
05/07/2025
জীবন একবারই আসে।
কফি গরম থাকতে থাকতেই খেয়ে ফেলুন,
ভালোবাসা থাকতেই বলুন,
সুযোগ থাকতেই এগিয়ে যান।
পরে- কখনোই ঠিক সময়ে আসে না।
ছোট ছোট শখগুলো পূরণ করুন—
ছবি আঁকা, বই পড়া, বাগান করা, রান্না করা বা ভ্রমন, আপানাকে যেটা আনন্দ দিবে সেটাই করুন, সব সময় মানুষের vslidation এক জন্য অপেক্ষা করবেন না।
নিজের ভালো লাগার জায়গাগুলোকে গুরুত্ব দিন।
কারণ এই ছোট ছোট আনন্দগুলোই জীবনের আসল সৌন্দর্য ।
প্রত্যেকটা সময়ের একটা আলাদা সৌন্দর্য আছে, কিশোর বয়সের সাথে 30th এর তুলনা চলে না আবার after 30 যা ভালো লাগে meaningful মনে হয় after 50 সেটা ভালো না ও লাগতে পারে । ছোট ছোট সখ গুলো সাধ্যমত পূরন করুন, ভালো থাকুন, ভালো রাখুন। #