নদীয়া দর্পণ

  • Home
  • নদীয়া দর্পণ

নদীয়া দর্পণ আপনার এলাকায় ঘটে যাওয়া সকল ধরনের
ছোট বড় খবরের তথ্য সহ ভিডিও পাঠান (7029385870),আর পুরস্কার জিতুন।

👇❤️ নদীয়ার ‘ফুল উপত্যকা’❤️👇***বাংলার অপরূপ রূপ নদীয়ার চাপড়াতে***রানাঘাটের চাপড়া,‘ফুল উপত্যকা’ বলে পরিচিত।যতদূর চোখ যা...
02/12/2024

👇❤️ নদীয়ার ‘ফুল উপত্যকা’❤️👇
***বাংলার অপরূপ রূপ নদীয়ার চাপড়াতে***
রানাঘাটের চাপড়া,‘ফুল উপত্যকা’ বলে পরিচিত।
যতদূর চোখ যায় ফুলের বাগান। বিঘার পর বিঘা জমিতে ফুল চাষ হয় শীতে। এ যেন ঠিক স্বর্গের উদ্যান। চলে আসতে পারেন ছুটির দিন দেখে। কলকাতা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে নামতে হবে রানাঘাট স্টেশনে। স্টেশনের কাছেই সার দিয়ে দাঁড়িয়ে থাকে টোটো গাড়ি। সেখান থেকে টোটো করে মাত্র ৩০ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন চাপড়ায়। তবে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই।এখানে এলেই যা প্রথমেই পাবেন মুক্ত প্রকৃতির সান্নিধ্য। কোলাহল থেকে দূরে এ এক অন্য পৃথিবী। রাস্তার দু ধার জুড়ে ফুলের চাষ। এছাড়াও আছে পুকুর, গ্রীনহাউস আর বটের শান্ত শীতল ছায়া। প্রতিদিনই বেশ লোক সমাগম ঘটে। চন্দ্রমল্লিকা, বেবী, গ্ল্যাডিওলাস ইত্যাদি থেকে শুরু করে ডালিয়া, গাঁদা, জবা বিভিন্ন ফুলের বাহারে অপূর্ব মনোরম দৃশ্য। ফুলপ্রেমীদের জন্য এ একেবারে আদর্শ স্থান।বাড়ি থেকে বেরিয়ে খুব দূরে না গিয়ে প্রকৃতির কোলে মাথা রাখতে চাইলে আসতেই হবে চাপড়ায়। খরচও স্বল্প। ফটো তোলার আলাদা কোনো মুল্য নেই।











13/01/2024



হাঁসখালিতে ভয়াবহ দুর্ঘটনা!
ঘটনাস্থলে মৃত দুই।

09/01/2024


যোগী আদিত্যনাথ এর হাত ধরে নদীয়ার কৃষ্ণনগরের শিল্পী বিশ্বজিৎ মজুমদার পৌছে গেলেন অযোধ্যার রাম মন্দিরে।
কৃষ্ণনগরের টেরাকোটার শিল্প এখন স্থান পেল অযোধ্যার রাম মন্দিরে।
দেখুন বিস্তারিত। নদীয়া দর্পণ

03/01/2024

বগুলা বাস স্ট্যান্ডে, ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত তিন আহত বহু মানুষ!

25/11/2023

কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়ার ডোঙাঘাটা গ্রামে নিমতলার মাঠে নিমগাছ কে কেন্দ্র করে এক উৎসবের মেতে ওঠে এলাকার আশেপাশের গ্রামবাসীরা। খিচুড়ি প্রসাদের বিতরণের মধ্য দিয়েই উৎসবটি শেষ হয়। এলাকার আশেপাশের হাজার হাজার লোক আসেন মেলায়। দেখুন বিস্তারিত। #নদীয়া_দর্পণ

18/11/2023

ফুলিয়াতে বিজেপি এবং পুলিশের ধস্তাধস্তি!
ফুলিয়া থেকে শুভঙ্কর বাগচী'র রিপোর্ট।
নদীয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক চাঁদা আর জুলুমে আক্রান্ত হওয়ার পর হসপিটালের চিকিৎসাধীন। এই প্রতিবাদে গতকাল বিজেপির ফুলিয়া পুলিশ পারি ঘেরাও কর্মসূচি রেখেছিল। দীর্ঘক্ষণ ওসিকে আসার দাবি জানিয়ে তারা বক্তব্য রাখছিলেন। এই কর্মসূচিকে ঘিরেই পুলিশ এবং বিজেপির মধ্যে বিরাট ধুন্দুমার বাধে। ঘটনাস্থলে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, সভাপতি পার্থসারথি চ্যাটার্জী সহ একাধিক বিজেপি কর্মী আহত হয় বলে জানা যায়।

