Anil Gayen

Anil Gayen চোরের দুনিয়ায় নিজেকে সৎ রাখা কষ্ট

14/05/2025
14/05/2025

যুদ্ধ শুরুর আগে সর্বদলীয় বৈঠক,
কিন্তু
যুদ্ধ বন্ধের ঘোষণা একক সিদ্ধান্তে।

তারপরেও শুন্য পাওয়া দলটাই গালাগালি খাচ্ছে।
যুদ্ধ বন্ধ হলো কার স্বার্থে?
এর জবাব কে দেবে?
৫৬ ইঞ্চি ছাতি কিসের আঘাতে দুমড়ে মুচড়ে গেল?
এই কথা গুলো এখন সবাই বলছেন।
( যদিও আমি ব্যক্তিগতভাবে মনেপ্রাণে বিশ্বাস করি আমাদের সরকার যুদ্ধ বন্ধের ঘোষণা সঠিক নিয়েছেন। আমার ব্যক্তিগত মতের সঙ্গে আপনি যদি সহমত না হোন, তাহলে উপরের প্রশ্নগুলো আপনিও আশা করি করবেন। )

✍️অনিল গায়েন

28/04/2025

Mayukh Ranjan Ghosh এর কড়া হুশিয়ারি লস্কর-ই-তৈবাকে।
যতদিন সংবিধান থেকে সেক্যুলার শব্দটি না উঠছে ততদিন এই ব্যক্তিকে নেপালে রাখা হোক।

চারিদিকে এত ঘৃণা ।যারা ঘৃণা ভরা মেসেজ দেখে মুড অফ করছেন ।তাদের মন ভালো করার একটা ওষুধ আমি পেয়েছি ।"ক্ষমা " শব্দ টা বলে ...
26/04/2025

চারিদিকে এত ঘৃণা ।
যারা ঘৃণা ভরা মেসেজ দেখে মুড অফ করছেন ।
তাদের মন ভালো করার একটা ওষুধ আমি পেয়েছি ।

"ক্ষমা " শব্দ টা বলে কাজে মন দিন ।কর্মই ধর্ম
ছত্রে ছত্রে দুর্নীতি ভরা সমাজে আপনার নিষ্ঠাভরা,সৎভাবে কাজ করাতেই দেশ এগোবে ।

যার ইচ্ছে হবে "ক্ষমা" নিয়ে নেবে ।
যার ইচ্ছে "ক্ষমা" দিয়ে দেবে ।

আমার বিশ্বাস,
ভালোবাসার ভারত বর্ষে ঘৃণা কখনও
জেতেনি জিতবেওনা ❤️

✍️✍️✍️ Dr. Asfakulla Naiya

26/04/2025

ফেরদৌস বাবু সাবাস, সঠিক উত্তর দিয়েছেন, হরেকৃষ্ণ কোঙগার বলতেন ইটের বদলে পাটকেল দিতে হয়।

18/04/2025

মাননীয় দিলীপ ঘোষ

রিঙ্কু মজুমদার
এর দাম্পত্য জীবন সুখের হোক।

শিক্ষকদের সঙ্গে নিজে থেকেই মিটিং করেছি, আগামী দিনেও মিটিং করব। পুরানো একটা কথা মনে করিয়ে দি -- অতীতে আমি ডাক্তারদের সঙ্...
10/04/2025

শিক্ষকদের সঙ্গে নিজে থেকেই মিটিং করেছি, আগামী দিনেও মিটিং করব। পুরানো একটা কথা মনে করিয়ে দি --
অতীতে আমি ডাক্তারদের সঙ্গে ও মিটিং করেছিলাম, তার মানে এই নয় যে আমি তাদের দাবি পূরণ করেছি। সাময়িক তাদের সান্ত্বনা দিয়ে আমার স্বার্থ রক্ষা করায় আমার মূল লক্ষ্য।
তোমরা দেখে নিও শিক্ষকদের ক্ষেত্রেও ঠিক আমার মূল লক্ষ্যই আমি পূরণ করব।

বাচ্চাগুলো চোর পুলিশ খেলবে। কিন্তু কিছুতেই খেলা শুরু করা যাচ্ছে না। বাচ্চারা কেউ আর পুলিশ হতে চাইছে না সবাই খেলায় চোর হ...
10/04/2025

বাচ্চাগুলো চোর পুলিশ খেলবে। কিন্তু কিছুতেই খেলা শুরু করা যাচ্ছে না। বাচ্চারা কেউ আর পুলিশ হতে চাইছে না সবাই খেলায় চোর হতে চাইছে।

Address

Mathurapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anil Gayen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share