01/07/2025
পিজি ইউনাইটেড ক্লাবের বর্তমান সভাপতি -সুব্রত মন্ডল মহাশয়,
আপনার কর্মক্ষেত্র অর্থাৎ LIC এর DO (Development Officer) থেকে ABM ( Assistant Branch Manager) পদোন্নতির খবরে যেমন আমাদের হৃদয় আনন্দে ভরে উঠেছে, তেমনি একরাশ বিষণ্ণতাও এসে ভর করেছে—কারণ আমরা বুঝতে পারছি, ক্লাবের একজন শক্তিশালী স্তম্ভ, একজন অভিভাবকসুলভ নেতা, একজন অন্তরঙ্গ সাথীকে আমরা হয়তো আর আগের মতো কাছে পাবো না। পিজি পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং অসংখ্য শুভেচ্ছা। আপনার কর্মজীবনে এই গৌরবময় পদোন্নতি শুধু আপনার নিষ্ঠা, পরিশ্রম এবং নেতৃত্বের ফল, তা-ই নয়—এটি আমাদের সকলের জন্য গর্বের বিষয়।
আপনার সাফল্য আমাদের প্রেরণা জোগায়। আমরা বিশ্বাস করি, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার মূল্যবান অভিজ্ঞতা ও নেতৃত্ব অন্যদের পথ দেখাবে।
তবে মনে রাখবেন, পিজি ইউনাইটেড ক্লাব আপনার জন্য সবসময় অপেক্ষায় থাকবে।।
আপনি আপাতত দূরে থাকলেও, আমাদের হৃদয়ের কাছেই এবং ক্লাবের সঙ্গে একইভাবে যুক্ত থাকবেন।।
আপনার আগামীর পথ আরও মসৃণ ও সাফল্যমণ্ডিত হোক—এই কামনায়,
—আপনার প্রিয় " পিজি ইউনাইটেড পরিবার।"
Facebook PG United