30/09/2025
#পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের l ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতি এলাকায় l পুলিশ সূত্রে জানা যায় যে বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে মঙ্গলবার বিকেল ঘটনাস্থলে প্রাণ হারান এক পঁচিশ বছরের যুবক , তবে এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি l