Nandi Nilanjana

Nandi Nilanjana নমস্কার, আমি নীলাঞ্জনা, বর্তমানে USA নিবাসী, এই page টি আমাদের দৈনন্দিন জীবনের গল্প, ঘোরাঘুরি নিয়ে...

31/03/2025

আমরা অনেক এ যারা হোস্টেল বা মেস এ থাকি তাদের হাতে সময় থাকেই না। তাই আজকের রেসিপি টা খুব কম সময়ে একদম juicy দুর্দান্ত chicken বানানোর

28/03/2025

এখানে আখের রসের দাম 400 টাকার বেশি

25/03/2025

নতুন কড়াই সাথে healthy snacks

"ফেইসবুক রিলস থেকে লাখপতি, কিন্তু এখন হায় হুতাশ?"কিছুদিন ধরে দেখছি, ফেইসবুকে রিলস বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি-গ...
24/03/2025

"ফেইসবুক রিলস থেকে লাখপতি, কিন্তু এখন হায় হুতাশ?"
কিছুদিন ধরে দেখছি, ফেইসবুকে রিলস বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি-গাড়ি-ফ্ল্যাট কেনার গল্পে ভরে গেছে নিউজফিড। অনেকেই নিজের পেশা ছেড়ে ফুলটাইম রিলস ক্রিয়েটর বনে গেছেন। লোভে পড়ে স্বল্প শিক্ষিত অনেকে মানহীন কন্টেন্ট বানিয়ে রিলসের টাকায় বিদেশ ভ্রমণ আর বিলাসী জীবনযাপনের ভিডিও বানাচ্ছেন।
কিন্তু সমস্যা হলো, এই উচ্ছ্বাস বেশিদিন টিকলো না! ফেইসবুক যখন রিলসের ইনকাম ৮০% কমিয়ে দিল, তখনই বাস্তবতা ধরা দিল। যারা একাডেমিক শিক্ষা বা অন্য কোনো স্কিল গড়ে না তুলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার আয়ের ওপর ভরসা করেছিলেন, তারা এখন দিশেহারা। তাই যারাই রিল্স করো না কেন অবশ্যই academic study টা তেও গুরত্ব দাও 😍
আমরা যারা শুধুমাত্র শখের বসে নিজের জীবন ভিত্তিক লাইফস্টাইল ভিডিও, শিক্ষামূলক বা ইনফরমেটিভ কন্টেন্ট বানাই, আমাদের জন্য ব্যাপারটা নতুন কিছু নয়। আমরা সবসময়ই একাডেমিক শিক্ষা ও দক্ষতা অর্জনের পক্ষে ছিলাম এবং সোশ্যাল মিডিয়ার আয়ের ওপর একমাত্র ভরসা করতে মানুষকে নিরুৎসাহিত করেছি।
তাই আমাদের পরামর্শ—ফেইসবুক, ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্ম কখনোই স্থায়ী নিরাপত্তা দিতে পারবে না। যা আপনাকে এগিয়ে রাখবে, তা হলো শিক্ষা ও দক্ষতা।
সুতরাং, তোমরা যারা এখনো মনে করেন রিলসই ভবিষ্যৎ, তাদের জন্য ফেইসবুকের এই ধাক্কা একটা বড় শিক্ষা। সময় থাকতে সত্যিকারের দক্ষতা অর্জন করুন, কারণ শুধু লাইক-ভিউ দিয়ে জীবন চলে না!
সবার জন্য শুভকামনা!



Copied

প্রবাসী মানে শুধু টাকা আনা নয়, মানে জীবনটা বাইরে রেখে আসা…একটা ঘর বানানোর জন্য যারা ঘর ছাড়ে, তারা আর কখনোই পুরোপুরি ঘর...
23/03/2025

প্রবাসী মানে শুধু টাকা আনা নয়, মানে জীবনটা বাইরে রেখে আসা…একটা ঘর বানানোর জন্য যারা ঘর ছাড়ে, তারা আর কখনোই পুরোপুরি ঘরের মানুষ হয়ে থাকতে পারে না।
প্রবাসীরা আসলে কোথায় থাকে? দেশে, না বিদেশে? বাস্তব সত্য হলো—আমরা বাইরে থাকি, কিন্তু আমাদের মনটা সারাজীবন পড়ে থাকে নিজের দেশে, নিজের শেকড়ে।

