Barta Prakashan

Barta Prakashan বই হোক প্রিয়তম বন্ধু

শব্দসাঁকো শারদ ১৪৩২শব্দসাঁকো সপ্তদশ বর্ষসম্পাদক : সৌরভ বিশাইসম্পূর্ণ সূচিপত্র ডাউনলোড করুনhttps://shorturl.at/2A0SY"বিভে...
06/09/2025

শব্দসাঁকো শারদ ১৪৩২
শব্দসাঁকো সপ্তদশ বর্ষ
সম্পাদক : সৌরভ বিশাই

সম্পূর্ণ সূচিপত্র ডাউনলোড করুন
https://shorturl.at/2A0SY

"বিভেদ যখন কথায়-কাজে
বিভেদ যখন হাজার-লাখো
পত্রিকানাম ছাপিয়ে তখন
আমার স্লোগান শব্দসাঁকো।"

-সাহিত্যিক ঋজুরেখ চক্রবর্তী

সময় কত কথা বলে যায়। ষোলটা বছর কিভাবে কেটে গেল ভাবতেই অবাক লাগে। ক্লাস সেভেনের সেই দেওয়াল পত্রিকার অদম্য দৌড় দেখছে বাংলা। শব্দসাঁকো গর্ববোধ করে তার লেখকদের তার পাঠকদের জন্য। বাংলার প্রতিটা প্রান্তে শব্দসাঁকো পৌঁছে গেছে পনেরো বছর ধরে। লিটল ম্যাগাজিনের কলেবর বৃদ্ধি পেয়ে ক্রমে আপনাদের ভালোবাসায় আশীর্বাদে একটা স্থান পেয়েছে শব্দসাঁকো। তাই যে কোনও উদ্যোগে আপনারা সঙ্গে থাকেন। এবছর শারদে এত লেখা এসেছে যা এক প্রকার নজির; যে কারণে পত্রিকার সূচিপত্র প্রকাশ ও পত্রিকা প্রকাশের তারিখ পরিবর্তন করতে হয়েছে। মনোনয়ন প্রক্রিয়ায় কালঘাম ছুটেছে। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে সেরা ২৭২ লেখা নির্বাচনের। আমার বিশ্বাস যাদের লেখা নির্বাচন করতে পারলাম না সেটা আমারই ব্যর্থতা, প্রতিটা লেখাই একে অপরের সেরা। আসলে আমার তো ইচ্ছে করে অনেক লেখা রাখি কিন্তু ওই যে সাধ ও সাধ্যের ফারাকটা। শব্দসাঁকোর শারদ বরাবরই প্রাসঙ্গিক তরুণ লেখকদের কাছে। এবছরও বিশিষ্টদের সঙ্গে তরুণদের সমান গুরুত্ব। প্রচ্ছদ প্রস্তুতি চলছে এই প্রথম অনুষ্ঠানের দিনই প্রচ্ছদ দেখতে পাবেন; প্রচ্ছদ ভাবনায় কন্যাভ্রূণ হত্যার মতো সমাজের ভয়ানক অসুখ।

শব্দসাঁকোর সপ্তদশ বর্ষের শারদ সংখ্যা প্রকাশ হতে চলেছে ২০ সেপ্টেম্বর বিকেল চারটায় আই সি সি আর কলকাতার অবনীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারিতে। আপনাদের ভালোবাসায় আজ একদশক পেরিয়েও শব্দসাঁকো অন্যতম শারদ উপাচার। আর বাঙালির প্রাণের উৎসব শারদ উৎসবে শব্দসাঁকো পত্রিকা হাজির। প্রতি বছরের মতো এবছরও প্রিন্টেড আকারে প্রকাশ করছি। ২৭২ জন লেখক সবাইকে সৌজন্য সংখ্যা প্রদান করা হবে। যারা অনুষ্ঠানে আসবেন সংগ্রহ করবেন, যারা আসতে পারবেন না তারা ডাক খরচ বহন করলে ঘরে বসেই পাবেন অথবা কলকাতায় কলেজস্ট্রিটে আমার বার্তা প্রকাশনের দপ্তর থেকে সংগ্রহ করতে পারবেন ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর গ্রহণ করতে পারবেন। কৃতজ্ঞতা জানাই যারা লেখা পাঠিয়েছিলেন, পাঠক শুভানুধ্যায়ী সবাইকে। শব্দসাঁকোর লেখক বন্ধুদের জানাই আমরা অ্যাপ লঞ্চ করছি যেখানে প্রতিদিন লিখবেন ও সেই লেখা যত পাঠক পড়বে তেমন সাম্মানিক পাবেন তাই আমাদের গ্রুপে যুক্ত থাকুন; দিপাবলীতে সুখবর পাবেন। আপনারাই শব্দসাঁকোর প্রাণ, বোধনে রাখো শব্দসাঁকো।

