বাংলা অনলাইন কীর্তন-Bangla Online Kirtan

  • Home
  • India
  • Mayapur
  • বাংলা অনলাইন কীর্তন-Bangla Online Kirtan

বাংলা অনলাইন কীর্তন-Bangla Online Kirtan "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম,
রাম রাম হরে হরে"
(1)

08/08/2023

মা আসছে 🥰

20/07/2023

"যেদিন আমরা নিজেকে সম্পূর্ণরূপে কৃষ্ণের কাছে সমর্পণ করব, তিনি আমাদের প্রেমের প্রস্তাব গ্রহণ করবেন।"🌿🙏

রাধে রাধে 🌿🙏
17/07/2023

রাধে রাধে 🌿🙏

01/07/2023
যে মত্ত কৃষ্ণ প্রেমে সেই বোঝে কি দারুন এই রূপ...জয় শ্রী রাধা কৃষ্ণের জয়...🌿🙏❤️
25/06/2023

যে মত্ত কৃষ্ণ প্রেমে সেই বোঝে কি দারুন এই রূপ...
জয় শ্রী রাধা কৃষ্ণের জয়...🌿🙏❤️

জীবনের প্রথম এবং শেষ ভালোবাসাটা পরম বান্ধব   শ্রীকৃষ্ণের প্রতি হ‌ওয়াটাই বাঞ্চনীয় ।  জীবনের মাঝের দিনগুলোতে শুধু যন্ত্র...
23/06/2023

জীবনের প্রথম এবং শেষ ভালোবাসাটা পরম বান্ধব শ্রীকৃষ্ণের প্রতি হ‌ওয়াটাই বাঞ্চনীয় ।

জীবনের মাঝের দিনগুলোতে শুধু যন্ত্রণা তো থাকবেই ।

সারা দিনভর একটু সুখ খুঁজে না পেলেও দিন শেষে কৃষ্ণের হাসিমাখা একটা ছবিও সুখের অনেক আশ্বাস ।

গোবিন্দের দেখা হোক বা না হোক শুধু তার প্রতি বিশ্বাস আর তার অনুভূতিটা চাই ই চাই ।

ধন দৌলতে নাহি মোর আশা,
যদি থাকে কৃষ্ণের প্রতি ভালোবাসা ।
ভব পার কর ওগো আমার দয়াল হরি ,
তোমার আশায় রইল আমার জীবনের তরী ।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

22/06/2023

⍣⃝𝄞Hare⍣⃝𝄞Krishna⍣⃝🌼

কৃষ্ণের ভালোবাসা ছিল নিঃস্বার্থ🥰তাই পাইনি কোন দাম🌿      ভালোবাসা মনেই থাকুক💗তাই আগে রাধা পরে কৃষ্ণের নাম🍂🚩🥀           ❤️...
21/06/2023

কৃষ্ণের ভালোবাসা ছিল নিঃস্বার্থ🥰
তাই পাইনি কোন দাম🌿
ভালোবাসা মনেই থাকুক💗
তাই আগে রাধা পরে কৃষ্ণের নাম🍂🚩🥀

❤️জয় শ্রী রাধা কৃষ্ণের জয়❤️

শুভ রথযাত্রা শুভেচ্ছা রইলো সবাইকে❤🌼জয় জগন্নাথ🚩 🙏❤️
20/06/2023

শুভ রথযাত্রা শুভেচ্ছা রইলো সবাইকে❤🌼
জয় জগন্নাথ🚩 🙏❤️

ফুলের চেয়েও মিষ্টি তুমি,হীরের চেয়ে দামি।প্রাণের চেয়ে প্রিয় তুমি,কেমনে ভুলি আমি।
18/06/2023

ফুলের চেয়েও মিষ্টি তুমি,
হীরের চেয়ে দামি।
প্রাণের চেয়ে প্রিয় তুমি,
কেমনে ভুলি আমি।

শুধু তুমি আছো তাই,আমি কথা খুঁজে পাই,দূর হতে আমি তাই,তোমায় দেখে যাইতুমি একটু হাসো তাই,আমি চাঁদের মিষ্টি আলো পাই
17/06/2023

শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই

15/06/2023

রাধে রাধে 🌿🙏

পড়লে কেন
এখন রিপ্লে দাও ?

