Bankubihari TV

  • Home
  • Bankubihari TV

Bankubihari TV This page will always post Bhagavat Katha, Bhajan Kirtan, Hare Krishna Mahamantra Kirtan, Gaur Katha
(4)

06/08/2025

মা বোনেরা শাঁখা সিঁদুর পরে কেন?

04/08/2025

পবিত্রারোপিনী একাদশী মাহাত্ম্য এবং ১৫০টি স্থানের সঠিক সময়২০২৫ ।। Pavitra Rupini Ekadashi Vrat 2025

02/08/2025

মালা ছাড়া জপ করলে কি হবে? জপের সময় কি চিন্তা করা উচিত?

30/07/2025

ঠাকুর ঘরে একাধিক মূর্তি রাখা যায়? কার মূর্তি রাখা উচিত?

28/07/2025

চার ধরনের সুকৃতিবান ব্যক্তি ভগবানের শরণাপন্ন হয়? আপনিও কি এর মধ্যে আছেন?

মহারানী ভক্তিপ্রিয়া এবং ভাগ্যক্রমে প্রাপ্ত সেবার সুযোগএকদা শ্রীধাম বৃন্দাবনের নিকটবর্তী এক গ্রামে, যেখানে ভগবানের প্রতি...
26/07/2025

মহারানী ভক্তিপ্রিয়া এবং ভাগ্যক্রমে প্রাপ্ত সেবার সুযোগ
একদা শ্রীধাম বৃন্দাবনের নিকটবর্তী এক গ্রামে, যেখানে ভগবানের প্রতি ভক্তিই ছিল জীবনের মূল ভিত্তি, সেখানে এক বিশেষ কৃষ্ণবর্ণের কুকুর ছিল, যার নাম দেওয়া হয়েছিল ভক্তিপ্রিয়া। তার চোখ দুটি ছিল শান্ত ও গভীর, আর তার আচরণ ছিল অত্যন্ত বিনয়ী। গ্রামবাসীরা তাকে একটি সুন্দর গোলাপী রঙের পোশাক ও মুকুট পরিয়েছিল, যা তাকে এক রাজকীয় শোভা দিয়েছিল। তার গলায় ছিল একটি হৃদয়-আকৃতির লকেট এবং কপালে একটি লাল টিপ, যা তাকে আরও মায়াময়ী করে তুলেছিল।
ভক্তিপ্রিয়ার দিনের শুরু হত মন্দিরের ঘণ্টাধ্বনি শুনে। সে মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াত, ভক্তদের আগমনে লেজ নাড়ত, এবং কখনও কখনও তাদের কাছে জল বা প্রসাদের জন্য অপেক্ষা করত। তার এই আচরণ দেখে মনে হতো যেন সে পূর্বজন্মের কোনো সুকৃতির ফলস্বরূপ এক পবিত্র পরিবেশে জন্ম নিয়েছে। শ্রীমদ্ভাগবতে উল্লেখ আছে যে, জীব তার পূর্বজন্মের কর্মফল অনুসারে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে। ভক্তিপ্রিয়াও যেন তার পূর্বকৃত কোনো পুণ্যের কারণে এই পবিত্র ভূমিতে জন্ম নিয়েছিল।
