PG United

PG United "Simlapal Perfect Genius United Society"
Reg. No - SO235630
* ALL FOR ONE, ONE FOR ALL * All kind of Social Work. We are not an NGO

কিছু কিছু পারফরম্যান্স ব্যার্থতা, সমালোচনা, জয় পরাজয়ের ঊর্ধ্বে। অনেক যুদ্ধ হেরে গিয়েও জেতার সমতুল্য প্রভাব ফেলে।  কাল...
15/07/2025

কিছু কিছু পারফরম্যান্স ব্যার্থতা, সমালোচনা, জয় পরাজয়ের ঊর্ধ্বে। অনেক যুদ্ধ হেরে গিয়েও জেতার সমতুল্য প্রভাব ফেলে। কাল স্যার জাদেজাকে দেখে CHHAVA সিনেমার সেই আইকনিক ডায়লগ মনে পড়ে যায় - "Hathi Ghode Top Talware, Fauj toh teri saari hai, Par zanjeer mein jakda Raja mera, ab bhi sab pe bhari hai"

ছোট্ট ভুলে মৃত্যু কাবাডি খেলোয়াড়ের। আপনি একই ভুল করেননি তো ? জানুন এবং অবশ্যই সকলকে শেয়ার করুন।           PG United F...
08/07/2025

ছোট্ট ভুলে মৃত্যু কাবাডি খেলোয়াড়ের। আপনি একই ভুল করেননি তো ? জানুন এবং অবশ্যই সকলকে শেয়ার করুন। PG United Facebook

শুভ জন্মদিন ক্যাপ্টেন কুল – মহেন্দ্র সিং ধোনি। 🇮🇳 🎉🎂🎂🎂🎂🎂🎂🎂❤️❤️❤️❤️❤️❤️❤️আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মানুষটিকে, ...
07/07/2025

শুভ জন্মদিন ক্যাপ্টেন কুল – মহেন্দ্র সিং ধোনি।
🇮🇳 🎉🎂🎂🎂🎂🎂🎂🎂❤️❤️❤️❤️❤️❤️❤️

আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মানুষটিকে, যিনি শুধু ক্রিকেট মাঠে নয়, কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করেছেন তাঁর শান্ত স্বভাব, অসাধারণ নেতৃত্ব আর অনন্য কৌশলে।
🏆🙏 ক্যাপ্টেন কুল — একজন নেতা, একজন যোদ্ধা, একজন অনুপ্রেরণা। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট পেয়েছে অনেক অবিস্মরণীয় মুহূর্ত।

পিজি ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে মহেন্দ্র সিং ধোনিকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার মতো কিংবদন্তি সব সময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন।

05/07/2025

সিমলাপাল ব্লকের দুবরাজপুরের উল্টো রথ যাত্রা...

পিজি ইউনাইটেড ক্লাবের বর্তমান সভাপতি -সুব্রত মন্ডল মহাশয়,আপনার কর্মক্ষেত্র অর্থাৎ LIC এর DO (Development Officer) থেকে ...
01/07/2025

পিজি ইউনাইটেড ক্লাবের বর্তমান সভাপতি -সুব্রত মন্ডল মহাশয়,

আপনার কর্মক্ষেত্র অর্থাৎ LIC এর DO (Development Officer) থেকে ABM ( Assistant Branch Manager) পদোন্নতির খবরে যেমন আমাদের হৃদয় আনন্দে ভরে উঠেছে, তেমনি একরাশ বিষণ্ণতাও এসে ভর করেছে—কারণ আমরা বুঝতে পারছি, ক্লাবের একজন শক্তিশালী স্তম্ভ, একজন অভিভাবকসুলভ নেতা, একজন অন্তরঙ্গ সাথীকে আমরা হয়তো আর আগের মতো কাছে পাবো না। পিজি পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং অসংখ্য শুভেচ্ছা। আপনার কর্মজীবনে এই গৌরবময় পদোন্নতি শুধু আপনার নিষ্ঠা, পরিশ্রম এবং নেতৃত্বের ফল, তা-ই নয়—এটি আমাদের সকলের জন্য গর্বের বিষয়।

আপনার সাফল্য আমাদের প্রেরণা জোগায়। আমরা বিশ্বাস করি, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার মূল্যবান অভিজ্ঞতা ও নেতৃত্ব অন্যদের পথ দেখাবে।
তবে মনে রাখবেন, পিজি ইউনাইটেড ক্লাব আপনার জন্য সবসময় অপেক্ষায় থাকবে।।
আপনি আপাতত দূরে থাকলেও, আমাদের হৃদয়ের কাছেই এবং ক্লাবের সঙ্গে একইভাবে যুক্ত থাকবেন।।

আপনার আগামীর পথ আরও মসৃণ ও সাফল্যমণ্ডিত হোক—এই কামনায়,

—আপনার প্রিয় " পিজি ইউনাইটেড পরিবার।"
Facebook PG United

রাজ্যের এই পরিস্থিতির জন্য দায়ী কারা ?  আমরা কি সত্যিই নিরাপদ ? আমাদের চাহিদা খুব সামান্য আমরা চাই প্রত্যেকটি সাধারণ মা...
29/06/2025

রাজ্যের এই পরিস্থিতির জন্য দায়ী কারা ?
আমরা কি সত্যিই নিরাপদ ?
আমাদের চাহিদা খুব সামান্য আমরা চাই প্রত্যেকটি সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।

দীর্ঘ প্রতিক্ষার অবসান । আজ থেকে শুরু হল বাঁকুড়া থেকে হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেন পরিষেবা। এর ফলে বাঁকুড়া থেকে হাওড়া ...
28/06/2025

দীর্ঘ প্রতিক্ষার অবসান । আজ থেকে শুরু হল বাঁকুড়া থেকে হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেন পরিষেবা। এর ফলে বাঁকুড়া থেকে হাওড়া যাবার সময় অনেকটাই কমে গেল। অনেক দিন ধরে বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত ট্রেন চলাচল ছিল । কিন্তু এই নতুন ট্রেন পরিষেবার ফলে শুধু মাত্র যাতায়াত নয় ব্যবসা বাণিজ্য , শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রেও অনেকটাই সুযোগ সুবিধা হবে।
PG United Facebook

27/06/2025

একনজরে রথযাত্রা সিমলাপাল। জয় জগন্নাথ 🙏 ০ !! ০ 🙏
PG United Facebook

রথযাত্রার প্রস্তুতিপর্ব। সিমলাপাল । জয় জগন্নাথ ০ !! ০
27/06/2025

রথযাত্রার প্রস্তুতিপর্ব। সিমলাপাল । জয় জগন্নাথ ০ !! ০

অবশেষে ১৬ কোটি টাকার ইনজেকশন পেল অস্মিকা । এই প্রথম ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এতটা টাকা তোলা সম্ভব হল। বোঝা গেল মানবিকতা...
24/06/2025

অবশেষে ১৬ কোটি টাকার ইনজেকশন পেল অস্মিকা । এই প্রথম ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এতটা টাকা তোলা সম্ভব হল। বোঝা গেল মানবিকতা এখনও বিদ্যমান মানুষের মধ্যে।
💐 এই খুশি শুধু মাত্র অস্মিকার বাবা মায়ের নয় এই খুশি প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর প্রতিটি মানুষের। ........ জয় হল মানবতার .......
অস্মিকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি। 🙏🙏🙏🙏🙏🙏🙏
#অস্মিকা PG United Facebook

Address

Simlapal

Alerts

Be the first to know and let us send you an email when PG United posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PG United:

Share