সম্পূর্ণ সূচিপত্র ডাউনলোড করুন
https://shorturl.at/huM8F

"শিবির যতই ভাগ হয়ে যাক
আমরা-ওরায় ডাইনে-বামে
শব্দসাঁকোয় লেখাই মুখ্য
কিছুই আসে যায় না নামে।"
----------------------------------------
শব্দসাঁকো বইমেলা সংখ্যা ২০২৬ কাজ দ্রুত শুরু হবে। পয়লা অক্টোবর বিজ্ঞাপন পাবেন।

গ্রুপ লিংক - https://chat.whatsapp.com/FVhx1ik1q4P9g4ABMSPjpD?mode=ems_copy_t
শব্দসাঁকো : ৮৭৭৭৭১৯৩৮০

শিক্ষক প্রণাম 🙏আজকের দিনে শ্রদ্ধা জানাই সকল শিক্ষকদের, যাঁরা জীবনের পাঠ আমাদের শিখিয়েছেন। 🌸   #শিক্ষকপ্রণাম      #শব্দসা...
05/09/2025

শিক্ষক প্রণাম 🙏

আজকের দিনে শ্রদ্ধা জানাই সকল শিক্ষকদের, যাঁরা জীবনের পাঠ আমাদের শিখিয়েছেন। 🌸

#শিক্ষকপ্রণাম #শব্দসাঁকো

📖✨“জ্ঞানই পরম শক্তি, আর প্রেমই তার শাশ্বত পথ।” – শ্রীকৃষ্ণবইয়ের আলো আর বাঁশির সুরে ভরে উঠুক আমাদের জীবন।জন্মাষ্টমীর এই প...
16/08/2025

📖✨
“জ্ঞানই পরম শক্তি, আর প্রেমই তার শাশ্বত পথ।” – শ্রীকৃষ্ণ

বইয়ের আলো আর বাঁশির সুরে ভরে উঠুক আমাদের জীবন।

জন্মাষ্টমীর এই পবিত্র দিনে হৃদয়ে জাগুক সত্য, প্রেম ও ভক্তির দীপশিখা।

🌼🙏 শুভ জন্মাষ্টমী 🙏🌼

🇮🇳 স্বাধীনতার ৭৯ বছর – গর্ব, ঐক্য ও অদম্য স্বপ্নের পথচলা।ভারতের সকল নাগরিককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভালো থাক আমাদের ...
15/08/2025

🇮🇳 স্বাধীনতার ৭৯ বছর – গর্ব, ঐক্য ও অদম্য স্বপ্নের পথচলা।

ভারতের সকল নাগরিককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভালো থাক আমাদের জন্মভূমি ভারত।

#স্বাধীনতা_দিবস #স্বপ্নেরভারত

ভারতের স্বাধীনতার ৭৯তম বর্ষ উদযাপন উপলক্ষে বার্তা ও মনন আয়োজন করছে এক বিশেষ দেশাত্মবোধক অনুষ্ঠান— “স্বর্গের চেয়ে প্রিয় জ...
14/08/2025

ভারতের স্বাধীনতার ৭৯তম বর্ষ উদযাপন উপলক্ষে বার্তা ও মনন আয়োজন করছে এক বিশেষ দেশাত্মবোধক অনুষ্ঠান— “স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি”। আগামী ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, বিকেল ৪টায়, কলেজ স্ট্রিট কফি হাউসের তৃতীয় তলার বইচিত্র সভাঘরে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানে দেশপ্রেমে ভরা কথা, কবিতা, গান ও আবৃত্তির পাশাপাশি মুক্তি পাবে স্বাধীনতা ও দেশপ্রেমকে কেন্দ্র করে পাঁচটি অনন্য গ্রন্থ— “স্বাধীন স্বর”, “দেশপ্রেমের কবিতা”, “বিপ্লবের কবিতা”, “জয়তু ভারত” এবং “তেরঙার শপথ”।

আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

পাতা বদলায়, গল্প বদলায়, কিন্তু ভালোবাসা থাকে একই ❤️📖রাখীবন্ধনের এই দিনে গড়ে উঠুক এমন সম্পর্ক যা চির অক্ষয়।সুন্দর হোক সম্...
09/08/2025

পাতা বদলায়, গল্প বদলায়,
কিন্তু ভালোবাসা থাকে একই ❤️📖

রাখীবন্ধনের এই দিনে গড়ে উঠুক এমন সম্পর্ক যা চির অক্ষয়।

সুন্দর হোক সম্পর্ক।
রাখীবন্ধনের শুভেচ্ছা।

#রাখীবন্ধন #ভালবাসারবন্ধন

স্মরণে বাইশে শ্রাবণ, হৃদয়ে রবীন্দ্রনাথরবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাঙালির রুচি নির্মাতা ও বাংলা সাহিত্যের বিশ্বমঞ্চে প্রতিষ...
08/08/2025

স্মরণে বাইশে শ্রাবণ, হৃদয়ে রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাঙালির রুচি নির্মাতা ও বাংলা সাহিত্যের বিশ্বমঞ্চে প্রতিষ্ঠাতা। কবিতা, গান, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনি ও চিত্রকলায় তিনি অতুলনীয় প্রতিভার সাক্ষর রেখেছেন। বর্ষা ছিল তাঁর প্রিয় ঋতু, যা অনন্যভাবে ফুটে উঠেছে বহু রচনায়। আজ ২২ শ্রাবণ, তাঁর ৮৪তম প্রয়াণ দিবস। ৮০ বছর বয়সে দেহান্ত হলেও রবীন্দ্রনাথ চিরজীবিত তাঁর সৃষ্টিতে। তিনি বাংলা গদ্যের আধুনিক রূপকার ও ছোটগল্পের জনক। তাঁর সাহিত্য ও সংগীত আজও বাঙালির হৃদয় ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রবীন্দ্রনাথ চির নবীন, চির অমর।

কবি রাহুল পুরকায়স্থকে শ্রদ্ধাঞ্জলি 🙏প্রয়াত কবি রাহুল পুরকায়স্থ। বয়স হয়েছিল ৬০। শুক্রবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে...
25/07/2025

কবি রাহুল পুরকায়স্থকে শ্রদ্ধাঞ্জলি 🙏

প্রয়াত কবি রাহুল পুরকায়স্থ। বয়স হয়েছিল ৬০। শুক্রবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যুবরণ করেন এই গুণী সাহিত্যিক।

তাঁর স্মরণীয় কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘নেশা এক প্রিয় ফল’, ‘ও তরঙ্গ লাফাও’, ‘আমার সামাজিক ভূমিকা’, ‘সামান্য এলিজি’ প্রভৃতি। কবির কবিতা বাংলা সাহিত্যে নতুন ভাষা, দৃষ্টিভঙ্গি এবং বোধের সম্ভার এনে দিয়েছে।

বার্তা প্রকাশনের পক্ষ থেকে আমরা গভীর শোকজ্ঞাপন করছি এবং তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর সৃষ্টি চিরস্মরণীয় হয়ে থাকবে।

শব্দসাঁকো শারদ সংখ্যা ১৪৩২সপ্তদশতম বর্ষ ।। সপ্তদশ শারদ সংখ্যাপ্রিয় লেখক ও পাঠক আপনাদের প্রথমেই নমস্কার জানাই। দেখতে দেখত...
23/07/2025

