Sthapatya

Sthapatya The only architecture portal in Bengali & English that aims to raise design awareness amongst the common populace.

বাংলা ভাষায় ,বাঙালিদের জন্য প্রথম স্থাপত্য বিষয়ক ওয়েব পেজ । প্রিন্সেপ ঘাট থেকে পাণ্ডু রাজার ঢিপি...মন্দির থেকে মিহরাব ... টেরাকোটা থেকে পেন্ডেনটিভ... দুলাল মুখার্জি থেকে রফিক আজম ... কাটোয়া থেকে রাজশাহী হয়ে বিক্রমপুর ঘুরে মোগলমারি ... মিলে মিশে যাক দুই বাংলা । উদ্দেশ্য একটাই - বাঙালিদের মধ্যে ''স্থাপত্য বা Architecture'' বিষয়টা নিয়ে ভালোবাসা , আগ্রহ আর সচেতনতা গড়ে তোলা ।

গতকাল কলকাতা জাদুঘরে অনুষ্ঠিত ICOMOS আয়োজিত এক আলোচনা সভায় বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন স্থাপত্যের সহ-সম্পাদক অরুণাভ সান...
14/09/2025

গতকাল কলকাতা জাদুঘরে অনুষ্ঠিত ICOMOS আয়োজিত এক আলোচনা সভায় বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন স্থাপত্যের সহ-সম্পাদক অরুণাভ সান্যাল। কলকাতার বাইরেও গঙ্গাতীরের ছোট ছোট শহরতলির বুকে যে বহু অজানা ইতিহাস লুকিয়ে রয়েছে তা নিয়েই বক্তব্য রাখেন তিনি। দেশের প্রথম বাটা কারখানা থেকে শুরু করে বাংলা থেকে Haywards ব্র্যান্ডের পথচলার ইতিহাস; কোন্নগরের লালকুঠি থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হেস্টিংস মিলের মধ্যে স্থিত আমেরিকান এয়ার কম্যান্ড সহ বহু অজানা ইতিহাস নিয়ে চর্চা একরকম হয়নি বললেই চলে। শহরতলির এই সব আঞ্চলিক ইতিহাসের মধ্যে শুধু আমাদের ঐতিহ্য আর ফেলে আসা ইতিহাসই লুকিয়ে নেই, বরং রয়েছে আমাদের আত্মপরিচয়। ICOMOS টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম এক মনোজ্ঞ আলোচনা সভা আয়োজনের জন্য এবং স্থাপত্যকে এই বিষয়ে বক্তব্য রাখার জন্য সুযোগ দেওয়ার জন্য।

বাংলা ভাষায় বাংলার স্থাপত্যকে নিয়ে আলোচনা করব বলে আজ থেকে দশ বছর আগে শুরু হয়েছিল স্থাপত্যের পথচলা। বিগত কয়েক বছরে আপনাদের কাছ থেকে পেয়েছি অকুণ্ঠ ভালোবাসা। সেই ভালোবাসাকে পাথেয় করেই ঠিক করেছি যে এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিছু ভিডিও এবং তথ্যচিত্র প্রকাশ করব।

খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে কোন্নগরের লালকুঠি, আর বাংলার বুকে Haywards ব্র্যান্ডের পথচলা নিয়ে আমাদের ভিডিও। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট পেলে আমরা আগ্রহ পাবো তথ্যচিত্রের মাধ্যমে বাংলার আরো অনেক আনালোচিত ইতিহাস তুলে ধরার জন্য।

আমাদের ইউটিউব চ্যানেলের লিংক- https://www.youtube.com/

স্থাপত্যের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই - Kamal Banerjee এবং Sandipan Chatterjee'কে।

, , , , , , , International Council on Monuments and Sites (ICOMOS), ICOMOS Internat. Committee on Historic Cities, Towns and Villages (CIVVIH)

আপনাদের সমর্থনকে পাথেয় করে আমাদের ইউটিউব চ্যানেলের শেষ ভিডিওটা এক লক্ষের অধিক ভিউ অতিক্রম করেছে। দর্শকদের থেকে আকুন্ঠ ভা...
31/08/2025

আপনাদের সমর্থনকে পাথেয় করে আমাদের ইউটিউব চ্যানেলের শেষ ভিডিওটা এক লক্ষের অধিক ভিউ অতিক্রম করেছে। দর্শকদের থেকে আকুন্ঠ ভালোবাসা পেয়েছি তা ভোলার নয়। বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্যই স্থাপত্যের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস করেছিলাম আমরা।

গতকাল তামালবাবুর ফোন করেছিলেন বীরভূম থেকে। উনি বিগত দু-সপ্তাহে বহু ফোনকল পেয়েছেন আপনাদের থেকে। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এমনকি সুদূর মহারাষ্ট্র থেকেও দর্শকরা তার সাথে যোগাযোগ করেছেন। আশা রাখি তার হাত দিয়েই এই শিল্পের পুনরুত্থান ঘটবে। সমস্যা হল, এই মুহূর্তে তামালবাবুর কাছে এই খড়গ আপনাদের বাড়ি অব্দি পৌঁছে দেবার কোনো উপায় জানা নেই। ফলে আপনাদের এই খড়গ সংগ্রহ করতে হলে খরুন গ্রামেই আসতে হবে। সকলের সুবিধার জন্য তামালবাবুর ফোন নাম্বার এবং ঠিকানাটা আরেকবার শেয়ার করলাম এখানে।