হরে কৃষ্ণ 🌿🙏
15/06/2023

হরে কৃষ্ণ 🌿🙏

শ্রীকৃষ্ণের বাঁশির ধরন🌹 শ্রীকৃষ্ণ তিন প্রকারের বাঁশি ব্যবহার করেন।তার একটিকে বলা হয় বেণু,অন্যটি মুরলী এবংতৃতীয়টি বংশী ।(...
12/06/2023

শ্রীকৃষ্ণের বাঁশির ধরন

🌹 শ্রীকৃষ্ণ তিন প্রকারের বাঁশি ব্যবহার করেন।
তার একটিকে বলা হয় বেণু,
অন্যটি মুরলী এবং
তৃতীয়টি বংশী ।

(১) বেণু অত্যন্ত ছোট, তা ছয় ইঞ্চির বেশি
দীর্ঘ নয়, এবং তাতে ছয়টি ছিদ্র থাকে।

(২) মুরলীর দৈর্ঘ্য প্রায় আঠার ইঞ্চি । তার এক
প্রান্তে একটি ছিদ্র থাকে এবং তার গায়ে
চারটে ছিদ্র থাকে । এই মুরলী অত্যন্ত
মনোমুগ্ধকর সুর সৃষ্টি করে ।

(৩) বংশী প্রায় পনের ইঞ্চি লম্বা, এবং তাতে নয়টি
ছিদ্র থাকে ।

💐 শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই তিন রকমের বাঁশি বাজান। শ্রীকৃষ্ণের আর একটি বংশী আছে যা আরও লম্বা, যাকে বলা হয় মহানন্দ বা সম্মোহনী। তা যখন তার থেকেও লম্বা হয়, তখন বলা হয় আকর্ষণী। তা যখন তার থেকেও লম্বা হয় তখন তাকে বলা হয় আনন্দিনী।
এই "আনন্দিনী" বংশীধ্বনি গোপ বালকদের অত্যন্ত প্রিয়। এর আর একটি নাম বংশুলী ।

💐 এই বাঁশীগুলি কখনো কখনো মণিরত্ন খচিত থাকে, কখনো তা মর্মর দিয়ে তৈরী হয় এবং কখনো কখনো বাঁশ দিয়ে তৈরী হয়।

💐 বাঁশি যখন মণিরত্ন দিয়ে তৈরী হয় তখন তাকে বলা হয় সম্মোহনী।

💐 আর যখন তা স্বর্ণ দিয়ে তৈরি হয়, তাকে বলা হয় আকর্ষণী।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণকৃষ্ণ কৃষ্ণ হরে হরেহরে রাম হরে রামরাম রাম হরে হরে
12/06/2023

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে

༆হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄কৃষ্ণ ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄হরে༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄হরে༆༒︎...
09/06/2023

༆হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄কৃষ্ণ ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄হরে༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄হরে༆༒︎✵

༆হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄কৃষ্ণ ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄হরে༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄হরে༆༒︎✵

༆হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄কৃষ্ণ ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄হরে༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄হরে༆༒︎✵

💞💞 🙏🙏জয় শ্রী রাধা কৃষ্ণ🙏🙏💞💞
❤❤ রাধে রাধে ❤️❤️
༆হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄কৃষ্ণ ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄হরে༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄হরে༆༒︎✵

༆হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄কৃষ্ণ ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄হরে༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄হরে༆༒︎✵

༆হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄কৃষ্ণ༒︎ ༄কৃষ্ণ ༒︎༄কৃষ্ণ༒︎ ༄হরে ༒︎༄হরে༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄রাম༒︎ ༄হরে༒︎ ༄হরে༆༒︎✵

💞💞 🙏🙏জয় শ্রী রাধা কৃষ্ণ🙏🙏💞💞
❤ রাধে রাধে ❤

“শর্ত ছাড়া প্রেম করা, উদ্দেশ্য ছাড়া কথা বলা, কারণ ছাড়াই দেওয়া, প্রত্যাশা ছাড়া যত্ন করা,এটাই প্রকৃত ভালবাসার চেতনা।”
07/06/2023

“শর্ত ছাড়া প্রেম করা,
উদ্দেশ্য ছাড়া কথা বলা,
কারণ ছাড়াই দেওয়া,
প্রত্যাশা ছাড়া যত্ন করা,
এটাই প্রকৃত ভালবাসার চেতনা।”

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেনঅন্য কাউকে ভালবাসতে হলে তার প্রথমে আমাদের নিজেদের নিজেকে ভালবাসতে হবে তারপরইতুমি অন্যকে ভালবাসতে প...
05/06/2023

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন
অন্য কাউকে ভালবাসতে হলে
তার প্রথমে আমাদের নিজেদের
নিজেকে ভালবাসতে হবে তারপরই
তুমি অন্যকে ভালবাসতে পারবে|
তোমার নিজেকে ভালোবাসা অন্যদের ভালোবাসার তুলনায় অনেক বেশি শ্রেষ্ঠ

কৃষ্ণকে একবার রাধা বলিয়াছিলেন, “আমার এই প্রেমের কষ্ট তুমি বুঝিবে কেমন করিয়া, কেমন করিয়াই বা তাহা তোমাকে বুঝাইব, আমি প...
03/06/2023