শব্দসাঁকো
শারদ সংখ্যা ১৪৩২
সপ্তদশতম বর্ষ ।। সপ্তদশ শারদ সংখ্যা

প্রিয় লেখক ও পাঠক আপনাদের প্রথমেই নমস্কার জানাই। দেখতে দেখতে বাঙালির শারদ উৎসব চলে এলো। আর সঙ্গে শারদীয় পত্রিকা। শব্দসাঁকোও হাজির প্রতিবছরের মতো শারদ সংখ্যা নিয়ে। সপ্তদশ বর্ষেও একই ধারা বজায় রেখে সবাইকে লেখা পাঠানোর আমন্ত্রণ জানাই। এ শারদ পত্রিকা আপনাদের। চেষ্টা করব আপনাদের পাঠানো সেরা লেখাগুলো থেকে সেরার সেরা নির্বাচন করে পরিপাটি ও সাধারণ শারদ উপাচার উপহার দিতে। বিজ্ঞাপনটা পড়ে সেরা লেখাটা পাঠান। এবছর আমাদের প্রচ্ছদ ভাবনায় সমসাময়িক সামাজিক ব্যাধি- কন্যাভ্রূণ হত্যা। প্রণাম নেবেন আপনারা। ভালো থাকবেন।

◆ নিবন্ধ : বিষয় - কন্যাভ্রূণ হত্যা (অনধিক ২০০০ শব্দে)
◆গল্প (অনধিক ১৫০০ শব্দে)
◆কবিতা (অনধিক ১৬ লাইনের একটি)
◆মুক্তগদ্য (অনধিক ৫০০ শব্দে)
◆ রম্যরচনা (অনধিক ৯০০ শব্দে)

লেখা পাঠানোর নিয়ম-
১/ ইমেল ব্যতীত অন্য কোনওভাবে লেখা নেওয়া হবে না। ([email protected])
২/ লেখা মেলবডিতে টাইপ করে পাঠাতে হবে। লেখার শেষে লেখকের নাম ও ফোন নম্বর থাকা আবশ্যিক। পূর্বে প্রকাশিত লেখা দেওয়া যাবে না।
৩/ প্রত্যেক লেখক কেবল একটি মাত্র বিভাগে অংশগ্রহণ করতে পারেন।
৪/ লেখা পাঠানোর শেষ দিন ৩১ জুলাই ২০২৫।
৫/ লেখা পাঠানোর পর প্রাপ্তিস্বীকার রিপ্লাই মেল পাবেন।
৬/ পাঠানোর পর পত্রিকার যাবতীয় আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন।
৭/ লেখা পাঠানোর পর অপেক্ষা করুন, ১০ আগস্ট ২০২৫ পরে মনোনয়ন পত্র পাঠানো হবে।
৮/ ৫ সেপ্টেম্বর ২০২৫ পত্রিকা প্রকাশ ও সৌজন্য সংখ্যা প্রদান অনুষ্ঠান হবে কলকাতায়।
৯/ এবছরও পত্রিকা অনলাইন ও নানা স্টোরে কিনতে পাওয়া যাবে।
১০/ লেখকদের জন্য সৌজন্য কপি থাকছে। প্রকাশের দিন উপস্থিত থেকে সংগ্রহ করতে হবে।
অথবা ডাকযোগে গ্রহণ করতে পারেন, ডাকমাশুল লেখককে বহন করতে হবে।

Contact: 8777719380
Email: [email protected]

হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক -
https://chat.whatsapp.com/Lno2Rxz3yYgJ3apN5vWLxE

🌿✨ শুভ রথযাত্রা! যিনি সৃষ্টির পালনকর্তা,তিনিই আমাদের জীবনের রথের সারথি...আজকের এই মহান দিনে প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে...
27/06/2025

🌿✨ শুভ রথযাত্রা!

যিনি সৃষ্টির পালনকর্তা,
তিনিই আমাদের জীবনের রথের সারথি...

