UttarerAbhas

UttarerAbhas উত্তরবঙ্গের চেপে রাখা বঞ্চনার আভাস ব?

উত্তরবঙ্গের অবহেলিত ,বঞ্চিত ,নিপীড়িত চা শ্রমিক,দিন মজুর,কৃষিজীবী মেহনতি মানুষের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি অসংখ্য অগণিত বেকার যুবকযুবতীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকটি পুঙ্খানুপুঙ্খ ভা তুলে ধরতে দায়বদ্ধ উত্তরের অভ্যাস নামক নির্ভীক নিরপেক্ষ পোর্টালটি।

 #পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের l ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতি এলাকায় l পুলিশ সূত্রে জানা যা...
30/09/2025

#পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের l ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতি এলাকায় l পুলিশ সূত্রে জানা যায় যে বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে মঙ্গলবার বিকেল ঘটনাস্থলে প্রাণ হারান এক পঁচিশ বছরের যুবক , তবে এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি l

30/09/2025

#প্রতি বছর মাদারিহাট থানা সংলগ্ন নিরঞ্জন ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন। এবারও ঘাট কমিটি গঠন হয়েছে। ঘাট সম্পর্কে কি বললেন,,,,,,

29/09/2025

#পুজোর থিম, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বার্তা মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপূজা উদ্যোক্তাদের।*
জলপাইগুড়ি জেলার বানারহাটের গয়েরকাটা নাথুয়া রোড মহিলা সংঘ মহিলা পরিচালিত দুর্গাপূজায় এবারে সাত বছরে পা দিলো। পুজোর থিম দুয়ারে সরকার,,,,,,

29/09/2025

#পূজা শুরু। শুরু হাতির তান্ডব। রাতের অন্ধকারে বেপরোয়া হাতি।হাতির তান্ডবে তটস্থ মাদারিহাট বীরপাড়া ব্লকের নাঙডালা চা বাগানের জঙ্গল ও ছোটা লাইনের বাসিন্দারা।রবিবার গভীর রাতে একটি হাতি হানা দিয়ে পৃথক চারটি ঘরের একাংশ ভেঙে তছনছ করে।সাবাড় করে জঙ্গল লাইনের মনিরামের সঞ্চিত চাল আটা।সোমবার সকালে অবশ্য হাতিটি মহল্লা ছেড়ে বেরিয়ে যায় বলে জানা যায়।

29/09/2025

#বিজেপির পক্ষ থেকে শারদ শুভেচ্ছা,,,,,

28/09/2025

মাদারিহাট:
শনিবার গভীর রাতে মাদারিহাট থানার পুলিশ অবৈধ মহিষ পাচারের বড় চক্র ধরে ফেলল। রাঙালিবাজনা চৌপথি সংলগ্ন ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে থেকে মহিষ বোঝাই দুটি ট্রাক আটক করা হয়। ট্রাক দুটিতে ছোট ও বড় মিলিয়ে মোট ৯৪টি মহিষ ছিল।

সূত্রের খবর, পাঁজিপাড়া থেকে আসা ট্রাক দুটি স্থানীয় কিছু যুবকের নজরে আসে। সন্দেহজনকভাবে গাড়ি চলাচল দেখে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাদারিহাট থানার পুলিশ ট্রাক দুটি আটক করে এবং দুই চালককে গ্রেফতার করে। বর্তমানে উদ্ধার হওয়া মহিষগুলোকে মাদারিহাট খয়েরবাড়ির একটি খোয়ারে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এশিয়ান হাইওয়ে গোরু-মহিষ পাচারের করিডর হয়ে উঠেছে। পাচারের ঘটনায় ফের তৃণমূলের এক নেতার নাম উঠে আসায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, ওই নেতা ট্রাক দুটিকে ছাড়ানোর চেষ্টাও করেছিলেন, যদিও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে।

মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার জানান, “শনিবার গভীর রাতে দুটি মহিষবোঝাই ট্রাক আটক করা হয়েছে। মোট ৯৪টি মহিষ উদ্ধার করা হয়েছে এবং দুই চালককে গ্রেফতার করা হয়েছে।”

 #মাদারিহাট: মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে আসন্ন দুর্গোৎসবকে ঘিরে হাতি ও চিতাবাঘের উপদ্রব মোকাবিলায় বিশেষ নিরাপত...
28/09/2025

#মাদারিহাট:
মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে আসন্ন দুর্গোৎসবকে ঘিরে হাতি ও চিতাবাঘের উপদ্রব মোকাবিলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বনদপ্তর। প্রতি বছর পুজোর সময় জলদাপাড়া সংলগ্ন এলাকাগুলোতে বন্যপ্রাণীর বিচরণ বেড়ে যায়। বিশেষত হাতি ও চিতাবাঘের কারণে স্থানীয় বাসিন্দা ও পূজো দর্শনার্থীরা আতঙ্কে থাকেন। সেই পরিস্থিতি এড়াতেই বনদপ্তর এবার পুজোর কয়েকটা দিন অতিরিক্ত নজরদারি ও টহল ব্যবস্থা চালু করেছে।

বনদপ্তরের কর্মীরা রাতভর টহল দিচ্ছেন জলদাপাড়ার লাগোয়া গ্রাম ও পূজা মণ্ডপ এলাকায়। একই সঙ্গে দুর্গাপূজা কমিটি ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিভিন্ন সচেতনতা কর্মসূচিও করা হচ্ছে। পূজা মণ্ডপে মাইকের মাধ্যমে প্রচার করে সবাইকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে, যাতে কেউ একা বনাঞ্চল সংলগ্ন এলাকায় না যান এবং বন্যপ্রাণীর দেখা মেলায় তৎক্ষণাৎ বনদপ্তরকে খবর দেন।

মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায় জানান, “আমরা চেষ্টা করছি যাতে পুজোর সময় কোনো রকম বন্যপ্রাণী-মানুষ সংঘাত না ঘটে। এজন্য বনকর্মীরা টহল দিচ্ছেন এবং প্রতিটি পূজা মণ্ডপে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি, যদি কেউ সমস্যায় পড়েন বা বিপদের মুখে পড়েন, সেজন্য একটি টোল-ফ্রি নম্বরও দেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, বনদপ্তরের এই উদ্যোগে আতঙ্ক কিছুটা হলেও কমেছে। পূজোর আনন্দ নির্বিঘ্ন করতে বনদপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পূজা কমিটিগুলিও।

28/09/2025
28/09/2025

#দ্বীপ নারায়ন সিনহা আলিপুরদুয়ারের বনভূমি কর্মাধ্যক্ষ,,,,

28/09/2025

#মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো,,,,,

27/09/2025

#বিনা নোটিশেই জয় বীরপাড়া চা বাগান ছেড়েছেন বাগান কর্তৃপক্ষ l
#বোনাস না মিলায় ক্ষিপ্ত চা শ্রমিকেরা,,,

 #প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল মুক্তির পথে,,,,
26/09/2025

#প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল মুক্তির পথে,,,,

Address

Madari Hat
735220

Alerts

Be the first to know and let us send you an email when UttarerAbhas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UttarerAbhas:

Share