Bangla Updates

Bangla Updates আপডেট পেতে পেজে
লাইক দিয়ে সক্রিয় থাকুন

28/09/2024

ভাত যাতে গরমে নষ্ট না হয়, তাই একসময় জল ঢেলে রাখা হতো। সেটাই পরের দিন সকালে পান্তা ভাতে পরিণত হতো। এই সমস্যা থেকে বাঁচার জন্য ফ্রিজ আবিষ্কার হলো। এখন মানুষ বেশি টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে পান্তা ভাত কিনে খায়, ফেসবুকে পান্তা নিয়ে আদিখ্যেতা করে।

প্লেট সহজলভ্য ছিলো না বলে মানুষ একসময় কলাপাতা কেটে তাতে খাবার খেতো। এখন সবার বাড়িতে প্লেট, কিন্তু নামী রেস্তোরাঁয় কিংবা কখনো বাড়িতেও কলাপাতায় খাবার সুযোগ পেলে মানুষ সেটাকে লাক্সারি মনে করে।

ধুতি-পাঞ্জাবি কিংবা শাড়ি পরাটাই একসময় চল ছিলো। ঘরে-বাইরে প্রতিটা জায়গায় ওগুলোই ছিলো স্বাভাবিক পোশাক। ওগুলো পরার ঝামেলা বলেই পরবর্তীকালে প্যান্ট-শার্ট মানুষের মাঝে জনপ্রিয় হলো। এখনকার ছেলেমেয়েরা ধুতি কিংবা শাড়ি পরে ভীষণ স্পেশাল অকেশনে কিংবা উৎসবের সময়।

গ্রামের জীবনযাত্রাকে অত্যাধুনিক করার জন্যে এবং মানুষের জীবনকে আরামদায়ক বানাবার জন্যেই শহরের সৃষ্টি হল। কুঁড়েঘর ভেঙে ফ্ল্যাট তৈরি হল, চাষের জমিতে কারখানা তৈরি হল, গাছ কেটে চওড়া রাস্তা বানানো হলো। কিন্তু এখন যেকোনো শহরবাসীকে জিজ্ঞেস করুন তার শহর পছন্দ নাকি গ্রাম। বেশিরভাগই উত্তর দেবে, 'গ্রাম'। প্রকৃতির সান্নিধ্য পাওয়া এখন লাক্সারি। পাহাড়ে-জঙ্গলে ঘুরতে যাওয়া এখন খরচা সাপেক্ষ। অথচ জঙ্গল কেটেই আমাদের এই নগরের সৃষ্টি, কারণ আমরা জঙ্গলের বদলে নগর চেয়েছিলাম।

এগুলো থেকে স্পষ্ট যে কিছু জিনিস জীবন থেকে হারিয়ে গেলেই সেগুলো মূল্যবান হয়ে যায়। সাথে থাকাকালীন কেউ মূল্যই বোঝেনা!! কখনো নিজের গুরুত্ব বোঝানোর জন্য হারিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন।

#সংগৃহীত

26/08/2024

হোক কলরব,
হোক প্রতিবাদ 🤐

20/08/2024

নির্যাতিতার নাম, ছবি প্রকাশ করা আছে এমন ভিডিও বা লেখা শেয়ার বা পোস্ট করলে আইনি জটিলতায় পড়তে পারেন ।
:: হাইকোর্ট

এটার জন্য মেদিনীপুর পুলিশ লাইনে যেতে হবে থানা তে হবে না এটা যদি ওই দিন থানাতে যান তাহলে লার্নার (লাইসেন্স) করার সুযোগ আর...
19/08/2024

এটার জন্য মেদিনীপুর পুলিশ লাইনে যেতে হবে থানা তে হবে না এটা
যদি ওই দিন থানাতে যান তাহলে লার্নার (লাইসেন্স) করার সুযোগ আর সময় দুটোই নষ্ট হবে,

18/08/2024

02/03/2024

আমি চাকরি করেও দেখেছি বেকার থেকেও দেখেছি
দুই অবস্থাতেই ব্যাংক ব্যালান্স শূন্য!😪

" The more I read, the more I acquire, the more certain I am that I know nothing. " —  Voltaire In other words we can sa...
01/12/2023

" The more I read, the more I acquire, the more certain I am that I know nothing. "
— Voltaire

In other words we can say ----
" What we know is a drop; what we don't know is an ocean."

06/09/2023

সব কার্যের কোনো না কোনো কারন থাকে

06/09/2023

Keep Smiling 😌😊🤭😀

💖 #ইনি_শ্রীমতী_সুধা_মূর্তি💖🛑-গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার -ইঞ্জিনিয়ারিং টিচার🛑-পদ্মশ্রী পদকপ্রাপ্ত🛑-মারাঠি/ইংরেজি লেখিকা...
26/08/2023

💖 #ইনি_শ্রীমতী_সুধা_মূর্তি💖

🛑-গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার -ইঞ্জিনিয়ারিং টিচার

🛑-পদ্মশ্রী পদকপ্রাপ্ত

🛑-মারাঠি/ইংরেজি লেখিকা

🛑-টাটা টেলকোর প্রথম মহিলা ইঞ্জিনিয়ার -গেটস ফাউন্ডেশনের সদস্যা

🛑-সর্বোপরি তিনি ইনফোসিস প্রতিষ্ঠাতা সদস্য নারায়ণা মূর্তির স্ত্রী...

তবুও প্রতিদিন একটা সময় করে সব্জি বিক্রি করেন,এবং প্রতিদিন ফুটপাতের পাশে বসে নিজের অর্জিত অর্থ দিয়ে রান্না করে প্রচুর দরিদ্র মানুষ কে খাওয়ান।শুধুমাত্র নিজের ইগো, নিজেকে বড়ো ভাবা কন্ট্রোল করার জন্য, সমাজের দীন দরিদ্র মানুষগুলোর দুঃখগুলো বোঝার জন্য! অক্ষয় পাত্র ফাউন্ডেশনের মাধ্যমে দেশজুড়ে খাদ্যসামগ্রীর প্যাকেট বিলি করেন অসংখ্য মানুষের মধ্যে। স্যালুট ম্যাম।আপনি ভালো থাকুন, তাহলে অনেক মানুষ ভালো থাকবে।কিন্তু এইসব মহান মানুষেরা কখনোই প্রচারের মাধ্যমে আসেন না।তাই ওনার এই মহান কর্মের কথা প্রচারের আলোতে আসুক এটাই পরম প্রাপ্তি।পৃথিবীতে আপনার মতো অনেক মা আছেন বলেই পৃথিবীটা অনেক সুন্দর।ভালো থাকবেন সবসময় ।সুস্থ থাকবেন 🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖

অনেক অনেক ধন্যবাদ ❤️🙏

12/06/2023

এককোণে পড়ে থাকতে থাকতে যে একদিন হারিয়ে যায়, দেয়ালে যার পিঠ ঠেকতে ঠেকতে যে একদিন দেয়ালেই যায় মিশে...
তার খোঁজ কেউ রাখে কি আদৌ? চলে গেলেও সে, অশ্রুপাত হয় কি কার‌ও?

09/06/2023

জীবন গোছানোর সময় পাই নি তো, তাই তেমন কোনো প্ল্যান নেই।
সখ করার বয়সে সবর করা শিখতেছি ।
Good morning 🌞🌄

Address

Midnapur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Updates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share