কৃষ্ণকে একবার রাধা বলিয়াছিলেন,
“আমার এই প্রেমের কষ্ট তুমি বুঝিবে কেমন করিয়া, কেমন করিয়াই বা তাহা তোমাকে বুঝাইব, আমি প্রার্থনা করি, যেন জন্মান্তরে আমি ‍কৃষ্ণ হই এবং তুমি রাধা হও, তোমার সঙ্গে প্রেম করিয়া আমি যেন ছাড়িয়া যাই, তখন তুমি বুঝিবে আমার কষ্ট কি?” সাগরে যাইব কামনা করিব, সাধিব মনের সাধা।

31/05/2023

আপনি যদি কাউকে পছন্দ করেন
তবে আপনি তাকে ধরে রাখবেন
এবং আপনি যদি তাকে ভালবাসেন
তবে আপনি তাকে মুক্ত করবেন।
‌‌~Sri Krishna~

কৃষ্ণ, কৃষ্ণ , বলে ভিজাইলাম আঁখিতবু কৃষ্ণ আমার ধরা নাহি দেয় সখী।দিবারাত্র নয়ন জলে ভাসাই লাম দুই আঁখি।।ওরে ললিতা ওরে সখ...
29/05/2023

কৃষ্ণ, কৃষ্ণ , বলে ভিজাইলাম আঁখি

তবু কৃষ্ণ আমার ধরা নাহি দেয় সখী।

দিবারাত্র নয়ন জলে ভাসাই লাম দুই আঁখি।।

ওরে ললিতা ওরে সখী বিশাখা

কি দোষ করলাম তোরা বল দেখি।।

ওই গোয়াল রাখাল দেখি

বড়ই নিঠুর কানু।

মন নিয়ে করে খেলা অহরহ-

প্রেমে পরিলাম এই গৌরাঙ্গী

দেখিয়া কৃষ্ণ কালো তনু।।

আমি চন্দভানু রাধে, জানি না মনের কি গোপন সাঁধে

পড়িলাম প্রেমে, কৃষ্ণ সনে ,ভুলাইয়া লোকলাজ।

প্রতীক্ষাতে হইল মলিন মোর রাধারানী সাজ।।

ঘরেতে গঞ্জনা শাশুড়ি ননদে, পারিনা তা সইতে

কৃষ্ণপ্রেমে অধীর হয়েছি পারি না তাদের কইতে।

রাধা বিনা কৃষ্ণ থাকলে হতো কি তা দামি

রাধা বিনা কৃষ্ণ যেন মণিহারা ফণী।।

বল বল সখী কৃষ্ণ কে গিয়া

আসে যেন আজ ও যমুনার তীরে।।

বলি ও তারে করিব প্রতীক্ষা তার পথ চেয়ে।।

যেনো কানু আমার না যায় ভুলিয়া

অসংখ্য সখীর ভিড়ে।।

“ভালোবাসা যদি দৃঢ় হয়, তবে বিবাদ যতই গভীর হোক না কেন, সম্পর্ক রয়ে যাবে।
27/05/2023

“ভালোবাসা যদি দৃঢ় হয়,
তবে বিবাদ যতই গভীর হোক না কেন,
সম্পর্ক রয়ে যাবে।

ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসযা দেখা যায় না, ছোঁয়া যায় না,অনুভব করা যায় শুধু হৃদয়ে।
25/05/2023

ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস
যা দেখা যায় না, ছোঁয়া যায় না,
অনুভব করা যায় শুধু হৃদয়ে।

"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,হরে রাম হরে রাম,রাম রাম হরে হরে"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,হরে রাম...
19/05/2023

"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম,
রাম রাম হরে হরে"
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম,
রাম রাম হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম,
রাম রাম হরে হরে"

❒❒ রাধারানির সম্পর্কে কিছু কথা ❒❒​➢ ​​​​রাধারানী রাস মন্ডলে আবির্ভূত হয়েছিলেন বলে ‘রা’ এবং পরমেশ্বর ভগবানকে আরাধনার জন্য...
17/05/2023

