
12/07/2025
গোল্ডেন ফ্রেমে বন্দি কিংবদন্তিরা – লর্ডস টেস্টে ঐতিহাসিক মুহূর্ত
ক্রিকেটের মক্কা লর্ডসে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই তৈরি হলো এক অবিস্মরণীয় মুহূর্ত—একটি 'গোল্ডেন ফ্রেম'।
ক্রিকেটের আধুনিক যুগের দুই কিংবদন্তি, যাঁদের ব্যাটের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা দুনিয়া—একদিকে ভারতীয় ক্রিকেটের 'লিটল মাস্টার' শচীন তেন্ডুলকর, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের 'প্রিন্স অব পোর্ট অফ স্পেন' ব্রায়ান লারা। মাঠে না নামলেও, তাঁদের উপস্থিতিতেই যেন গ্যালারির উল্লাসে ফিরে এলো ক্রিকেটের সেই সোনালি দিনগুলোর ঝলক।
তাঁদের বন্ধুত্ব, সম্মান আর ক্রিকেটের প্রতি ভালোবাসার এই ছবি যেন বলে—সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু কিংবদন্তিদের ছায়া থাকে চিরকাল।
লর্ডসের ঐতিহাসিক গ্যালারিতে দাঁড়িয়ে এই ছবি শুধু এক ক্লিক নয়, এটি ক্রিকেট ইতিহাসের এক জীবন্ত মুহূর্ত।
এটাই তো ক্রিকেটের আসল সৌন্দর্য!