02/07/2025
🌸 আজ আমার জন্মদিন 🎂
তবে আমার কাছে আজ এটা বাবা দিবস এবং মা দিবস।
বাংলাদেশের সকলেই ১৫ জুন বাবা দিবস পালন করে
আর ১১ মে পালন করে মা দিবস।
কি আজব তাই না!
📅 ০১/০৭/২০০৪ সালে আমার জন্ম।
তাহলে তো আমার কাছে আজ বাবা দিবস ও মা দিবস।
কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি,
এই দিনে সর্বপ্রথম আমার বাবা (বাবা) হয়েছে
আর আমার মা (মা) হয়েছে।
(মা + বাবা) এটি একটি মধুর ডাক ❤️
বেঁচে থাক প্রতিটি মা-বাবা হাজার কোটি বছর।
---
#বাবা_মাকে_নিয়ে_কিছু_কথা
#বাবা
রক্তের সাথে আত্মার টান, ভালোবাসি—
বলা হয়নি বাপজান।
জীবন নামের মহা গল্পে তোমার যেখানেই ইতি...
বাবা তুমি ছাড়া বটবৃক্ষটাও আজ ছায়াহীন স্মৃতি।
ভালোবাসি বাবা—
বলা হয়নি তোমায়। ভালো থেকো তুমি। 💔
---
#মা
তোমরা অথবা তোমাদের পৃথিবী আমাকে
নিঃসঙ্গতার হতাশা উপহার দিলেও,
বিধাতা আমাকে দিয়েছেন ১ শ্রেষ্ঠ উপহার—
সে হাসলে যেন হাসে চাঁদ 🌙
সে কাঁদলে যেন আমি মরি।
উপহারটি হচ্ছে—তিনি আমার মা, জননি।
মাকে নিয়ে কিছু বলার বা লেখার ভাষা আমার জানা নেই,
তার প্রশংসা প্রকাশ করার মত সাহসও নেই।
তিনি হেসেছিলেন বলে এসেছিলাম দূরের পৃথিবীতে,
আর কেঁদেছিলেন বলেই পেয়েছিলাম একজন মা।
তিনি ভালোবাসেন,
তিনি ভরসা হয়ে পাশে থাকেন,
তিনি আমাকে ভীষণ চেনে।
আমার মা আছে বলেই আরো কোটি বছর বাঁচতে ইচ্ছে হয়,
মা আছে বলেই পৃথিবীকে এত সুন্দর মনে হয়।
তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষা, মূর্খ নন,
তিনি শিখান—হতেই হবে জয়।
মা—তার সাথে যেন হয় না কারো তুলনা।
মা আছে বলেই নিজেকে মনে হয়
পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানব।
হে সর্বশক্তিমান, আমি আপনার কাছে কৃতজ্ঞ।
আপনি দিয়েছেন আমাকে একজন মা।
মা যেন আমার রক্ষা কর্তা,
তিনি আমার ভীষণ চেনা, আমার প্রিয় মা।
হে আমার সৃষ্টিকর্তা,
আমি আমার মায়ের চেয়ে একদিন কম বাঁচতে চাই।
আপনি কবুল করুন আমার মোনাজাত—
আমার মা যেন আমার জন্য পুরোটাই জান্নাত। 🤲
---
২১ বছরের এই বেকারত্ব বলছি—
ডিগ্রি আছে, চাকরি নেই।
এটাই আজকের বাস্তবতা।
শিক্ষা আছে, কর্ম নেই—
এই অদ্ভুত বাস্তবতার নামেই হলো বেকারত্ব।
বেকার থাকা মানে শুধু কাজ না থাকা না,
এটা একটা মানসিক যন্ত্রণা।
যেখানে প্রতিভার কদর নেই,
সেখানেই বেকারত্ব বাস্তবতা।
সময় চলে যাচ্ছে,
কিন্তু এখনো একটা চাকরি অধরা।
চাকরি খুঁজতে খুঁজতে অনেক বড় একটা সময় চলে যাচ্ছে।
বেকার নয়, আমি একজন সম্ভাবনাময় মানুষ।
সুযোগ পেলে দেখাবো—
কর্মসংস্থানের অভাবে সম্ভাবনারা শুকিয়ে যাচ্ছে।
বেকারত্ব শুধু একটা সমস্যা নয়,
একটা জাতীয় সম্পদ। 💼
---
#বেকারত্ব
বেকারত্বের বোঝা যখন গায়ে,
তখন ছেলেটা রাতের আধারকে ভালোবাসে
আর দিনের আলোকে ভয় পায়।
২১ বছর বয়সি ছেলেটা
এখন আর তার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না।
তাইতো দীর্ঘদিন একসাথে খাবারটাও খায় না।
এক সময় স্বপ্ন দেখতো,
আর এখন স্বপ্ন দেখায়।
বাস্তবতার ধাক্কায় জীবন কতোটা পরিবর্তন হয়—
একমাত্র ২১ বছর বয়সি ছেলেটা শেখায়।
ঘরের বেকার ছেলেটা
ঝোল হিসাবে বাবার রক্ত পান করে
আর ভাত হিসাবে বাবার শরীরের মাংস চিবায়।
হঠাৎ নিজের কাঁধে দায়িত্ব দেখে হতাশায় পড়ে যায়।
📚 বসন্তকালে শারীরিক পরিবর্তন ঘটে—
এটা বইয়ের মাধ্যমে শেখা,
তবে জীবনের পরিবর্তনের কথা কেনো বলা হয়নি?
ব্যক্তিগত কেনো নিজেকে বুঝতে হয়?
কাকে বা প্রশ্ন করি?
কারো কাছে তার উত্তর নাই!
তবে তোমরা ছোট যারা রয়েছো—
তোমরা বেকারত্বকে অবহেলা মনে কইরো না।
একটা অবাক করা বিষয় হচ্ছে—
আমরা ২১ বছর বয়সি ছেলেরা দেখাই যে আমরা ভালো আছি, ভালো থাকি,
তবে মুখোশে আমরা সবাই হতাশায় ভুগি। 🎭
---
#বন্ধুত্ব
বহুদিন ধরে দেখা হয় না বন্ধু...
তুই আসিস বহু দূরে।
তোর সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখনো মনে পড়ে।
রক্তের কেউ ছিলি না তুই,
তবুও তোর প্রতি ছিলো এতটা টান।
কত সুন্দর মুহূর্তের কারণ হয়ে আছোস...
তোর প্রতি নাই যে কোন অভিমান।
বন্ধুত্বটা মুখের কথা নয়—
রয়েছে মনে।
আমাকে পাবি তুই, তোর প্রয়োজনে। 🤝
লিখেছি আমি নিজেই ✍️ Nirzer Chandro Barmon