আমাদের বাড়ির মানুষগুলো হাসি খুশিতে থাকে, কারণ আমরা বাইরে থাকি। আমাদের বাবা-মা নিশ্চিন্তে থাকেন, কারণ আমরা অমানুষিক পরিশ্রম করি। কিন্তু আমরা? আমরা একলা, আমাদের কষ্টের গল্পগুলো কাউকে বলা হয় না। দিনের পর দিন ১০-১৪ ঘণ্টা খেটে, নিজের জন্য দু'মুঠো রান্না করে খেয়ে আবার ঘুমাতে যেতে হয়। এখানে কেউ এক কাপ চা এগিয়ে দেয় না, কেউ বলে না "কেমন আছিস রে?"

প্রবাসীদের নিয়ে একটা ভুল ধারণা আছে—বাইরে থাকলেই বুঝি টাকা উড়ছে! দেশে থাকলে ছোটবেলা থেকে বড় হওয়ার পথে অনেক সম্পর্ক গড়ে ওঠে—স্কুলের বন্ধু, পাড়ার আড্ডা, আত্মীয়স্বজন, প্রতিবেশী সবাই মিলে একসাথে চলার একটা অভ্যাস থাকে। পহেলা বৈশাখ, দুর্গাপূজা বিভিন্ন উৎসবে একসাথে আনন্দ করার সুযোগ থাকে। কিন্তু প্রবাসে এসব কিছুই থাকে না। এখানে কেউ কারও আপন নয়, সম্পর্কগুলো কেবলই লেনদেনের মধ্যে সীমাবদ্ধ। একেকজন নিজের জীবনে এত ব্যস্ত যে কারও জন্য সময় থাকে না। কেউ অসুস্থ হলে দেখার কেউ নেই, মন খারাপ হলে পাশে বসার কেউ নেই, জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনে ডাক পাঠানোর মতো আত্মীয়-বন্ধুও নেই। সম্পর্কগুলো পয়সার ওপর দাঁড়িয়ে থাকে। তাই হাতে একটু সময় পেলেই হয়তো কেউ শপিং মলে যায়, কেউ রেস্টুরেন্টে বসে, কেউ নতুন জায়গা ঘুরতে যায়। তাতেই লোকে ভাবে, "দেখো, কি সুখে আছে!" কিন্তু জানে না, এই সুখটা আসলে নিঃসঙ্গতার পাল্টা ওষুধ।

বাড়ি ফেরা—স্বপ্ন, নাকি নতুন এক বাস্তবতা?

অনেকদিন পর বাড়ি ফিরলে প্রথম প্রশ্নটা হয়—"কেমন আছিস?" আমরা চেনা হাসি দিয়ে বলি, "ভালো আছি!" তারপরেই আসে দ্বিতীয় প্রশ্ন, "কবে এলি?" আমরা বলি, "এই তো, কালকে!" আর তারপরেই সেই তৃতীয় প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের বুকটা ছুঁড়ে দেয় শূন্যে—"কবে ফিরবি?"

আমরা তো ফিরতে চাই না, কিন্তু বাস্তবতা বলে অন্য কথা। আমাদের থাকার জায়গা বাইরে, রুটিরুজির দুনিয়াটা বাইরে, আমাদের চেনা পৃথিবীটা বাইরে!

একদিন ফিরব, একেবারেই ফিরব…

তবুও, আমরা স্বপ্ন দেখি। একদিন ঠিক ফিরব। যে বাড়িটা গড়ে তুলেছি, সেই বাড়িতে স্থায়ী হব। হয়তো তখন আমাদের কেউ প্রশ্ন করবে না, "কবে ফিরবি?"

আমাদের স্বপ্ন কবি জীবনানন্দের ভাষায়—
"আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—
এই বাংলায়…"

কিন্তু সত্যি কি আমরা ফিরতে পারব? নাকি সেই প্রশ্নটাই থেকে যাবে, আমাদের প্রবাসী জীবনের চিরকালীন উত্তরহীন এক বাস্তবতা?

Dedicated to all Probashi Bangalis—তোমাদের কষ্টটা কেবল তোমরাই বুঝবে!

✍️ PrAbir Sen
Pic colleted from internet

18/03/2025

বাজারে কি কি পেলাম 😢

Address

Midnapore Town
Medinipur
721101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nandi Nilanjana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share