আজকের এই মহান দিনে প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে–
🌸 আপনার জীবনে আসুক আনন্দের নব দিগন্ত,
🌸 মুছে যাক সব কষ্ট ও বাধা,
🌸 ভরে উঠুক হৃদয় শান্তি আর ভক্তিতে।

জয় জগন্নাথ! 🙏

#রথযাত্রা২০২৫ #শুভরথযাত্রা

📚✨ স্বপ্নের প্রথম আলো ✨📚বার্তা প্রকাশনের উদ্যোগে বিগত তিনবছর নানা কলেজের নানা বিভাগের শিক্ষার্থীদের নানা বিষয়ক ইন্টার্নশ...
24/06/2025

📚✨ স্বপ্নের প্রথম আলো ✨📚
বার্তা প্রকাশনের উদ্যোগে বিগত তিনবছর নানা কলেজের নানা বিভাগের শিক্ষার্থীদের নানা বিষয়ক ইন্টার্নশিপ কোর্স আমরা নিখরচায় প্রদান করে আসছি। এবছর থেকে আরও বেশি করে কলেজগুলোর শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হতে চাইছি আমরা তাই নবকলেবরে এই ভাবনা "স্বপ্নের প্রথম আলো"।

এবার অংশগ্রহণ করছিল যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী। একমাসের কোর্স করেছে ওরা। আজ তাদের সম্মাননা জ্ঞাপন ও সম্মাননা পত্র প্রদান। ওদের নিয়ে আড্ডা আলোচনা।

📅 তারিখ: ২৪ জুন ২০২৫, মঙ্গলবার
🕓 সময়: বিকেল ৪টা
📍স্থান: ক্যাফে মি ইয়াম্মি, কলেজ স্ট্রিট

যারা সত্যিকারের লেখার স্বপ্ন দেখেন, এই আয়োজন তাঁদের জন্যই। কিভাবে কনটেন্ট লেখা হয়, লেআউট কিভাবে তৈরি হয়। পত্রিকা প্রকাশ মার্কেটিং সেলস সবটাই সেখানো হয়।

আমাদের সঙ্গে থাকুন, নবপ্রজন্মের সৃজনশীল স্বপ্নকে এগিয়ে নিয়ে যাই একসঙ্গে।

#স্বপ্নেরপ্রথমআলো

মনখারাপ করা বিদায়। চলে গেলেন সাহিত্যিক প্রফুল্ল রায়— যাঁর কলমে ফুটে উঠেছিল মাটি ও মানুষের গন্ধ। ‘ক্রান্তিকাল’, ‘নোনা জল ...
19/06/2025

মনখারাপ করা বিদায়। চলে গেলেন সাহিত্যিক প্রফুল্ল রায়— যাঁর কলমে ফুটে উঠেছিল মাটি ও মানুষের গন্ধ। ‘ক্রান্তিকাল’, ‘নোনা জল মিঠে মাটি’, ‘কেয়াপাতার নৌকা’, ‘উত্তাল সময়ের ইতিকথা’, ‘আকাশের নেই মানুষ’, ‘শতধারায় বয়ে যায়’, ‘পাহাড়ের নাম শঙ্খচূড়’, ‘অগ্নিপথ’, ‘সাত নম্বর কোয়ার্টার’, ‘সংশয়’-এর মতো লেখায় ধরা ছিল সময়ের ধুকপুকানি। ৯০ বছরের জীবনে বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন অজস্র অমূল্য রচনা। সাহিত্য একাডেমি ও বঙ্কিম পুরস্কারে সম্মানিত এই মানুষটির শূন্যতা অপূরণীয়। তিনি নেই, কিন্তু তাঁর সৃষ্টি অমর।

প্রণাম জানায় বার্তা প্রকাশন।

Address

Kolkata

Opening Hours

Monday 11am - 8pm
Tuesday 11am - 8pm
Wednesday 11am - 8pm
Thursday 11am - 8pm
Friday 11am - 8pm
Saturday 11am - 6pm
Sunday 12:15am - 1am

Telephone

+918777719380

Alerts

Be the first to know and let us send you an email when Barta Prakashan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barta Prakashan:

Share

Category