
25/07/2025
নিশ্ছল ভালোবাসা, নির্ভরতা, মান–অভিমান, অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ হওয়ার যাত্রা — শাশুড়ি-বৌমার সম্পর্ক এক অদ্ভুত মায়ার বন্ধন। এই সম্পর্ক কখনো মা-মেয়ের মতো, কখনো বন্ধু, কখনো আবার নিঃশব্দ দূরত্বেও মমতা লুকিয়ে থাকে। দুজনেই নিজের অবস্থান ছেড়ে একে অপরকে বুঝতে শেখে। বৌমা শিখে নতুন সংসারের ভাষা, আর শাশুড়ি দেন অভিজ্ঞতার আলো। শাশুড়ি–বৌমার সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হল, রক্তের বন্ধন না থেকেও, হৃদয়ের টান তৈরি হয় — ধীরে ধীরে, বিশ্বাসে, আর ভালোবাসায়।💗