
20/08/2025
অনেক গল্প লেখা দরকার জীবনের জন্য..
"শুধুমাত্র টাকার জন্য ছুটতে ছুটতে বয়স পার করে শেষ বয়সে এসে কপাল থাপরিয়ে আফসোস করতে চাই না ভাই। জীবনের জন্য কিছু গল্প খুঁজতে চাই ভাই না হোক সে গল্পটা সাদামাটা নাইবা থাকলাম কোন দামি সৌখিন হোটেলে,,, করলাম না হয় কম টাকার অধিকার খুশি হবো আমি ডাল ভাতে কিন্তু তাও জীবনের জন্য এমন কিছু কিছু গল্প দরকার জীবনের শেষ সময় আফসোসি নয় জীবনকে স্মৃতিময় করে এক অন্যরকমের অনুভূতি দেয়"
খুব তারাতাড়ি আবার আসছি......