UttarerAbhas

UttarerAbhas উত্তরবঙ্গের চেপে রাখা বঞ্চনার আভাস ব?

উত্তরবঙ্গের অবহেলিত ,বঞ্চিত ,নিপীড়িত চা শ্রমিক,দিন মজুর,কৃষিজীবী মেহনতি মানুষের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি অসংখ্য অগণিত বেকার যুবকযুবতীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকটি পুঙ্খানুপুঙ্খ ভা তুলে ধরতে দায়বদ্ধ উত্তরের অভ্যাস নামক নির্ভীক নিরপেক্ষ পোর্টালটি।

05/08/2025

#কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর কোন ভয়ের ওপর হামলা l
তাঁকে খুন করার করার চেষ্টা করেছে বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলা পুলিশ পুলিশ সুপারের অফিসে প্রবেশের আগে ওই অভিযোগ করেন। তাঁর কনভয়ে থাকা বুলেটপ্রুফ গাড়ি ভাঙচুর,,,

04/08/2025

মাদারিহাট: রাস্তা পার হতে গিয়ে ফের মৃত্যু হলো একটি চিতা বাঘের। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৭ টা নাগাদ মাদারিহাট বীরপাড়া ব্লকের সরকারি করাত কল সংলগ্ন ৪৮ নং এশিয়ান হাই ওয়ের সড়কের উপর
বন দপ্তর সূত্রে জানা যায় সন্ধ্যা সাতটার নাগাদ একটি লেপার্ড রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা কোন একটি গাড়ি ওই লেপার্ডটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই লেপার্ডটির মৃত্যু হয়।খবর পেয়ে দ্রুত বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত লেপার্ডটি উদ্ধার করেন। তবে ঠিক কোন গাড়ির ধাক্কায় লেপার্টির মৃত্যু হলো তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায় l

 #গাড়ির ধাক্কায়  মাদারিহাট এশিয়ান হাইওয়েতে এক পূর্ণবয়স্ক লেপাটের মৃত্যু l #বনদপ্তর  সূত্রে খবর গাড়ির তীব্র গতিবেগ ...
04/08/2025

#গাড়ির ধাক্কায় মাদারিহাট এশিয়ান হাইওয়েতে এক পূর্ণবয়স্ক লেপাটের মৃত্যু l
#বনদপ্তর সূত্রে খবর গাড়ির তীব্র গতিবেগ থাকায় লেপাটটির মৃত্যু হয়েছে l
#ঘাতক গাড়িটির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বনদপ্তর,,,,,,

 #উত্তরবঙ্গে তৃণমূলের নজর, আলিপুরদুয়ার জেলায় পাঁচের পাঁচ আসন জয়ের টার্গেট অভিষেকেরবছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন...
04/08/2025

#উত্তরবঙ্গে তৃণমূলের নজর, আলিপুরদুয়ার জেলায় পাঁচের পাঁচ আসন জয়ের টার্গেট অভিষেকের

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গে সংগঠন চাঙ্গা করতে কোমর বেঁধে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। দলীয় স্তরে প্রস্তুতি আরও জোরদার করতে সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের দলীয় নেতৃত্ব ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসনের প্রতিটিই দখলে নেওয়ার স্পষ্ট বার্তা দেন অভিষেক। তিনি জানিয়ে দেন, “এই জেলায় আর একটা আসনও হাতছাড়া করা চলবে না।” দলের জেলা নেতৃত্বকে সেইমতো টার্গেট বেঁধে দেন তিনি।

সম্প্রতি মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ী হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিষেক। তিনি জানান, এ জয় প্রমাণ করে মানুষের আস্থা এখন তৃণমূলের দিকেই।

তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ২০২৬ এ তৃণমূল বলে কোন সরকার পশ্চিমবঙ্গে থাকবে না l তৃণমূলের প্রতি মানুষের আস্থা হারিয়েছে, যুবক- যুবতীরা হারিয়েছে কর্মসংস্থান l কয়েকটা প্রজন্মকে মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে l
২০২৬-এ আমরা জাতীয়তাবাদী সরকার গঠন করব l

 #বীরপাড়া: মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ার বিভিন্ন এলাকায় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হা...
04/08/2025

#বীরপাড়া: মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ার বিভিন্ন এলাকায় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল বীরপাড়া ও মাদারিহাট থানার সাইবার টিম।
পুলিশ সূত্রে জানা যায়, সাইবার সেলের অফিসার দীপঙ্কর দাস এবং ধনঞ্জয় গিরির নেতৃত্ব বীরপাড়ায় মোট ৬০ টি মোবাইল ফোন উদ্ধার হয়। অপরদিকে মাদারিহাট থানার সাইবার ছেলের অফিসার রতন বর্মন ত্রিশটি উদ্ধারকৃত মোবাইল গুলি অনুসন্ধানের পর সোমবার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়।মোবাইল ফোন ফিরে পেয়ে সকলেই খুশি। তারা সাইবার সেলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 #তৃণমূলের লোকসভার দলনেতা নির্বাচিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,,,
04/08/2025

#তৃণমূলের লোকসভার দলনেতা নির্বাচিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,,,

 #ফালাকাটায়  সনাতনী নিয়ম মেনে বট পাকুরের বিয়ে। পুরোহিত ছিলেন ৫ জন। ছিল বর পক্ষ ও কনে পক্ষ।মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে সম্...
03/08/2025

