07/08/2025
আপনি চোর ছিনতে পেরেছেন, ডাকাত ছিনতে পেরেছেন এতে কি হবে? আপনি কিছু করতে পারবেন? মোটেও না কারন তাদের শক্তির কাছে আপনি অসহায়, বরং আপনি থানা পুলিশ করে আরো নিঃস্ব হয়ে যাবেন,আপনার পাশে আপনি ছাড়া আর কেউই নাই,প্রথমদিন সবাই পোস্ট করবে বিচার চাইবে তার পর সবাই সবার মত চলবে,,কারন আপনি আমি একতাবদ্ধ না হলেও চোর ডাকাত কিন্তু তাদের বিপদে তাদের যার যতটুকু ক্ষমতা আছে গোপনে সেটা প্রয়োগ করে,,,
আমরা ক্ষমতা প্রয়োগ করি প্রতিবেশীদের সাথে সামান্য কিছু নিয়ে কথাবার্তা হলে,,আমরা ক্ষমতা প্রয়োগ করি খেলায় জোর করে জিততে হবে তার জন্য,
আমরা ক্ষমতা প্রয়োগ করি ৮০%দোষ আমার জেনেও বিচারে জিততে হবে তার জন্য,,
চোর ডাকাত ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের যার যতটুকু ক্ষমতা আছে সেটা প্রয়োগ করিনা,যার কারনে
একটা রাতও নাই যে চুরি ছিনতাই হয়না,আজ টিপু মজুমদার, কাল অন্য কেউ,ডাকাত কিন্তু তার কাজ করেই যাচ্ছে শুধু টিপুর জায়গায় রহিম বা করিম এই টুকুই পরিবর্তন,
,
আপনার কাছে ক্ষমতা আছে,আপনি চাইলে কিছু করতে পারতেন,এবং আপনার পাশে আরোও ৫০জন ক্ষমতাশালী লোক এসে দাড়াবে অথচ আপনি চুপ হয়ে আছেন,দেখেও দেখেন না,শুনেও শুনেন না,কারন আপনার পরিবারের কারোর সাথে তো ঘটেনি তাই আপনি চুপ,,
,,,চোর ডাকাত ছিনতাইকারী এদের শক্তি একজন সাধারণ মানুষের চাইতে অনেক বেশি,এদের যেমন মুল শক্ত, তেমনি আইনের চিপা চাপা ছিনে,সাধারণ মানুষ আইনের এতো চিপাচাপাও ছিনেনা যার কারনে এদেরকে ধরেও কিছু করতে পারেনা,
এদেরকে কঠিন বিচারের মুখোমুখি করতে হলে দরকার রাজনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি ছাড়া সাধারণ মানুষ এদেরকে ধরবে ঠিকই,কিন্তু কিছুই৷ করতে পারবেনা,উল্টো এরা ছাড়া পাইলে আরো ভয়ে থাকবে,
করনীয়, এলাকার সকল রাজনৈতিক শক্তি এক হওয়া,
ডাকাত পরিবারের উপর চাপ সৃষ্টি করা,যেমন আপনার ছেলে এই এই ঘটনা ঘটিয়েছে এর দায়বার আপনিও নিতে হবে,,নয়ত এমন সন্তান আপনার বাড়িতে এবং আপনার জমিনে আসতে পারবেনা এটার লিখিত কাগজ করেন,,পাশাপাশি থানায় চাপ রাখতে হবে,
ওই ইউনিয়নে ঘোষনা করা হবে,এই লোক যার ঘরে আশ্রয় নিবে সকল ছিনতাইয়ের ঘটনার সাথে সেও জরিত হিসাবে বিবেচনা করা হবে,
হিসাবে দেখা হবে,
,,