একদিন মন্দিরে একটি বড় সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভক্তিপ্রিয়া সারাদিন মন্দিরের প্রাঙ্গণে ভক্তদের মাঝে বিচরণ করছিল। সে কাউকে বিরক্ত করত না, বরং বিনম্রভাবে ভক্তদের পাশে বসে থাকত। কেউ কেউ তাকে প্রসাদ দিলে সে কৃতজ্ঞচিত্তে গ্রহণ করত। একজন প্রবীণ বৈষ্ণব আচার্য তাকে দেখে মন্তব্য করলেন, "এই জীবটি ভাগ্যবান। অন্য অনেক জীব যেখানে নানা প্রকার ক্লেশে জীবন ধারণ করে, সেখানে এই কুকুরটি এমন এক পবিত্র স্থানে জন্ম নিয়েছে যেখানে হরিনাম হয়, ভক্তদের আনাগোনা থাকে। এটি তার পূর্বজন্মের কোনো সুকৃতির ফল।" আচার্য ব্যাখ্যা করলেন যে, সব কুকুর বা সব জীবই একই রকম হয় না। কিছু জীব তাদের পূর্ব কর্মফল অনুসারে বিশেষ পরিস্থিতিতে বা পরিবেশে জন্ম নেয়, যা তাদের পক্ষে ভক্তি বা আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক হতে পারে। ভক্তিপ্রিয়া সেই সৌভাগ্যবান জীবদের মধ্যে অন্যতম ছিল।
আচার্য আরও বললেন, "কেবল জীবের প্রতি সেবা করাই 'প্রকৃত ধর্ম' নয়, যদিও সেবা একটি মহৎ গুণ। প্রকৃত ধর্ম হলো ভগবানের প্রতি নিষ্কপট ভক্তি ও তাঁর নির্দেশিত পথে জীবন যাপন করা। শ্রীমদ্ভাগবতে যেমন বলা হয়েছে, 'ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম্'—ধর্মের তত্ত্ব অত্যন্ত নিগূঢ়। মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো আত্ম-উপলব্ধি এবং ভগবানের প্রেমময় সেবা লাভ করা। জীবের প্রতি দয়া, প্রেম, সেবা—এগুলি সবই ভক্তির সহায়ক অঙ্গ। কিন্তু একমাত্র এই সেবাকেই পরম ধর্ম বললে ভুল হবে, কারণ প্রতিটি জীবের মধ্যে যে ভগবান রয়েছেন, সেই উপলব্ধি না থাকলে সেবার উদ্দেশ্য পূর্ণ হয় না।"
ভক্তিপ্রিয়া যদিও একটি পশু ছিল, তবুও তার আচরণে এক প্রকার শুদ্ধতা ও শান্ত ভাব ছিল যা ভক্তদের মন জয় করেছিল। আরতির সময় সে শান্তভাবে বসে আরতি দেখত, যেন নীরব ভক্তি নিবেদন করছিল। চৈতন্যচরিতামৃতে মহাপ্রভু শ্রীচৈতন্য জীবের প্রতি যে প্রেমের কথা বলেছেন, তা সকল জীবকে ভগবানের অংশরূপে দেখারই একটি অংশ। ভক্তিপ্রিয়া ছিল সেই পরম ভাগ্যের অধিকারী, যে কিনা এমন এক পরিবেশে জন্ম নিয়েছিল যেখানে তার পক্ষে এই সেবার সুযোগ এসেছিল। তার এই নীরব ভক্তি ও বিনম্রতা, যা ভাগ্যের এক বিশেষ ফলস্বরূপ প্রাপ্ত হয়েছিল, তা গ্রামের সকলের কাছে একটি দৃষ্টান্ত হয়ে রইল যে, এমনকি পশুদের মধ্যেও ভগবানের কৃপা কীভাবে প্রকাশিত হতে পারে, এবং কীভাবে প্রতিটি জীবের মধ্যে থাকা ভগবানের অংশকে সম্মান জানানো উচিত।

