শরিফ বাঙালি,

শরিফ বাঙালি, শরিফ বাঙালির লড়াইটা ধর্মের সাথে অধর্মের নয়,
সত্যের সাথে মিথ্যের লড়াই,
নীতির সাথে দুর্নীতির লড়াই
(22)

বাবা হয়েছেন নগর বাউল জেমস্,
23/10/2025

বাবা হয়েছেন নগর বাউল জেমস্,

আচ্ছা এদের গ্রেফতারের মাধ্যমে জাতির কি কোনো উপকার হলো? এদের গ্রেফতারের মধ্যে দিয়ে কি এই দেশ থেকে নোংরা ভিডিও বন্ধ হয়ে যা...
22/10/2025

আচ্ছা এদের গ্রেফতারের মাধ্যমে জাতির কি কোনো উপকার হলো? এদের গ্রেফতারের মধ্যে দিয়ে কি এই দেশ থেকে নোংরা ভিডিও বন্ধ হয়ে যাবে?
নাকি এদের এমন সাজা হবে যা দেশবাসী আজীবন মনে রাখবে?
বাস্তবতা হলো কিছুই হবে না,
তাহলে এদেরকে নিয়ে এতো হৈচৈ কেন?
মুল বিষয় হলো না*স্তিকরা সুকৌশলে বিভিন্ন পু*র্ন সাইট পরিচালনা করে,তাদের স্বপ্ন, এই সাইট গুলোতে এই দেশের যুবকেরা হুমড়ি খেয়ে দেখবে,
কিন্তু দুঃখের বিষয় এই সাইটগুলোর কথা ৯০%যুবক জানেই না,
এতেই তাদের মাথা খারাপ হয়ে গেছে! ,
যে কোনো ভাবেই হোক এই সাইটগুলোর কথা ৯০%যুবকের মধ্যে পৌঁছে দিতে হবে,
তার পর তাদের মিশন বাস্তবায়নের কৌশল হিসাবে গ্রেফতার হলো,একদল সেটা প্রচার করতে লাগলো,এবং মোটামুটি এই মিশনে তারা সফলও হলো,
অজানা পু*র্ন তারোকাকে সামনে এনে তরুন তরুনীদের মধ্যে একটা মেসেজ দিয়ে গেছে তুমি চাইলে এই ভাবেও ইনকাম করতে পারো,,
আর তাদের সাইট এবং ভিডিও গুলো তো এখন সবাই খুজতেছে একটু দেখার জন্য,
এই ভাবেই তাদের পরিকল্পনার কাছে আমরা হার মেনে যাই,মানতে হয়,
কারন আমরা ঘটনার পিছনে দৌড়াতে পছন্দ করি,এর গভীরতা বুঝতে চেষ্টা করি না,
,
,নিজেস্ব বিশ্লেষণ, ভুলও হতে পারে,,

নতুন প্রজন্ম শুধু শার্ট প্যান্ট আর গার্লফ্রেন্ড পরিবর্তন করেনা,মাঝেমধ্যে পুরো সমাজ টাকেও পরিবর্তন করে দিতে পারে,,তারা সু...
20/10/2025

নতুন প্রজন্ম শুধু শার্ট প্যান্ট আর গার্লফ্রেন্ড পরিবর্তন করেনা,মাঝেমধ্যে পুরো সমাজ টাকেও পরিবর্তন করে দিতে পারে,,
তারা সুশৃঙ্খল একটি সোনার বাংলা দেখতে চায়,
দেশের এই ক্লান্তিলগ্নে রাজনৈতিক দলগুলোর কাছে এমন সাপের খেলা দেখতে চায়না এটা মাথায় রাখা উচিত সবার
,যে সময়টায় সবাই একসাথে একত্রিত হয়ে পুরো জাতিকে ভালো ম্যাসেজ দেওয়ার কথা,সে সময় একে অপরের দিকে হিংসাত্মক কথাবার্তা নিয়েই ব্যাস্ত,

দেশ কতবড় একটা বিপদের মুখোমুখি হয়েছে,চারদিকে আগুন আর আগুন,এই সময় সবাই একসাথে দেশ এবং দেশের মানুষের জন্য কথা বলাটা জরুরি,
শুধু দুঃখ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয়ে জায়না দায়িত্ব ভিন্ন কিছু স্যার,

20/10/2025

শুভ সকাল

ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে৷ হচ্ছে  ভারত মহিলা ক্রিকেট দলের,
20/10/2025

ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে৷ হচ্ছে ভারত মহিলা ক্রিকেট দলের,

সাজ্জাদ ইসলাম
19/10/2025

সাজ্জাদ ইসলাম

রামগঞ্জ রায়পুর লক্ষীপুর সহ আশেপাশে যতগুলো বাজার আছেে সবার আজ এই মুহুর্ত থেকে সতর্ক অবসস্থানে থাকাটা জরুরি, হয়ত আপনি মনে ...
19/10/2025

