Lifestyle of Jaki

Lifestyle of Jaki আমি গৃহিনী এখানে আমি আমার সংসারের কাজ রান্নাবান্না ঘোরাঘুরি খাওয়াদাওয়া পোষ্ট করি , আমার পাশে থাকবেন❤️🥰🙏

জীবন একবারই আসে।কফি গরম থাকতে থাকতেই খেয়ে ফেলুন,ভালোবাসা থাকতেই বলুন,সুযোগ থাকতেই এগিয়ে যান।পরে- কখনোই ঠিক সময়ে আসে না...
05/07/2025

জীবন একবারই আসে।
কফি গরম থাকতে থাকতেই খেয়ে ফেলুন,
ভালোবাসা থাকতেই বলুন,
সুযোগ থাকতেই এগিয়ে যান।
পরে- কখনোই ঠিক সময়ে আসে না।

ছোট ছোট শখগুলো পূরণ করুন—
ছবি আঁকা, বই পড়া, বাগান করা, রান্না করা বা ভ্রমন, আপানাকে যেটা আনন্দ দিবে সেটাই করুন, সব সময় মানুষের vslidation এক জন‍্য অপেক্ষা করবেন না।
নিজের ভালো লাগার জায়গাগুলোকে গুরুত্ব দিন।
কারণ এই ছোট ছোট আনন্দগুলোই জীবনের আসল সৌন্দর্য ।

প্রত‍্যেকটা সময়ের একটা আলাদা সৌন্দর্য আছে, কিশোর বয়সের সাথে 30th এর তুলনা চলে না আবার after 30 যা ভালো লাগে meaningful মনে হয় after 50 সেটা ভালো না ও লাগতে পারে । ছোট ছোট সখ গুলো সাধ‍্যমত পূরন করুন, ভালো থাকুন, ভালো রাখুন। #

04/07/2025

সমস্যাহীন পৃথিবীতে কেউ নেই এটা আমাদের জীবনের একটা অংশ।

03/07/2025

নতুনরা কোথায় আসুন সবাই ফলোয়ার বারাই দ্রুত।
ফলো টু ফলো।

যখন কেউ জীবনের বেশিরভাগ সময় ট্রমার মধ্যে কাটায়, তখন সুখের সময়গুলোতেও ভয় লাগে—যেন ভালো কিছু টিকবে না, আবার সব হারিয়ে যাবে...
03/07/2025

যখন কেউ জীবনের বেশিরভাগ সময় ট্রমার মধ্যে কাটায়, তখন সুখের সময়গুলোতেও ভয় লাগে—যেন ভালো কিছু টিকবে না, আবার সব হারিয়ে যাবে।এই ভয়টাই হলো ট্রমার ছায়া, যা আনন্দের মধ্যেও অস্থিরতা ঢেলে দেয়।

লবণের মতো চরিত্র বানাও, না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে। না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে।
02/07/2025

লবণের মতো চরিত্র বানাও, না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে। না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে।

নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে সোনা উচিত,এমন অনেক কিছুই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না ❤️
01/07/2025

নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে সোনা উচিত,
এমন অনেক কিছুই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না
❤️

সত্যি কথা বলার জন্য যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝবে তুমি এতদিন তোমার চারপাশে কিছু আবর্জনা কে আগলে রেখেছিলে ...
30/06/2025

সত্যি কথা বলার জন্য যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়,
তাহলে বুঝবে তুমি এতদিন তোমার চারপাশে কিছু আবর্জনা কে আগলে রেখেছিলে
😊

প্রত্যেকটা শখের একটা মেয়াদ থাকে। সময় থাকতে শখ পূর্ণ না হলে, পরে আর সেই শখ আনন্দ দেয় না।               #
29/06/2025

প্রত্যেকটা শখের একটা মেয়াদ থাকে। সময় থাকতে শখ পূর্ণ না হলে, পরে আর সেই শখ আনন্দ দেয় না। #

জীবনে কখনোই নিজের যোগ্যতার ওপর অহংকার করো না lমনে রেখো, একটি পাথর যখন জলে পড়ে যায় তখন নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয় ❤...
28/06/2025

জীবনে কখনোই নিজের যোগ্যতার ওপর অহংকার করো না l
মনে রেখো, একটি পাথর যখন জলে পড়ে যায় তখন নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয়
❤️

27/06/2025

"Nobody is your friend until they defend your name in your absence"

26/06/2025

তুমি বলেছিলে তোমাকে পাওয়ার জন্য ধৈর্য ধরতে,আমি ধরলাম।কিন্তু দেখো তুমি রইলে না,কিন্তু ধৈর্য ধরার অভ্যাস'টা আমার রয়ে গেলো!💔😅🦜

26/06/2025

যে বাড়িতে জন্ম সেই বাড়িতে
এক সময় অতিথি 🙂
এটাই মেয়েদের জীবন😌

Address

Kushmandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle of Jaki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share