❒❒ রাধারানির সম্পর্কে কিছু কথা ❒❒

​➢ ​​​​রাধারানী রাস মন্ডলে আবির্ভূত হয়েছিলেন বলে ‘রা’ এবং পরমেশ্বর ভগবানকে আরাধনার জন্য পুষ্প সহ ধাবিত হয়েছিলেন বলে ‘ধা’ __ এভাবেই তিনি হলেন রাধা।। (পরমেশ্বর ভগবানের লীলা রহস্য)
​ একটি বিষয় মনে রাখতে হবে, শ্রী ভগবান যখন দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য ধরাধামে অবতার হয়ে আসেন তখন তিনি কিন্তু একা আসেন না।। আসেন তাঁর পারিষদ সহ, তাঁর অন্তরঙ্গা শক্তি সহ।। যেমন ত্রেতা যুগে রাম এবং সীতা, কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া।।
​ একই ভাবে দ্বাপর যুগের শেষে আসলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী।। ভগবান ধরাধামে এলে প্রচলিত নিয়ম অনুযায়ীই লীলা করেন।। দেবকীর গর্ভে আসলেন কৃষ্ণ এবং রাজা বৃষভানুর ঘরে আসলেন রাধারানী।।
​ এবার একটু বেদের দিকে তাকাই।। বেদে লক্ষ্মী নারায়নের কথা বলা আছে।। স্বামী নারায়ন নিজে নিজেই সৃষ্টি হয়েছেন এবং তাঁকে কেউই সৃষ্টি করেন নি।। আবার শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমিই সমগ্র বেদের কৃষ্ণ।। অর্থাৎ আমাদের এই শ্রীকৃষ্ণই হলেন সমগ্র বেদের নারায়ন।। অর্থাৎ সবই এক।। তাই স্বামী নারায়নের সাথে সার্বক্ষণিক সেবারত অবস্থায় যে লক্ষ্মীকে মাতাকে দেখি প্রকৃত অর্থে তিনিই রাধারানী।।
🙏🙏🙏 রাধে রাধে🙏🙏🙏

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ‘যে যেভাবে আমায় আরাধনা করে, আমি সেইভাবে তাহাকে কৃপা করি।
17/05/2023

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,
‘যে যেভাবে আমায় আরাধনা করে,
আমি সেইভাবে তাহাকে কৃপা করি।

কৃষ্ণই আমাদের একমাত্র আপনজন🌼🌿আমাদের একমাত্র সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণের সাথে। তিনি আমাদের পরম পিতা। তার সাথেই আমাদের জন্ম ...
05/05/2023

কৃষ্ণই আমাদের একমাত্র আপনজন🌼🌿

আমাদের একমাত্র সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণের সাথে। তিনি আমাদের পরম পিতা। তার সাথেই আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। অথচ আমরা এই সম্পর্ক ভুলে গিয়ে বিভিন্ন মিথ্যা সম্পর্কের মোহে নিজেকে ব্যস্ত রাখতেছি। পিতা, মাতা, পরিবার, পরিজন, পতি, পত্নী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর কত কত মিথ্যা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কত কি করছি, এমনকি জীবন পর্যন্ত দিচ্ছি। কিন্তু যার সাথে আমাদের নিত্য সম্পর্ক তাঁর দিকে ফিরেও তাকাচ্ছি না। তার সাথে বিচ্ছিন্ন হওয়ার কারণে যে এই জগতে এসে এত কষ্ট পাচ্ছি, তবুও শিক্ষা হচ্ছেনা, তবুও তাঁর শ্রীচরণে নিজেকে সমর্পণ করছিনা।

কৃপা করে যার সাথে আমাদের একমাত্র নিত্য সম্পর্ক তাঁকে আপন করুন, তাঁকে ভালোবাসুন, তাঁকে স্নেহের বন্ধনে আবদ্ধ করুন।

হরেকৃষ্ণ🌼🌿

Youtube এ সাবসক্রাইব করে এগিয়ে নিয়ে চলুন👇👇👇👇👇👇👇👇👇👇👇https://youtu.be/J4TBku2Cdp4
13/07/2022

Youtube এ সাবসক্রাইব করে এগিয়ে নিয়ে চলুন
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/J4TBku2Cdp4

হরে কৃষ্ণ🙏আজকের কীর্তন"""ভক্তের ভগবান দয়াল গৌড় হরি""""কীর্তনীয়া- সীমা দাস(ক্লাস 12 ছাত্রী)সকল ভক্তবৃন্দকে জানাই আম....

20/06/2022

যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতি যুক্ত হয়, তখন প্রেম ভক্তির সমানে পরিণত হয়।
প্রেমের অর্থ কাউকে সন্ধান করা নয়, তবে এতে হারিয়ে যাওয়া।
ভালবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়, যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম।
যদি হৃদয়ে সত্যিকারের ভালবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয়।
-------------- ভগবান শ্রীকৃষ্ণ

18/06/2022

আজকের কীর্তন
"""ভক্তের ভগবান দয়াল গৌড় হরি""""
কীর্তনীয়া- সীমা দাস(ক্লাস 12 ছাত্রী)

Address

Nadia
Mayapur

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা অনলাইন কীর্তন-Bangla Online Kirtan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share