The Nadia Buzz

The Nadia Buzz This Page is based on about Nadia District's History and Culture, Full guidance of Nadia's culture

This Page is based on all about Nadia District's History and Culture, Full guidance of Nadia's culture, Santipur's Tant, Krishnanagar's Jagaddhatri, Bengal's Oxford Nabadwip & many more

সাপ উদ্ধার করতে গিয়ে চন্দ্রবোড়ার ছো/বল, হাসপাতালে সঙ্গে সঙ্গে গেলেও কেন মৃ/ত্যু যুবকের?নদীয়ায় গ্রামের ছেলে বিভিন্ন জায়গা...
19/10/2025

সাপ উদ্ধার করতে গিয়ে চন্দ্রবোড়ার ছো/বল, হাসপাতালে সঙ্গে সঙ্গে গেলেও কেন মৃ/ত্যু যুবকের?

নদীয়ায় গ্রামের ছেলে বিভিন্ন জায়গায় থেকে সাপ উদ্ধার করেন দীপ বালা এক যুবক। বাড়িতে চন্দ্রবোড়া সাপ ঢোকার খবর পেয়েই এসে পৌঁছেছিলেন তিনি

বেশ কিছুক্ষণ চেষ্টার পরে বিষাক্ত সাপটিকে ধরে একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে ঢোকাতে যান তিনি। সেই সময়েই সাপটি তাঁকে কা/মড়ে দেয়। দ্রুত স্থানীয় বাসিন্দারা তাঁকে নিয়ে ছোটেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরু হলেও, পরে তাঁর অবস্থার অব/নতি হয়

তবে কেন জানেন তার মৃ/ত্যু হলো? এর কারণ আমাদের এখানে যে চন্দ্রবোরা সাপ দেখা যায় সেই সাপের বি/ষ কাটানোর এন্টিভে/নাম আমাদের হাসপাতালে নেই

দক্ষিণ ভারতের চন্দ্রবোরা সাপের এন্টিভেনোম আমাদের এখানে ব্যবহার হয় কিন্তু আমাদের এখানকার সাপের জন্য দক্ষিণ ভারতের এন্টিভেনাম ভালো কাজ করে না। তাই ছেলেটার মৃ/ত্যু হলো
আমাদের সরকার রিজিওনাল এন্টিভেনাম বানালে এমনটা হতো না

সংগৃহীত

অনেকেই ভুল ভাবে মায়াপুরকে ইসকন-এর তৈরি বলেন, ইসকন-এর জন্ম মাত্র ৫০ বছর, ১৯৭২ খ্রিস্টাব্দে, মিঞাপুরকে মায়াপুর করার মূল কা...
19/10/2025

অনেকেই ভুল ভাবে মায়াপুরকে ইসকন-এর তৈরি বলেন, ইসকন-এর জন্ম মাত্র ৫০ বছর, ১৯৭২ খ্রিস্টাব্দে, মিঞাপুরকে মায়াপুর করার মূল কারিগর কেদারনাথ দত্ত ওরফে ভক্তিবিনোদ ঠাকুর। সেই প্রক্রিয়া শুরু হয়েছিল একশো বছরেরও আগে

এই পরিপ্রেক্ষিতে 'মায়াপুর'-এর আসল গল্পটা আরও একবার বলার প্রয়োজন বোধ হল, এটা সকলের জানা দরকার

