08/09/2025
পদ্মা ভাঙ্গন প্রকৃতির এক ভয়ানক রূপ । ১৯৭৫ সালে ফারাক্কা বারেজ তৈরি হওয়ায় পর বিগত দিনে ,লালগোলা ব্লকের কয়েক টি গ্রাম -চিন্তামণি, খান্দুয়া , নামো পাইকোরা , জোরগাছা, ময়া সাদিক পাড়া, রাধাকৃষ্ণপুর,কালীনগর , সেখালিপুর হাই স্কুল, খণ্ডুয়া চিন্তা মনি প্রাইমারি স্কুল , খন্দুয়া বি এস এফ ক্যাম্প সহ হাজার হাজার বিঘা চাষের জমি পদ্মা গর্ভে তলিয়ে গেছে । এ এক প্রকৃতির সাথে অসম লড়াই । তারা নগর ভাঙছে ,অনেক পরিবার ক্ষতিগ্রস্থ । তাদের সান্তনা দেওয়ার ভাষা নেই ।
তবুও বলে রাখি লালগোলার বি ডি ও , ও সি , ও সেচ দফতরের সাবডিভিশনাল অফিসার সহ অন্যান্য আধিকারিক গণ এই দুর্দিনে তাদের দায়িত্বের প্রতি অবিচল থেকে তারা নগরের মানুষের পাশে সর্বদা এই প্রকৃতির রোষানলের বিরুদ্ধে লড়াই করে চলছেন ।
সর্বস্তরের আধিকারিক দের পদ্মার করাল গ্রাস,প্রকৃতির ভয়ানক রোষানল এই অসম লড়াইয়ে পাশে থাকার জন্য আমরা লালগোলা বাসি, তারানগর বাসি আপনাদের কাছে কৃতজ্ঞ ।
আপনাদের দায়বদ্ধতায় আমরা অভিভূত !