মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers

  • Home
  • India
  • Medinipur
  • মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers

মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers It's about the social agency.

প্রিয় মেদিনীপুর শহরের কোন এলাকা, কেউ বলতে পারবে?
18/06/2025

প্রিয় মেদিনীপুর শহরের কোন এলাকা, কেউ বলতে পারবে?

এই ছবিতে কোনো লাল রঙ নেই।কিন্তু আপনি দেখছেন— আছে।এটা ব্রেইনের কারসাজি।আপনার ব্রেইনে সেট হয়ে আছে যে কোকাকোলার ক্যান লাল।অ...
13/07/2024

এই ছবিতে কোনো লাল রঙ নেই।
কিন্তু আপনি দেখছেন— আছে।
এটা ব্রেইনের কারসাজি।
আপনার ব্রেইনে সেট হয়ে আছে যে কোকাকোলার ক্যান লাল।
অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ব্রেইনে কিছু সেট করে রাখবেন না।
নিজে বিশ্লেষণ করে দেখবেন।
বিশ্লেষণ করে দেখলে দেখবেন— এই পুরো ছবিটিতে আছে শুধুমাত্র হালকা-নীল, কালো, এবং শাদা রঙ।
জুম করে দেখুন।

উইয়ার্ড, স্ট্রেঞ্জ এণ্ড ইন্টারেস্টিং থিংজ থেকে।
#কোকাকোলা

পরিযায়ী শুধু  #শ্রমিক_না_খেলোয়াড়ও হয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের মেয়ে আভা খাটুয়া এবার প্...
05/07/2024

পরিযায়ী শুধু #শ্রমিক_না_খেলোয়াড়ও হয়

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের মেয়ে আভা খাটুয়া এবার প্যারিস অলিম্পিক ২০২৪ এ দেশের হয়ে শট পুট বিভাগে প্রতিনিধিত্ব করবে। বাংলায় সুযোগ না পেয়ে, বাংলায় পরিকাঠামোর অভাবে সে মহারাষ্ট্র থেকে বর্তমানে খেলা চালিয়ে যাচ্ছে।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এই দিদির প্রতিভাকে লালন পালন করে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য।।

অনেক অনেক শুভকামনা রইলো। 💐

বেলদার 2জন যমজ ছেলে বয়স 5 বছরের,বাড়ি থেকে বেরিয়ে আসে অর্জুনি রিলায়েন্স তেল পাম্পের দিকে, আজ সকাল 11টার ঘটনা,কেউ খুঁজ...
01/07/2024

বেলদার 2জন যমজ ছেলে বয়স 5 বছরের,বাড়ি থেকে বেরিয়ে আসে অর্জুনি রিলায়েন্স তেল পাম্পের দিকে, আজ সকাল 11টার ঘটনা,কেউ খুঁজে পেলে জানাবেন প্লীজ

একটা জামা কিভাবে কাচতে হবে সে সম্পর্কে বিস্তারিত লিখে দিয়েছে কোম্পানি। শুধু তাই নয়, যদি কেউ না জেনে থাকেন তাহলে মাকে দ...
27/06/2024

একটা জামা কিভাবে কাচতে হবে সে সম্পর্কে বিস্তারিত লিখে দিয়েছে কোম্পানি। শুধু তাই নয়, যদি কেউ না জেনে থাকেন তাহলে মাকে দিলে মা সঠিকভাবে জামা পরিষ্কার করে দেবেন।
এখানে মা শুধু একটি শব্দ না, মা একটি দর্শন এবং জীবনবোধের পরিচয়। প্রত্যেকটি শিশুর পাঠশালা। প্রত্যেকটি মানুষের বেড়ে ওঠা এবং সাফল্যের প্রধান অনুপ্রেরণা। যে মানুষটি আপনার সাফল্য কিংবা বেড়ে ওঠায় কখনো হিংসে করেন না। যে মানুষটি চান আপনি তার জীবনকে ছাপিয়ে আরও বড় হন। তাই এই কোম্পানির বিধিবদ্ধ সতর্কীকরণ একটি ইঙ্গিতবহ বার্তা।
মা ❤️

©আসিফ রেজা আনসারী

আজকের রেল দুর্ঘটনায় যারা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে তাদের নামের তালিকা... যতো পারবেন শেয়ার করবেন যাতে তাদের প...
18/06/2024

আজকের রেল দুর্ঘটনায় যারা উত্তরবঙ্গ মেডিক্যাল
কলেজে ভর্তি রয়েছে তাদের নামের তালিকা... যতো পারবেন শেয়ার করবেন যাতে তাদের পরিবারের লোকের সাথে যোগাযোগ করতে সুবিধা হয়✅

