28/08/2025
এবছর জন্মাষ্টমীর তিথিটি পড়েছিল ১৬ই আগস্ট শনিবার। সকাল থেকেই আমরা শুরু করে দিয়েছিলাম গোপালের পছন্দের বিভিন্ন পদ তৈরি করতে। বানানো হয়েছিল নারকেলের নাড়ু,লুচি, সুজি, পরমান্ন, তালের ল্যাংচা, চন্দ্রপুলি, ননী, মুড়ির মোয়া, তালের বড়া প্রভৃতি। আর এই জন্মাষ্টমীর দিনটিতেই আমাদের খয়রুল্লাচক গ্রামে অনুষ্ঠিত হয়েছিল রাজ্য স্তরের হাটা প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে প্রচুর প্রতিযোগী ও প্রতিযোগিনী এসেছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তাদের সবার শারীরিক ক্ষমতা দেখে আমরা সত্যিই হতবাক। সন্ধ্যায় জন্মাষ্টমীর পুজো এবং আরতির মাধ্যমে শেষ হয়েছিল এ বছরের জন্মাষ্টমীর দিনটি।
বাড়ির জন্মাষ্টমীর পুজোতে বানালাম গোপালের পছন্দের বিভিন্ন পদ | দেখলাম রাজ্যস্তরের হাঁটা প্রতিযোগিতা😊
subscribe my channel: https://youtube.com/?si=RHryC5mq3syCtuEc
Facebook: https://www.facebook.com/arpan.kali.50?mibextid=ZbWKwL
Business Email: [email protected]
Music: Lovely Piano Song
Musician: Rafael Krux
URL: https://freepd.com/
License: https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
ta