25/07/2025

ইসকন ভক্ত, জপ করার সময় অন্য কারো নিন্দা করলে তার কি অপরাধ হয় নাকি হয় না?

23/07/2025

ইউটিউবে মন্ত্র শিখে কি ভোগ লাগানো যায়? ভগবানকে নিবেদন করার সহজ পদ্ধতি।

সনাতন ধর্ম ও আধ্যাত্মিক জীবন নিয়ে আপনার বিশ্বস্ত সঙ্গী!
আমাদের "ব্যাঙ্কুবিহারী টিভি" চ্যানেলে আপনাকে স্বাগতম! এখানে আপনি সনাতন ধর্ম, শ্রীকৃষ্ণ ভক্তি, হরিনাম জপ, একাদশী ব্রত এবং আধ্যাত্মিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, উপদেশ এবং তথ্যবহুল ভিডিও পাবেন। আমাদের লক্ষ্য হলো এই পবিত্র জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও মূল্যবোধের সাথে যুক্ত করা।
আমাদের ভিডিওগুলো আপনাকে জীবনের দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে, সুখী ও শান্তিপূর্ণ জীবন যাপন করতে এবং আধ্যাত্মিক উন্নতি লাভে সাহায্য করবে। আমরা বিশ্বাস করি, সঠিক জ্ঞান ও ভক্তি অনুশীলনের মাধ্যমে প্রতিটি মানুষই পরম আনন্দ লাভ করতে পারে।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় সঙ্গী হন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন ভিডিওর আপডেট পান। যদি ভিডিওগুলো আপনার ভালো লাগে, তবে সনাতনী বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওতে লাইক দিন।
আমাদের জনপ্রিয় ভিডিওগুলি দেখুন:
* তিলক করার নিয়ম। দেখে নিন আমি কিভাবে তিলক করি। আপনিও পারবেন।
https://youtu.be/bIBO-F9OYUU
* দোল পূর্ণিমা কেন হয়? গৌর পূর্ণিমা কি? হোলি উৎসব কেন হয়? https://youtu.be/75gtFye2HCg
* যে দশটি অপরাধ করলে হরিনামের সুফল কোনদিন পাওয়া যাবে না।। https://youtu.be/dN5iDtNM2lE
* কৃষ্ণ ভক্তরা কি মুরগি, হাঁস, কুকুর পালতে পারবে? সেগুলো নাকি শ্রীকৃষ্ণের অপছন্দ? https://youtu.be/yHjkRyLkRjA
* একাদশীর আগের দিন আমিষ খাওয়া যায়? একাদশীর নিয়ম এবং মাহাত্ম্য। https://youtu.be/oR1i0acQ7yc
* একাদশী ব্রত এবং হরিনাম জপ করে কোন ফল হচ্ছে না কেন? এখন কি করবেন? https://youtu.be/1K4zlD7Pq8E
* একাদশী সম্পর্কে প্রশ্ন উত্তর পর্ব-৪, https://youtu.be/oyWMNWCmN4g
* একাদশীতে কি কি খাওয়া যাবে? আমরা কেন একাদশী করি? https://youtu.be/klY_QHcOhsk
* কিভাবে মৃত্যুবরণ করলে মুক্তি লাভ করা যাবে? মৃত্যুর সময় কি চিন্তা করা উচিত? https://youtu.be/5LjYDMczfOc
* মানুষের দুঃখ-কষ্ট কখন শেষ হবে? ll কিভাবে সুখী হওয়া যায় এবং এই জগত থেকে মুক্তি লাভ করা যায়? https://youtu.be/TEF2SGYcdyA
আমাদের চ্যানেল সম্পর্কে আরও জানুন:
আমাদের এই চ্যানেল সনাতনী কীর্তন, ভজন, গান, আলোচনা, নাটক, পত্রিকা এবং কৃষ্ণ ভাবনামৃত ভিডিও পরিবেশন করে। আমাদের ধর্মকে নিজেদেরই রক্ষা করা উচিত। আমাদের পরবর্তী প্রজন্ম ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আমাদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত। তাই আমরা এই চ্যানেলটি তৈরি করেছি, যাতে পরবর্তী প্রজন্ম অপরাধমূলক কাজ, মাদকাসক্তি সহ নানা ধরনের অপরাধ থেকে মুক্ত থেকে কৃষ্ণভাবনামৃত নিজের জীবনে প্রয়োগ করতে পারে।

WhatsApp group https://chat.whatsapp.com/ICFmCJo0RbN2mJqwa8Jg82

আমাদের মূল চ্যানেল (ব্যাঙ্কুবিহারী টিভি): https://www.youtube.com/channel/UCHRAnpjrlY2_vWuVjBMTEcw
আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/Bankubiharitv/
আমার সঙ্গীত বিষয়ক চ্যানেল:
আমার এই সঙ্গীত বিষয়ক চ্যানেলে আপনি মহাজনীয় ভজন কীর্তন এর এক বিশাল সংগ্রহ পাবেন। এখানে আমি বিভিন্ন মহাজনদের রচিত ভজন ও কীর্তন পরিবেশন করি, যা আপনার মনকে শান্ত করবে এবং আধ্যাত্মিক ভাবনায় পূর্ণ করবে। ভক্তিপূর্ণ সঙ্গীতের মাধ্যমে আপনার আত্মাকে জাগিয়ে তুলতে এখনই সাবস্ক্রাইব করুন!
আমার সঙ্গীত বিষয়ক ইউটিউব চ্যানেল: https://youtu.be/Kiir3GcbxJM?si=WZPBA7RJdQrqIIVD
ধন্যবাদান্তে,

#সনাতনধর্ম #হিন্দুধর্ম #কৃষ্ণভাবনামৃত #হরিনাম #একাদশী #আধ্যাত্মিকজ্ঞান #ভক্তি #মুক্তি #শান্তি #ধর্মীয়আলোচনা #উপদেশ #ব্যাঙ্কুবিহারীটিভি #হরেকৃষ্ণ #দোলপূর্ণিমা #গৌরপূর্ণিমা #হোলিউৎসব #শুভদিন #জপমালা #পরকাল #তিলক #জীবাত্মা #মৃত্যু #তারকব্রহ্মনাম #ভজন #কীর্তন #মহাজনীয়ভজন #সঙ্গীত #আধ্যাত্মিকসঙ্গীত

21/07/2025

স্বামী যদি একাদশী না করে, কৃষ্ণভক্ত না হয় স্ত্রীর করণীয় কি??

21/07/2025

বৃদ্ধ, শিশু, রোগীর জন্য একাদশী ব্রত পালন নিয়ম কি?

19/07/2025

কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য এবং ১৫০টি স্থানের সঠিক সময় ২০২৫

17/07/2025

ভগবান বিষ্ণু কেন চার মাস নিদ্রা যান?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bankubihari TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bankubihari TV:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share