16/09/2025
জীবনে প্রথম আর শেষ বলে কিছু হয় না।যাকে দেখার পর আপনি থেমে গেছেন, যাকে চাওয়ার পর আর কাউকে চাননি।যে শিখিয়েছে ভালোবাসা, ভরসা, বন্ধুত্ব।যে চিনিয়েছে আসল নকলের পার্থক্য।যে চিনিয়েছে কোন পথ ভুল কোন পথ সঠিক সেই থাকে থেকে যায়। জীবনে প্রথম শেষ বলে আসলে কিছুই নেই😌।
✍️Paromita dey das