শরিফ বাঙালি,

শরিফ বাঙালি, শরিফ বাঙালির লড়াইটা ধর্মের সাথে অধর্মের নয়,
সত্যের সাথে মিথ্যের লড়াই,
নীতির সাথে দুর্নীতির লড়াই
(23)

১০ অক্টোবর থেকে তারুণ্যের উচ্ছ্বাস যুব সংঘের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে চন্ডিপুর ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট।এই খেলা...
30/09/2025

১০ অক্টোবর থেকে তারুণ্যের উচ্ছ্বাস যুব সংঘের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে চন্ডিপুর ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট।
এই খেলায় অংশ নিবেন ৪নং ওয়ার্ডের একঝাঁক ফুটবল প্রেমি তরুন প্রজন্ম,যাদের ভালোবাসা এবং আবেগের জায়গা হলো এই ফুটবল,
৪নং ওয়ার্ড কে চ্যাম্পিয়ন করার জন্য তাদের সবটুকু মাঠে উজাড় করে দেওয়ার কথা জানিয়েছেন কেউ কেউ,
শেষ হাসি যেন ৪নং ওয়ার্ডবাসীর মুখে থাকে তার জন্য তারা পতি পক্ষের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন,
তরুন প্রজন্মের এই ভালোবাসা এই আবেগের যায়গায় আপনিও চাইলে আপনার নাম লিখিয়ে নিতে পারেন,
যেমন ৪নং ওয়ার্ডের প্রতি তাদের এই ভালোবাসার প্রতিধান হিসাবে আপনি তাদের দলের সকল খরচের দায়িত্ব নিতে পারেন,
একসেট জার্সি দিতে পারেন,
হাফটাইমে তাদেরকে চা পানি খাওয়ানোর দায়িত্ব নিতে পারেন,
মনে রাখবেন মাঠে শুধু ১১জন খেলোয়ার নয়,১১টা পরিবার তাদের সাথে আছে,আর ১১টা পরিবারের সাথে আরো কয়েক শ পরিবার
এরা আপনাদের ছোট ভাইয়ের৷ মত,আপনাদের সন্তানের মত,
সুতরাং তাদের সাথে যখন আপনি খুব কাছথেকে মিশে যাবেন,তখন তাদের কাছে ফুটেউঠবে আপনার ব্যাক্তিত্ব এবং আপনার মানসিকতা,
যা হয়ে উঠতে পারে আগামীদিনে আপনার জনপ্রিয় হয়ে উঠার সহজ এবং সুন্দর পথ,
শুধু জনপ্রতিনিধিরাই যে এগিয়ে আসবে তা নয়,যে যেখান থেকে যে ভাবে পারবে সে সেখান থেকে এই খেলায় না থেকেও অংশগ্রহণ করতে পারবে,আমরা তাদের ক্ষুদ্র থেকে বৃহত্তর সকল অবধান নিয়মিত প্রচার করে যাবো,
এই বিষয় যারা এগিয়ে আসবেন বা আসতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন,
আমাদের ৪নং ওয়ার্ড টিম ম্যনেজারের সাথে,
,
সর্বশেষ আমি আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম,গত ৫মাসে আমার পেজ @শরিফ বশরিফ বাঙালি, তে এই পর্যন্ত যতটাকা জমেছে তা এই খেলার জন্য ব্যায় করবো,

26/09/2025

লক্ষ্মীপুর পৌর ১০নং ওয়ার্ডে মহিলাকে জবাই করে হত্যা পর হত্যাকারীকে ঐ ঘরের ভিতর লুকিয়ে থাকে, আটক করলো পুলিশ।

এদেরকে নিয়ে বেশ আলোচনা চলছে তাই চুপ থাকতে পারলাম না,ছেলের পক্ষের দাবী অনুযায়ী তারা দেশের প্রচলিত আইনি, এবং ইসলামিক আইন ম...
25/09/2025

এদেরকে নিয়ে বেশ আলোচনা চলছে তাই চুপ থাকতে পারলাম না,
ছেলের পক্ষের দাবী অনুযায়ী তারা দেশের প্রচলিত আইনি, এবং ইসলামিক আইন মেনেই বিয়ে করেছে,

আর মেয়ের পক্ষ তো ধর্ষনের মামলাই দিয়ে দিছে,

তাহলে প্রশ্ন হলো মেয়ে ধর্ষন হয়েছে এই মামলা কে দিয়েছে? নিশ্চয়ই মেয়ে? কারন মেয়ে ছাড়া অন্য কেউ তো ধর্ষনের মামলা দিতে পারেনা,কারন দেশের প্রচলিত আইনে প্রাপ্ত বয়সে তাদের জীবন সঙ্গী তারা ছয়েজ করতে পারবে এখানে কারো নাক গলানোর কথা না,সামাজিকতা আলাদা বিষয়,

মেয়ে যদি ধর্ষনের অভিযোগ করে তাহলে এই ছবিতে এতো সুন্দর করে ধর্ষনকারীর সাথে সে কেন ছবি তুলেছে?

