13/07/2025
আকর্ষণীয় সঙ্গীত অনুষ্ঠান। সবাই সপরিবারে আসুন। শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ আসুন।
*আগামী ১২ ও ১৩ জুলাই'২৫ শনি ও রবিবার বিকেল ৫.৩০ টায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কোলকাতার স্বনামধন্য প্রখ্যাত শিল্পী সমন্বয়ে "শ্রদ্ধাঞ্জলি" সংগীতানুষ্ঠান। স্থান - দুর্গাকিঙ্কর সদন। আমাদের দেশের গর্ব, পৃথিবীখ্যাত শিল্পী শচীন দেব বর্মন, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় ও আর ডি বর্মন -কে তাঁদের গানে গানে শ্রদ্ধা নিবেদন।
*সবাই আসুন। প্রবেশ অবাধ। প্রতিদিন বিকাল ৫ টায় হলে প্রবেশ করে আসন সংগ্ৰহ করুন।
গান গাইবেন: অরুন্ধতি হোম চৌধুরী, মনোময় ভট্টাচার্য, শমীক পাল, গৌতম ঘোষ, সৌমিত্র রায়, শিবাজি চট্টোপাধ্যায়, জোজো, অমিত গাঙ্গুলি, পিউ মুখার্জি সুরজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন ও অন্যান্য বিশিষ্ট শিল্পীবৃন্দ।
সবাই আসুন। প্রবেশ অবাধ।