
30/09/2025
১০ অক্টোবর থেকে তারুণ্যের উচ্ছ্বাস যুব সংঘের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে চন্ডিপুর ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট।
এই খেলায় অংশ নিবেন ৪নং ওয়ার্ডের একঝাঁক ফুটবল প্রেমি তরুন প্রজন্ম,যাদের ভালোবাসা এবং আবেগের জায়গা হলো এই ফুটবল,
৪নং ওয়ার্ড কে চ্যাম্পিয়ন করার জন্য তাদের সবটুকু মাঠে উজাড় করে দেওয়ার কথা জানিয়েছেন কেউ কেউ,
শেষ হাসি যেন ৪নং ওয়ার্ডবাসীর মুখে থাকে তার জন্য তারা পতি পক্ষের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন,
তরুন প্রজন্মের এই ভালোবাসা এই আবেগের যায়গায় আপনিও চাইলে আপনার নাম লিখিয়ে নিতে পারেন,
যেমন ৪নং ওয়ার্ডের প্রতি তাদের এই ভালোবাসার প্রতিধান হিসাবে আপনি তাদের দলের সকল খরচের দায়িত্ব নিতে পারেন,
একসেট জার্সি দিতে পারেন,
হাফটাইমে তাদেরকে চা পানি খাওয়ানোর দায়িত্ব নিতে পারেন,
মনে রাখবেন মাঠে শুধু ১১জন খেলোয়ার নয়,১১টা পরিবার তাদের সাথে আছে,আর ১১টা পরিবারের সাথে আরো কয়েক শ পরিবার
এরা আপনাদের ছোট ভাইয়ের৷ মত,আপনাদের সন্তানের মত,
সুতরাং তাদের সাথে যখন আপনি খুব কাছথেকে মিশে যাবেন,তখন তাদের কাছে ফুটেউঠবে আপনার ব্যাক্তিত্ব এবং আপনার মানসিকতা,
যা হয়ে উঠতে পারে আগামীদিনে আপনার জনপ্রিয় হয়ে উঠার সহজ এবং সুন্দর পথ,
শুধু জনপ্রতিনিধিরাই যে এগিয়ে আসবে তা নয়,যে যেখান থেকে যে ভাবে পারবে সে সেখান থেকে এই খেলায় না থেকেও অংশগ্রহণ করতে পারবে,আমরা তাদের ক্ষুদ্র থেকে বৃহত্তর সকল অবধান নিয়মিত প্রচার করে যাবো,
এই বিষয় যারা এগিয়ে আসবেন বা আসতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন,
আমাদের ৪নং ওয়ার্ড টিম ম্যনেজারের সাথে,
,
সর্বশেষ আমি আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম,গত ৫মাসে আমার পেজ @শরিফ বশরিফ বাঙালি, তে এই পর্যন্ত যতটাকা জমেছে তা এই খেলার জন্য ব্যায় করবো,