একটা মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে এমন ঘটনার পর তো সেদিনেই পুরো ইউনিয়ন জুরে থমথমে পরিস্থিতি হওয়ার কথা,সেটা না হয়ে এতোদিন পরে কেন বিষয়টা সামনে আসছে?

জোর করে তুলে নিয়ে কাউকে আদৌ বিয়ে করা সম্ভব?
,আমাদের দেশে যতগুলো ডিভোর্স হয় প্রতিটি ডিভোর্সি মেয়ের একটাই অভিযোগ ছেলে নেশা করে,আর সে ফেরেস্তা,
এদের ঘটনাটাও কি এমন না তো? যে দুজনের ইচ্ছে মেয়ে করেছে,আর এখন ছেলে হয়েছে ধর্ষনকারী, আর মেয়ে ফেরেস্তা?

এই ছেলের যদি সব ঠিকঠাক থাকে,তাহলে তো সেও মানহানীর মামলা করে দিতে পারে,কারন তাদের স্বাধীন ইচ্ছের বিরুদ্ধে হস্তক্ষেপ করার অধিকার কারো নাই,

হ্যাঁ, মা, বাবা পরিবার কষ্ট পাবে এটাই স্বাভাবিক, তবে সেটা যেহেতু আইনি অপরাধ নয়,সেহেতু সেটা পুরোপুরি সামাজিক বিষয়,

একটা দেশের নাগরিক কতোটুকু স্বাধীনতা পাবে,আর কতটুকু পাবেনা সেটা দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকেই বিচার বিশ্লেষণ করা হয়...
25/09/2025

একটা দেশের নাগরিক কতোটুকু স্বাধীনতা পাবে,আর কতটুকু পাবেনা সেটা দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকেই বিচার বিশ্লেষণ করা হয়,,কিন্তু আইন যখন আইনের বিরুদ্ধে দাড়ায় তখন সেটার বিচার কে করবে? এই যেমন ছেলেদের বিয়ে করার একটা বয়স, বা মেয়েদের বিয়ের একটা নিদিষ্ট বয়স নির্ধারণ করা হয়েছে,
এই বয়সের আগে কেউ বিয়ে করতে চাইলে সেটা বাল্যবিবাহ হিসাবে দেখা হয়,এর বিরুদ্ধে আইনী ব্যাবস্তা নেওয়ার সুয়োগ রয়েছে,বিয়ে ভেঙে দেওয়াও জেতে পারে,
হাস্যকর বিষয় হলো একটা অপ্রাপ্ত ছেলে বা মেয়ের বিয়ে সামাজিক ভাবে নিষেধ আছে,কিন্তু সেই অপ্রাপ্ত ছেলে মেয়ে কোর্টে গেলে প্রাপ্ত হয়ে যায়,যে আইন তাদের অপ্রাপ্ত ঘোষণা করেছে,সে আইন কি ভাবে তাদেরকে প্রাপ্ত হিসাবে বিবেচনা করে? বিষয়টা ওয়ার কথা ছিল কোর্টে গেলে তাদেরকে আটক করে রাখার,অথচ সেখানে তারা বৈধতার জন্য যায়,এটা কি আইন,? নাকি তাদের মধ্যেমে বিয়ে পড়ানোর একটা ইনকামের কালো রাস্তা?
সবার আগে তো কোর্টে বসে থাকা মানুষগুলোর বিচার হওয়ার কথা,,কে করবে বিচার?

