
29/07/2025
মহারাজ জী, আর কত দিন এই নোংরা রাজনীতি চলবে?
আশারামবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি-র মন কি বাত অনুষ্ঠানে বিজেপি কর্মীদের উপর তিপ্রা মথার প্রাণঘাতী হামলার পর মথা নেতৃত্ব প্রথমে সব অস্বীকার করে, উলটে সিপিএমকে দোষারোপ করে।
কিন্তু পুলিশ তদন্তের ভিত্তিতে ইতিমধ্যে তিনজন গ্রেফতার হয়েছে।
যারা সেদিন সিপিএমের নামে দোষ চাপিয়েছিল, তারাই আজ দলীয় পতাকা নিয়ে থানা ঘেরাও করতে যাচ্ছে।
👉 মহারাজ, প্রজার রক্তে স্নান করে কি আপনি থানসা করবেন?
ত্রিপুরার শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ গড়া কি এক নতুন সংস্কৃতি?
🙏 কৃতজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি দলমত নির্বিশেষে আইনের শাসন প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ—এখানে “রাজা-প্রজা” সবার জন্য আইন সমান।