে বৈশাখ
শ্রদ্ধাঞ্জলি প্রিয় রবিঠাকুর।

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
২৫ বৈশাখ ১৪৩২

যেখানে শ্রম, সেখানেই গৌরব।কলম হাতে নেওয়া সাহিত্যিকের প্রতি প্রণাম।শ্রদ্ধা ও ভালোবাসা জানায় বার্তা প্রকাশন।
01/05/2025

যেখানে শ্রম, সেখানেই গৌরব।

কলম হাতে নেওয়া সাহিত্যিকের প্রতি প্রণাম।
শ্রদ্ধা ও ভালোবাসা জানায় বার্তা প্রকাশন।

🌸 অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা! 🌸আজকের এই শুভ দিনে আপনার জীবনে আসুক অফুরন্ত সুখ, সমৃদ্ধি ও সফলতা।অক্ষয় হোক আপনার স্বপ্ন, শান্ত...
30/04/2025

🌸 অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা! 🌸

আজকের এই শুভ দিনে আপনার জীবনে আসুক অফুরন্ত সুখ, সমৃদ্ধি ও সফলতা।
অক্ষয় হোক আপনার স্বপ্ন, শান্তি ও সম্পদ! ✨🙏

বার্তা প্রকাশনের পক্ষ থেকে বাংলা ১৪৩২ সালের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।নতুন বছরে আপনার জীবনে আসুক অফুরান আনন্দ...
15/04/2025

বার্তা প্রকাশনের পক্ষ থেকে বাংলা ১৪৩২ সালের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

নতুন বছরে আপনার জীবনে আসুক অফুরান আনন্দ, সাফল্য ও সমৃদ্ধি।

চলুন আমরা একসাথে গড়ে তুলি নতুন শব্দের জগৎ, কল্পনার প্রকাশ ও ভাবনার বিস্তার।

শুভ নববর্ষ! 🌼📚✨

– বার্তা প্রকাশন

Address

Kolkata

Opening Hours

Monday 11am - 8pm
Tuesday 11am - 8pm
Wednesday 11am - 8pm
Thursday 11am - 8pm
Friday 11am - 8pm
Saturday 11am - 6pm
Sunday 12:15am - 1am

Telephone

+918777719380

Alerts

Be the first to know and let us send you an email when Barta Prakashan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barta Prakashan:

Share

Category