মায়াপুর ইসকন

মায়াপুর ইসকন ইস্কন দ্বারা নবনির্মিত মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জনপদে অবস্থিত একটি ইস্কন দ্বারা নবনির্মিত নগরী

🙏🙏🥰🦚হরে কৃষ্ণ🦚🥰🙏🙏🙏🙏আজ নৃসিংহদেবের আবির্ভাব তিথি সবাই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন কৃপা করে এই চতুর্দশীর,পালনের ফলে...
04/05/2023

🙏🙏🥰🦚হরে কৃষ্ণ🦚🥰🙏🙏
🙏🙏আজ নৃসিংহদেবের আবির্ভাব তিথি সবাই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন কৃপা করে এই চতুর্দশীর,পালনের ফলে বহু জন্মের পাপ বিনষ্ট হয়ে যায় 🙏🙏
🥰এবং এই নৃসিংহ ব্রত মাহাত্ম্য জেনে নিন সবাই🥰
💝💝 নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য 💞

👉 ১০০০ টা ব্রত পালন করলে যে পূণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহাকারে পালন করলে তার সেই পূণ্য হয়।
💮 হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয় ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন,অমরত্ব বর। কিন্তু ব্রহ্মা বললেন- হে হিরণ্যকশিপু! তুমি যে বর চেয়েছো, সেটা আমি দিতে পারবো না। কারণ আমি নিজেই অমর না, তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো। তখন হিরণ্যকশিপু চিন্তা করলো আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না, তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলেন যে, হে শ্রেষ্ঠ বরদাতা! আপনি যদি আমার অভীষ্ট বরই দান করতে চান, তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে, ঘাটে, দিনের বেলা, রাতের বেলা, ঘরে, বাইরে, জল, ভূমি, বা আকাশে, কোনও পশু বা কোনো অস্ত্রের দ্বারা, এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বললেন, তথাস্তু! তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের ওপর। তখন ভগবানের লীলা শুরু হল তাঁর শুদ্ধ ভক্তের ম্যাধমে #প্রহ্লাদ মহারাজ। তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল, তখন তাঁর পিতা তাঁকে বলত লাগলো,"তোমার ভগবান, কে???" সে বলতেন,আমার ভগবান বিষ্ণু , তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো যে, আমি তোমার জন্মদাতা পিতা তাই আমি তোমার ভগবান! কিন্তু প্রহ্লাদ মহারাজ বললো- না! তুমি আমার ভগবান না, আমার ভগবান বিষ্ণু।তিনি জগতপালক শ্রীহরি। তিনি জগতের পিতা ও বিধাতা। তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে দেয়, জলন্ত অগ্নিতে নিহ্মেপ করে, আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকে। কথায় আছে না, "মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে" - ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে হত্যা করতে পারবে না। তাই যখন কোন কিছুর দ্বারা সম্ভব হলোনা তখন প্রহ্লাদ মহারাজ কে কারাগারে নিহ্মেপ করল, শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপু এসে বললো- আজ তোকে কে বাঁচায় দেখি তোর ভগবান কোথায়? তখন বৈকুণ্ঠধামে মা লক্ষ্মীদেবী বললো- হে প্রভু! এখন কি হবে প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে, তাকে কে হত্যা করবে? তোমার ভক্তকে রক্ষা করবে কে? তখন ভগবান বলেন যে অমরত্বের মত বর পেয়েছে কিন্তু অমর না আর প্রহল্লাদকে রক্ষা করবে তাঁর ভক্তি। তাঁর ভক্তিই তাঁকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে। তখন হিরণ্যকশিপুর বললো- তোর ভগবান কি এখানে আছে?
প্রহ্লাদ বললো- হ্যাঁ! আমার প্রভু সর্বত্রই বিরাজমান এখানেও আছে, এই বলে হিরণ্যকশিপুর সে ঘরের চৌকাঠের স্তম্ভ আঘাত করতে লাগে। তখন হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব । হিরণ্যকশিপুর বর অনুসারে, তাকে বধ করতে লাগলেন, সে ঘরেও না, বাইরেও না, ঘরের চৌকাঠেও না, কোন নর না, পশুও না, কোন অস্ত্রের দ্বারা না, সকালে না রাতেও না, জলেও না, মাটিতেও না, আকাশেও না, অর্ধেক পশু ও মানুষ নরসিংহ রূপে
গোধূলি লগ্নে (অর্ধেক দিন ও রাত মানে সন্ধ্যায়) নখের দ্বারা বধ করা হয়েছে। ভক্তের ডাকে ভগবান তাঁর ভক্তকে যেকোন উপায়ে রক্ষা করে। এমন কি ভগবানের এই রুপ দেখে দেবতারা ও ব্রহ্মাণ্ডও কেপে ওঠে। এ কি রুপ হঠাৎ এই রুপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি।

