
07/03/2024
যন্ত্রণাময় মৃত্যুর কারণ আপনি নিজেই ।।
খাদ্য উৎপাদন এবং বাসস্থানের জন্য মাকড়সা অনেক সুন্দর জাল বুনে। এভাবে ভালো ভালোয়ে জীবন কাটিয়ে একসময় নিজের তৈরী জালেই আটকা পরে কঠিন যন্ত্রণায় প্রাণ হারায়।
মাকড়সার জালের মতো মনুষ্য জীবনেও দেখা যায় কৃষ্ণকে বাদ দিয়ে জড়-জাগতিক নানা যল্পনা-কল্পনা করে জাগতিক প্রতিষ্ঠা লাভ করে। ক্ষানিক সুখের পর এই জড় প্রতিষ্ঠা একসময় তাদের দুঃখের কারণ হয়। যেই প্রতিষ্ঠা তাদের সুখের কারণ ছিলো সেই প্রতিষ্ঠাই তাদের কঠিন মৃত্যুর দিকে নিয়ে যায়। এভাবে একসময় তাদের মৃত্যু হয় খুবই পীড়াদায়ক ভাবে।
তাই বলি, জালের মধ্যখানে কৃষ্ণকে স্থান দিন।সংসার,পড়ালেখা,চাকরির পাশাপাশি কৃষ্ণভক্তিও ভালোভাবে লালন করুন। সম্পূর্ণভাবে কৃষ্ণকেন্দ্রিক হোন। তবেই আপনার নানা সমস্যা/ প্রতিবন্ধকতা, দুঃখ-কষ্ট,সবকিছু সমূলে বিনষ্ট হবে।কারণ কৃষ্ণ স্বয়ং আপনাকে পরিচালনা করবেন। এভাবে একসময় কৃষ্ণচেতনায় নিবিষ্ট থেকে পরলোকে সুগম যাত্রা করুন।
হরে কৃষ্ণ।।