17/11/2023

আজ আজ চাকদাহে সি.আই.টি.ইউ এর ডাকে ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভের কিছু ছবি উঠে এলো নদীয়া দর্পণের ক্যামেরা। রেল বেসরকারিকরন এবং প্রাইভেটাইজেসন এর বিরুদ্ধেই আজ তাদের এই ডেপুটেশন বলে জানান সি.আই.টি.ইডি এর জেলা কমিটি মেম্বার দিব্যেন্দু ভট্টাচার্য।

16/11/2023

ঠাকুর দেখতে গিয়ে কি ঘটল এটা!
ফের রানাঘাটে আরেকটি ভাইরাল ভিডিও সামনে এলো।
ঘটনাটি সূত্রপাত একজন অপর একজনের বউকে নিয়ে মেলায় ঘুরতে এসেছেন, আর এদিকে স্বামী হাতেনাতে ধরলেন সেটি।
তারপরেই ওই প্রেমিক এবং স্বামীর মধ্যে তুমুল মারধোর শুরু হল।
আর এতেই উত্তেজনা ছড়ালো। মেলার মধ্যের কিছু লোকজন ওই গন্ডগোল থামানোর চেষ্টা করেও কিছুতেই থামাতে পারছিল না। ভিডিওটি সম্পুর্ন না দেখলে কিছুই বুঝবেন না! 😂
#নদীয়া_দর্পণ

11/11/2023


বীরনগরে কলাবাগানে উদ্ধার বেআইনি রেশন সামগ্রীকে কেন্দ্র করে বিক্ষোভ জনতার।
একদিকে রাজ্যজুড়ে রেশন দুর্নীতি, আজ সেই রেশন দুর্নীতি ধরা পরল নদীয়ার বীরনগরে। দেখাবো বিস্তারিত নদিয়া দর্পনের ক্যামেরা।
বীরনগরে কলাবাগানে উদ্ধার
বেআইনি রেশন সামগ্রীকে কেন্দ্র করে বিক্ষোভ জনতার।
বীরনগরে এক কলাবাগানে বেআইনি রেশন সামগ্রীকে কেন্দ্র করে সকাল থেকেই বিক্ষোভ গোটা এলাকার জনতার। প্রশ্ন কোথা থেকে এলো এতসব রেশন সামগ্রী।
ঘটনাস্থলে বিজেপির এমপি জগন্নাথ সরকার পৌঁছে বিক্ষোভ করেন প্রশ্ন "এতসব রেশন সামগ্রী কোথা থেকে এলো?"
#নদীয়া_দর্পণ

09/11/2023


কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজে সিলমোহর এথিক্স কমিটির!
সুপারিশে ভোট ৬ সদস্যের!

09/11/2023


আজ রানাঘাটে বিজেপির বিজয়া সম্মেলনীর ছবি উঠাইলো নদীয়া দর্পণের ক্যামেরায়।
#নদীয়া_দর্পণ

07/11/2023


হাঁসখালি থানার বাটিকামারী গ্রামে এক বিশাল সাপকে ঘিরে চাঞ্চল্য ছরালো গোটা এলাকায়।
এমনই ছবি উঠে এলো নদীয়া দর্পনের ক্যামেরায়।
ইতিমধ্যেই এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছে সাপটিকে দেখার জন্য।
জানাযায় সাপটি এক মুরগির বাচ্চাকে ধরতে পিছু নিয়েছিল আর তারপরেই আটকে গেল এক কুয়োর মধ্যে ‌।
গৃহকর্তী মুরগির বাচ্চাটির ডাক শুনে খুঁজতে যাওয়ার পর দেখতে পেলে সেই বিশাল সাপটিকে। সাপটিকে দেখতে একে একে খবর পেয়ে ছুটে এসে ভিড় জমালো এলাকাবাসী।
এলাকার বাসিন্দা মানিক বিশ্বাস জানান এইরূপ বৃহৎ গোখ্রো প্রজাতির সাপ গ্রামে অনেক রয়েছে।
মাঝেমধ্যেই দেখা দেখা মিললেও সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যায় কিন্তু আজ সেই রূপ এক বৃহৎ সাপ ই আটকা পড়েছে কুয়ের মধ্যে।
ইতিমধ্যেই বনদপ্তরে খবর দেয়া হয়েছে।
হাঁসখালি থেকে ক্যামেরায় শুভঙ্কর বাগচীর সঙ্গে স্নেহা বিশ্বাসের রিপোর্ট।
#নদীয়া_দর্পণ

Address


Alerts

Be the first to know and let us send you an email when নদীয়া দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নদীয়া দর্পণ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share