Lifestyle of Jaki

Lifestyle of Jaki আমি গৃহিনী এখানে আমি আমার সংসারের কাজ রান্নাবান্না ঘোরাঘুরি খাওয়াদাওয়া পোষ্ট করি , আমার পাশে থাকবেন❤️🥰🙏

28/07/2025

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না।
আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

27/07/2025

তোমাদের ওখানে
কি বৃষ্টি হচ্ছে
আমার এখানে তো
হচ্ছে

27/07/2025

𝗔𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি🟢
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিন✅
নোটিফিকেশন পাওয়া মাত্রই 𝗕𝗔𝗖𝗞 পাবেন 100%

তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটার জন্য আফসোস কোরো না, এটা জানবে যে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছ...
27/07/2025

তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটার জন্য আফসোস কোরো না, এটা জানবে যে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে।

তুমি থাকলে সব রঙিন🧿🫰
27/07/2025

তুমি থাকলে সব রঙিন🧿🫰

নিজের শর্তে বাঁচতে ভীষণ পছন্দ করি 🫶
27/07/2025

নিজের শর্তে বাঁচতে ভীষণ পছন্দ করি 🫶

23/07/2025

যোগ্যতা থাক বা না থাক
কারুর সাথে কারুর compare আমার একদম ভালো লাগে না .... সবাই সবার মতো করে সেরা রে ভাই ♥️

22/07/2025

আমি অবস্থান দেখে মানুষের সাথে মিশি না
আমি মিশি মানুষের আচার..ব্যবহার ... সম্মানবোধে ❤️

কাউকে মনে পড়ছে? ফোন করো । কাউকে দেখতে ইচ্ছা হচ্ছে ? জানাও । ভালোবাসো কাউকে ? বলে দাও। আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কি ন...
21/07/2025

কাউকে মনে পড়ছে? ফোন করো । কাউকে দেখতে ইচ্ছা হচ্ছে ? জানাও । ভালোবাসো কাউকে ? বলে দাও। আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কি না জানোনা.....অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই 🙂❤

যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেততদিন কেউ তোমার পাশে থাকবে নাযতই বলুক পাশে আছি সবসময় ❤️🙂
21/07/2025

যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে
ততদিন কেউ তোমার পাশে থাকবে না
যতই বলুক পাশে আছি সবসময় ❤️🙂

টাকা দিয়ে যেমন তীব্র জ্ব*রে পু*ড়ে যাওয়া কপালে যত্নের জলপট্টি দেওয়া যায় না....তেমনি ভালবাসা দিয়ে বাজারের ব্যাগ ও ভর...
20/07/2025

টাকা দিয়ে যেমন তীব্র জ্ব*রে পু*ড়ে যাওয়া কপালে যত্নের জলপট্টি দেওয়া যায় না....
তেমনি ভালবাসা দিয়ে বাজারের ব্যাগ ও ভর্তি হয় না..... দুটোই লাগে.....জীবনের বাস্তবতায় দুটোই প্রয়োজন ❤️🙂

19/07/2025

একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।

Address

Kushmandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle of Jaki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share