29/07/2025
#বীরপাড়া: নিয়মিত রেশন সামগ্রী সরবরাহ না করার অভিযোগ উঠল মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া দিন বাজারে অবস্থিত একটি সরকারি রেশন দোকানের বিরুদ্ধে।
অভিযোগ সরকারি বরাদ্দ থাকা সত্বেও রেশন সামগ্রী পাচ্ছেন না কয়েকজন গ্রাহক।তাঁদের অভিযোগ ঠিকমতো চা, আটা চিনি পাচ্ছেন না। এছাড়া গ্রাহক হয়রানির অভিযোগ ও উঠেছে সংশ্লিষ্ট রেশন দোকানের বিরুদ্ধে। এক
গ্রাহক জানান,গত তিনমাস ধরে চিনি পাচ্ছেন না।রেশন ডিলার চিনি নেই অজুহাত দেখিয়ে ফিরিয়ে দিচ্ছেন। এভাবেই হয়রানির শিকার হচ্ছেন।ডিস্ট্রিবিউটর প্রয়োজন ভিত্তিক সামগ্রী সরবরাহ করছে না বলে রেশন ডিলারের কাছে জানতে পারেন।
রেশন মালিক রানু সরকার বলেন,অভিযোগ অস্বীকার করেন।
মাদারিহাট বিডিও অমিত কুমার চৌরাসিয়া বলেন, আমি বিষয়টি খোঁজ নিচ্ছি,,,