ভগবানের এই রুপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি। তখন দেবতারা বললো - একমাত্র একজন পারে সে হল,তাঁর ভক্ত প্রহ্লাদ তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব, প্রার্থনা করতে লাগে। তখন ভগবান ভক্তের প্রার্থনাই শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় ও ভগবান বলে হে ভক্ত প্রহল্লাদ! আমি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে। আমি তোমাকে বর দেবো। তখন ভক্তের কি আর কিছু চাওয়ার আছে, যে জগতের প্রভু তার সামনে তবুও ভগবান বললো তুমি একটা বর চাও যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি। তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলো- প্রভু! তুমি আমার পিতাকে মুক্তি দাও যেহেতু তিনি আমার জড়জগতে পিতা। তখন ভগবান বললো- হে ভক্ত প্রহ্লাদ তথাস্তু! কিন্তু তোমার শুধু এই পিতাই
মুক্তি লাভ করবে না, যে গৃহে তোমার মত শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে, তার ২১কূল উদ্ধার হবে, পিতৃকূলের ১০ কূল,মাতৃকূলের ১০কূল ও নিজের এক কূল মুক্তি লাভ করবে। এই নৃসিংহ ব্ৰত যে পালন করবে, তারা জন্ম-মৃত্যুময় সংসারে থেকে রক্ষা পাবে।

💮 আর যিনি ব্রতদিন ব্রত লঙ্ঘন করে, চন্দ্র-সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে।
🌸 এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে,
🌷দরিদ্র ধনশালী হয়,
🌼তেজস্কামী তেজঃলাভ করে,
🌻রাজ্যকামী রাজ্য পায়,
🌺 আয়ুষ্কামী দীর্ঘায়ু পায়।

আগামী ০৪/০৫/২০২৩ খ্রি: রোজ বৃহস্পতিবার বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভক্তবৃন্দ অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রীনৃসিংহ দেবের পবিত্র আবির্ভাব দিবসে গোধূলীলগ্ন পর্যন্ত উপবাস ব্রত ভক্তিভরে পালন করুন
👉👉👉 বিশ্বের সমস্ত দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষদের উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান নৃসিংদেবের নিকট আকুলভাবে প্রার্থনা করুন।

21/04/2023

~🙏🌷 হে গোবিন্দ রাখ চরণে,তব শ্রী চরণে একটু ঠাঁই দাও প্রভু~🌺🙏 💞🙏💞🙏

08/04/2023

হাঁসতে হাঁসতে
যে লিখবে হরে কৃষ্ণ,
তার মঙ্গল হবে এবং যে এই পোস্ট পড়ছে তার ও
মঙ্গল হবে।

"হে কৃষ্ণ করুনাসিন্ধু দিন বন্ধু জগৎপতে , গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। "
08/04/2023

"হে কৃষ্ণ করুনাসিন্ধু দিন বন্ধু জগৎপতে , গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। "

07/04/2023

শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে 💙

🍁 সুন্দর হওয়ার চেয়ে🍁 ভদ্র হওয়া টা বেশি জরুরি..!!🥀🌸কেননা সৌন্দর্যতা ভগবান এর দান,,আর ভদ্রতা নিজের অর্জন 🙂🥀❣️ হরেকৃষ্ণ❣...
07/04/2023

🍁 সুন্দর হওয়ার চেয়ে🍁
ভদ্র হওয়া টা বেশি জরুরি..!!🥀🌸
কেননা সৌন্দর্যতা ভগবান এর দান,,
আর ভদ্রতা নিজের অর্জন 🙂🥀
❣️ হরেকৃষ্ণ❣️

07/04/2023

"তুমি কি এতই পাষাণ,ধরা দেবেনা রাধারে"..!! 💙🌸

Address

Mayapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াপুর ইসকন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share