Malda Vloggers Community

Malda Vloggers Community Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Malda Vloggers Community, Social Media Agency, English Bazar, Malda.

13/07/2025

আকর্ষণীয় সঙ্গীত অনুষ্ঠান। সবাই সপরিবারে আসুন। শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ আসুন।
*আগামী ১২ ও ১৩ জুলাই'২৫ শনি ও রবিবার বিকেল ৫.৩০ টায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কোলকাতার স্বনামধন্য প্রখ্যাত শিল্পী সমন্বয়ে "শ্রদ্ধাঞ্জলি" সংগীতানুষ্ঠান। স্থান - দুর্গাকিঙ্কর সদন। আমাদের দেশের গর্ব, পৃথিবীখ্যাত শিল্পী শচীন দেব বর্মন, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় ও আর ডি বর্মন -কে তাঁদের গানে গানে শ্রদ্ধা নিবেদন।
*সবাই আসুন। প্রবেশ অবাধ। প্রতিদিন বিকাল ৫ টায় হলে প্রবেশ করে আসন সংগ্ৰহ করুন।
গান গাইবেন: অরুন্ধতি হোম চৌধুরী, মনোময় ভট্টাচার্য, শমীক পাল, গৌতম ঘোষ, সৌমিত্র রায়, শিবাজি চট্টোপাধ্যায়, জোজো, অমিত গাঙ্গুলি, পিউ মুখার্জি সুরজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন ও অন্যান্য বিশিষ্ট শিল্পীবৃন্দ।
সবাই আসুন। প্রবেশ অবাধ।

13/07/2025

মালদা দিলীপ স্মৃতি সংঘের ৭৫ বছর উপলক্ষে "স্পেশাল চাইল্ডদের" নিয়ে বিশেষ উদ্যোগ ওনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, অনুষ্ঠিত হয়েছিল আর্ট কম্পিটিশন নাচ-গান আরো অনেক কিছু। মালদা ব্লগারস কমিউনিটি উপস্থিত ছিল ওই দিন ওনাদের সাথে এই দিনটি যাপন করতে, উপস্থিত ছিলেন মালদা জেলার গুণীজনেরা এবং ওয়ার্ড কাউন্সিলর গন। এভাবেই কেটে যায় দিনভর।

11/07/2025

মালদা বাইপাসে একটি বেসরকারি রেস্টুরেন্ট থেকে ফিরতে সদরঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে, আমাদের দলের একজনের সাথে, এটা একটা স্ক্যাম যখনই চারচাকা থেকে নেমে গাড়িটা হটাতে যাবে তখনই একটা হামলা হওয়ার সম্ভাবনা ছিল, কিংবা বিনা কারণে ঝামেলা করার সম্ভাবনা এ ধরনের ঘটনা ঘটতেই দেখা যাচ্ছে মাঝেমধ্যে ।।প্রশাসনই হস্তক্ষেপ চাইছি। West Bengal Police Malda District Police - Committed To Perform Malda CyberCrime Bondhu

10/07/2025

গৌড়বঙ্গ ম্যাজিক ফেস্টিভাল ২০২৫, তারিখ:-১২ জুলাই এবং ১৩ই জুলাই ২০২৫ যেটা অনুষ্ঠিত হবে মালদা টাউন হলে AC, সকলে আসুন একটি প্রবেশ মূল্য রয়েছে, আসুন ভিড় করে আসুন। পরিচালনায় wonder magic , ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিন।

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পরিমল ত্রিবেদী আর আমাদের মধ্যে নেই। ৮.৭.২৫ দুপুর ১.৪৫ মিনিটে বিশিষ্ট নাট্যকার, নাট্য শিল্পী, নাট...
09/07/2025

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পরিমল ত্রিবেদী আর আমাদের মধ্যে নেই। ৮.৭.২৫ দুপুর ১.৪৫ মিনিটে বিশিষ্ট নাট্যকার, নাট্য শিল্পী, নাট্য পরিচালক, মালদা মালঞ্চ নাট্য দলের অন্যতম পুরোধা, রাজ্য নাট্য একাডেমীর পূর্বতন সদস্য, মালদা শিল্পী সংসদের অন্যতম প্রতিষ্ঠা কালীন সদস্য, প: বঙ্গ নাট্য একাডেমী পুরস্কার ও বঙ্গরত্ন উপাধি প্রাপ্ত শ্রদ্ধেয় পরিমল ত্রিবেদী ৭২ বছর বয়সে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে প্রয়াত হলেন। এই বাংলার নাট্য জগতের অপূরণীয় ক্ষতি। Malda Vloggers Community এর পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। স্বজন বিয়োগের সমব‌্যথা জানাই, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন।🙏
~ শুভম ভাস্কর
(Secratary,Malda Vloggers Community)

04/07/2025

হেল্প করুন আপনার একটি সাহায্য বাঁচাতে পারে একটি প্রাণ।

Address

English Bazar
Malda
732101

Telephone

+917029145742

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malda Vloggers Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malda Vloggers Community:

Share