তামাল কর্মকার- +৯১- ৮১৪৫১০৪৭১১, ঠিকানাঃ খরুন গ্রাম, রামপুরহাট ১ নাম্বার ব্লক, বীরভূম। তারাপীঠ মন্দির থেকে ৩ কিলোমিটার এবং রামপুরহাট স্টেশন থেকে ৬ কিলোমিটার। আপনারা তারাপীঠে পৌঁছে কিম্বা রামপুরহাট স্টেশনে পৌঁছে যে কোনো টোটোচালককে অনুরোধ করলেই তারা তামালবাবুর বাড়ি অব্দি পৌঁছে দেবে আপনাকে।

Weapons of Bengal : Sacrificial Sword of Kali I Khanra I বাংলার অস্ত্রঃ বলির খাঁড়া বা খড়গ - https://www.youtube.com/watch?v=wTwoUhLxv_c

_______________

কাজের চাপে স্থাপত্যের ইউটিউব চ্যানেলটা বহুকাল একরকম বন্ধ হয়েই পড়েছিল। অথচ বাংলার ফেলে আসা ইতিহাস নিয়ে, বাংলার ঐতিহ্য নিয়ে আমাদের আগ্রহ অসীম। গত এক মাসে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তাকে পাথেয় করেই আমরা বাংলার ইতিহাস, স্থাপত্য এবং ঐতিহ্যকে নিয়ে বেশ কিছু ভিডিও বানাবো বলে ঠিক করেছি। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমরা উৎসাহ পাবো বাংলার বিভিন্ন অনালোচিত ইতিহাসকে তুলে ধরতে।

ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল - https://www.youtube.com/ এবং ওয়েবসাইট - https://sthapatya.co/

- অরুণাভ সান্যাল,
সম্পাদক এবং সহ-প্রতিষ্ঠাতা,
স্থাপত্য।

বাংলার কর্মকারদের তৈরি অস্ত্রের খ্যাতি একসময় গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। বীরভূম, বর্ধমানের প্রত্যন্ত গ্রামের কামারশালগু...
11/08/2025

বাংলার কর্মকারদের তৈরি অস্ত্রের খ্যাতি একসময় গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। বীরভূম, বর্ধমানের প্রত্যন্ত গ্রামের কামারশালগুলো ছুঁয়েছিল ধাতুবিদ্যার সর্বোচ্চ শিখর। সেই সোনালী অতীত আজ বহুদূর। তবু আজও এই অস্ত্রনির্মাণের চর্চা ধরে রেখেছেন বীরভূমের খরুন গ্রামের তামাল কর্মকারের মত গুটিকয় মানুষ।

এদের হাতের জাদুতে, কামারশালে উত্তপ্ত চিমনির মধ্যে আজও জন্ম নেয় শাণিত খাঁড়া বা খড়গ। এই সব খড়গ হাতে নিলে আজও গায়ে কাঁটা দেয়। তমালবাবুর নির্মিত খাঁড়া ব্যবহার করেই আজও পূর্ব ভারতের বিভিন্ন মন্দির ও শক্তিপীঠে বলিদানের প্রথা চালু রয়েছে।

আজকে এই ছোট্ট ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে প্রত্যন্ত গ্রাম বাংলার এমনই এক কর্মকার ও তার কামারশালের গল্প তুলে ধরলাম।

https://youtu.be/wTwoUhLxv_c?si=9UkQW7XnPSCvItef

"ধুঁকছে খরুণের খাঁড়া শিল্প, চিন্তিত তামালরা" - আনন্দবাজারের প্রতিবদনের লিংকঃ https://shorturl.at/RXsVx

____________________________________________

Video, Editing, Interview & Concept: Arunava Sanyal

Contact Details of Tamal Karmakar: +91 - 8145104711

Address: c/o: Tamal Karmakar, Kharun Village, Rampurhat 1 Block, Birbhum, West Bengal. Landmark: 3 km from Tarapith Temple & 6 km from Rampurhat Station.

Google Location of Kharun Village: https://maps.app.goo.gl/dexn36VjJJRpSqPq7

Special Thanks to Avijit Sanyal, Poushali Khan, Sharmistha Sanyal & Probal Roy Chowdhury

বাংলার কর্মকারদের তৈরি অস্ত্রের খ্যাতি একসসময় গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। বীরভূম, বর্ধমানের প্রত্যন্ত গ্রামে....

Address

Konnagar

Alerts

Be the first to know and let us send you an email when Sthapatya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sthapatya:

Share

Category

Our Story

বাংলা ভাষায় ,বাঙালিদের জন্য প্রথম স্থাপত্য বিষয়ক ওয়েব পেজ । প্রিন্সেপ ঘাট থেকে পাণ্ডু রাজার ঢিপি...মন্দির থেকে মিহরাব ... টেরাকোটা থেকে পেন্ডেনটিভ... দুলাল মুখার্জি থেকে রফিক আজম ... কাটোয়া থেকে রাজশাহী হয়ে বিক্রমপুর ঘুরে মোগলমারি ... মিলে মিশে যাক দুই বাংলা । উদ্দেশ্য একটাই - বাঙালিদের মধ্যে ''স্থাপত্য বা Architecture'' বিষয়টা নিয়ে ভালোবাসা , আগ্রহ আর সচেতনতা গড়ে তোলা ।