গতকাল ৫নং চন্ডিপুরের মুক্তিযুদ্ধা আবদুল মান্নান সড়কে বা বাতাসি রাস্তা নামে পরিচিত সড়কে দুপুর ১টার দিকে একটি ছিনতাইয়ের ঘট...
19/09/2025

গতকাল ৫নং চন্ডিপুরের মুক্তিযুদ্ধা আবদুল মান্নান সড়কে বা বাতাসি রাস্তা নামে পরিচিত সড়কে দুপুর ১টার দিকে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে,লোকমুখে শুনেছি একজন লোক মোটরসাইকেলে করে আসছেছিল,তার কাছে মাছ এবং সবজি ছিল,তাকে বাতাসি রাস্তায় আটকে গলা টিপে ধরে তার সাথে থাকা টাকা এবং মাছ নিয়ে চলে গিয়েছে ছিনতাইকারীরা,
ঘটনাটা গভীর চিন্তার বিষয়,দিনে দুপুরে এমন খোলামেলা একটা রাস্তায় এমন ঘটনার পর আমরা ৫নং চন্ডিপুরবাসী দিনেও অনিরাপদ হয়ে পড়েছি এটা স্পষ্ট,
সতর্ক বার্তা,যাদের একলা বাড়ি রাস্তার পাশে আপনাদের বাড়ির সামনে হঠাৎ অপরিচিত কেউ হয়ত মোটরসাইকেলে করে এসে কিছু জানতে চাইবে,অথবা পানির পিপাসা লেগেছে বলে পানি চাইবে,বা যে কোনো কৌশলে আপনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারে,সুযোগ ফেলেই অস্রের মুখে আপনাকে জিম্মি করে ফেলতে পারে,সুতরাং অপরিচিত কাউকে বিপদে পড়তে দেখে বেশি মানবিক হওয়ার চেষ্টা করবেন না,
ঘরের বিতর থেকে কথা বলুন,আসেপাশে কেউ থাকলে তাকে ডাক দিন,
মনে রাখবেন তাদের নতুন নতুন কৌশলের কাছে আপনি আমি আমরা সবাই পরাস্ত হতে পারি,তাই অগ্রীম সতর্ক থাকবেন,

16/09/2025

তুফান খলিল ভাই_কে নিয়ে এক পোস্টে আমার পেজের ১২টা বাজি গেছে,আল্লাহ তোদের বিচার করুক,

তুফাত খলিল ৫ই আগস্ট  শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর  একটি পোস্টের মাধ্যমে মাধ্যমে জানিয়ে দিয়েছিল তুফান খলিক সমাজের ক...
09/09/2025

তুফাত খলিল ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর একটি পোস্টের মাধ্যমে মাধ্যমে জানিয়ে দিয়েছিল তুফান খলিক সমাজের কারোর জন্য আতংক নয়,
তারপর থেকে বিভিন্ন সময় ৫নং চন্ডিপুরের মাদকের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে,৭নং ওয়ার্ড উত্তর হাজিপুর তার নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে কিছুদিন আগে ঘোষণা করেছিল ৭নং ওয়ার্ড মাদকমুক্ত,
কতকাল একটি ঘটনাকে কেন্দ্র করে নানান কথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ বলার চেষ্টা করেছে তুফান খলিল আগে মাদক সেবন করতো,বা এটার সাথে জড়িত, বা প্রমান করারও চেষ্টা করেছে,
তুফান খলিল মাদকাসক্ত কিনা আমি সে বিতর্কে যাচ্ছি না, শুধু কিছু কথা তুলে ধরার চেষ্টা করবো,

তুফান খলিল প্রথম যখন মাদকের বিরুদ্ধে কথা বলেছে তখন কেউ তার বিরুদ্ধে আওয়াজ তুলে কেন বলে নাই যে,তুমিও মাদক সেবন করো,
তফান খলিল যখন বলেছে আমি কারো জন্য আতংক নয়,তখন কেউ তার বিরুদ্ধে গিয়ে বললো না কেন,তুমি আমার জন্য বা আমাদের জন্য আতংক,
তফান খলিল আগে মাদক সেবন করেছে তার মানে কি সে ভালো হয়ে এটার বিরুদ্ধে কথা বলতে পারবেনা?