KG to PG প্রায় 20 বছর, খেয়ে-না খেয়ে, সব শখ-আহল্লাদ ত্যাগ করে, কত স্বপ্নকে ঘুমিয়ে রেখে, কত ইচ্ছেকে পরে পূরণ হবে এই ভুল বু...
18/06/2024

KG to PG প্রায় 20 বছর, খেয়ে-না খেয়ে, সব শখ-আহল্লাদ ত্যাগ করে, কত স্বপ্নকে ঘুমিয়ে রেখে, কত ইচ্ছেকে পরে পূরণ হবে এই ভুল বুঝিয়ে, পড়াশুনো করলাম। সমস্ত গতানুগতিক শিক্ষার গন্ডি পেরিয়ে চার-চারটে ডিগ্রীর (MP, HS, BA, MA) পর জানানো হল, এই 20 বছর ধরে যে পড়াশোনা করেছো তা তোমাকে যোগ্য করে তোলেনি। তাই যদি প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হতে চাও তবে তোমাকে আরও 2 বছরের D.el.ed বা B.ed করতে হবে। যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাও তবে আরও 5-7 বছর নষ্ট করে MPhil, PhD করতে হবে। তারপর NET, SET, GATE ইত্যাদি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।

কথামতো BEd, MPhil, PhD করার পরে যখন চাকরি চাইতে গেলে, তখন দেখলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে গেছে সরকারি স্তরে দুর্নীতির কারণে। বুঝলে শিক্ষকতার লাইনে আর কিছু হবে না। তাই ভাবলে বিকল্প কিছুর চেষ্টা করি। মানে UPSC, WBCS, SSC, BANK, RAIL ও Other Competitive Exam।

সেদিকে পা বাড়িয়ে দেখলে গতানুগতিক শিক্ষা তোমাকে প্রথম 15 বছরে (UP to MP) যা কিছু শিখিয়েছিল, পরবর্তী 7-8 বছরে (HS, BA, MA, MPhil, PhD) সে সব কিছুই ভুলিয়ে দিয়েছে। কাজেই এখন সেই Competitive Exam এর জন্য তোমাকে আবার নতুন করে ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, দর্শন, সমাজ, সংস্কৃতি সবকিছুই পড়তে হবে।

তোমার বিগত 20-25 বছরের শিক্ষাজীবন আজ একটা সামান্য ক্লার্কের জন্যও তোমাকে তৈরী করতে পারেনি। তাহলে সেই শিক্ষার বাস্তব জীবনে প্রয়োগ কোথায়? কেন এতবছর পড়াশুনা করার পরেও আবার আলাদা করে চাকরির প্রস্তুতির জন্য বছরের পর বছর পড়াশোনা করতে হবে? কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তোমার জীবন থেকে এতগুলো বছর কেড়ে নিলো অথচ কোনো কিছুর জন্যই যোগ্য করে তুলতে পারলো না?

সেই সার্টিফিকেটগুলো এখন কি শুধুই এক ফালি রঙিন কাগজের টুকরো? প্রশ্ন থেকেই যায়..🥺🥺

🔊🔊গুরুত্বপূর্ণ আপডেট🔉🔉আগামীকাল (14/06/2024) শুক্রবার থেকে মেদিনীপুর শহরের ট্রাফিক ব্যবস্থাপনার কিছু পরিবর্তন ঘটছে ফলস্বর...
14/06/2024

🔊🔊গুরুত্বপূর্ণ আপডেট🔉🔉
আগামীকাল (14/06/2024) শুক্রবার থেকে মেদিনীপুর শহরের ট্রাফিক ব্যবস্থাপনার কিছু পরিবর্তন ঘটছে ফলস্বরূপ মেদিনীপুর শহরে বাস প্রবেশ ও বাহির হওয়ার অভিমুখ কিছু রদবদল ঘটছে। একনজরে দেখে নেওয়া যাক কোন রুটের বাস কোন পথ ধরে মেদিনীপুর শহরে প্রবেশ ও বাহির হইবে।👇👇👇

✅✅১) লালগড়, গোয়ালতোড় (ভায়া - পিড়াকাটা) রুটের বাস :-
প্রবেশ :- কেরানিচটি, আবাস, কুইকোটা, গোলাপীচক, তাঁতিগেড়িয়া, অশোকনগর, মেদিনীপুর সেন্ট্রাল, বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।

