
14/09/2025
গতকাল কলকাতা জাদুঘরে অনুষ্ঠিত ICOMOS আয়োজিত এক আলোচনা সভায় বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন স্থাপত্যের সহ-সম্পাদক অরুণাভ সান্যাল। কলকাতার বাইরেও গঙ্গাতীরের ছোট ছোট শহরতলির বুকে যে বহু অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে তা নিয়েই বক্তব্য রাখেন তিনি। দেশের প্রথম বাটা কারখানা থেকে শুরু করে বাংলা থেকে Haywards ব্র্যান্ডের পথচলার ইতিহাস; কোন্নগরের লালকুঠি থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হেস্টিংস মিলের মধ্যে স্থিত আমেরিকান এয়ার কম্যান্ড সহ বহু অজানা ইতিহাস নিয়ে চর্চা একরকম হয়নি বললেই চলে। শহরতলির এই সব আঞ্চলিক ইতিহাসের মধ্যে শুধু আমাদের ঐতিহ্য আর ফেলে আসা ইতিহাসই লুকিয়ে নেই, বরং রয়েছে আমাদের আত্মপরিচয়। ICOMOS টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম এক মনোজ্ঞ আলোচনা সভা আয়োজনের জন্য এবং স্থাপত্যকে এই বিষয়ে বক্তব্য রাখার জন্য সুযোগ দেওয়ার জন্য।
বাংলা ভাষায় বাংলার স্থাপত্যকে নিয়ে আলোচনা করব বলে আজ থেকে দশ বছর আগে শুরু হয়েছিল স্থাপত্যের পথচলা। বিগত কয়েক বছরে আপনাদের কাছ থেকে পেয়েছি অকুণ্ঠ ভালোবাসা। সেই ভালোবাসাকে পাথেয় করেই ঠিক করেছি যে এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিছু ভিডিও এবং তথ্যচিত্র প্রকাশ করব।
খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে কোন্নগরের লালকুঠি, আর বাংলার বুকে Haywards ব্র্যান্ডের পথচলা নিয়ে আমাদের ভিডিও। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট পেলে আমরা আগ্রহ পাবো তথ্যচিত্রের মাধ্যমে বাংলার আরো অনেক আনালোচিত ইতিহাস তুলে ধরার জন্য।
আমাদের ইউটিউব চ্যানেলের লিংক- https://www.youtube.com/
স্থাপত্যের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই - Kamal Banerjee এবং Sandipan Chatterjee'কে।
, , , , , , , International Council on Monuments and Sites (ICOMOS), ICOMOS Internat. Committee on Historic Cities, Towns and Villages (CIVVIH)