কাল্পনিক মায়াপুর

বৃন্দাবনবাসী নরহরি চক্রবর্তী ছিলেন চৈতন্যপার্ষদ শ্রীনিবাস আচার্যের শিষ্য পরম্পরায় শিষ্য। তিনি ১৭৫৫ নাগাদ 'ভক্তিরত্নাকর' নামে শ্রীনিবাস আচার্যের জীবনীগ্রন্থ লেখেন। এই গ্রন্থ লেখার আগে একবার তিনি হয়তো নবদ্বীপ ভ্রমণে এসেছিলেন। বলা বাহুল্য সেই সময়ের আগেই নবদ্বীপের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত গঙ্গা পথ পরিবর্তন করে পূর্ব দিক দিয়ে বইতে শুরু করেছে। নবদ্বীপ নগরীও পরপর ভাঙনের ফলে তখন ছিন্নবিচ্ছিন্ন। ততদিনে চৈতন্যের জন্মভিটে গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। ফলে তিনি চৈতন্যকালীন নবদ্বীপের একটি কাল্পনিক চিত্র আঁকলেন।
যেহেতু হিন্দু শাস্ত্রদৃষ্টিতে রাম, কৃষ্ণ প্রভৃতি অবতারদের আবির্ভাব ও লীলা ক্ষেত্রকে 'মায়াপুর' নামে অভিহিত করা হয়েছে, সেই অনুসারে বৈষ্ণবদের কাছে কৃষ্ণাবতার চৈতন্যের জন্মস্থানের নামকরণ করলেন 'মায়াপুর' এবং পুরাণ অনুসরণে তাকে 'যোগপীঠ' বলেও উল্লেখ করলেন। তার চারদিকে নয়টি দ্বীপের কল্পনা করে নবদ্বীপ নামের নতুন ব্যাখ্যা দিলেন। এই দ্বীপগুলোর নামের আধ্যাত্মিক ব্যাখ্যাও দিলেন।
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর-এর অন্তত দেড়-দুশো বছর আগে রচিত চৈতন্যজীবনী গ্রন্হগুলোতে এই নয়টি দ্বীপ-নামের কোনো অস্তিত্বই নেই। সেখানে 'নবদ্বীপ' মানে নতুন দ্বীপ। অর্থাৎ ভক্তিরত্নাকর-এর নবদ্বীপের সঙ্গে বাস্তব নবদ্বীপের তেমন কোনো মিলই নেই। নরহরি মনের আধ্যাত্মিক মাধুরী মিশিয়ে তাকে রচনা করেছেন।

বাস্তবের মায়াপুর

নবদ্বীপে চৈতন্য জন্মস্থান হিসেবে মায়াপুর তত্ত্ব প্রতিষ্ঠা করতে বৈষ্ণবশাস্ত্রে পণ্ডিত কেদারনাথ দত্ত নরহরি চক্রবর্তীর এই ভক্তিরত্নাকর-কেই হাতিয়ার করে তুলেছিলেন। যা ছিল মূলত আধ্যাত্মিক, তাকে তিনি বাস্তব প্রমাণ করতে উঠেপড়ে লাগলেন।
কেদারনাথ দত্ত ছিলেন তৎকালীন নদিয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাঁর ছিল বৈষ্ণবগুরু হিসেব প্রতিষ্ঠা পাওয়ার উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু জাতিতে কায়স্থ কেদারনাথ বুঝেছিলেন, পরিবর্তিত নবদ্বীপে, জাতপাতের গোঁড়ামিহীন চৈতন্যকে কুক্ষিগত করে নেওয়া রক্ষণশীল ব্রাহ্মণসমাজ তথা ব্রাহ্মণ গোঁসাইদের কাছে বৈষ্ণব হিসেবে তিনি মোটেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবেন না। তাঁরা তাঁকে গুরুত্ব দেনওনি। উপরন্তু এই ব্রাহ্মণদের হাতে তিনি সেই সময়ে নানা ভাবে অপদস্থও হয়েছিলেন। তার বদলা নিতে ভক্তিরত্নাকর-এর কাল্পনিক নবদ্বীপকে অভ্রান্ত বাস্তব-নবদ্বীপ হিসেবে প্রচার করতে শুরু করলেন।
ব্রাহ্মণদের এক্তিয়ারের বাইরে,গঙ্গার অপর পারে মুসলমান কৃষিজীবী অধ্যুষিত মিঞাপুরের বিস্তীর্ণ চড়া ও শস্যক্ষেত্রের সঙ্গে স্বপ্নাদেশ, অলৌকিক ঘটনা ইত্যাদি জুড়ে সেই স্থানকেই ভক্তিরত্নাকর কথিত 'মায়াপুর' তথা চৈতন্য জন্মস্থান বলে প্রচার করতে লাগলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেটের প্রভাব খাটিয়ে সরকারি নথিপত্রেও মিঞাপুরকে মায়াপুর-এ রূপান্তরিত করলেন।
এর পর চাকরি ছেড়ে তিনি ভক্তিবিনোদ ঠাকুর নামে সন্ন্যাসী হলেন। প্রাক্তন প্রশাসনিক আধিকারিক হিসেবে প্রতিপত্তি কাজে লাগিয়ে, কিছু বিশেষজ্ঞকে নিজের মতের সপক্ষে এনে 'মায়াপুর'-এর প্রচার' চালিয়ে যেতে লাগলেন। ১৯১৪-তে তাঁর মৃত্যু হয়। ১৯১৮-তে তাঁর পুত্র ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ওরফে বিমলাপ্রসাদ দত্ত সেখানে শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ তৈরি করলে কেদারনাথের উদ্দেশ্য অনেকটাই সফল হল। ১৯৩৪-এ তৈরি হল চৈতন্য জন্মস্থান 'যোগপীঠ' মন্দির। ১৯৭২-এ ভক্তিসিদ্ধান্ত ঠাকুরের শিষ্য অভয়চরণ দে ওরফে ভক্তিবেদান্ত প্রভুপাদ এখানে ইসকন মন্দিরের ভিত্তি স্থাপন করার পর থেকে মায়াপুরের এই রমরমা।
এখন নবদ্বীপ ও মায়াপুরের অনেক মন্দিরের সঙ্গেই ক্ষমতা ও ঐশ্বর্যশালী ইসকনের নানাবিধ রফার সম্পর্ক আছে। অনেক মন্দিরকে অধিগ্রহণও করে নিয়েছে ইসকন। তারা ইসকনের গুণগানে মগ্ন থাকে। অন্য যাঁরা নবদ্বীপের মানুষ অথবা মন্দির কর্তৃপক্ষ ইসকনের বিরোধিতা করে বর্তমান নবদ্বীপে চৈতন্যের জন্মস্থান রয়েছে বলে দাবি করেন তাঁরাও ভ্রান্ত।
চৈতন্য তথা নিমাইয়ের প্রকৃত জন্মভিটে নবদ্বীপেই, মায়াপুরে নয় অবশ্যই, কিন্তু তা গঙ্গাগর্ভে ডুবে গিয়েছে বহুকাল। ব্রজমোহন দাসবাবাজি নামে এক ইঞ্জিনিয়ার বৈষ্ণব তা আবিষ্কারের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তাঁর নির্ণয় যথাযথ ছিল না। যদিও তাঁর নির্ধারিত স্থানেই আজ নবদ্বীপের জন্মস্থান মন্দির। প্রকৃত নিমাইয়ের জন্মভিটে ব্যাপক খননকার্য ছাড়া আজ আর হদিশ পাওয়া সম্ভব নয়