রামগঞ্জ রায়পুর লক্ষীপুর সহ আশেপাশে যতগুলো বাজার আছেে সবার আজ এই মুহুর্ত থেকে সতর্ক অবসস্থানে থাকাটা জরুরি,
হয়ত আপনি মনে মনে ভাবছেন এগুলো ছোট শহর এখানে আর কি হবে,
মনে রাখবেন এই সুযোগে আপনার খুব নিকটের কেউও সুয়োগটা কাজে লাগিয়ে আপনাকে পথে বসিয়ে দিতে পারে,
এটা এখন স্পষ্ট পরিকল্পিত ভাবেই আগুন লাগানো হচ্ছে, হয়ত বড়বড় সহরের পড় টার্গেটে থাকবে জেলা উপজেলা গুলো,
সর্তক থাকুন,প্রয়োজনে রাতে আপনার শহরে নিজেরাই টহল দিতে থাকুন,,

রামগঞ্জে আলোচিত মা- মেয়ের হ\ত্যা মামলার আসামি হিসাবে এই মানুষটার জীবনে একটা কলঙ্ক লেপে দিয়েছে সেটা মুছবে কে? পুলিস সন্দে...
18/10/2025

রামগঞ্জে আলোচিত মা- মেয়ের হ\ত্যা মামলার আসামি হিসাবে এই মানুষটার জীবনে একটা কলঙ্ক লেপে দিয়েছে সেটা মুছবে কে? পুলিস সন্দেহভাজন হিসাবে যে কাউকেই জিজ্ঞেসাবাদ করতে পারে,বাট এমন ভাবে নিউজ গুলো করা হয়েছে,যেন সেই আসামী,
তবে কিছু মানুষ শুরু থেকেই এটার বিরুদ্ধে ছিল,এবং লেখালেখিও করেছে,যার কারনে হয়ত সে এই যাত্রায় রক্ষা পেয়েছে,,
আরো দুঃখের বিষয় হলো একটা ভিডিও প্রচার করা হয়েছে,সে শুধু একটু ব্যাকা চোখে তাকিয়েছি,ব্যাস এটাই স্লো-মোশন করে প্রমান করার চেষ্টা চালি্যেছে যে,সে অপরাধী,
এই দেশে এখনো গায়ের রঙ কালো হলে বলে চোরের মত দেখায়,আচ্ছা সব চোরের গায়ের রঙ কি কালো?
একটু চিকনাচাকনা কাউকে দেখলে বাবা খোর শশুর খোর হেন তেন,মোটাতাজারা কি নেশা করেনা?
গালে গোস্তো কম ব্যাস,এই সালাই এটা করেছে,

আবার দেখতে শুনতে ভালো,চেহারার চাকচিক্যময়, ব্যাস আরে না ওকে দেখে তো মনেই হয়না সে এই কাজ করবে,
এইযে আমাদের নোংরা মন মানসিকতা আমরা কি এটা পরিবর্তন করতে পেরেছি?
আমরা এখনো চেহারার মধ্যে অপরাধ খুজি,
কালো রঙের মানুষকে চোরের সাথে তুলোনা করি,এটা কি বর্নবাদী আচরন নয়?
ভাই বিশ্বাস করেন কালো টাকা সাদা করাার শব্দটার মধ্যে যে অপমানিত করা হয় কালো মানুষকে যা আপনি গভীর ভাবে চিন্তা না করলে বুঝবেন না,
এই শব্দটা এটাই প্রমান করে, কালো মানে খারাপ, সাদা মানেই ভালো,
একটা লোক অবৈধ ভাবে টাকা কামিয়েছে,আপনি বলবেন অবৈধ টাকা বৈধ করা হচ্ছে, সেটা না বলে বর্নবাদী শব্দ ব্যাবহার করেছেন,
দয়া করে কালো দেখেই চোর ডাকাত,নেশাখোর বলবেন না,হয়ত কাল আপনার স্ত্রীর তলপেটে জন্ম নেওয়া বাচ্চাটাও কালো হতে পারে,

কথাগুলো বলার একটাই কারন এই সোহেল রানার অঙ্গভঙ্গি, বা চোখের চাওনি দেখেই তাকে অপরাধী হিসাবে অনেকেই মেনে নিয়েছেন,আজ প্রমান হলো সে নির্দোষ,

আচ্ছা একটু ভাবুন তো কুমিল্লাতেই কেন ক্যান্টারমেন হতে হয়েছে অন্য কোথাও কেন নয়,আজ সেই জটিল প্রশ্ন নিয়ে আলোচনা হবে,শরিফ শরি...
18/10/2025

