
23/08/2023
আজ অর্থাৎ 23/08/2023 তারিখে,ভারত জাকাত মাঝি পারগানা মহল,১০নং জোগার ডাঙ্গা খেরোয়াল বংশ ধরম পিড় থেকে,১০ নং জোগার ডাঙ্গা অঞ্চলের নতুন প্রধান মহাশয় গনেশ দত্ত ও উপপ্রধান মহাশয়া পিউ মুর্মু কে এবং তাঁদের সহযোগী দের কে সংবর্ধনা দেওয়া হলো।তার সাথে সাথে ১০ নং জোগারডাঙ্গা খেরোয়াল বংশ ধরম পিড় এর পক্ষ থেকে প্রত্যেক আদিবাসী গ্রামের সমস্যা গুলি লিখিত আকারে (স্মারক লিপি) দেওয়া হলো।।
আমরা আশাবাদী নতুন প্রধান মহাশয় আমাদের এই সমস্যা গুলি পূরণ করার কথা দিয়েছেন।
এখানে উপস্থিত ছিলেন :-
১. পিড় পারগানা বাটুল হাঁসদা।
২. পিড় প্রাক্তন পারগানা বাবা বিশ্বজিৎ মুর্মু।
৩. পিড় জগ পারগানা লক্ষীরাম মান্ডি।
৪.পিড় সুশারিয়া দীপঙ্কর মুর্মু।
৫. সাঁওতা সুশারিয়া কালিপদ সরেন।
৬. সাঁওতা দুলারিয়া সুবেন মান্ডি।
৭. পিড় অ্যাডভাইজার-স্বপন বেসরা, প্রদীপ মান্ডি,সন্তোষ মুর্মু, আরো অনেকে ছিলেন।