HK helpline

HK helpline This page will always post Bhagavat Katha, Bhajan Kirtan, Hare Krishna Mahamantra Kirtan, Gaur Katha
(2)

এই কলিযুগে ভগবানের পবিত্র নামই হলো জীবোদ্ধারের একমাত্র উপায়, যা সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত।​শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে:​...
26/09/2025

এই কলিযুগে ভগবানের পবিত্র নামই হলো জীবোদ্ধারের একমাত্র উপায়, যা সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত।
​শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে:
​"কৃতে যদ্ধ্যায়তো বিষ্ণুস্ত্রেতাযাং যজতো মখৈঃ।
দ্বাপরে পরিচর্যাযাং কলৌ তদ্ধরিকীর্তনাৎ।।"
(শ্রীমদ্ভাগবত ১২.৩.৫২)
​অর্থ: সত্যযুগে বিষ্ণুর ধ্যান করে, ত্রেতাযুগে যজ্ঞের দ্বারা এবং দ্বাপরযুগে অর্চন পদ্ধতির দ্বারা যে ফল লাভ হয়, কলিযুগে কেবল শ্রীহরির নাম-সংকীর্তন দ্বারাই সেই ফল লাভ হয়।
​শ্রীচৈতন্য মহাপ্রভু এই হরিনাম সংকীর্তনকে প্রেমভক্তি বিতরণের শ্রেষ্ঠ মাধ্যমরূপে প্রচার করেছেন, যেমন শ্রীচৈতন্যচরিতামৃতে বর্ণিত হয়েছে:
​"কলিকালে নাম যজ্ঞ সার ।
অন্য যজ্ঞ ধর্ম নাই আর ॥"
(শ্রীচৈতন্যচরিতামৃত, আদি লীলা ১৭.২১)
​অর্থ: কলিযুগে হরিনাম সংকীর্তনই সমস্ত যজ্ঞের মধ্যে সার, এই যুগে অন্য কোনো প্রকার ধর্ম বা যজ্ঞের প্রয়োজন নেই।
​শ্রীমদ্ভাগবত গীতাও আমাদের সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ-কে স্মরণ করার এবং তাঁর সেবায় যুক্ত থাকার নির্দেশ দেয়। এই হরিনাম সেই স্মরণেরই এক সহজ ও আনন্দময় পথ।
​সকলকে অনুরোধ করি, আসুন আমরা সবাই মিলে শ্রীহরি-র এই নামসুধা পান করি এবং জীবনের পরম লক্ষ্য প্রেমভক্তি লাভ করি।
​হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥

#হরিনাম_সংকীর্তন #হরে_কৃষ্ণ #শ্রীচৈতন্য_মহাপ্রভু #বৈষ্ণব_সিদ্ধান্ত #সনাতন_ধর্ম #কলিযুগে_ধর্ম

17/09/2025

একাদশীতে মৃত্যু হলে কি হয়? কতগুলো একাদশী পালন করলে গোলক বৃন্দাবন যাওয়া যাবে?

16/09/2025

ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা পৃথিবীর ১৫০ টি স্থানের সঠিক সময় ২০২৫

13/09/2025

হৃদয়ের কথাগুলো গানে গানে পরিবেশন

হরি বলে কেন মন-প্রাণ কাঁদলো না।
12/09/2025

হরি বলে কেন মন-প্রাণ কাঁদলো না।

রাধা কৃষ্ণ প্রাণ মোর।।
09/09/2025

রাধা কৃষ্ণ প্রাণ মোর।।

একাদশী সংকল্প মন্ত্র।
09/09/2025

একাদশী সংকল্প মন্ত্র।

07/09/2025

আজ ৭সেপ্টেম্বর। রাত্রেই হতে যাচ্ছে চন্দ্রগ্রহণ দেখে নিন আপনার স্থানের সময়সূচী 2025

23/08/2025

শ্রীরূপ মঞ্জুরী পদ ll Shri rupo Manjari Pada ll সংগীত পরিবেশনায়: জয় নরহরি দাস

21/08/2025

জঙ্গলে গিয়েও শান্তি নাই ।। একি অবাক করা কান্ড?

Address


Alerts

Be the first to know and let us send you an email when HK helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HK helpline:

  • Want your business to be the top-listed Media Company?

Share