আচ্ছা একটু ভাবুন তো কুমিল্লাতেই কেন ক্যান্টারমেন হতে হয়েছে অন্য কোথাও কেন নয়,
আজ সেই জটিল প্রশ্ন নিয়ে আলোচনা হবে,শরিফ শরিফ বাঙালি, দীর্ঘদিন ঘাটাঘাটি করে যা বুঝেছে তা আজ প্রকাশ করা হবে,
,মনোযোগ দিয়ে পড়ুন,
মনে করুন কোথাও খুব বেশি মারামারি হানাহানি আশংকা থাকলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে,কারন সেখানে স্বাভাবিক নিয়মে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না,
আবার কোথাও ভয়াবহ আগুন লেগে গেলে অতিরিক্ত ফায়ারসার্ভিস কর্মির উপস্থিত দেখা যায়,,এই দুইটা বিষয় একসাথে করে ভাবতে গেলে একটাই উওর পাওয়া যায় যে,কোনো কিছু যখন স্বাভাবিক আইনের শাসন দিয়েও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়না,তখন সেখানে অতিরিক্ত আইন ফয়োগ করতে হয়,
কুমিল্লার মানুষ আদিকাল থেকে হিংস্র বর্ব,মারামারি হানাহানি কাটাকাটি এগুলোই ছিল তাদের দৈনন্দিন কাজ,
যার কারনে সেখানে সেনাবাহিনীর ক্যান্টারমেন করা হয়েছে,শুরুতে হয়ত ১০,২০,৫০ করে থেকেও এদের বর্বরতা নিয়ন্ত্রণ করা যাচ্ছিলোনা, শেষ পর্যন্ত সেখানে স্থায় ভাবে থাকার ব্যাবস্থা করা হয়েছে,যা আজ ক্যান্টারমেন হিসাবে পরিচিত,
এই তো কয়েক বছর আগে ক্যান্টারমেন এলাকায় তনু নামের একটা মেয়ে ধর্ষন হয়েছে,এই একটা বিষয় চিন্তা করলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এরা পুর্বে কতটা ইতর বর্বর ছিল,

নোয়াখালী আসলেই কিছু নাই,কারন কুমিল্লার আছে রট আপু,যা নোয়াখালীর নাই,

নোয়াখালীতে কিছু নাই,তবে আত্মা সম্মান আছে,তাদের হয়ত কয়টা সরকারি ভবন নাই,কিন্তু তাদের নামের পাশে আছে ধনী জেলা,আর কুমিল্লার নামের পাশে? ইতর,
আরে ভাই যে ভবনগুলো নাই সেটা করা সম্ভব,
কিন্তু তোমাদের নামের সাথে যে কলঙ্ক সেটা কখনোই মুছে দেওয়া সম্ভব না,
,
বিভাগ নয়,আগে সভ্য হও,মানুষ হও,তাহলে হয়ত ইতর শব্দ মুছে যাবে একটা সময়,
তখন নোয়াখালীর মানুষকে পাশে পাইলেও পাইতে পারো,

18/10/2025

সবুজ প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে একপ্রান্তি
#আমাদের #গ্রাম,




17/10/2025

শরিফের মোবাইলে ২০০৬ সালের ছবিও আছে,সুতরাং শরিফ তার ফোনে থাকা যে কোনো কিছু কমপক্ষে ৫,৬টা জায়গায় রাখে,

গত রাতে গোফরান নামের এক যুবককে রাত ১টার সময় চোর সন্দেহ আটক করেছে ৫নং চন্ডিপুরের ৪নং ওয়ার্ড আকরাম উদ্দিন পন্ডিত বাড়ির লোক...
16/10/2025

গত রাতে গোফরান নামের এক যুবককে রাত ১টার সময় চোর সন্দেহ আটক করেছে ৫নং চন্ডিপুরের ৪নং ওয়ার্ড আকরাম উদ্দিন পন্ডিত বাড়ির লোকজন!ঘটনার পরপরই পক্ষে বিপক্ষে নানান মন্তব্য হতে থাকে, কারো দাবি গোফরানের অতীত ইতিহাস বলে সে আসলে চোর নয়,সে রাতে অহেতুক মানুষের ঘরের কোনাই উঁকিঝুঁকি মারে,
তাহলে আমরা ধরে নেই৷ তাকে সন্দেহজনক হিসাবে আটক করা হয়েছে,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,কিছু প্রশ্ন,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যদি সে চোর হয় তাহলে এতো রাতে পাহারা দিয়ে ধরেও৷ তাকে ছেড়ে দিছে কেন?

যদি তাকে সতর্কবার্তা দেওয়ার জন্য শেষ বাড় ছেড়ে দেওয়া হয়,তাহলে চোর হিসাবে ভিডিও প্রকাশ করা হয়েছে কেন?

আবার বর্তমান চন্ডিপুরের এই ভয়াবহ পরিস্থিতিতে সে রাত ১টার সময় ওই বাড়িতে কি করেন?

Address

Laxmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when শরিফ বাঙালি, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share