14/06/2024
🔊🔊গুরুত্বপূর্ণ আপডেট🔉🔉
আগামীকাল (14/06/2024) শুক্রবার থেকে মেদিনীপুর শহরের ট্রাফিক ব্যবস্থাপনার কিছু পরিবর্তন ঘটছে ফলস্বরূপ মেদিনীপুর শহরে বাস প্রবেশ ও বাহির হওয়ার অভিমুখ কিছু রদবদল ঘটছে। একনজরে দেখে নেওয়া যাক কোন রুটের বাস কোন পথ ধরে মেদিনীপুর শহরে প্রবেশ ও বাহির হইবে।👇👇👇
✅✅১) লালগড়, গোয়ালতোড় (ভায়া - পিড়াকাটা) রুটের বাস :-
প্রবেশ :- কেরানিচটি, আবাস, কুইকোটা, গোলাপীচক, তাঁতিগেড়িয়া, অশোকনগর, মেদিনীপুর সেন্ট্রাল, বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
✅✅২) আনন্দপুর রুটের বাস :-
প্রবেশ:- কেরানিচটি, আবাস, কুইকোটা, গোলাপীচক, তাঁতিগেড়িয়া, অশোকনগর, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
✅✅৩) বিষ্ণুপুর, গড়বেতা, চন্দ্রকোনা রুটের বাস :-
প্রবেশ :- কেরানিচটি, ধর্মা, আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
✅✅৪) ঘাটাল, কেশপুর, আরামবাগ, তারকেশ্বর, বর্ধমান রুটের বাস :-
প্রবেশ :- ধর্মা, আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি, ধর্মা।
✅✅৫) কোলকাতা, হাওড়া, হলদিয়া, মেছেদা, ময়না, পটাশপুর, ডেবরা, বসন্তপুর রুটের বাস :-
প্রবেশ :- আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
✅✅৬) দীঘা, কাঁথি, ইটাবেড়িয়া, এগরা, দাঁতন, বেলদা, খড়গপুর রুটের বাস :-
প্রবেশ :- আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
✅✅৭) খড়িকা, গোপীবল্লভপুর, লোধাশুলী রুটের বাস :-
প্রবেশ :- আমতলা, জুগনীতলা, জজকোর্ট, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির :- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, LIC মোড়, সিপাই বাজার, গির্জা, কুইকোটা, আবাস, কেরানিচটি।
✅✅৮) ধেড়ুয়া রুটের বাস :-
প্রবেশ:- রাঙামাটি, কেরানিতলা, ক্ষুদিরাম মোড়, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড।
বাহির:- মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, ক্ষুদিরাম মোড়, কেরানিতলা, রাঙামাটি।
মেদিনীপুর লাভার্স - Medinipur Lovers