#ফালাকাটায় সনাতনী নিয়ম মেনে বট পাকুরের বিয়ে।
পুরোহিত ছিলেন ৫ জন। ছিল বর পক্ষ ও কনে পক্ষ।মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে সম্পূর্ণ হিন্দু মতে বিয়ে সম্পন্ন হয়। কন্যাদান, সিঁদুর দান বউভাত সবটাই হয়েছেহিন্দু শাস্র মেনে। খাবারের মেনু ছিল খিচুড়ি, মিক্সভেজ, পনিরের সবজি, চাটনি আর সবশেষে মিষ্টি।নিমন্ত্রিত প্রায় দুই হাজার মানুষ। সকলেই পাতপেড়ে খেয়েছেন।তবে শুধু বিয়ে নয়। ছিল পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর বার্তা।

 #পাচারের আগেই নিষিদ্ধ  ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেফতার করে মাদারিহাট থানার পুলিশ l পুলিশ সূত্রে জানা যায়, শিলিগুড়ি থেক...
03/08/2025

#পাচারের আগেই নিষিদ্ধ ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেফতার করে মাদারিহাট থানার পুলিশ l
পুলিশ সূত্রে জানা যায়, শিলিগুড়ি থেকে মাদারিহাট বীরপাড়া ব্লকের হিমালয় হোটেল সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ট্যাবলেট গুলি এনে রাখা হয়। সেখান থেকে জোটেশ্বরের বাসিন্দা সুকান্ত রায় এবং বীরপাড়ার বাসিন্দা সামিনুল হক নামে দুই যুবক বাইকে করে বীরপাড়া নিয়ে সময় ট্যাবলেট সহ হাতেনাতে ধরা পরে। তাঁদের কাছ থেকে ১৯ হাজার নিষিদ্ধ ট্যাবলেট বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আদালতে পাঠিয়ে ৭ দিনের পুলিশি হেফাজতে আনা হয় বলে মাদারিহাট পুলিশ সূত্রে জানা যায়।

30/07/2025

#বাগান নিয়ে বললেও বীরপাড়ার জলন্ত সমস্যা ডলোমাইট নিয়ে কিছু না বলায় হতাশ বীরপাড়াবাসী।

29/07/2025

#গত রাতে হাতির হানায় ভাঙলো তিনটি ঘর।ঘটনাটি মধ্য মাদারিহাট এলাকায়। হাতি তাড়ানোর লাইট না পেয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর,,,

 #বীরপাড়া: নিয়মিত রেশন সামগ্রী সরবরাহ না করার অভিযোগ উঠল মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া দিন বাজারে অবস্থিত একটি সরকার...
29/07/2025

#বীরপাড়া: নিয়মিত রেশন সামগ্রী সরবরাহ না করার অভিযোগ উঠল মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া দিন বাজারে অবস্থিত একটি সরকারি রেশন দোকানের বিরুদ্ধে।
অভিযোগ সরকারি বরাদ্দ থাকা সত্বেও রেশন সামগ্রী পাচ্ছেন না কয়েকজন গ্রাহক।তাঁদের অভিযোগ ঠিকমতো চা, আটা চিনি পাচ্ছেন না। এছাড়া গ্রাহক হয়রানির অভিযোগ ও উঠেছে সংশ্লিষ্ট রেশন দোকানের বিরুদ্ধে। এক
গ্রাহক জানান,গত তিনমাস ধরে চিনি পাচ্ছেন না।রেশন ডিলার চিনি নেই অজুহাত দেখিয়ে ফিরিয়ে দিচ্ছেন। এভাবেই হয়রানির শিকার হচ্ছেন।ডিস্ট্রিবিউটর প্রয়োজন ভিত্তিক সামগ্রী সরবরাহ করছে না বলে রেশন ডিলারের কাছে জানতে পারেন।
রেশন মালিক রানু সরকার বলেন,অভিযোগ অস্বীকার করেন।
মাদারিহাট বিডিও অমিত কুমার চৌরাসিয়া বলেন, আমি বিষয়টি খোঁজ নিচ্ছি,,,

 #মাদারিহাট: ক্যারাটে প্রতিযোগিতায় ফের সাফল্য পেল মাদারিহাট ক্যারাটে একাডেমি।কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অ...
29/07/2025

#মাদারিহাট: ক্যারাটে প্রতিযোগিতায় ফের সাফল্য পেল মাদারিহাট ক্যারাটে একাডেমি।কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতায় মাদারিহাট ক্যারাটে একাডেমির ছাত্র ছাত্রীরা ১৬ টি মেডেল পেল বলে জানান একাডেমির প্রশিক্ষক প্রভাস বড়গাঁও । তিনি বলেন গত ২৬ এবং জুলাই কলকাতায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় মালয়েসীয়া, চিন, নেপাল, ভুটান সহ আটটি দেশের খেলোয়াড়রা অংশ নেন। সেই প্রতিযোগিতায় আমাদের একাডেমির ১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং ১৬ টি মেডেল পেয়েছে বলে তিনি জানান ক্যারাটে প্রশিক্ষক প্রভাস বড়গাঁও l

Address

Madari Hat
735220

Alerts

Be the first to know and let us send you an email when UttarerAbhas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UttarerAbhas:

Share