✅✅২) আনন্দপুর রুটের বাস :-
প্রবেশ:- কেরানিচটি, আবাস, কুইকোটা, গোলাপীচক, তাঁতিগেড়িয়া, অশোকনগর, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।

✅✅৩) বিষ্ণুপুর, গড়বেতা, চন্দ্রকোনা রুটের বাস :-
প্রবেশ :- কেরানিচটি, ধর্মা, আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।

✅✅৪) ঘাটাল, কেশপুর, আরামবাগ, তারকেশ্বর, বর্ধমান রুটের বাস :-
প্রবেশ :- ধর্মা, আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি, ধর্মা।

✅✅৫) কোলকাতা, হাওড়া, হলদিয়া, মেছেদা, ময়না, পটাশপুর, ডেবরা, বসন্তপুর রুটের বাস :-
প্রবেশ :- আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।

✅✅৬) দীঘা, কাঁথি, ইটাবেড়িয়া, এগরা, দাঁতন, বেলদা, খড়গপুর রুটের বাস :-
প্রবেশ :- আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।

✅✅৭) খড়িকা, গোপীবল্লভপুর, লোধাশুলী রুটের বাস :-
প্রবেশ :- আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।

✅✅৮) ধেড়ুয়া রুটের বাস :-
প্রবেশ:- রাঙামাটি, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, ক্ষুদিরাম মোড়, কেরানিতলা, রাঙামাটি।

মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers

মুর্শিদাবাদের সন্তান তথা বাংলার গর্ব রূপায়ণ মন্ডল,NEET-এ ৭২০ পেয়ে প্রথম হয়ে মুর্শিদাবাদ তথা বাংলার মুখ উজ্জ্বল করেছে❤...
05/06/2024

মুর্শিদাবাদের সন্তান তথা বাংলার গর্ব রূপায়ণ মন্ডল,NEET-এ ৭২০ পেয়ে প্রথম হয়ে মুর্শিদাবাদ তথা বাংলার মুখ উজ্জ্বল করেছে❤️

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভাই ❤️
এইভাবেই সামনে এগিয়ে যাও...❤️

কারোর উপর কোন অভিমান কিম্বা অভিযোগ নেই। নিজের ভাগ্যকেও দোষ দেয় না। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙা পরিশ্রম করে। উ...
03/06/2024

কারোর উপর কোন অভিমান কিম্বা অভিযোগ নেই। নিজের ভাগ্যকেও দোষ দেয় না। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙা পরিশ্রম করে। উদ্দেশ্য একটাই মেয়েটাকে বড় করে তোলা। যেদিন ঘরে কেউ দেখার থাকে না সেদিন মেয়েটিকে সঙ্গে নিয়ে আসেন। কাজ করেন বাঁকুড়া শহরের স্ট্যাণ্ডার্ড অটোমোবাইল পেট্রোল পাম্পে। কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে পড়ানোর দায়িত্বও পালন করেন। পাম্প কর্তৃপক্ষও ইনাকে যথেষ্ট সহায়তা করেন। লড়াই জারি থাকুক লক্ষ্য পূরণ হোক... ঈশ্বরের কাছে শুধু এই প্রার্থনা করি।

তথ্যচিত্রঃ- সংগৃহীত।

 #শেয়ার_করুন...  #ছেলেটিকে_খুঁজে_পেতে  #সাহায্য_করুন....ছবির ছেলেটি  রবিবার সকাল থেকে  #গড়বেতার_ফুলবেড়িয়া এলাকার  #আ...
03/06/2024

#শেয়ার_করুন... #ছেলেটিকে_খুঁজে_পেতে #সাহায্য_করুন....ছবির ছেলেটি রবিবার সকাল থেকে #গড়বেতার_ফুলবেড়িয়া এলাকার #আগরখানা গ্রাম থেকে নিঁখোজ হয়েছে।সকালে পড়তে যাবে বলে বেরিয়ে আর বাড়ি ফিরে নি।

তমলুক ব্লাড সেন্টারের রক্তের সংকট মেটাতে আগামীকাল সকাল ১০টা থেকে মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হবে ইন হাউস র...
01/06/2024

তমলুক ব্লাড সেন্টারের রক্তের সংকট মেটাতে আগামীকাল সকাল ১০টা থেকে মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হবে ইন হাউস রক্তদান শিবির। রক্তদানে এগিয়ে আসুন।🙏🩸💖যোগাযোগ- 99339 44397 (সৌমেন গায়েন), 97337 97766(কৃষ্ণপ্রসাদ ঘড়া)

Address

Medinipur

Alerts

Be the first to know and let us send you an email when মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers:

Share