বিষয়টা সহজে বোঝানোর জন্য একটু ইসলামে যেতে হবে,
হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে পর্বের ধর্মের বিরুদ্ধে গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করেছে তখন যদি মানুষ পর্বের ইতিহাস নিয়ে বসে থাকতো তাহলে ইসলাম ধর্ম কায়েম হইতো কি?
আরো সহজ ভাষায় বলতে গেলে হজরত ওমরের কথা বলতে হয়,তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগ পর্যন্ত কতটা অমানবিক এবং ভয়ংকর ছিল সেটা সবাই শুনেছি, কিন্তু ইসলামে আসার পর যখন তিনি মানুষকে হক কথা বলতেন,ভালো কাজের পরামর্শ, এবং খারাপ কাজ এরিয়ে চলার কথা বলতেন,তখন যদি কেউ বলতো ইস সে নিজেই আগে খারাপ ছিল, এখন আইসে সাধু সাজতে তাহলে সে লোক কি আদৌ মুসলিম হতে পারতেন,
কে কবে কখন কি করেছে সেটা টেনে এনে তাকে অপমান অপদস্ত না করে সে বর্তমানে সমাজের জন্য ভালো কিছু করছে কিনা? বা সে তার পর্বের খারাপ কাজ এরিয়ে ভালোর পথে আসছে কিনা সেটা দেখতে হবে,
অতীত নিয়ে পড়ে থাকলে পৃথিবী এগিয়ে যেতোনা,আপনিও না আমিও না,
তর্কের খাতিরে যদি ধরেও নি তুফান খলিল আগে খারাপ ছিল,জাস্ট তর্কের খাতিরে, তার পরেও বর্তমানে তার কাজগুলো প্রশংসনীয়, বর্তমানে যে ভাল কাজ করবে,আর আমি তার অতীত টানবো এটা তো সভ্য জমাজের কাজ নয়,
সত্যিকারে যদি তুফান খলিল খারাপ হয়ে থাকে তারও বিচার হোক,বা অন্য কেউ হলেও যেনো বিচারের মুখোমুখি হতে হয়,
সত্যের জয় হোক,
নয়ত মিথ্যের মেঘে ঢেকে যাবে চন্ডিপুরের আকাশ,আর
মেঘলা আকাশের নিচেই নষ্ট হবে আপনার আমার আমাদের আগামী প্রজন্ম,
রাজনৈতিক হিসাব নিকাশ বাদ দিয়ে আপনার আমার আমাদের আগামী প্রজন্মের জন্য হলেও সত্যের পক্ষে থাকতে হবে,

07/09/2025

বাবা ছেলে চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিয়েছি,,

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় চাচার খন্তির আঘাতে ভাতিজা খু*ন,
06/09/2025

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় চাচার খন্তির আঘাতে ভাতিজা খু*ন,

আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরে অর্জিনাল সৌদিয়ান নিকাপের ব্যাবসা শুরু করলাম,,সাইজ ৫,৬,৭,৮,১০,১২,,যে কোনো সাইজের নিকাপ পাইকার...
02/09/2025

আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরে অর্জিনাল সৌদিয়ান নিকাপের ব্যাবসা শুরু করলাম,,সাইজ ৫,৬,৭,৮,১০,১২,,যে কোনো সাইজের নিকাপ পাইকারি এবং খুচরো নিতে যোগাযোগ করুন এই নাম্বার 01705-009550 হোয়াটসঅ্যাপ,
BMW কাপড় সহ যে কোনো কাপড় দিয়ে বানিয়ে যেওয়া যাবে
খুচরা শুধু মাত্র রামগঞ্জের মধ্যে বিক্রি হবে,

ভোট আপনার,সিদ্ধান্ত আপনার, ভোট শুধু মাত্র একটি কাগজের টুকরো নয়,,আপনার ন্যায়নীতি আদর্শ এবং ব্যাক্তিত্বের পরিচয় বহন করে,,ত...
27/08/2025

ভোট আপনার,সিদ্ধান্ত আপনার, ভোট শুধু মাত্র একটি কাগজের টুকরো নয়,,আপনার ন্যায়নীতি আদর্শ এবং ব্যাক্তিত্বের পরিচয় বহন করে,,
তাই সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তাকেই নির্বাচিত করুন জিনি সামাজিক এবং মানবিক কাজে মেহনতী মানুষের পাশে থাকবে,বা পাশে পাবেন,
মোঃসফিকুল ইসলাম, আসন্ন ৫নং চন্ডিপুর ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী,
,শুভ কামনা রইলো তার জন্য,

হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলিম মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মরলে যে কাঁদে সেই প্রকৃত মানুষ।
26/08/2025

হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলিম মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মরলে যে কাঁদে সেই প্রকৃত মানুষ।

Address

Laxmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when শরিফ বাঙালি, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share