12/01/2023
ডিজিটাল ইন্ডিয়ায় ত্রিপুরার জনজাতিদের জীবনযাত্রার দুরবস্থা
পঁচিশ বছরের বাম শাসনের অবসানের পর পাঁচ বছরের ডাবল ইঞ্জিন সরকার পেয়েছে ছোট্ট রাজ্য ত্রিপুরা । কিন্তু বদল হয় নি ত্রিপুরার জনজাতিদের জীবনযাত্রার মান । ডিজিটাল ইন্ডিয়ার যুগে নেই চলাচলের জন্য একটা ভালো রাস্তা, বসবাসের জন্য একটা পাকা ঘর । ফলে বিজেপি সরকারের প্রতিটি ঘরে সুশাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন করছেন ত্রিপুরা ৫৯ নম্বর পেঁচারতল পূর্ব আন্ডারছড়ার জয়াপা বাড়ি ভিলেজের জনজাতিরা ।