S N SAMAY Network

S N SAMAY Network CULTURAL MEDIA & PRODUCTION UNIT
Science 1994

25/09/2025

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
www.snsamay.com

25/09/2025

সর্বোচ্চ উচ্চতায় দুর্গা প্রতিমা রানাঘাটের কামালপুরে।

কৃষ্ণনগরের রাজবাড়ী এবার আসানসোলে। একটি পূজা মণ্ডপ সম্পূর্ণ কৃষ্ণনগরে রাজবাড়ীর নহবত খানা এবং রাজবাড়ীর প্রবেশ পথ মন্ডপ ...
24/09/2025

কৃষ্ণনগরের রাজবাড়ী এবার আসানসোলে। একটি পূজা মণ্ডপ সম্পূর্ণ কৃষ্ণনগরে রাজবাড়ীর নহবত খানা এবং রাজবাড়ীর প্রবেশ পথ মন্ডপ সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে।

24/09/2025

দুর্গোৎসব। কৃষ্ণনগরে দুর্গাপূজা বলতে যে বারোয়ারীতে যেতেই হচ্ছে পাত্র বাজার বারোয়ারী। মহালয়ার পূন্য লগ্নে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভ্যন্তরীণ মণ্ডপ সজ্জায় অভিনবত্ব এবারও থাকছে। প্রতিমা গড়েছেন শিল্পী প্রদীপ পাল। এবারের সামগ্রিক পূজা প্রসঙ্গে পাত্র বাজার বারোয়ারির প্রতিনিধির কথা।

24/09/2025

মায়ের আগমনী। শারদ উৎসবের প্রাক্কালে মায়ের মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপ গড়ে উঠছে প্রতিমা শিল্পীদের সুনিপন শিল্প দক্ষতার। কৃষ্ণনগরের শিল্প জগৎজোড়া। প্রতিমা দেশ-বিদেশে সমাদৃত। প্রতিবছরের মতো এ বছরও দুর্গা প্রতিমা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশে ও বিদেশে। পূর্ব প্রস্তুতিতে এমন কিছু শিল্প নৈপুণ্যতায় দেবী দুর্গার প্রতিমা...

23/09/2025

আলোর বেনু...
আকাশবাণী সম্প্রচারিত মহিষাসুরমর্দিনী।

23/09/2025

জলঙ্গী নদী বক্ষেডিঙি নৌকার বাইচ, নিছক একটি খেলা নয়, নদিজীবী দের অধিকার রক্ষার দাবী জানানোর লড়াই। জলঙ্গী নদী সমাজ আয়োজিত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে সহযোগিতায় কৃষ্ণনগরে অনতি দূরে শম্ভু নগরে নৌকা বাইচ । নদীর পাশে উৎসাহী মানুষের ভিড় ডিঙ্গি নৌকায় ছেলেরা এবং মেয়েরা অংশগ্রহণ করছে। পরিবেশ কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় জলঙ্গির স্রোতধারা ফিরিয়ে আনবার একটি বার্তাবহ আবেদন আজকের কর্মসূচি।

22/09/2025

কৃষ্ণনগর সুইমিং এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা এবং সম্বর্ধনা। বিশ্বের অন্যতম সাঁতারু প্রশিক্ষক বিশ্বজিৎ দে পেলেন সর্বোচ্চ সম্মান লাইফ টাইম অ্যাচিভমেন্ট। বেস্ট সুইমার অ্যাওয়ার্ড প্রত্যয় ভট্টাচার্য, সৌগত দাস, গৌরব কাবেরীর হাতে তুলে দেয়া হলো। প্রসঙ্গত প্রত্যয় থ্রি টাইম চ্যাম্পিয়ন world longest 81 km swimming championship অন্যদিকে গৌরব Three time 19 km long distance swimming champion সৌগত set four new state records...সংস্থার সম্পাদক পুলকানন্দ আচার্য সুইমিং এসোসিয়েশনের সামগ্রিক উদ্যোগ প্রসঙ্গে জানালেন অন্যদিকে NIS Indian coach বিশ্বজিৎ দে চৌধুরী সুইমিং এসোসিয়েশন এবং সার্বিক প্রশিক্ষণ প্রসঙ্গে জানালেন। প্রসঙ্গত কৃষ্ণনগর সুইমিং এসোসিয়েশন দীর্ঘদিন ধরে সাঁতার প্রশিক্ষণ এবং জেলা রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য অগ্রণী ভূমিকা নিয়ে আসছে। সামগ্রিক এই কর্ম প্রয়াসের জন্য শুভেচ্ছা থাকছে।
প্রসঙ্গত কৃষ্ণনগর সুইমিং অ্যাসোসিয়েশন এর উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ যেখানে প্রায় তিন শতাধিক সাঁতারু এবার অংশগ্রহণ করছে।

#

20/09/2025

কৃষ্ণনগর করিমপুর বাসস্ট্যান্ডের মর্মান্তিক পথ দূর্ঘটনা...

Address

Krishnagar
741101

Alerts

Be the first to know and let us send you an email when S N SAMAY Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category