26/09/2025
এই কলিযুগে ভগবানের পবিত্র নামই হলো জীবোদ্ধারের একমাত্র উপায়, যা সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত।
শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে:
"কৃতে যদ্ধ্যায়তো বিষ্ণুস্ত্রেতাযাং যজতো মখৈঃ।
দ্বাপরে পরিচর্যাযাং কলৌ তদ্ধরিকীর্তনাৎ।।"
(শ্রীমদ্ভাগবত ১২.৩.৫২)
অর্থ: সত্যযুগে বিষ্ণুর ধ্যান করে, ত্রেতাযুগে যজ্ঞের দ্বারা এবং দ্বাপরযুগে অর্চন পদ্ধতির দ্বারা যে ফল লাভ হয়, কলিযুগে কেবল শ্রীহরির নাম-সংকীর্তন দ্বারাই সেই ফল লাভ হয়।
শ্রীচৈতন্য মহাপ্রভু এই হরিনাম সংকীর্তনকে প্রেমভক্তি বিতরণের শ্রেষ্ঠ মাধ্যমরূপে প্রচার করেছেন, যেমন শ্রীচৈতন্যচরিতামৃতে বর্ণিত হয়েছে:
"কলিকালে নাম যজ্ঞ সার ।
অন্য যজ্ঞ ধর্ম নাই আর ॥"
(শ্রীচৈতন্যচরিতামৃত, আদি লীলা ১৭.২১)
অর্থ: কলিযুগে হরিনাম সংকীর্তনই সমস্ত যজ্ঞের মধ্যে সার, এই যুগে অন্য কোনো প্রকার ধর্ম বা যজ্ঞের প্রয়োজন নেই।
শ্রীমদ্ভাগবত গীতাও আমাদের সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ-কে স্মরণ করার এবং তাঁর সেবায় যুক্ত থাকার নির্দেশ দেয়। এই হরিনাম সেই স্মরণেরই এক সহজ ও আনন্দময় পথ।
সকলকে অনুরোধ করি, আসুন আমরা সবাই মিলে শ্রীহরি-র এই নামসুধা পান করি এবং জীবনের পরম লক্ষ্য প্রেমভক্তি লাভ করি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥
#হরিনাম_সংকীর্তন #হরে_কৃষ্ণ #শ্রীচৈতন্য_মহাপ্রভু #বৈষ্ণব_সিদ্ধান্ত #সনাতন_ধর্ম #কলিযুগে_ধর্ম