সৌজন্য : Subroto Paul

আগামী ২৮ অক্টোবর ঘূর্ণি নবারুণ সংঘের উদ্ধোধন করবেন রাণাঘাটের অস্মিকা
19/10/2025

আগামী ২৮ অক্টোবর ঘূর্ণি নবারুণ সংঘের উদ্ধোধন করবেন রাণাঘাটের অস্মিকা

আগামী ২৫ অক্টোবর তাহেরপুরে Fakira
18/10/2025

আগামী ২৫ অক্টোবর তাহেরপুরে Fakira

এবার কৃষ্ণনগর ঘূর্ণি আনন্দনগর (আনন্দমাতা) এবছরের আকর্ষণ
18/10/2025

এবার কৃষ্ণনগর ঘূর্ণি আনন্দনগর (আনন্দমাতা) এবছরের আকর্ষণ

প্রতি বছরই একই দাবী থাকে
18/10/2025

প্রতি বছরই একই দাবী থাকে

নদীয়ার কালীঘাট চেনেন?
18/10/2025

নদীয়ার কালীঘাট চেনেন?

নদীয়া মাজদিয়ার ডাকা/তে কালী, কে কে দেখেছেন?
17/10/2025

নদীয়া মাজদিয়ার ডাকা/তে কালী, কে কে দেখেছেন?

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই চাকদহের প্রমিতি বর্মনকে
17/10/2025

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই চাকদহের প্রমিতি বর্মনকে

EPR Iyer আসছে নদীয়া মদনপুরে
16/10/2025

EPR Iyer আসছে নদীয়া মদনপুরে

নদীয়া কৃষ্ণনগরের জগদ্ধাত্রী আরাধনার বিশেষ কিছু নিবেদন, ছড়িয়ে দিন আমাদের শহরের ঐতিহ্য
14/10/2025

নদীয়া কৃষ্ণনগরের জগদ্ধাত্রী আরাধনার বিশেষ কিছু নিবেদন, ছড়িয়ে দিন আমাদের শহরের ঐতিহ্য

অরিজিৎ সিং ছাড়া একমাত্র বাঙালী সঙ্গীত শিল্পী, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই Madhubanti Bagchi
14/10/2025

অরিজিৎ সিং ছাড়া একমাত্র বাঙালী সঙ্গীত শিল্পী, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই Madhubanti Bagchi

Address

Krishnanagar City
Krishnanagar Forest Office Area
741101

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Nadia Buzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

The Nadia Buzz

Welcome to The Nadia Buzz, a page for residents of Nadia district to potray it's glorious history and culture and heritage of many historical interest.