27/09/2025
প্যান্ডেলে ঠাকুর দেখা শেষ, ভিড় ঠেলে যখন পায়ে পায়ে বেরোচ্ছো, হঠাৎই ভেসে আসে মিষ্টির গন্ধ। ঝালঝাল খাবারের স্বাদে পেট ভরে গেছে অনেক আগেই, কিন্তু মনটা যেন খুঁজছে অন্য কিছু।
এক কোণে ভিড় জমেছে — কারও হাতে মাটির ভাঁড়ে লাল ক্ষীর দই, কারও মুখে গলে যাচ্ছে বেকড রসগোল্লা। পাশে দাঁড়িয়ে কেউ বলছে, “আরে, এ তো সেই পুরনো দিনের স্বাদ!”
তুমি একটু এগিয়ে গেলে, সামনে লেখা — Banglar.doi। সরভাজা, রাজভোগ, কালোজাম, ছানার ভাপা পাটুরি… আহা, এতকিছুর মাঝে কোনটা আগে নেবে বুঝতেই পারছো না।
তখনই বুঝতে পারো, পুজোর খাওয়া-দাওয়া আসলে অসম্পূর্ণই থেকে যেত, যদি না এই একচিলতে মিষ্টির টানে মন ভরে যেত।
এইবার পুজোয়, Newtown Sarbojonin-এ, সেই পুরনো দিনের স্বাদ নিয়ে দাঁড়িয়ে আছে Banglar.doi।
এসো, একটু থেমে মিষ্টিমুখ করো। বাকিটা গল্প আপনাআপনিই তৈরি হবে।